My DC Solar System | 400 Watt Solar System Price in Bangladesh.

  Рет қаралды 32,837

Technology Bangla

Technology Bangla

Күн бұрын

It is a 400 watt DC solar system. You will learn how to design a low cost high efficient and powerful solar system. Also i mentioned solar system price in Bangladesh. It is a full overview of my DC solar system.
Panel Brand: Fortunes Solar Panel
Charge controller: SRNE Shiner 30A MPPT
Battery Brand: Li-Watt or Headway 100Ah.
And DC Rice cooker for cooking.
My email: shahinur1000@gmail.com

Пікірлер: 338
@sahedtube
@sahedtube 4 күн бұрын
অসাধারন ভাবে উপস্থাপন। প্রতিটি খুটি নাটি বিষয়বস্তু, সাবক্রাইব করতে বাধ্য করেছেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আমি বাড়িতে সোলার সিস্টেম করতে চাচ্ছি যদি পন্ডিতি করে নিজে 300 ওয়াট এর প্যানেল দিয়ে DC সিস্টেমে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস চালাচ্ছি। তবে বড় পরিসরে করার ইচ্ছে আছে যাতে দিনের বেলায় বিদ্যুৎ এর বিপরীতে ব্যবহার করতে পারি। ইনশা-আল্লাহ আপনার থেকে পরামর্শ নেবার চেষ্টা করবো তখন। আবারো আপনার প্রতি দোয়া রইল। অনেক কিছু এবং অনেক বিষয় জানতে পারলাম। ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন।
@trueislamicamol
@trueislamicamol 4 ай бұрын
সব কমেন্টের রিপ্লাই দেখে ভালো লাগলো, আপনার মত আমিও এরকম রিপ্লাই করতাম কিন্তু এখন আর পারিনা, যে দোকানে প্যানেল সস্তা দোকানের একটু এড্রেসটা লিখে দেন কষ্ট করে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
আসলে সব কমেন্টের রিপ্লাই দেওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার, তারপরেও সময় পেলে দেওয়ার চেষ্টা করি। এক একটা প্যানেল এক এক জায়গা থেকে ক্রয় করা। অনেক সময় সস্তা যেখানে পাওয়া যায় সেখান থেকে ক্রয় করা হয় না কারণ আচার ব্যবহারের উপরেও অনেক কিছু নির্ভর করে। কম দামে প্যানেল ক্রয় করতে চাইলে আপনি ঢাকার কাপ্তান বাজার সোলার মার্কেটে যাচাই বাছাই করে কিছু কিছু দোকান থেকে খুব কম দামে প্যানেল কিনতে পারবেন। যেমন: আনাস ইলেকট্রিক, জয় বিজয় ইলেকট্রিক, সংযোগ পাওয়ার প্যাক ইত্যাদি ইত্যাদি। নিজ এলাকায় এবং অনলাইনে অনেকেই প্যানেল অনেক বেশি দামে সেল করে।
@MdBadsha-jp8mk
@MdBadsha-jp8mk 2 ай бұрын
কন্ট্রোলারের নিচে যে পিন গুলো আছে এখান থেকে কি ডাইরেক্ট ১২ ভোল্টের ফ্যান লাইট এগুলা চালানো যাবে
@injamamulhoque4529
@injamamulhoque4529 5 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার আমি রাতে দুইটা 14" ডিসি ফ্যান (যা দিনে রাতে চলবে এটলিস্ট ৮-১০ ঘন্টা) এবং 5W এর ২-৩ টি লাইট ৪ ঘন্টা(রাতে লোডশেডিং এর সময়) করে চালাতে চাই। প্রয়োজনে দিনের বেলা ও ফ্যান গুলো চলবে। কত ওয়াট প্যানেল এবং কত এম্পি,ব্যাটারি,কত মানের চার্জ কন্ট্রোলার আর কি ক্যাবল ব্যবহার করতে হবে।দয়া করে জানাবেন।আর মিনিমামে বাজেটে কত লাগতে পারে একটু আইডিয়া দিলেও ভালো হয় স্যার।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
অলাইকুম আসসালাম। 100Ah এর একটি ব্যাটারি, 200 ওয়াটের একটি প্যানেল, 70/76 ক্যাবল ও 10 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার লাগবে আপনার। এ ধরনের সিস্টেমে যা প্রয়োজন তার থেকে কম নিবেন না কারণ সে ক্ষেত্রে আবহাওয়া একটু খারাপ থাকলে পারফরমেন্স খুবই কমে যাবে।
@saifullahhelaly1136
@saifullahhelaly1136 6 ай бұрын
বড় ভাই, গ্রামীণ শক্তি সোলার প্যানেলের কোয়ালিটি কেমন বা কোন গ্রেডের? দয়াকরে জানাবেন। আর সোলার প্যানেল এর কোয়ালিটি কী দিয়ে বা কিভাবে মূল্যায়ন করব? *দাম* দিয়ে নাকি *মেইড ইন* দিয়ে? নতুন সোলার সিস্টেম বসালে কী কী লাগবে এবং সোলার সিস্টেমটি AC ব্যবহার ভাল ও লং লাস্টিং করবে নাকি DC ব্যবহার লং লাস্টিং ও সাশ্রয়ী হবে? অনেক গুলো প্রশ্ন করে ফেললাম! দয়াকরে একটি সম্পূর্ণ নতুন ভিডিও দিয়ে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন... প্লীজ। (চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল)
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
গ্রামীণ শক্তি সোলার প্যানেলের কোয়ালিটি বেশ ভালো। গ্রামীণ শক্তি, সুপারস্টার, রহিম আফরোজ এগুলো প্রায় সেম ক্যাটাগরির (A গ্রেড) এবং এরা কোয়ালিটি মেইনটেইন করে। ভালো প্যালেস গুলোর দাম সবসময় একটু বেশি হলেও দাম দিয়ে সব সময় সোলার প্যানেলের কোয়ালিটি নির্ধারণ করা উচিত নয়। একটা প্যানেলের বিল্ড কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ কারণ লং রান এ বিল্ড কোয়ালিটি ভালো না হলে পানেলগুলো গুলো ডিগ্রেডেশন বেশি হয়ে থাকে। বিল্ড কোয়ালিটির পাশাপাশি আউটপুট টাও চেক করা উচিত একটা প্যানেলের কোয়ালিটি নির্ধারণ করার ক্ষেত্রে। বর্তমানে বেশিরভাগ প্যানেল মেড ইন চায়না যদিও বা কিছু কিছু কোম্পানি দাবি করে বাংলাদেশ তৈরি তারপরেও দেখা যায় ওগুলোর কাঁচামাল সব চায়না থেকেই নিয়ে আসা হয়। এমনকি উন্নত দেশগুলোতেও ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানিগুলো চায়না থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে। যেমন iphone আমেরিকান কোম্পানি হলেও চায়না থেকে ম্যানুফ্যাকচার করে পুরো পৃথিবীতে ডিস্ট্রিবিউশন করে। একটা সোলার সিস্টেম করতে হলে প্যানেল, তার, সোলার চার্জ কন্ট্রোলার ও ব্যাটারি প্রয়োজন। AC সিস্টেমের ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার টা ব্যবহার না করে ইনভার্টার ব্যবহার করা হয় যেখানে বিল্ট-ইন চার্জ কন্ট্রোলার থাকবে। ভালো কম্পনেন্ট বাছাই করে সোলার সিস্টেম করলে AC ও DC দুইটা সিস্টেমই লং লাস্টিং হবে। DC সিস্টেমগুলোর খরচ একটু কম হয় কিন্তু ইফিসিয়েন্সি কিছুটা বেটার পাওয়া যায় তবে সমস্যা হল এগুলোর জন্য ব্যবহৃত কোয়ালিটি সম্পন্ন এপ্লায়েন্স গুলো মার্কেটে তেমন একটা পাওয়া যায় না। খরচ নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলে ভালো কম্পনেন্ট ব্যবহার করে AC সোলার সিস্টেম করাটাই ভালো।
@pgcbhasan7961
@pgcbhasan7961 5 ай бұрын
Battery series/paralel কোন connection এ চালালে ভালো হবে৷
@MdRubel-gz6xw
@MdRubel-gz6xw 5 күн бұрын
আসসালামু আলাইকুম ভাই আপনার SRNE চার্জ কন্ট্রোলার হিট কেমন হয়
@sadequzzamanrassel9938
@sadequzzamanrassel9938 5 ай бұрын
৫ টি এসি সিলিং ফ্যান দিনের বেলা চালানোর জন্য কত ওয়াট এবং কোন ধরনের প্যানেল ব্যবহার করলে ভালো হবে। কোন কোম্পানিরটা ভালো হবে।আর রাতে চালাতে হলে কত এম্পিয়ার ব্যাটারি লাগাতে হবে। কোন কন্ট্রলার টা ভালো হবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
পাঁচটি সিলিং ফ্যান ৫০০ ওয়াটের মধ্যে হলেও সকালের দিকে ও বেলা চারটার পর থেকে সোলারের প্রোডাকশন কম থাকায় এবং মাঝে মাঝে আবহাওয়া জনিত সমস্যার কারণে প্যানেল ৮০০-৯০০ ওয়াট ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাবেন। এর সাথে ইন্ডিয়ান IPS টাইপের ইনভাটার গুলো ব্যবহার করতে পারেন আর আরো ভালো পারফরম্যান্স পেতে হাইব্রিড ইনভার্টার ব্যবহার করতে পারেন। ব্যাটারি শুধুমাত্র বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ দেওয়ার জন্য রাতে সাপোর্ট দিবে। সে ক্ষেত্রে 150-200Ah এর একটি ব্যাটারি ব্যবহার করতে পারেন। যদি সারারাত ব্যাকআপ চান ব্যাটারির মাধ্যমে তাহলে ব্যাটারি অনেক বেশি লাগবে এবং খরচ অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাবে যা আমি সাজেস্ট করিনা। এই সিস্টেমে চার্জ কন্ট্রোলার দরকার হবে না কারণ আপনি DC সিস্টেম করবেন না।
@sadequzzamanrassel9938
@sadequzzamanrassel9938 5 ай бұрын
@@TechnologyBanglaShahinধন্যবাদ আপনাকে। হাইব্রিড ইনভার্টার কত ওয়াট এবং কোন কোম্পানিরটা ভালো। দাম কেমন পড়বে। সোলার প্যানেল কোন কোম্পানির টা ভালো হবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
Hinvert নামের একটি ইনভার্টার পাওয়া যায় এটা কমের মধ্যে বেশ ভালো। এই ধরনের ইনভার্টার এর সাথে অনেক ওপেন সার্কিট ভোল্টেজ দরকার হয়। এ ক্ষেত্রে ২৪ ভোল্টের প্যানেল গুলো সিরিজে কয়েকটা কারেক্ট করলে খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায়। ২৪ ভোল্টের প্যানেলগুলোর মধ্যে ফরচুন বেশ কমে ভালো প্যানেল তৈরি করে থাকে। ইনভার্টার এর দাম ৩০ হাজার টাকার আশেপাশে।
@alimran9725
@alimran9725 5 ай бұрын
আপনার ভিডিও আমি নিয়মিত দেখি এবং উপকৃত হয়েছে আমার একটি জেনেটিকের 250 ওয়াট সোলার থেকে আমি তিন এম্পিয়ার কারেন্ট পাচ্ছি এখন আমি কি করতে পারি, ডিসি সিস্টেম চালাই আমি।দয়া করে সমাধানটা দিতেন যদি।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
প্যানেল টি পরিষ্কার করুন এবং চেক করুন যেন ছাদে কোনরকম ছায়া প্যানেলের উপরে না পরে। প্যানেল টি দক্ষিণ মুখ করে ল্যাটিচুড অ্যাঙ্গেলের থেকে কিছুটা কম অ্যাঙ্গেলে সেট করুন। 4rm ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করে প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত লাইন টানুন।
@MoloyMondalBD
@MoloyMondalBD 7 ай бұрын
ভিডিও টি অনেক ভাল লেগেছে, অনেক ধন্যবাদ । পরবতী ভিডিও জন্য অনেক্ষা আছি ।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ধন্যবাদ, সাথেই থাকবেন।
@johanmasud3304
@johanmasud3304 7 ай бұрын
ভাই আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি কোন জায়গা থেকে কিনেছেন দয়া করে জানালে উপকার হত?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
আমার লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO4) ব্যাটারিটি আমি IPD Bazar Bangladesh থেকে কিনেছিলাম।
@ripon117
@ripon117 6 ай бұрын
@@TechnologyBanglaShahin IPD or IPS ?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
@ripon117 সরি, IPS হবে।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm 6 ай бұрын
​@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভালো আছেন স্যার.আমি একটু জানতে চাইছিলাম জেনেটিক এর 150+150 দুইটি প্যানেল...300ওয়াড১২ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করব....জাহাজে পুরান তার.পাইছি6Rm ব্যবহার করা যাবে.6rm.তার.নিলের সমস্যা. আছে...
