এটা কেমন লাগলো বলো... kzbin.info/www/bejne/qKfbdWeqls-CrJo
@keytoyourlife144 жыл бұрын
হ্নদয় ছুয়ে গেলো। অসাধারণ ❤❤
@debankitabanerjee25354 жыл бұрын
কবিতা প্রেমী সকল দর্শকদের আমার এই কবিতার ভিডিওটি দেখার অনুরোধ রইল । আশা করছি ভালো লাগবে kzbin.info/www/bejne/eaKYdX-lrZx0Y7s
@ferozahemmedmorol40353 жыл бұрын
Hi
@malistube46404 жыл бұрын
খুব ভালো লাগলো কবিতা আবৃত্তি টা অসাধারণ হয়েছে।
@monthekesubhajit4 жыл бұрын
একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন। kzbin.info/www/bejne/pXOUiJp7d9Jnbas
@priankasikder17863 жыл бұрын
Your video is very exclusive to the poem lovers . Thanks for your such kind of videos . Actually such kind of video helps to have a real conception of poem. Again thanks for making this video because I got really inspired.
@kabbogaming11483 жыл бұрын
কবিতা আবৃত্তি শুনতে। ভিজিট করতে পারেন একাউন্টটিতে। kzbin.info/door/f8k0CNLVcbKkS8kiEMSKLg
@nababnasim22012 жыл бұрын
ছলনাময়ী নারী কবিতা... kzbin.info/www/bejne/pqmxinmjjdebrpo
@sabinaniru2 жыл бұрын
#SabinaNiru- বাহ্, প্রিয় একটি কবিতা - মুগ্ধ মনোমুগ্ধ❤
@nababnasim22012 жыл бұрын
ছলনাময়ী নারী কবিতা... kzbin.info/www/bejne/pqmxinmjjdebrpo
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা ||:আমৃত্যু বধির:|| ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ #neyamatbhuiyandr
@nababnasim22012 жыл бұрын
ছলনাময়ী নারী কবিতা... kzbin.info/www/bejne/pqmxinmjjdebrpo
@mukund12064 жыл бұрын
I can't understand bangla language but til I like to listen........
@monthekesubhajit4 жыл бұрын
একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন। kzbin.info/www/bejne/pXOUiJp7d9Jnbas
@কবিতায়কিছুক্ষণ3 жыл бұрын
অসাধারণ পাঠে মুগ্ধতা একরাশ ❤️❤️
@supriyosinha63993 жыл бұрын
kzbin.info/www/bejne/e6KYcneYYsd1edk
@MuntarinMuntaha2 жыл бұрын
osadharon medam
@mdismailhossainbadol41632 жыл бұрын
kkhub সুন্দর🎉❤❤
@debasishseal80194 жыл бұрын
বাঃ , দারুন কন্ঠস্বর । মুগ্ধ হলাম ।
@SwananKichuKathaKichugan4 жыл бұрын
Bah khub sundor...
@KeyaDiary3 жыл бұрын
অসাধারণ ♥️♥️
@kabbogaming11483 жыл бұрын
কবিতা আবৃত্তি শুনতে। ভিজিট করতে পারেন একাউন্টটিতে। kzbin.info/door/f8k0CNLVcbKkS8kiEMSKLg
@nanzibabiswasshreya25674 жыл бұрын
বাহ, বেশ সুন্দর 💜
@monthekesubhajit4 жыл бұрын
একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন। kzbin.info/www/bejne/pXOUiJp7d9Jnbas
@kobitarshohor74254 жыл бұрын
হৃদয় ছুঁয়া ...
@monthekesubhajit4 жыл бұрын
একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন। kzbin.info/www/bejne/pXOUiJp7d9Jnbas
@dr.neyamatubhuiyan1473 жыл бұрын