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
@iddrisehowlader-oc9jm অলাইকুম আসসালাম। আপনার ক্ষেত্রে 4rm তার হলেই যথেষ্ট। তবে তারের কোয়ালিটি একটু লো হলে তখন আরেকটু মোটা তার ব্যবহার করাই ভালো। আপনি নিশ্চিন্তে 6rm ব্যবহার করতে পারবেন।
@HabiburRahman-lr2vt
@HabiburRahman-lr2vt 2 күн бұрын
অনেক ভালো লাগলো
@Funnyn1
@Funnyn1 6 ай бұрын
১০০০ ওয়াট সোলারের ইনভাটার কোনটা ব্যবহার করেন
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
আসলে গবেষণা করার জন্য কয়েকটা ব্যবহার করি। তবে বেশিরভাগ সময় UTL কোম্পানির Gamma Plus টা বেশি ব্যবহার করা হয়। একটি ভিডিওতে আমি দেখিয়েছি, ভিডিওটার লিংক দিচ্ছি: kzbin.info/www/bejne/lWSmkmqpidqei8U
@BibhasB
@BibhasB 5 ай бұрын
অনেক কিছু শিখছি, একেবারে সাধারণ ব্যবহারকারী। এখন কিছু কিছু যন্ত্রাংশ সংগ্রহ বা জানছি। আপনার মতামত পেলে ভালো হয়। যদিও দেশেই সব পাওয়া যায়, তবে আমি যদি কম দামে আরও ভালো কিছু বিদেশ থেকে আনতে পারি মন্দ কি। তবে সার্ভিস পাব না তাও ঠিক। মতামত সাপেক্ষে কিনব বা কিনব না। তবে কত ওয়াটের সার্কিট ব্রেকার ভালো বা দরকার, সেটাও জানার বিষয়। DC MCB Circuit Breaker for Solar Photovoltaic দাম মাত্র $ 7/-
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
যেখান থেকেই কিনেন DC সার্কিট ব্রেকার একটু দেখেশুনে বুঝে কিনবেন। এই ধরনের প্রোডাক্টগুলো প্রচুর নকল দেশে এবং চায়নার মার্কেটে পাওয়া যায়। কত ভোল্ট এবং ওয়াটের সোলার প্যানেলের সাথে কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেটাও জেনে করবেন। ভুল এম্পিয়ার সিলেকশনের কারণে সার্কিট ব্রেকারটি ঠিক ভাবে কাজ করবে না। কোন ইনফরমেশন দরকার হলে আমাকে নক দিবেন।
@YouTube_Shorts_58.87M
@YouTube_Shorts_58.87M Ай бұрын
বাজারে বর্তমানে 48v প্যানেল পাওয়া যাচ্ছে। আমি চাইছিলাম, 4v 550watt প্যানেল কিনতে। কারণ ভবিষ্যতে আমি হাইব্রিড করার ইচ্ছে আছে। বর্তমানে কি 48v প্যানেল থেকে 12v আউটপুট নেওয়া যায়??
@shahalamalam6455
@shahalamalam6455 4 күн бұрын
ভাই জান আমি আপনার কাছে জানতে চাচ্ছি। srne 40 এম্পির কন্ট্রোলার দিয়ে ৫৫০ ওয়াট এর ২ টি প্যানেল সিরিজ করে ১২ ভোল্ট এর ২০০ এম্পিয়ার ১ ব্যাটারী সিস্টেমে ব্যাবহার করা যাবে কি? উত্তর টা দিবেন প্লিজ।
@TECHGUIDESUMIT24
@TECHGUIDESUMIT24 4 ай бұрын
mere pas 12volt watt(165)solar panel hain, DC system por kitna fan chala sakta hai,kitna ah ka battery drkar hain❓❓7pc 20watt ka DC led jalana(prabha) hain,30amp amachi smart charge controller hain.apke answer ke bad battery 🔋 kharid na hain, please reply. I am waiting.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
Sorry for my bad hindi, I'm not a native hindi speaker. 80Ah kee baitaree 165 watt ke solar painal ke lie upayukt hai. aap 2 dc pankhe 24 ghante ya 4 dc pankhe 12 ghante chala sakate hain. 7 dc balb(20 watt each) ak sath aap 5 se 6 ghante tak istemaal kar sakate hain. agar aap saara lod ek saath chalaate hain to aapako 2 se 3 ghante ka backup milega.
@TECHGUIDESUMIT24
@TECHGUIDESUMIT24 4 ай бұрын
@@TechnologyBanglaShahin Thank you very much Sir,C10 ya C20 Battery Lena hai ❓❓❓ luminous panel hain, luminous/ amaron/ Exide / livfast/ okaya Lena hain❓❓❓
@TECHGUIDESUMIT24
@TECHGUIDESUMIT24 4 ай бұрын
@@TechnologyBanglaShahin 💕🙏💕💯💯💯
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
You are welcome. C10 battery solar sistam ke lie achchhee hai. C20 battery na khareeden kyonki yah keval invartar ke lie achchhee hai. Luminious ya Exide solar battery lambe samay tak chalane ke lie achchhee hotee hai.
@TECHGUIDESUMIT24
@TECHGUIDESUMIT24 4 ай бұрын
@@TechnologyBanglaShahin Excellent 👌 👍 early reply. I am extremely glad with 😊 your quick response. Go ahead I am always with you.
@masudmorul3407
@masudmorul3407 5 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই আপনার ৪০০ ওয়াটের এই সিস্টেমে আলাদা আলাদা কত খরচ করেছে জানালে উপকৃত হতাম ফর্চুনার প্যানেল এর মান সম্পর্কে জানতে চাচ্ছি টেকসই কেমন হবে? সুপারস্টার এবং ফর্চুন এর মধ্যে তফাৎ কি দামের ক্ষেত্রে তো অর্ধেক দ্বিগুণ সম্পর্ক তাহলে উপকৃত হতাম
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
অলাইকুম আসসালাম। সোলার প্যানেল 33 টাকা ওয়াট। 30A MPPT চার্জ কন্ট্রোলার 7800 টাকা। 12V 100Ah লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO4) ব্যাটারি 33,000 টাকা। ক্যাবল 1,000 টাকার মত। প্যানেল সম্পর্কে: ফরচুন সোলার প্যানেলের মান যথেষ্ট ভালো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট টেকসই। সুপারস্টার ফরচুন প্যানেলের চেয়ে একটু বেটার কিন্তু দাম অনেকখানি বেশি। বাজেট ভালো থাকলে আপনি সুপারস্টার মনো/ নতুন রিলিজ পাওয়া ওয়ালটন এগুলো প্যানেল নিতে পারেন। বাজেট একটু কম থাকলে দ্বিতীয় গ্রেড এর মধ্যে ফরচুন/জেনেটিক এর প্যানেল নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না, ৫/৭ বছরের মধ্যে খুব বড় ধরনের ডিগ্রেডেশন হয়। আর খুব বড় ধরনের প্রজেক্ট করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। যেমন: JA, Jinko, Trina, REC etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
@JoynalAbedin-xz9yp
@JoynalAbedin-xz9yp 3 ай бұрын
ভাই ১২ ভোল্ড ব্যাটারি দিয়ে ৪৮ ভোল্ড প্যানেল দিলেন সেই টা কি চাজ কন্ট্রোলারের মাধ্যমে ৪৮ হয়ে ১২ ভোল্ট চাজ করা যায়
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 ай бұрын
@JoynalAbedin-xz9yp যদি MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয় তাহলে হবে।
@nazmul769
@nazmul769 7 ай бұрын
১: 12 ভোল্টা ১০০ ওয়াট প্যানেল ২: ২৪ ভোল্ট ১০০ ওয়াট প্যানেল এখন যদি আমি ১২ ভোল্ট আউটপুট নেই তাহলে কি ১২ ভোল্ট প্যানেলর অউপুট অ্যাম্পিয়ার এবং ২৪ ভোল্ট প্যানেলের আউটপুট অ্যাম্পিয়ার সমান হবে? না আলাদা হবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
১০০ ওয়াট ১২ ভোল্ট প্যানেলের এম্পিয়ার যদি হয় ৫ তাহলে ১০০ ওয়াট ২৪ ভোল্ট প্যানেলের এম্পিয়ার হবে ২.৫ কিন্তু দুইটাই সেম শক্তিশালী সেম ওয়াটের। সূত্রটি হল: Volt×Amp= Watt
@mdradwan6417
@mdradwan6417 6 ай бұрын
আমি ১০০ ওয়াটের দুইটা প্যানেল প্যারালাল করে ব্যবহার করি,প্যানেল থেকে ৭০/৭৬ পনেরো গজ তার ব্যাটারিতে আসে এবং প্যানেলের ল্যাটিটিউড ঠিক নেই এই অবস্থায় ব্যাটারি চার্জ দেওয়ার সময় একেবারে প্রখর রোদে সর্বোচ্চ ৮০-৯৫ ওয়াটের মতো পাই এটা কতটুকু ঠিক আছে,ল্যাটিটিউড ঠিক করলে কত ওয়াট পেতে পারি বলে আপনার মনে হয়
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
আপনি টোটাল ২০০ ওয়াট ব্যবহার করছেন, সেই হিসেবে অনেক কম ওয়াট পাচ্ছেন, যদিও ভালো প্যানেল ব্যবহার করছেন কিনা জানিনা। দুপুর ১১ টা থেকে ১ টার মধ্যে প্রখর রোদ থাকা অবস্থায় ও ব্যাটারি খালি থাকা অবস্থায় ডিসি ওয়াট মিটারে ১৪০/১৫০ ওয়াট মিনিমাম ওঠার কথা। প্যানেলে ময়লা থাকলে পরিষ্কার করবেন, হালকা হলেও কোন ছায়া পড়ছে কিনা সেটা খেয়াল করবেন এবং ল্যাটিটিউড যতটুকু ঠিক করা সম্ভব করবেন। আশা করা যায় পারফরম্যান্স ভালো পাবেন। পারফরম্যান্স কেমন পাবেন সেটা আপনার ক্যাবল অরিজিনাল বা ভালো কোয়ালিটির কিনা সেটার উপরেও অনেকটা নির্ভর করে। প্যানেল ছাড়াও ব্যাটারির ক্যাবলটাও কিন্তু ভালো ব্যবহার করতে হবে।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm 6 ай бұрын
​@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভালো আছেন স্যার.আমি একটু জানতে চাইছিলাম জেনেটিক এর 150+150 দুইটি প্যানেল...300ওয়াড১২ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করব....জাহাজে পুরান তার.পাইছি6Rm ব্যবহার করা যাবে.6rm.তার.নিলের সমস্যা. আছে...
@NightMan-wc5wz
@NightMan-wc5wz 5 ай бұрын
Ami jodi 2 ta fan 1 ta tv, 4 ta led light use korte cai tahole amar ki ki dorkar hobe. Ar koto takar lagbe setup korte? ❤
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
আপনার মোটামুটি পাঁচশ ওয়াট সোলার সিস্টেম করতে হবে। ৭০/৮০ হাজার টাকার মত খরচ হবে।
@fmtechnologybd592
@fmtechnologybd592 6 ай бұрын
আমার ৩টা ফ্যান আর ৪-৫ লাইট এর জন্য কোন প্যাকেজ টা ভাল হবে আর দাম কত পরবে? মনে করেন কারেন্ট চলে গেলে ব্যাকআপ চাচ্ছি আরকি। এখন আমি কি আইপিএস ব্যবহার করবো নাকি সোলার লাগাবো আপনি কোনটা সাজেস্ট করেন? ব্যাটারি লিথিয়াম দিয়ে ব্যবহার করবো কেমন কস্ট পরবে? আপনার এই প্যাকেজ টা কেমন খরচ হলো? যদি সময় থাকে আশা করি বিস্তারিত বলবেন প্লিজ।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
যেহেতু আপনি কারেন্ট চলে গেলে ওই সময়টার জন্য শুধু ব্যাকআপ চাচ্ছেন তাই আপনি IPS নিতে পারেন। সোলার তখনই প্রযোজ্য হবে যখন আপনি বিদ্যুৎ বিল সেভ করতে চাচ্ছেন অথবা আপনার এলাকায় ইলেকট্রিসিটি থাকে না বললেই চলে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করাটা খুব ভালো একটা ডিসিশন। এটার প্রাইস অনেক বেশি হলেও পরবর্তীতে অনেকদিন টেকসই হয় ফলে লেড এসিড ব্যাটারি থেকেও সাশ্রয়ী হয়। আমার এই সিস্টেমটা ডিসি সিস্টেম, এটা প্রায় ৬০ হাজারের মতো খরচ পড়েছে। আমি আরেকটি বড় এসি সিস্টেম ব্যবহার করি, সেটা ১ লাখ ১০ হাজার খরচ পড়েছে।
@fmtechnologybd592
@fmtechnologybd592 6 ай бұрын
জ্বি আমার তো বিদ্যুৎ বিল সাশ্রয় করাটাও জরুরি। আর বাংলাদেশের কারেন্ট সব সময় আসা যাওয়া করে। এখন আমার কথা হচ্ছে টাকা ও সেভ হবে আর জিনিস টাও লং লাস্টিং চাচ্ছি এজন্য কোনটা ব্যবহার করতে পারি। যেহেতু আপনি এই বিষয়ে জানেন। আমার বাসায় ৩টা ফ্যান আর ৫ টা লাইট ব্যবহার হয় তো আমি চাই কারেন্ট চলে গেলে অটোমেটিক যেনো চলে এইরকম কিছু চাচ্ছি। আপনার বড় প্রজেক্ট টাও দেখলাম ১০০০ ওয়াট এর মাশাল্লা কিন্তু এটা তো কস্ট কনেক টাকা। আমার বাজেট ৩০-৪০ হাজার টাকা দিয়ে কি হবে? ৩টা ফ্যান, আর ৫টা লাইট এর জন্য কি করতে পারি। অনেক ধন্যবাদ আপনার মুল্যবান তথ্য দিয়ে হেল্প করার জন্য।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
আসলে তিনটা ফ্যান আর পাঁচটা লাইট চালানোর জন্য হলেও খরচ আরো বাড়াতে হবে। 100Ah লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির দাম প্রায় ৩০ হাজার টাকার মত। সোলার ইনভার্টার ২০ হাজার এর মতন। আবার প্যানেলের খরচ আছে। বাজেট যদি একটু বেশি করতে পারেন তাহলে সোলার সিস্টেমটা করে ফেলেন, এগুলো অনেক টেকসই হয় এবং বিদ্যুৎ বিল সেভ হয়। এছাড়াও কখন কারেন্ট আসলো কখন কারেন্ট গেল কিছুই টের পাবেন না। এমনকি যদি সারাদিন কারেন্ট নাও আসে কোন বড় ধরনের পাওয়ার ফেইলর এর কারনে তাও আপনার সমস্যা হবে না।
@fmtechnologybd592
@fmtechnologybd592 6 ай бұрын
ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
You are welcome.
@MonirKhan-zg8wi
@MonirKhan-zg8wi 5 ай бұрын
আপনার ভিডিওটা ভাল হয়েছে।আমি রাতে চারটা 14" ডিসি ফ্যান এবং5wএর চারটি লাইট ছয় ঘন্টা করে চালাতে চাই।প্রয়োজনে দিনের বেলা ফ্যান গুলো চলবে। কত ওয়াট প্যানেল এবং কত এম্পি,ব্যাটারি ,কত মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।দয়া করে জানাবেন।আপনার কোনো টিম সোলারের কাজ করে কি না?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
100Ah ব্যাটারি, 200 ওয়াট সোলার প্যানেল, 10A সোলার চার্জ কন্ট্রোলার, 70/76 ক্যাবল ব্যবহার করলে আপনি আপনার লোড গুলো খুব ভালোভাবে চালাতে পারবেন, লোডগুলো দিনেও কন্টিনিউ চললে প্যানেল আরো একশ ওয়াট বেশি লাগাবেন তাছাড়া ব্যাটারি চার্জ হতে পারবে না, সে ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার ২০ এম্পিয়ার, তার 4rm ব্যবহার করবেন। প্রয়োজনের তুলনায় সামান্য একটু বড় স্পেসিফিকেশন দিয়েছি যেন আবহাওয়া একটু খারাপ থাকলেও কোনো সমস্যা না হয়। সোলারের জিনিসগুলো কিন্তু মার্কেটে প্রচুর নকল আছে তাই একটু দেখেশুনে বুঝে কিনতে হবে।
@MonirKhan-zg8wi
@MonirKhan-zg8wi 5 ай бұрын
@@TechnologyBanglaShahin সুপার স্টার /রহিম আফরোজ /হ্যামকো ব্যাটারি আর সুপার স্টার মনো প্যানেল কেমন হবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
সুপারস্টার মনো প্যানেলের সাথে রহিম আফরোজ এর সোলার ব্যাটারি নিতে পারেন। এই কম্বিনেশনটা খুব কোয়ালিটি সম্পন্ন হবে।
@MonirKhan-zg8wi
@MonirKhan-zg8wi 5 ай бұрын
@@TechnologyBanglaShahin আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
You are welcome.
@MasteryAktir
@MasteryAktir Ай бұрын
Vai fortune poly 24vold abong fortune mono 24 vold sirij Canection dioya jabe. Vai ami pump chaly poly panel diya.
@rubelahmed3650
@rubelahmed3650 4 ай бұрын
এই সেটাপ দিয়ে মটর ও ফ্রিজ চালানো যাবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
এটা একটি ডিসি সেটআপ। মোটর ও ফ্রিজ চালাতে হলে আলাদা পিওর সাইন ওয়েব ইনভাটার ব্যবহার করতে হবে। 1/1.5 কিলোওয়াট ইনভার্টার হলে হাপ ঘোরার বেশি মটর চালানো ঠিক হবে না।
@BURHANuddin-o5g
@BURHANuddin-o5g 7 күн бұрын
ভাই,৩০০ ওয়াট প্যানেল ১০০ এম্পিয়ার ব্যাটারি কিনবো। তো প্যানেল থেকে ব্যাটারিতে কোন তার ব্যবহার করবো। ব্যাটারিতে কোন তার ব্যবহার করবো এবং লোডে কোন তার ব্যবহার করবো।
@bdexplorer.ashiqur
@bdexplorer.ashiqur 4 ай бұрын
submersible pump .5hp use kora jabe emon setup niye ektu discuss koren plz
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
ঠিক আছে বিষয়টা নোট রাখলাম।
@foysalahamed7433
@foysalahamed7433 4 ай бұрын
ভাই একটা সোলার প্যানেল চালাইতে কি কি লাগে আমি ৫ ফ্যান আর ৫ লাইট চালাইতাম তাহলে আমার সোলার প্যানেল কিনার সাথে আর কি কিনা লাগবে যাতে করে আমি এগুলো চালাইতে পারবো। ভাই একটু দাম গুলো বইলেন কষ্ট করে কমেন্টে রিপ্লাই দিয়েন ❤
@pmonir2204
@pmonir2204 5 ай бұрын
আসসালামু আলাইকুম. আমি এমন একটা সোলার কন্ট্রোলার চাচ্ছি। যেটা হতে ২৪০ ভোল্ট AC কারেন্ট আউট পুট হবে। এর সাথে ১২, ৯, ৬, ৫ ভোল্ট DC কারেন্টও আউট পুট হবে। এমন কন্ট্রোলার কি বাজারে আছে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
না এমন কন্ট্রোলার বাজারে নাই। তবে কিছু সোলার ইনভার্টার আছে যেগুলো AC কারেন্ট আউটপুট দেয়।
@MdRimon-i9p
@MdRimon-i9p 7 ай бұрын
ভাই আমি একটা নতুন DLDC ১২০ এম্পিয়ার ব্যাটারী কিনছি এখন এই ব্যাটারী দিয়ে কি সোলার সিস্টেম কেমন হবে। আর পানি ব্যাটারী দিয়ে সোলার সিস্টেম কেমন হবে। এর পার্থক্য যদি বলতেন ভাই খুব উপকার হত। ভাই খুব টেনশনে আছি পাউটার ব্যাটারি কিনে। ভাই কিছু পরামর্শ দেন
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
হ্যাঁ আপনি এটা দিয়ে বেশ ভালোভাবেই সোলার সিস্টেম করতে পারবেন। তবে আপনি যদি রহিম আফরোজ বা হ্যামকো কোম্পানির সোলার পানি ব্যাটারি ব্যবহার করতেন তাহলে আরেকটু বেশি ভালো হতো কারণ এগুলো সোলার সিস্টেমের ক্ষেত্রে কিছুটা বেশি দীর্ঘস্থায়ী হয় এবং স্পেশালি সোলারে ব্যবহার করার জন্য এগুলোতে C10 রেটিং থাকে। তবে সোলারের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হল লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।
@DelightfulLavenderFields-sr7ex
@DelightfulLavenderFields-sr7ex 2 ай бұрын
ভাইজান আপনি লং রান রিচ এরপর জেনেটিকের 9 বাস বারের প্যনেলের রিভিও দিয়েন
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 2 ай бұрын
হাতে আসলে রিভিউ দিব।
@AGT1998
@AGT1998 4 ай бұрын
ভাই এখানে কতো ভোল্ট, কতো আম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছেন এবং কোন কোম্পানির জানাবেন প্লিজ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 ай бұрын
100Ah 12V LiFePO4 ব্যাটারি ব্যবহার করেছি। এটা Hearway ও Liwatt কোম্পানির পাওয়া যায়। দুইটা কোম্পানিই মাদার কোম্পানি সেম, তারা সেম সেল ব্যবহার করে।
@tanvirrahamantanay4343
@tanvirrahamantanay4343 4 ай бұрын
Vai ami sob kicu apnar motw korar por...batteryr sathe jdi akta ips lagaiya AC out put nei tahole ki overall system a kono effect hbe?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
না সমস্যা হবে না, আপনি আউটপুট নিতে পারবেন।
@MR.BD10
@MR.BD10 6 ай бұрын
আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারকাতুহ্ ac system কিভাবে convert করলেন? তার ভিডিও কি চ্যানেলে দেওয়া আছে? যদি থাকে তার লিংক দেন প্লিজ!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
অলাইকুম আসসালাম। এটা DC সিস্টেম হিসেবে ব্যবহার করছি। এর আগে আরেকটা সোলার সিস্টেম করেছিলাম যেটাতে DC থেকে AC তে কনভার্ট করে ব্যবহার করি। লিংক: kzbin.info/www/bejne/lWSmkmqpidqei8U
@mdjahidulislam4149
@mdjahidulislam4149 6 ай бұрын
আমি ১০০০থেকে ১৫০০ ওয়াড সোলার সিস্টেম করতে চাই তাই এখন লনজি৫৫০ ওয়াড ২৪ নিতে চাচ্ছি এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার মাধ্যমে ১২ ভোল্ট বেটারী ইউজ করতে চাই এটা কি ঠিক হবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
এই চার্জ কন্ট্রোলার এর 40 এম্পিয়ার এর টা ব্যবহার করলে আপনি 550 ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন এক ব্যাটারি সিস্টেমে। এটার 40 এম্পিয়ারের উপরে এখনও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না।
@joliynill2430
@joliynill2430 7 ай бұрын
শাহিন ভাই আসসালামুয়ালাইকুম। প্রথমেই আপনার জন্য দোয়া রইলো। আপনি এর পরে ক্লাম্প মিটার লাগিয়ে ইনপুট ও আউটপুট আম্পায়ারটা একটু দেখাবেন প্লিজ। আর আপনার ওয়াট মিটার ২০০ আম্পায়ার টার দাম জানাবেন প্লিজ। কেনার লিংক দিলে আরো উপকৃত হবো।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
অলাইকুম আসসালাম। ঠিক আছে আমি ক্লাম্প মিটার দিয়ে ইনপুট আউটপুটের এম্পিয়ার দেখাবো। ওয়াট মিটার টা দরাজে পেয়ে যাবেন। ওখানে DC watt meter লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। অবশ্যই ক্রয় করার সময় ভালো রিভিউ চেক করে অর্ডার করবেন তাহলে কোন সমস্যা হবে না, ভালোটাই পেয়ে যাবেন।
@joliynill2430
@joliynill2430 7 ай бұрын
@@TechnologyBanglaShahin আপনার কেনা লিংক টা দিবেন প্লিজ
@asmmonirulislam5791
@asmmonirulislam5791 5 ай бұрын
এই ২০০ ওয়াটের প্যানেল গুলার স্টিকারে কত এম্পিয়ার লিখা আছে আর পাচ্ছেন কত? অন্যদিকে সুপার স্টার এর শর্ট সার্কিট এম্পিয়ার ৮+ দেখায় ১৬০ ওয়াটে। এম্পিয়ার হিসাব করলে কি আসলেই এই প্যানেল গুলা নেয়া ভাল হবে? নাকি দাম দিয়ে সুপারস্টার নেয়াই ভাল৷ হবে?