নেয়ামত ভূঁইয়া’র কবিতা •কবিতা কল্পনালতা-কে• এখন তুমি কোথায় আছো,ভালো আছো কি না জানিনা, আমরা এখানে খুইয়েছি সব ভালো-খারাপের সীমানা। ভালো নেই রাবু রাধা ইলিয়ানা কালু শ্যাম শুভ পিটার, ভালো নেই বাঁশি একতারা ঢোল সেতার তবলা গিটার। সকিনা যদিও সাব্রিনা হলো; গেলো না মাথায় উকুন, খোঁপায় গোজা পারুলের প্রেম উকুনেরই দাঁতে খুন। শৃঙ্গলা নেই,শৃঙ্গল আছে নানান নকশা বাহারে, হাতে হাত নেই,আছে হাতাহাতি হতাহত সমাচারে। ভালো নেই আর সালেহার মা’র শসা ও পুঁইয়ের মাচা, ভালো নেই স্যার বেপারি বাড়ির হালিমার হাবু চাচা। ভালো নেই লালমতি’র বাপের মসলার পান খাওয়া, অশ্বদিয়ার নতুন বাজারে জনালের দেখা পাওয়া। ভালো নেই গাঁও জোড়পুকুরিয়া ভূঁইয়া বাড়ির মাঠ, আমান মিয়া’র ‘বিষাদসিন্ধু’ নাটকেরও নেই পাঠ। ভালো নেই সেই বেগম বুবুর পুরনো দিনের পয়ার, বাস্তবতার গদ্যের গদা উপরে হয়েছে সওয়ার। ভালো নেই আর কৈয়নি জলার ঝাঁপুয়া গাঁয়ের খেয়া, ছই-নায়ে চড়ে মামাদের বাড়ি শশৈয়া বেড়াতে যাওয়া। ভালো নেই বলে কবিতার এখন আত্মমগ্ন বাস, আমিন কাকার কবিতার খাতা ফেলে সে-দীর্ঘ শ্বাস। ত্রিপদী শেখার আদি-গুরু যিনি আমার খলিল ভাই, তাঁর দোকানের পুথিরা এখন একজনও ভালো নাই। পাতিল সাজানো পসরার ভার বারিক ভাইয়ের কাঁধে, মুণ্ডু কেটেছে সেই কবে যেনো আধুনিক জল্লাদে। সকলের চেনা জলফা চোরাটা রাত শেষে হলে ভোর, ছেলে-বুড়োদের পেতো সমাদর; রাতে সে যদিও চোর। আইসক্রিমঅলা শম্ভুর ভালো কিচ্ছু হয়নি পাওয়া, ভালোর ঘাড়েতে খারাপের ঘা নিত্যই বেপরোয়া। লাল মোরগেরা ভালো নেই, নেই কুক্কুরুতের দায়, ভোরের নকিবি ইস্তফা দিয়ে দুপুর অব্দি ঘুমায়। খোপের আরামে চলে পায়রার বাকুম-বাকের রেয়াজ, রোদ্দুর রয় মুখ ভার করে,আবছায়াটাতে সে-আজ! তোমাকেই সব বলা যায়; তুমি কবিতা কল্পনালতা, না-ও যদি ফেরো তুমি আছো তাতেই আমার সার্থকতা। এই তল্লাটে ফেরো যদি তবে ফিরো না পুরানো ঘোরে। কষ্টই পাবে যদি না-ই ফেরো ভাবনা বদল করে। •শেষ• -- #neyamatullahbhuiyandr
@dr.neyamatubhuiyan1473 жыл бұрын
|| একটি ঘরের গল্প ||* নেয়ামত উল্যা ভূঁইয়া। ঐ বিষ্যুদবারে শীতের সেই সন্ধ্যায় আমার ড্রয়িং-খাতা পেন্সিল নিয়ে দাদাজানে’র গায়ের চাদরের এক ধার টেনে গায়ে জড়িয়ে ওম-ওম ভাব নিয়ে পাশে বসতেই দাদাজান আমার গায়ে গোটা চাদরটাই জড়িয়ে দিলেন। আমাকে পোটলা বানিয়ে এদিক ওদিকের ফাঁক-ফোঁকর পরীক্ষা করলেন। চাদরের গিঁট আমার গলায় কষতে কষতে বললেন, ‘ নেও দাদাভাই! শীত এই বার বিলাত পালাইবো ’। খাটের পাশের কুচকুচে কালো সোওয়া আলমারিটা থেকে একটা ময়লা-মলিন হলদেটে কাগজ বের করে দাদাজি এমন আলতো হাতে এর ভাঁজ খুলতে লাগলেন যেনো জোড়ালাগা গোলাপ পাপড়ি আলগা করছেন; কিংবা যেমন করে খেলাচ্ছলে আমরা বালকবেলায় জলফড়িং প্রজাপতি কিংবা জোনাকি অতি সাবধানে দুহাতের তালুর খাঁচায় আটকে রাখতাম: এতোটা শক্ত হাতে চাপ দিতাম না যে, পাছে মরে যায়, আবার এমন আলগা করেও রাখতাম না যে, পাছে উড়ে যায়; অবশ্য বড়ো হয়ে এই তরিকায় যাকে আগলে আগলে রাখি, এর নাম কেবলি প্রেম। তো যা বলছিলাম; ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাওয়া কাগজটার পরত খুলতে খুলতে দাদাজান বললেন, কই,দাদা ভাই! খাতা পেন্সিল লইছো নাকি? একটা ছবি আঁকো; তেমন কিছু না এই একটা বাড়িঘরের ছবি আর কি! দাদাজি বলে যাচ্ছেন আর আমি এঁকে যাচ্ছি: একটা তিন কোঠাঅলা বসত ঘর বড়ো কোঠায় সার-কড়াইয়ের ময়ূর পালঙ্ক মাটির বেড়া, ঢেউটিনের ছাউনি শালের পালা, গজারি কাঠের দরজা জানালা হাওয়া খেলার দুইটা বারান্দা লম্বা