@MOHAMMADMOHAMMAD-wt7xu
@MOHAMMADMOHAMMAD-wt7xu Ай бұрын
সুপারস্টার মনে হয় ২০০ ওয়াটের ৭.৯ এম্পিয়ার
@md.tawfiquzzamanopu9563
@md.tawfiquzzamanopu9563 7 ай бұрын
১০০-২০০ ওয়াট এর ১২ ভোল্ট প্যানেলে এই MPPT কন্ট্রোলার ইউজ করলে কি এম্পিয়ার বুস্ট করবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
হ্যাঁ করবে, তবে খুব অল্প পরিমাণে করবে।
@mjkamrul
@mjkamrul 6 ай бұрын
২০০ ওয়াট জেনেটিক প্যানেল + ১৬০ এ্যামপিয়ার ইজিবাইক ব্যাটারি। এতে কি এমপিপিটি কন্ট্রোলার ভাল হবে না জংফা ডিজিটাল ১০০০ ওয়াট ইনভার্টার ভাল হবে? কারেন্ট না থাকলে ডিসি ফ্যান বা লাইট চালাবো + প্রয়োজনে ১/২ ট পিসি বা ল্যাপটপ চলবে। পরামর্শ দিবেন নুতন সাবস্ক্রাইবার।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
যদি শুধু ডিসি ফ্যান লাইট এগুলো চালাতে চান তাহলে চার্জ কন্ট্রোলারটা নিলেই হবে ইনভার্টার লাগবেনা। আর যদি এসি ফেন লাইট কম্পিউটার ইত্যাদিও চালাতে চান তাহলে চার্জ কন্ট্রোলারের সাথে ইনভার্টার টাও লাগবে। আর 160Ah ব্যাটারির সাথে 200 ওয়াট এর চেয়ে একটু বেশি সোলার প্যানেল ব্যবহার করলে সারা দিনে ঠিকমত চার্জ হবে। 300 বা মিনিমাম জেনেটিকের 250 ওয়াট প্যানেলটা ব্যবহার করতে পারেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত 4rm এর ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন তাহলে এম্পিয়ার ঠিকমতো আসবে।
@ফারুকপলাশ
@ফারুকপলাশ 5 ай бұрын
আসসালামু আলাইকুম, ভাইয়া, একটা ২০০ AH ব্যাটারী কে সঠিক মাত্রায় চার্জ দিতে কত ওয়াট সোলার প্যানেল বা কত ওয়াট বা কত এম্পিয়ার কারেন্ট ব্যাটারী কে দিলে ব্যাটারী অনেকদিন টিকবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
ব্যাটারির Ah এর চেয়ে প্যানেল ডবল ওয়াটের ব্যবহার করবেন। তাহলে সারাদিনের ভিতরে ব্যাটারি ফুল চার্জ হতে পারবে এবং স্থায়িত্ব নিয়ে সমস্যা হবে না।
@islamicmotivation9092
@islamicmotivation9092 5 ай бұрын
Apnar 24 vlt panele ki 12 volter sob kisu ki chalano jabe????
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
হ্যাঁ অবশ্যই যাবে।
@shahadatkhan4798
@shahadatkhan4798 7 ай бұрын
Mppt charge contrar sara ki 24 volt panel thake 12 volt bettery charge korar system ase?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
হ্যাঁ কিছু কিছু PWM চার্জ কন্ট্রোলার 24 ভোল্ট প্যানেল থেকে 12 ভোল্টের ব্যাটারি চার্জিং সাপোর্ট করে। কিন্তু এই ক্ষেত্রে প্রচুর পাওয়ার লস হয়। এই ধরনের চার্জ কন্ট্রোলার শুধু এম্পিয়ার টাকে পাস করতে দেয় কিন্তু ভোল্টেজ কাট করে ব্যাটারির উপযোগী করে কিন্তু এক্সট্রা ভোল্টেজ টাকে কাজে লাগিয়ে এম্পিয়ারে কনভার্ট করতে পারেনা।
@shahadatkhan4798
@shahadatkhan4798 7 ай бұрын
step down converter pao jai 20ah 300 watt ata ki 200 watt panel a use kora jabe?
@shahadatkhan4798
@shahadatkhan4798 7 ай бұрын
@@TechnologyBanglaShahin ❤️
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
স্টেপ ডাউন কনভার্টার গুলো 24 ভোল্টের ব্যাটারি থেকে 12 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য প্রপারলি কাজ করলেও প্যানেলের ক্ষেত্রে প্রপারলি কাজে আসে না।
@shahadatkhan4798
@shahadatkhan4798 7 ай бұрын
Amar basai 12 volt setup ase akhon ami 24 volt panel niea set up ta barte chasi 12 volt load use kori sob kisu valo akta sajeson diben please❤️
@RiponDhali
@RiponDhali 4 ай бұрын
100W and 150W এই দুইটি প্যানেল সিরিজ করলে কোন সমস্যা হবে কি? নাকি দুইটা একই ওয়াট এর হতে হবে? আমার প্রশ্ন হল ভোল্ট তো ডাবল হবে কিন্তু আয়াম্পিয়ার কোনটা/কতো পাবো?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
প্যানেল দুটি সিরিজে সংযুক্ত করতে পারবেন তবে ভিন্ন ওয়াটের দুইটি প্যানেল সিরিজে সংযুক্ত করলে পাওয়ার লস হবে। ভোল্টেজ ডবল হলেও বেশি এম্পিয়ার এর প্যানেল টা কম এম্পিয়ারের প্যানেলের সমপর্যায়ে চলে আসবে।
@RiponDhali
@RiponDhali 4 ай бұрын
@@TechnologyBanglaShahin Thanks for information
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
You are welcome.
@faysulahamed743
@faysulahamed743 6 ай бұрын
ভাই আমার লুমিনাস ১০A চার্জার কন্টোলার আছে.....এটাতে যদি ২ টা প্যানেল সিরিজে ২৪ v করে কানেকশন দেই তাহলে কি ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবে, নাকি আউটপুট ২৪v আসবে????
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
এটা PWM তাই এটাতে সিরিজে কালেকশন করবেন না। যদি সিরিজে কানেকশন করেন তাহলে ২৪ ভোল্টের ব্যাটারি ব্যবহার করবেন। ১২ ভোল্টের ব্যাটারি কানেক্ট করলে Error দেখাবে অথবা ব্যাটারিকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করবে।
@faysulahamed743
@faysulahamed743 6 ай бұрын
ok
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
লুমিনাস কোম্পানির টাতে এটা না করা গেলেও কিছু কিছু PWM চার্জ কন্ট্রোলার এক্সট্রা ভোল্টেজকে কাট করে দিতে পারে কিন্তু তাও লাভ কিছুই হয় না কারণ এক্সট্রা ভোল্টেজকে এম্পিয়ারে কনভার্ট করতে পারে না। এক্ষেত্রে MPPT মাস্ট।
@Onlinetask-t1r
@Onlinetask-t1r 7 ай бұрын
Lithium battery koto ampere r price koto Please bolben
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
আমার লিথিয়াম আয়রন ফসফেট (Lifepo4) ব্যাটারিটি 100Ah. বাংলাদেশে এগুলোর প্রাইস এখনো খুব স্ট্যাবল না। এটা 32 হাজার থেকে 38 হাজার টাকায় সেল হচ্ছে।
@jabedpgpharmacy9132
@jabedpgpharmacy9132 3 ай бұрын
ভাই আমি কি powmr 20a সাথে 24v(200amp) 2 টা পেনেল কি যোগ করতে পারবো
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 ай бұрын
200 ওয়াট এর দুইটা প্যানেল মানে টোটাল 400 ওয়াটের প্যানেল সংযুক্ত করতে চাচ্ছেন? এক্ষেত্রে 30 এম্পিয়ারের mppt চার্জ কন্ট্রোলার হলে ভালো হয়। 20 এম্পিয়ার হলে পিক টাইমে সামান্য একটু এম্পিয়ার লস হবে তবে ওভারঅল সারা দিনে তেমন লস হবে না। 1-3 এম্পিয়ার শুধু দিনের পিক টাইমে পাবেন না।
@nurhasan914
@nurhasan914 5 ай бұрын
আসসালামু আলাইকুম,ভাই। ভাই আমাকে একটা সাজেশন দিলে উপকৃত হতাম। Bundle 1 : -12v 400w solar panel (200w panel 2x) -12v 130AH battery -SRNE 20A controller Bundle 2 : -12v 200w solar panel 2x in series connection ,so 24V 200w -12v 130AH battery -SRNE 20A controller Bundle 3: -24v 400w solar panel -12v 130AH battery -SRNE 20A controller আমি আসলে কনফিউজড যে ১২ নাকি ২৪ ভোল্ট প্যানেল নিবো। আমার SRNE কন্ট্রোলার আছে। ভবিষ্যতে আর আপগ্রেড করার চিন্তা নাই ২৪ ভোল্ট প্যানেল নিলে কি স্লো চার্জ হবে? যেহেতু ১২ ভোল্ট প্যানেলের এম্পায়ার বেশী ২৪ ভোল্টের তুলনায়। ২৪ ভোল্ট একটা প্যানেল দিয়েই কম্পিলিট করতে চাচ্ছি। যেহেতু ইন্টারন্যাশনাল Tier 1 BRAND গুলো ২৪ ভোল্ট প্যানেলই বানায়। ২৪ ভোল্ট আস্থার জায়গা। আর ১২ ভোল্ট প্যানেলের মধ্যে যদি হয় তাহলে কোনটা বেষ্ট হবে প্যানেল। একটু জানাবেন দয়া করে। খুব কনফিউজড আছি।
@TECHGUIDESUMIT24
@TECHGUIDESUMIT24 4 ай бұрын
12volt best,Dc system is based on 12volt
@TimingPoint
@TimingPoint 5 ай бұрын
আসসালামুআল্াইকুম ভাই! ৩০এম্পিয়ার ব্যাটারি দিয়ে ১৬" একটা ১২" একটা fan সারা রাত চালা যাবে কি?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
ফুল স্পিডে চালালে ২টা ফ্যান সারারাত নাও চলতে পারে। আর ব্যাটারি ভালো করে চার্জ না হলে সারারাত চলবে না। আপনার আরেকটু বড় ব্যাটারি দরকার এবং ব্যাটারি যেন ভালো করে চার্জ হয় সেজন্য ব্যাটারির এম্পিয়ার এর তুলনায় প্যানেলের ওয়াট ডবল ব্যবহার করতে পারেন।
@TimingPoint
@TimingPoint 5 ай бұрын
@@TechnologyBanglaShahin ❤️❤️❤️
@SiAntor-754
@SiAntor-754 4 ай бұрын
আসসালামু আলাইকুম। ভাই আপনি তো ৪৮ ভোল্ট ইনপুট দিয়েছেন। এই কন্ট্রোলার কি ৪৮ ভোল্ট সাপোর্ট করবে?? আশা করি জানাবেন প্লিজ। খুব উপকার হবে ভাই।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
অলাইকুম আসসালাম। হ্যাঁ এই কোম্পানির কন্ট্রোলার 20 এম্পিয়ারের উপরে যেগুলো আছে সেগুলো ৪৮ ভোল্ট সাপোর্ট করে। এটা 30A ও Max VOC 100 ভোল্ট।
@SiAntor-754
@SiAntor-754 4 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাইয়া IPS Bazar ওখানে ফোন করেছিলাম, ওরা বললো যে শুধু ১২ ও ২৪ সাপোর্ট করবে। বেশি ভোল্ট নাকি দেওয়া যাবে না। এখন কি করবো,,, আমার তো আপনার মতো করে একটি ডিসি সিস্টেম করার খুব ইচ্ছে। একটু কস্ট করে ডিটেইলস জানান ভাই প্লিজ। 🙏🙏
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
যদি 20 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার হয় তাহলে ২৪ ভোল্টের বেশি দেওয়া যাবে না। যদি 30, 40 বা 60 এম্পিয়ারের মডেল নেন তাহলে নিশ্চিন্তে 48 ভোল্ট ইনপুট দিতে পারবেন। Max VOC 100 ভোল্ট। Don't be confused by any solar related seller. Max VOC কি আগে এইটা নিয়ে গুগলে এনালাইসিস করেন, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে।
@koushikreza6240
@koushikreza6240 5 ай бұрын
Ami 4 ta table fan 15 watt each ar 4ta light 10 watt each er Jonno solar system use Korte chassi jeta day te purota somoy sunlight energy te cholbe r night a battery te cholbe jeta day te charge hobe sunlight energy tei solar panel diye. Total package a ki ki lagbe ektu details a janale decision neoya sohoj hoto. R obossoi price ta ullekh korben. Note : amar rooftop a porjapto sunlight thake. Are ami electric energy uses to komanor jonnoi solar system use korte chassi. Poramorsho dile upokrito hotam. ( Sorry for Long text) thanks
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
আপনি কি DC সিস্টেম করতে চাচ্ছেন? নাকি যেগুলো বাসা বাড়ির কারেন্টে চলে সেই ধরনের ফ্যান লাইটের কথা বলছেন?
@koushikreza6240
@koushikreza6240 5 ай бұрын
@@TechnologyBanglaShahin Ami asole Valo Janina ai bisoye. 1. What will be the system to use existing resources like ceiling fan and light which is currently running with electricity and wanted to move on solar system. 2. What will be the total cost for DC system? Note: I wanted to reduce electricity uses for fan and light for 24 hours if possible.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
বিদ্যুৎ বিল দুইটাতেই সেভ হবে। আপনি যদি আপনার কারেন্টের যে লাইট ফ্যানগুলো আছে এগুলো চালাতে চান তাহলে খরচ বেশি হবে, কারণ এগুলো অনেক পাওয়ার খরচ করে তাই বড় সোলার সিস্টেম দরকার হয়। আর যদি ডিসি লাইট ফ্যান কিনে সোলার সিস্টেমের সাথে ব্যবহার করতে চান তাহলে সোলার সিস্টেমের খরচ কম হবে কারণ এগুলো ছোট সোলার সিস্টেমেই চলে। ডিসি লাইট ফ্যান এগুলোর কিন্তু পারফরমেন্স একটু কম হয়, মানে আলো একটু কম হয় বাতাস একটু কম হয়। আবার আলাদাভাবে ডিসি লাইট ফ্যান আপনাকে কিনতে হবে, যদিও দাম কম। আবার আলাদাভাবে রুমে তার টানতে হবে। তাহলে আপনি কোনটা করতে চাচ্ছেন জানান আমি ডিটেলস বলছি।
@koushikreza6240
@koushikreza6240 5 ай бұрын
@@TechnologyBanglaShahin আপনি আমাকে তাহলে DC Solar system এর বিস্তারিতই জানান। তবে মেইনলি আমি চাচ্ছিলাম fan & light পুরোপুরিই সোলারে চালাতে যেন এগুলোর জন্য কোন ইলেকট্রিসিটি consumption না হয়।
@mintusgmhs
@mintusgmhs 6 ай бұрын
আমার 65 ওয়াটের ৪ টা প্যানেলের সাথে কি এই mppt charge controller ব্যবহার করা যাবে। আমি পরবর্তিতে প্যানেল বাড়াবো। দয়াকরে জানাবেন।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
হ্যাঁ অবশ্যই পারবেন। তবে ছোট সিস্টেমের ক্ষেত্রে MPPT তেমন একটা লাভজনক নয়। পরবর্তীতে প্যানেল এক্সপান্ড করার পরে লাভ হবে। আর এগুলোতে ১২ ভোল্টের জায়গায় ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করলে বেশি ভালো হয়।
@occellnaogaon5926
@occellnaogaon5926 7 ай бұрын
SPD কোথায় লাগায়? জানালে উপকৃত হবো।...ধন্যবাদ।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
SPD ও MCB দুইটাই প্যানেল থেকে আসা লাইনে সংযুক্ত করতে হয় নির্দিষ্ট ডায়াগ্রাম ব্যবহার করে। এই ডায়াগ্রাম আপনি google এ সার্চ দিয়ে দেখতে পারেন অথবা দরাজে কিছু চাইনিজ সেলার এগুলো সেল করে তাদের প্রোডাক্ট এর পিকচার সেকশনে অনেক সময় ডায়াগ্রাম দেওয়া থাকে।
@Yes-ju4mg
@Yes-ju4mg 7 ай бұрын
Vai Srne 30 Ah controller ta nitay chai ekto help korben koi pawa jabey
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. তবে BDTronics এর ওয়েবসাইটে ভিজিট করলে কিছুটা কমে পেয়ে যেতে পারেন।
@Yes-ju4mg
@Yes-ju4mg 7 ай бұрын
@@TechnologyBanglaShahin bd tronics a payaci but out of stock dekhay
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
তাহলে মনে হয় বেশি সেল হওয়ার কারণে স্টক আউট হয়েছে। দিনের বেলা ওদের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে বলবেন তাড়াতাড়ি স্টক করতে। আশা করি পেয়ে যাবেন আপনি।
@Meherimaagro
@Meherimaagro 19 күн бұрын
রাইস কুকার এটা ডিসি? রান্না কিভাবে করেন?
@diponkarpramannya1590
@diponkarpramannya1590 7 ай бұрын
ভাই আমার 150+40 ওয়াটের 12volt প্যানেল এর জন্য কত এমপিয়ার চার্জকন্টলার হলে ভালো হবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
PWM ব্যবহার করলে মিনিমাম 10A চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
@SabbirAhmed-zm7lk
@SabbirAhmed-zm7lk 6 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাই। ভাই এই চার্জ কন্ট্রোলার দিয়ে কত ভোল্টের ফ্যান ও লাইট চালানো যাবে , অর্থাৎ 12 ভোল্টের ফ্যান লাইট জ্বালানো যাবে কিনা ?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
অলাইকুম আসসালাম। হ্যাঁ এটা দিয়ে ১২ ভোল্টের ফ্যান লাইট সবকিছুই চালানো যাবে।
@saydulislam8122
@saydulislam8122 6 ай бұрын
আসসালামু আলাইকুম বড় ভাই আমি দুইটা ফেন দুইটা লাইট দুইটা মোবাইল চার্জ দিব। আমাকে দয়া করে একটা পরামর্শ দেন লিতিয়াম বেটারি সহ আমি একটা পেকেজ নিতে চাই কিভাবে নিলে ভালো এবং দাম কম পড়বে দয়া করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
অলাইকুম আসসালাম। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়ে প্যাকেজ নিতে চাইলে খরচ অনেক বেশি পড়বে। আমার এটার খরচ পড়েছে ৬০ হাজার এর মত। এটা একটা DC সিস্টেম। এটা দিয়ে আপনি তিনটি DC টেবিল ফ্যান ও তিনটি DC লাইট সারারাত চালাতে পারবেন। সাথে একটা সুপারস্টারের মোবাইল এডাপটার কিনে নিলে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন। 60Ah ব্যাটারি নিলে ১০ হাজার টাকা কম ও প্যানেল ২০০ ওয়ার নিলে আরো ৬ হাজার টাকা কম পড়বে সে ক্ষেত্রে একটা ফ্যান এবং একটা লাইট বাদ যাবে। AC সিস্টেম করতে চাইলে খরচ আরো বাড়বে।
@siedulhoque-yk6rx
@siedulhoque-yk6rx 6 ай бұрын
ভাই আমি ১৬০ ওয়াট সুপারস্টার সোলার প্যনেল এর সাথে সুপারস্টার ১৩০ এমপি আর এর পানির ব্যাটারি ব্যবহার করতেছি, এই সেটাপ সঠিক হয়েছে কিনা একটু জানাবেন।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
যদি আপনি ব্যাটারি 50%-60% এর মতন ব্যবহার করেন তাহলে ঠিক আছে। কিন্তু যদি ব্যাটারি ভালই ব্যবহার হয়ে থাকে তাহলে আপনাকে আরো 160 ওয়াট এর একটা প্যানেল লাগাতে হবে। তাছাড়া 130AH এর ব্যাটারি সারা দিনে ফুল চার্জ হতে পারবে না ফলে ব্যাটারিটি প্রতিদিন ডিপ ডিসচার্জ হবে এবং আস্তে আস্তে দীর্ঘ মেয়াদি স্থায়িত্ব হারাতে থাকবে। এছাড়াও আবহাওয়া খারাপ থাকলে ব্যাটারির উপরে খুব প্রেসার পড়বে যা এখন সমস্যা না হলেও পরবর্তীতে ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হবে। আবার যদি আপনি দিনের বেলা চার্জিং এর সময় কোন লোড চালান তাহলে কিন্তু এম্পিয়ার লোড কিছুটা খেয়ে নিবে ফলে ব্যাটারি কম এম্পিয়ার পাবে। সব চিন্তা করে আপনি আরেকটি প্যানেল ইন্সটল করতে পারেন। দুইটি 160 ওয়াট প্যানেলের জন্য প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত 4 sq mm(4RM) ফ্লেক্সিবল DC ক্যাবল ব্যবহার করবেন তাহলে এম্পিয়ার ঠিকমতো আসবে। আর ব্যাটারির জন্য মিনিমাম 6 sq mm (6RM) ফ্লেক্সিবল DC ক্যাবল ব্যবহার করবেন। আর এই ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার 10 এম্পিয়ারে হবে না 20 এম্পিয়ার লাগবে।
@sbojchadbagan9533
@sbojchadbagan9533 7 ай бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন... আমার একটা ক্ল্যামমিটার অনেক দরকার ছিল .. আমি দারাজে অনেক খুজতেছি.. কিন্তু ডিসি ক্ল্যামমিটার কোনটা বুঝতেছিনা.. দয়া করে আপনার dc ক্ল্যামমিটার এর লিংকটা দিলে খুবই উপকার হতাম..
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
অলাইকুম আসসালাম। দারাজে uni-t ut203 লিখে সার্চ দিন। এটার প্লাস(+) মডেলটাও পেয়ে যাবেন সামান্য কিছু বেশিতে। যে সেলার এর পণ্যে ভালো রিভিউ আছে শুধু সেটা অর্ডার দিবেন। UT203 ও UT203+ দুইটাই AC ও DC উভয় মুডে কাজ করে।
@sbojchadbagan9533
@sbojchadbagan9533 7 ай бұрын
রিপ্লাই দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
You are welcome. Feel free to ask any solar related question anytime.