চৌকাঠ, সামনে ঝকঝকা উঠান পেছনে পানাপুকুর,পাশ ঘেঁইষা নয়া টিপকল উত্তরপুব কোণায় গোয়াল ঘর ডান কোণায় রসুই ঘর,বাম কোণায় কলার মুড়া পাশের ঝোপেই ঝিঁঝিঁ আর জোনাক পোকাদের আস্তানা এর পাশে মোত্তাক বাগানে টুনটুনির বাসা বামের মোড়ে রাঙা মাটির পথ সেই পথেই লাঙল কাঁধে কৃষকের চলাচল খুড়ের ধুলা উড়াইয়া পথচলা গরুর পাল পাশে আমের ছায়ায় বসা বাঁশিঠোঁটে রাখাল ছেলে খেজুর গাছে ঝুইলা থাকা রসের ঘড়া কাজলা দিঘির উঁচু পাড়ের দূরের আল পথে একতারা হাতে বাউলের পথ চলা বিরান মাঠের তাল গাছের পাতায় হাওয়ায় দোলা বাবুইর বাসা দক্ষিণ বাঁকে মরা সোতের গোমতি নদির বেড়ি বাঁধে শাদা শাদা কাশ ফুলের ঢেউয়ের দোলা। এবার দাদাজান কাগজটাকে ভাঁজ করতে করতে বললেন, কই, দাদাভাই, আঁকা শেষ অইলো না কি? আমি হঠাৎ কুনো ব্যাঙ দেখার মতো লাফিয়ে উঠে বললাম, আরে দাদাজি! এই দেখেন কী মজার কাণ্ড! ওটাতো একশতে একশ আমাদের নিজেদেরই বাড়ি! দাদাজি বললেন, ঠিকই কইছো, ওইডা আমাগো-ই বাড়ি। তোমার বড় আব্বার আমলে আমাদের ঘর গেছে পদ্মার পেটে এর বাদে সোনাপুরে আইসা নতুন ঘর বাঁধছেন বাবা রাজু মানে তোমার বাবা মুক্তি যুদ্ধে গেলো আর পাঞ্জাবিরা আইসা ঘর বাড়ি পুইড়া-ধুইরা ছারখার কইরা দিলো। বুইজলা দাদা ভাই! আমাগো তিন কোঠার বসত ঘরটা আয়েশের না অইলেও কইতে পারো মনের মতোই আছিলো। তবে আরামের কিনা হেইডা বুইঝতে পারি নাই; কারণ আরাম টারামডা-যে আসলে কী হেইডা আমার মাথায় আসে না। আরাম কি কোনো সুখ-সুখ ভাব? তাইলে কইলাম আমাগো ঘরডার থাইক্যা আরামের ঘর এই দুইন্নাইত আর কারোগ্গই আছিলোনা। এমন একখান ঘরের খোয়াব আছিলো তোমার দাদীর, তার কাছে হুইন্যা হুইন্না ঠোঙার কাগজে আমি ওই ঘরডাই আঁইকা রাখছিলাম। তার বাদে আমরা এই নিচিনপুরে ওই রকমের ঘর বানাইছি। ঘরের চালের দিকে নজর তুলে আনমনে বিড় বিড় করে দাদাজি বলতে থাকেন- হায়রে নসীব! হায়াতে কুলাইলো না , দেইখা যাইতে পারলো না মনের ছবির মতন হেই ঘরখান। আমি দাদাজানের হাঁটুতে ধাক্ক দিয়ে বললাম, তাইলে দাদী এখনো এই ঘরে থাকেনা কেন? প্রশ্ন শুনে দাদাজি দীর্ঘশ্বাস ছাড়েন আমাকে কাঁধে তুলে নিতে নিতে বললেন, এখনতো উনি অন্য দেশে; সাড়ে তিন হাতের মানুষ; ঘরও সাড়ে তিন হাত! উপরের দিকে আঙ্গুল তুলে বললেন, সবই ঐ ওনার লীলাখেলা। দাদাজির চোখের পাতা ভিজে আসে; আমাকে কোলে করে মায়ের বিছানায় দিয়ে যায়। আমি মায়ের গলা জড়িয়ে ঘুমাবার চেষ্টা করি, না, চোখে ঘুম নেই ; বৃথা চেষ্টা। এপাশ ওপাশ করি আর ভাবতে থাকি,ভাবতে থাকি; কী ভয়ংকর! সাড়ে তিন হাত দেহের জন্য সাড়ে তিন হাত ঘর। --
@joyart4 жыл бұрын
অসাধারণ
@pinkyshomecooking5 жыл бұрын
অসাধারন আবৃত্তি। মন ভরে গেল।
@voiceofsubhajit4 жыл бұрын
আমার লিখা গুলো একবার দেখবেন 👇 kzbin.info/www/bejne/oKTHoHaFi66JsLM
@debankitabanerjee25354 жыл бұрын
কবিতা প্রেমী সকল দর্শকদের আমার এই কবিতার ভিডিওটি দেখার অনুরোধ রইল । আশা করছি ভালো লাগবে kzbin.info/www/bejne/eaKYdX-lrZx0Y7s
@farhanaahasan5 жыл бұрын
দারুণ
@chowdhurynazmulparvez18804 жыл бұрын
বাহ! অসাধারণ!
@tintinmashirgolperjhuli90754 жыл бұрын
খুব ভালো । সাথে আছি এগিয়ে যান । যারা বাংলা কবিতা ও মজার মজার গল্প শুনতে ভালোবাসো তাদের সকলকে আমাদের চ্যানেলে আমন্ত্রণ জানাই।