@fokrulnoman6326
@fokrulnoman6326 7 ай бұрын
Assalamualaikum. Vai apnar lithium bettery koto amp. And price koto niache?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
অলাইকুম আসসালাম। আমার লিথিয়াম আয়রন ফসফেট (Lifepo4) ব্যাটারিটি 100Ah. বাংলাদেশে এগুলোর প্রাইস এখনো খুব স্ট্যাবল না। এটা 32 হাজার থেকে 38 হাজার টাকায় সেল হচ্ছে।
@suvro1064
@suvro1064 7 ай бұрын
আপনার mppt charge contoler দাম কত, কোথায় পাব?জানাবেন প্লিজ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
বাংলাদেশের সোলার আইটেমের দাম খুব আপ ডাউন করে। বর্তমানে 30A এর টা 7800 টাকা। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. তবে BDTronics এর ওয়েবসাইটে ভিজিট করলে কিছুটা কমে পেয়ে যেতে পারেন।
@jferofficial
@jferofficial 6 ай бұрын
এটা দিয়ে কি পিসি/কম্পিউটার চালানো যাবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
হ্যাঁ একটা ইনভার্টার ব্যবহার করলেই আপনি AC লাইট, ফ্যান, পিসি/কম্পিউটারের পাশাপাশি আরো টুকটাক কিছু আইটেম ব্যবহার করতে পারবেন।
@jotishsikkha
@jotishsikkha 7 ай бұрын
সাথে প্রাইসের দাম বললে আমরা স্পষ্ট বুঝতে পারতাম কেমন খরচ হতো।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
প্যানেল 33 টাকা ওয়াট। 30A MPPT চার্জ কন্ট্রোলার 7800 টাকা। 12V 100Ah Lifepo4 ব্যাটারি 34 হাজার।
@RiponDhali
@RiponDhali 3 ай бұрын
আমার ১২ ভোল্ট সিস্টেম, ২০০ ওয়াট প্যানেল সুপারস্টার। MPPT PoWMr 60A Controller. কিন্তু আমি ৮০ ওয়াট এর বেশি পাচ্ছি না, যখন ভোল্ট বেশি আসে তখন অ্যাম্পিয়ার কম আসে আবার অ্যাম্পিয়ার বেশি আসলে ভোল্ট কম আসে। তাহলে কি আমার ডিসি ক্যাবল এর সমস্যা! কারন এই তার টা ১২ বছর যাবৎ ছাদের উপর আছে?
@detectivegenius9744
@detectivegenius9744 2 ай бұрын
আপনার প্যানেল ১২ বছরের পুরানা?
@RiponDhali
@RiponDhali 2 ай бұрын
@@detectivegenius9744 না , তার টা ১২ বছর পুরানো
@MdAbdulla-u3k
@MdAbdulla-u3k 6 ай бұрын
On grid solar systemy Kemon khorc porby 4 ta fan
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
অন গ্রিড সোলার সিস্টেম হল এমন একটা সোলার সিস্টেম যেখানে দিনের বেলায় আপনার অব্যবহৃত সোলার পাওয়ার সরাসরি গ্রিডে এক্সপোর্ট হবে এবং রাতে আপনার প্রয়োজন মত পাওয়ার গ্রিড থেকে ইমপোর্ট হবে। এই ধরনের সোলার সিস্টেম মিনিমাম এক কিলোওয়া থেকে শুরু হয়। আর দাম নির্ধারণ হয় আপনি কি ধরনের কোয়ালিটির কম্পনেন্ট ব্যবহার করবেন সেগুলোর উপর। মোটামুটি দেড় লাখ টাকা থেকে শুরু হয় এগুলো। আপনি যেহেতু চারটা ফ্যানের কথা বলেছেন তাই আমি সাজেস্ট করবো আপনি অফ-গ্রিড সোলার সিস্টেম ব্যবহার করেন। চারটা ফ্যানের জন্য ৬০০ ওয়াট সিস্টেম করতে পারেন। কম্পনেন্টের কোয়ালিটির উপরে নির্ভর করবে দাম। ভালো কোয়ালিটির গুলো মোটামুটি ৭০/৮০ হাজার থেকে শুরু। DC সিস্টেমের ক্ষেত্রে খরচ আরো কম।
@MdRobin-qb9pw
@MdRobin-qb9pw 7 ай бұрын
Rice cooker Nia akta video chai❤❤
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ঠিক আছে আমি চেষ্টা করবো।
@paintersujan442
@paintersujan442 7 ай бұрын
খুবই ভাল লাগলো আমি আপনার একজন নতুন সাবস্ক্রাইবার।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ধন্যবাদ, নতুন সাবস্ক্রাইবার হিসেবে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সাথেই থাকবেন।
@syedaziz2966
@syedaziz2966 7 ай бұрын
ভাইয়া আসসালামুয়ালাইকুম। আমাকে একটু হেল্প করেন। আমি 200 এম্পিয়ার ব্যাটারি একটা ডিসি সোলার সিস্টেম করবো। 24 ওয়াটের rec সোলার দিয়ে। আপনার ভিডিওতে যে সোলার কন্ট্রোলার টা দেখাইছেন সেটা দিয়ে। কিন্তু 200 এম্পিয়ার ডিসি সোলার সিস্টেম করতে আমাকে কত ওয়াটের সোলার লাগবে। কেউ বলতেছে 200 অ্যাম্পিয়ার সোলারের জন্য 400 ওয়ার্ড সোলার প্যানেল লাগবে। কেউ বলে 600 ওয়াট । আপনার কাছে জানতে চাচ্ছি। জানালে অনেক উপকৃত
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
আসলে একেক জন একেক কথা বলার পিছনে কারণ আছে। আপনাকে আমি সঠিক হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আপনার ব্যাটারিটি 200Ah C20 তাই চার্জিং কারেন্ট 10 এম্পিয়ার রাখলে ব্যাটারিটি অনেক অনেক দীর্ঘ স্থায়িত্ব পাবে কিন্তু সমস্যাটা হচ্ছে এত কম এম্পিয়ার এ ব্যাটারিটি সারা দিনে চার্জ হতে পারবে না, সারাদিনে সূর্যের তীব্র আলো থাকে মাত্র 8 ঘন্টা। 8×10= 80 অর্থাৎ ব্যাটারিটি 200Ah এর মধ্যে মাত্র 80Ah পূরণ হবে। এখন ব্যাটারির আয়ু কিছুটা কম্প্রোমাইজ করে যদি আমরা চার্জিং কারেন্ট 25 এম্পিয়ার করি তাহলে হিসাব করে দেখেন ব্যাটারিটি দিনের বেলা ফুল চার্জ হয়ে যাবে। 25 এম্পিয়ার চার্জিং কারেন্ট প্রডিউস করার জন্য সোলার প্যানেল দরকার 500 ওয়াট কিন্তু আবহাওয়া একটু খারাপ থাকলে কি করবেন? তখন তো 500 ওয়াট সোলার প্যানেল দিয়ে হবে না, তখন আরো 50/100 ওয়াট বেশি লাগবে। তবে আবহাওয়া বেশি খারাপ থাকলে যত বেশি প্যানেলই লাগান না কেন কাজ হবে না। নোট: এত ক্যালকুলেশন বাদ দিয়ে আপনার এই ধরনের সিস্টেমে 400 ওয়াট প্যানেল ব্যবহার করতে পারেন। কিন্তু দিনের বেলা যখন ব্যাটারি চার্জ হবে আপনি যদি তখনও লোড চালান তাহলে কিন্তু আবার ব্যাটারী এম্পিয়ার কম পাবে কারণ লোড এম্পিয়ার অনেকটা খেয়ে ফেলবে। আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনার প্যানেল কতটুকু লাগবে এটা নিজে নিজেই হিসাব মোটামুটি বের করে ফেলতে পারবেন।
@syedaziz2966
@syedaziz2966 7 ай бұрын
ভাইয়া এখন কথা হচ্ছে আমিতো rec 24 ওয়াটার প্যানেল নিব। কিন্তু এই প্যানেলগুলো আমাদের এখানে দুজনের কাছে আছে তাদের কাছে 400 ওয়ার্ডের নাই। তাদের কাছে 365 ওয়ার্ডের এক্ষেত্রে আমি 400 ওয়াট প্যানেল পাচ্ছিনা। আমি যদি 365 ওয়ার্ডের দুইটি প্যানেল নেই তাহলে কি আমার ব্যাটারি সমস্যা হবে। ভালো যদি কন্ট্রোলার লাগাই। একটু পরামর্শ দিবেন
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
দুইটা প্যানেল লাগালে এম্পিয়ার অনেক বেশি আসবে। সে ক্ষেত্রে আপনি এমন কোন চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন যেটিতে এম্পিয়ার কমানো বাড়ানো যায়। যেমন: SRNE MPPT চার্জ কন্ট্রোলার। এছাড়াও আপনি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যদি ব্যবহার করেন সে ক্ষেত্রে এম্পিয়ার কমানো লাগবে না কারণ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অনেক বেশি এম্পিয়ার গ্রহণ করে দ্রুত চার্জ হতে সক্ষম কোনরকম ক্ষতি ছাড়াই।
@mdaminul2127
@mdaminul2127 5 ай бұрын
আমার 200 ওয়ার্ড করে দুইটা 12 ভোল্ট একটা 24 ভোল্ট 200 ওয়ার্ড আছে এখন আমি তিনটা প্যানেল কিভাবে কানেকশন করব আমার কাছে এমপিপিটি কন্ট্রোলার 60 এম্পিয়ার আছে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
১২ ভোল্টের প্যানেলগুলো সিরিজে সংযুক্ত করে ২৪ ভোল্ট প্যানেলটির সাথে প্যারালারে সংযুক্ত করবেন। তারপরে MPPT সোলার চার্জ কন্ট্রোলের সাথে সংযুক্ত করবেন।
@mdaminul2127
@mdaminul2127 5 ай бұрын
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই
@mdaminul2127
@mdaminul2127 5 ай бұрын
ভাইজান আমার আর একটা প্রশ্ন যদি আমি এইভাবে কানেকশন করি তাহলে কি আমার কোন প্যানেলের সমস্যা হবে?
@bestbdvlog
@bestbdvlog 7 ай бұрын
ভাই,জেনেটিক /সানল্যান্ড কোন ব্রান্ডের সোলার প্যানেল ভালো, দয়া করে জানাবেন।ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
জেনেটিক এবং সামল্যান্ড দুইটাই একটু কম বাজেট হিসেবে বেশ ভালো প্যানেল। জেনেটিকের নতুন যেগুলো অনেক গুলো বাস বার ওয়ালা এসেছে ওগুলোর পারফরম্যান্স আগের থেকেও বেশ ইম্প্রুভ করেছে।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm 6 ай бұрын
​@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভালো আছেন স্যার.আমি একটু জানতে চাইছিলাম জেনেটিক এর 150+150 দুইটি প্যানেল...300ওয়াড১২ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করব....জাহাজে পুরান তার.পাইছি6Rm ব্যবহার করা যাবে.6rm.তার.নিলের সমস্যা. আছে...
@mdyeasirarafat7439
@mdyeasirarafat7439 6 ай бұрын
Assalamualaikum sir . Ami 500w er dc system built korte chacci . Ekhon prosno hocce ami 8000 tk diye mppt controller nea valo hbe na 2500 3000 er moddhe valo kono controller niye baki tai r o 200w er r ekta panel nebo . Konta besi valo output debe
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
আপনি যদি MPPT চার্জ কন্ট্রোলার কিনে ঠিকমতো সিস্টেম ডিজাইন করতে পারেন তাহলে এটাতেই বেশি বেনিফিটেড হবেন। কম সোলার প্যানেল ব্যবহার করেও অনেক বেশি আউটপুট পাবেন এবং এই চার্জ কন্ট্রোলার গুলোতে অনেক মজার মজার ফাংশন আছে এবং এই চার্জ কন্ট্রোলার গুলো ব্যাটারির হেলথ ভালো রাখতে সহযোগিতা করে ও সকল ধরনের ইনফরমেশন একুরেট দেখা যায়। এই ভিডিওটা ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি ২৪ ভোল্টের প্যানেল কিনে টাকা সেভ করেছি, ক্যাবল এ টাকা সেভ করেছি। এছাড়াও এই চ্যানেলে এই চার্জ কন্ট্রোলার নিয়ে আরেকটি ভিডিও আছে ওটাও দেখবেন। যদি বিষয়টা আপনি আপনার সেটআপে ইমপ্লিমেন্ট করতে না পারেন সে ক্ষেত্রে PWM কিনে এক্সট্রা কিছু প্যানেল বেশি কিনলেই আপনার জন্য ভালো হবে।
@mdyeasirarafat7439
@mdyeasirarafat7439 6 ай бұрын
@@TechnologyBanglaShahin Thank you sir
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
You are welcome. Feel free to ask any solar related question anytime.
@muhammadbinsagor3907
@muhammadbinsagor3907 5 ай бұрын
ভাইয়া কম্পিউটার আর একটা ফ্যান চালাতে কত বোল্ট কত ওয়াট এর সোলার লাগবে আমি কিনতে চাই প্লিজ জানাবেন আমি নতুন কিছু জানিনা, তেমন সব মিনিয়ে কত খরচ পড়বে, আর আপনি নতুন যে ২টা সোলার নিলেন সেটা দিয়ে কি কম্পিউটার এবং ১ টি প্যান চলবে
@mdmazaharul5671
@mdmazaharul5671 5 ай бұрын
আমারও একই প্রশ্ন
@nasirriaz6716
@nasirriaz6716 7 ай бұрын
বিস্তারিত দামটা বললে একটু ভালো বুঝতে পারতাম
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
সোলার আইটেমের প্রাইস এক এক জায়গায় এক এক রকম আবার দেখা যায় যখন তখন কম বেশি হয়। এজন্য দামটা ডিটেলস বলিনি তবে পরবর্তীতে বলবো আর আপনি কোন আইটেমের দাম জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন।
@khkislamictv3843
@khkislamictv3843 5 ай бұрын
ভাই curcit breaker কোথায় থেকে কিনলেন আর দাম কত
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
এখন দারাজ এ পাওয়া যাচ্ছে। ১০০০ টাকার ভিতরেই পেয়ে যাবেন।
@khkislamictv3843
@khkislamictv3843 5 ай бұрын
tnx
@TorabRamin
@TorabRamin 6 ай бұрын
আসসালামুয়ালাইকুম, আমার 100watt 12v একটি প্যানেল এবং ১০০ এম্পেয়ার একটি ব্যাটারি আছে। সিগ্রই আমি SRNE 30AH এর চার্জ কন্ট্রোলারটি নিতে চাচ্ছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার আরও ২০০ ওয়াট প্যানেল দরকার এখন। (আমি আস্তে আস্তে আরও প্যানেল এড করতে চাচ্ছি, আমার টার্গেট ১ কিলোওায়ট এ এটি উন্নীত করা) এখন আমার কিভাবে আগালে ভাল হবে? আমি ২টি কেইস শেয়ার করছিঃ- ১। 100watt 12v panel (আগের) + 100watt 12v panel এর ২টি প্যানেল (নতুন) ২। 100watt 12v panel (আগের) + 200 watt 24v panel ১টি (নতুন) আমি বুজতে পারছিনা কিভাবে আগালে ফিউচার এর জন্য ভাল হবে। একটু গাইড করলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
অলাইকুম আসসালাম। সাধারণত 100Ah ব্যাটারির জন্য মিনিমাম 200 ওয়াট সোলার প্যানেল দরকার হয়, আবহাওয়া খারাপ থাকলে বা চার্জিং এর সময় দিনে লোড চালালে 300 ওয়াট দরকার হয়। আপনি বর্তমানে 100 ওয়াট প্যানেল ব্যবহার করছেন এতে করে ব্যাটারিটি সারাদিনে পরিপূর্ণভাবে চার্জ হতে পারছে না এবং প্রতিদিন ব্যাটারির ডিসচার্জ লেভেল অনেক ডিপ হচ্ছে ফলে ব্যাটারিটি আস্তে আস্তে লং টার্ম স্থায়িত্ব হারাচ্ছে। আপনি 30A SRNE MPPT কন্ট্রোলার কিনতে চাচ্ছেন যেটাতে 12 ভোল্টের প্যানেল ব্যবহার করলে খুব সামান্য বুস্ট করবে, 24 ভোল্টের প্যানেল ব্যবহার করলে MPPT বুস্ট ভালো করতে পারে এবং 24 ভোল্ট প্যানেল তুলনামূলক কিছুটা কম দামেই পাওয়া যায়। তবে 12 ভোল্টের প্যানেল এবং 24 ভোল্ট এর প্যানেল একসাথে কিনে মিসম্যাচ করবেন না, যদি করেন তাহলে সিরিজ প্যারালাল কানেকশন কি তা ভালো করে বুঝে করবেন। SRNE 30A এটা সর্বোচ্চ 400 ওয়াট সোলার প্যানেল সাপোর্ট করে, 40A এরটা 520-550 ওয়াট সোলার প্যানেল সাপোর্ট করে। যেহেতু আপনি 30A MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে চাচ্ছেন তাই আপনার ক্ষেত্রে ২টি সমাধান হতে পারে। ১) ১০০ ওয়াটের ৩টি প্যানেল টোটাল ৩০০ ওয়াট প্যারালালে সংযুক্ত করে ব্যবহার করা। যদি সেম কোম্পানির সেম প্যানেল হয় তাহলে সিরিজেও কানেকশন করতে পারেন। ২) ১০০ ওয়াটের ২টি প্যানেল সিরিজে সংযুক্ত করে আরেকটি ২৪ ভোল্টের ২০০ ওয়াট প্যানেলের সাথে প্যারালাল কানেকশন করে টোটাল ৪০০ ওয়াট ব্যবহার করা। (1kW করতে চাইলে অন্য ভাবে সিস্টেম ডিজাইন করতে হবে, যদি আপনি AC সিস্টেম করেন তাহলে এই চার্জ কন্ট্রোলার গুলো না কিনে Solar PCU অথবা হাইব্রিড ইনভার্টার ব্যবহার করতে পারেন। DC সিস্টেম করলে SRNE চার্জ কন্ট্রোলার এর সাথে 300/400 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করলেই যথেষ্ট।)
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
আরেকটি বিষয়। ওই চার্জ কন্ট্রোলারে এম্পিয়ার লিমিট করা যায়। 100Ah C10 ব্যাটারির জন্য 10-12 এম্পিয়ার সেট করতে পারেন। তবে 400 ওয়াট প্যানেল ব্যবহার করলে তখন লিমিট করবেন। 200/300 ওয়াট প্যানেল ব্যবহার করলে এম্পিয়ার লিমিট করার দরকার নাই। আবার দিনে চার্জিং এর সময় কতটুকু লোড ব্যবহার হচ্ছে তার উপরেও হিসেব করে এম্পিয়ার সেট করা যেতে পারে।
@aminkhan8888
@aminkhan8888 2 ай бұрын
Solar inverter দিয়ে কি 24/7 ব্যবহার করা যায়???আমি যদি কারেন্ট ছাড়া শুধু সোলার দিয়ে চলতে চাই।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 2 ай бұрын
হ্যাঁ চালানো যায়। সে ক্ষেত্রে উন্নত মানের ইনভার্টার এবং অনেক বেশি প্যানেল ও ব্যাটারি এর প্রয়োজন হয়। এটা বেশ ব্যয়বহুল।
@MdRobiul-vi6nw
@MdRobiul-vi6nw 5 ай бұрын
ভাই আমার 400 ওয়াট সোলারে DC কত এমপিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করবো,,,সোলার ১২ ভোল্ট
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
12V 400W সোলার সিস্টেমের জন্য DC C25 রেটিং বা 25 এম্পিয়ার এর সার্কিট ব্রেকার ব্যবহার করবেন।
@MdRobiul-vi6nw
@MdRobiul-vi6nw 5 ай бұрын
Thanks vi...
@mb.badrulbadrul.529
@mb.badrulbadrul.529 6 ай бұрын
আপনার ভিডিও ভালো লাগে তাই।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন।
@digitalstudio9701
@digitalstudio9701 7 ай бұрын
ভাই সোলারের সিলিং ফ্যান কোনটা ভাল।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
LAVA FC57-DC01 আপনি লাভার এই মডেলটা কিনতে পারেন। পারফরম্যান্স খুব ভালো।
@mdmahimislam6129
@mdmahimislam6129 7 ай бұрын
ভাই কেমন আছেন। আপনি লিথিয়াম ব্যাটারীটা কতো এমপিয়ার আর কতো টাকা নিয়েছে তা রিপ্লাই দিবেন প্লিজ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ভালো আছি। আপনি কেমন আছেন? আমার লিথিয়াম আয়রন ফসফেট (Lifepo4) ব্যাটারিটি 100Ah. বর্তমানে বাংলাদেশে এটা 35 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এখনো বাংলাদেশে প্রাইস খুব বেশি স্ট্যাবল না।
@mdmahimislam6129
@mdmahimislam6129 7 ай бұрын
@@TechnologyBanglaShahin অনেক ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
You are welcome. Feel free to ask any solar related question anytime.
@razamiya9828
@razamiya9828 7 ай бұрын
ভাই আমি ১৬০ ওয়াটের সুপারস্টার সোলার প্যনেল এর সাথে ইজিবাইকের ১৬০ এমপি আর এর ব্যাটারি দিতে চাচ্ছি। এখন আমার কি কি করনিও বলবেন প্লিজ, বাজেট নেই বলে প্যনেল আর বাড়াতে পারছিনা।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
এর সাথে ৭০/৭৬ ক্যাবল ও 10 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করলেই হবে। নোট: আপনার সোলার প্যানেল আরও ১৬০ হলে খুব ভালো হতো।
@razamiya9828
@razamiya9828 7 ай бұрын
@@TechnologyBanglaShahin আপাদত্ত তো পারছিনা, ভাই সারাদিন চার্জ হলেও কি ফুল চার্জ হবেনা?
@razamiya9828
@razamiya9828 7 ай бұрын
@@TechnologyBanglaShahin আপাদত্ত তো পারছিনা, ভাই সারাদিন চার্জ হলেও কি ফুল চার্জ হবেনা?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
যদি ব্যাটারি অল্প ব্যবহার করেন তাহলে সমস্যা নাই। কিন্তু যদি আপনি ব্যাটারির ক্যাপাসিটির ৫০% নিচে নামেন তাহলে দিনে ফুল চার্জ হবে না। আর এভাবে পার্শিয়াল চার্জ কৃত ব্যাটারি আস্তে আস্তে ডাউন ও ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আবার দিনেও যদি লোড চালান তাহলে তো আরও কম চার্জ হবে কারণ লোড এম্পিয়ার অনেকটাই ব্যবহার করে ফেলবে, ব্যাটারি তেমন কিছুই পাবে না।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm 6 ай бұрын
​@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভালো আছেন স্যার.আমি একটু জানতে চাইছিলাম জেনেটিক এর 150+150 দুইটি প্যানেল...300ওয়াড১২ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করব....জাহাজে পুরান তার.পাইছি6Rm ব্যবহার করা যাবে.6rm.তার.নিলের সমস্যা. আছে...
@MohammadAbsarUddin-dz9el
@MohammadAbsarUddin-dz9el 5 ай бұрын
Mppt চার্জ কনট্রোলর ১০ এমিয়ার দাম কত?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
বাংলাদেশে এই কোম্পানির 20, 30, 40, 60 এম্পিয়ার পাওয়া যায়। 10 এম্পিয়ার টা এভেলেবেল না। 20 এম্পিয়ারের দাম 5800 টাকার মত।
@JillurRahmanX9
@JillurRahmanX9 7 ай бұрын
ভাই, ৬ টা সিলিং ফ্যান চালাতে কত ওয়াট প্যানেল লাগবে??
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
এমনিতে কিছুটা ইন্টারনাল লস হিসাব করলে ৭০০/৮০০ ওয়াট সিস্টেম করলেই হয় তবে আবহাওয়া একটু খারাপ থাকলে তাতেও সমস্যা হয়। ভালোভাবে একটা সিস্টেম দাঁড় করাতে চাইলে ১০০০ ওয়াট করেন।
@JillurRahmanX9
@JillurRahmanX9 7 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাই, ১০০০ ওয়াট প্যানেল + কন্ট্রোলার কত টাকা লাগতে পারে? আমার কাছে অটোর পুরাতন ব্যাটারি আছে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
আপনি কি DC সিস্টেম করবেন? DC সিস্টেম সাধারণত এত বড় কেউ করে না। 400/600 ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ থাকে ও কম ফ্যান লাইট ব্যবহার করে। সে ক্ষেত্রে আপনি AC সিস্টেম করতে পারেন। ওটাতে চার্জ কন্ট্রোলার লাগবেনা, DC to AC ইনভার্টার বা PCU পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। প্যানেল ফরচুন 24V যদি নেন তাহলে পার ওয়াট 33 টাকা করে পড়বে। MPPT PCU 22 হাজার এর মত। আবার হাই ফ্রিকুয়েন্সিডটা যদি নেন তাহলে 30 হাজারের মতো।
@saruaralam440v
@saruaralam440v 6 ай бұрын
খুব গুরুত্বপূর্ণ Video
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
ধন্যবাদ।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm 6 ай бұрын
​@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভালো আছেন স্যার.আমি একটু জানতে চাইছিলাম জেনেটিক এর 150+150 দুইটি প্যানেল...300ওয়াড১২ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করব....জাহাজে পুরান তার.পাইছি6Rm ব্যবহার করা যাবে.6rm.তার.নিলের সমস্যা. আছে...
@msrahul1686
@msrahul1686 6 ай бұрын
এটার টোটাল কস্ট কত? আর রান্না কি করা যাচ্ছে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
টোটাল খরচ 60K এর মত। তবে এগুলোর কম্পনেন্ট ডিফারেন্ট ব্যবহার করে খরচ আরো কমিয়ে আনা সম্ভব। হ্যাঁ রান্না করা যাচ্ছে, রান্নার ভিডিও দিয়েছি, রান্নার ভিডিও এই লিংকে দেখুন: kzbin.info/www/bejne/moXMY4aqfNdqbpI
@msrahul1686
@msrahul1686 6 ай бұрын
@@TechnologyBanglaShahin থ্যাংকস দাদা
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
You are welcome.
@ashikahmed8615
@ashikahmed8615 6 ай бұрын
ভাই, এই লিথিয়াম ব্যাটারি ট কত ভোল্টের?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 ай бұрын
12.8 Volt
@tk7030
@tk7030 4 ай бұрын
Bhai apnar to setup and budget er details paoya jabe?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
এটাতে আমার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি। কম্পনেন্টগুলোর পাওয়ার একটু কমবেশি কিনে খরচটাও একটু কম বেশি করতে পারবেন। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার না করলে খরচ অর্ধেক হবে।
@ashik4862
@ashik4862 4 ай бұрын
DC Rice cooker link ta dile oneck upoker hato. kutai pabo
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
এটা দারাজ বা অন্য কোন অনলাইন প্লাটফর্মে এখনো পাওয়া যায় না তাই লিংক নাই। এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের বেশ কিছু দোকানে পাবেন। তবে ওখানে সংযোগ পাওয়ার নামে একটা দোকান আছে, ওদের সাথে যোগাযোগ করতে পারলে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে। Shangjog power pack লিখে ফেসবুক, google ও ইউটিউবে সার্চ দিলে ওদেরকে পেয়েও যেতে পারেন। ওখান থেকে নাম্বার নিয়ে কোন ভাবে যোগাযোগ করতে পারলে হয়ে যাবে।
@ashik4862
@ashik4862 4 ай бұрын
@@TechnologyBanglaShahin thank you
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
You are welcome.
@MdAlamgir-f7t2q
@MdAlamgir-f7t2q 4 ай бұрын
সোলার নিওয়ের নংমবার দিবেন বেটারী। দাম কত।জানাবেম
@nuralamislam2865
@nuralamislam2865 7 ай бұрын
Rice cocker er review dien..
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ঠিক আছে।
@shawonahmed6587
@shawonahmed6587 7 ай бұрын
24v JA545w panal koto ram তার লাকবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
4 sq mm (4RM) ফ্লেক্সিবল DC ক্যাবল লাগবে।
@jalaluddin-kk9ie
@jalaluddin-kk9ie 4 ай бұрын
ভাই কত mpr কত টাকা নিয়েছে জানাবেন ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 ай бұрын
প্যানেলগুলো ৩৩ টাকা ওয়াট করে কিনেছি। ৩০ এম্পিয়ার চার্জ কন্ট্রোল ৭৮০০ টাকা দিয়ে কিনেছি। 100Ah লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটি ৩০ হাজার টাকার আশেপাশে পাবেন।
@afsarmia1757
@afsarmia1757 5 ай бұрын
24 volt ar akta panel kinbo price ta koto probe ar chuto size ar vlo qualityr ar apnader shop ar number ta dile vlo hoi
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
ভাইয়া আমি তো এগুলো সেল করি না। এগুলো নিয়ে রিভিউ ও টেস্টিং ভিডিও তৈরি করি। আপনি ঢাকার কাপ্তান বাজার সোলার মার্কেটসহ বিভিন্ন রকম অনলাইন সোলার বিক্রেতার কাছে ২৪ ভোল্টের পারেন পেয়ে যাবেন।
@zeefamily9802
@zeefamily9802 7 ай бұрын
ভিডিও খুব ভালো হইসে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
Thank You.
@Arif-Hossain-Haziganj.chandpur
@Arif-Hossain-Haziganj.chandpur 5 ай бұрын
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইয়া 600/বা 1000 ওয়াড পেনেল কত এম এম কেবল ইউজ করবো চার্জ কন্ট্রোলার পর্যন্ত এরপর চার্জ কন্ট্রোলারের থেকে বেটারী পজনত কত এম এম তার ইউজ করবো এবং রুমের ওয়ারিং কত এম এম তার ইউজ করবো
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
অলাইকুম আসসালাম। 12V 600W প্যানেলের জন্য 6 sq mm(6rm) ক্যাবল ব্যবহার করবেন। 12V 1000W প্যানেলের জন্য 10 sq mm(10rm) ক্যাবল ব্যবহার করবেন। 24V হলে অর্ধেক rm যথেষ্ট। অবশ্যই ফ্লেক্সিবল DC ক্যাবল হতে হবে। ব্যাটারির জন্য মিনিমাম 10 sq mm(10rm) ও DC লোড চালানোর জন্য 23/76 ক্যাবল ব্যবহার করবেন। এক রুম থেকে আরেক রুমে মূল লাইন টানার জন্য 70/76 ক্যাবল ব্যবহার করুন। মার্কেটে প্রচুর নকল ও নিম্নমানের ক্যাবল পাওয়া যায় এগুলো এড়িয়ে চলুন।
@Arif-Hossain-Haziganj.chandpur
@Arif-Hossain-Haziganj.chandpur 5 ай бұрын
@@TechnologyBanglaShahin আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইয়া কোন কোম্পানির কেবল ভালো সার্ভিস দেয় ভাইজান বেটারি কেবল 10 এম এম ডিসি কেবল ইউজ করতে হবে নাকি Ac ইলিকটিক কেবল 10 এম এম ইউজ করলে চলবে ? কোনটা ভালো হবে ভাইজান??
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
হ্যাঁ এগুলো সব DC ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। BRB, BBS, বিজলী, SQ এই ক্যাবল গুলা ভালো। তবে মার্কেটে কিন্তু এগুলোর নকল আছে তাই দেখে শুনে বুঝে কিনতে হবে।
@Arif-Hossain-Haziganj.chandpur
@Arif-Hossain-Haziganj.chandpur 5 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাইয়া আপনার মত মানুষের ব্যাবহার কম দেখছি আলহামদুলিল্লাহ প্রশ্ন করলে অনেকে উত্তর দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক আমিন জাযাকাল্লাহু খাইরান আমিন
@Arif-Hossain-Haziganj.chandpur
@Arif-Hossain-Haziganj.chandpur 5 ай бұрын
@@TechnologyBanglaShahin পুরান জাহাজের ডিসি কেবল এগুলা কোথায় পাওয়া যাবে ঢাকাতে
@MdAlamgir-f7t2q
@MdAlamgir-f7t2q 4 ай бұрын
বেটারী দাম কেমন।সোলার দাম কত।নাংবার দিবেন
@meejannur782
@meejannur782 7 ай бұрын
আপনার ব্যাটারি কত ভোল্টের ১২ না ৪৮ ?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
এখানে যে ব্যাটারিটা দেখিয়েছি এটা ১২ ভোল্টের।
@AminulIslam-777
@AminulIslam-777 2 ай бұрын
আপনার এই এস আর এন ই কন্ট্রোলার দাম কত একটু জানাবেন
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 2 ай бұрын
30A এর দাম 7800 টাকা দিয়ে কিনেছিলাম। যদিও এখন দাম কিছুটা বেশি।
@asadujjamanakul
@asadujjamanakul 5 ай бұрын
total cost kamon vai?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 5 ай бұрын
এটা ৬০ হাজারের মতো খরচ হয়েছে। আপনি চাইলে আরেকটু কাটছাঁট করে খরচ কমিয়ে ফেলতে পারবেন।
@mkmizan0416
@mkmizan0416 7 ай бұрын
ভাই চার্জ কন্ট্রোলারটা কত নিয়েছে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
বাংলাদেশের সোলার আইটেমের প্রাইস এক এক জায়গায় এক এক রকম। 30A এর টা সেল হচ্ছে 7000 থেকে 7800 টাকায়।
@razamiya9828
@razamiya9828 7 ай бұрын
ভাই আপনি কোথা থেকে ফরচুন এর প্যনেল ক্রয় করেছেন যদি নাম্বারটা দিতেন।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
লোকাল মার্কেটে দাম বেশি এজন্য আমি ফরচুনের অফিসিয়াল শোরুম থেকে কম দামে প্যানেল কিনেছি। ফেসবুকে Fortunes Electronics লিখে সার্চ দিলে ওদের অফিসিয়াল 27K লাইক করা পেজটা পেয়ে যাবেন। ওখানে নক দিতে পারেন অথবা ওখান থেকে নাম্বার নিয়ে কল দিতে পারেন। যদিও তারা ব্যস্ত থাকলে ফোন ধরতে চায় না পরের দিন আবার চেষ্টা করতে হয়।
@razamiya9828
@razamiya9828 7 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাই ১২ ভোল্ট প্যানেল আর ২৪ ভোল্ট প্যানেল এর মধ্যে কি কোন পার্থক্য আছে.?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 7 ай бұрын
ভোল্টেজের পার্থক্য আছে। আর ইদানিং ২৪ ভোল্ট এর প্যানেলগুলোর কোয়ালিটি কিছুটা বেটার আবার খরচও কম।
@razamiya9828
@razamiya9828 7 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাই আপনার কথা অনুযায়ী আমি ফেসবুক পেজের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করেছিলাম, ২৪ ২৪ ভোল্টের ওয়ার্ড চাচ্ছে ৩৪ টাকা করে আপনার পরিচয় দেওয়ায় তারা বলেছে কিছুটা কমিশন দিবে। এখন আমি ২৫০ ওয়াট অর্ডার করেছ,আমি কি দশ ভোল্টের কন্ট্রোলার দিয়ে ব্যবহার করতে পারব.?
Solar after 4 years | Follow up video about solar system.
11:54
Technology Bangla
Рет қаралды 43 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Super Star Mono Solar Panel Review and Testing
9:37
Technology Bangla
Рет қаралды 80 М.
Cooking Food Using Solar Energy | DC Rice Cooker Review and Price
8:01
Technology Bangla
Рет қаралды 21 М.
Китайцы сделали телефон БАЯН
0:14
Собиратель новостей
Рет қаралды 1,7 МЛН
iPad Domino has been in use for a long time. Let's see the effect
0:12
3D Fantasy Life
Рет қаралды 556 М.
Xiaomi 15 - АЙФОН ТЕПЕРЬ ДЛЯ НИЩЕБРОДОВ…
12:30
Thebox - о технике и гаджетах
Рет қаралды 110 М.
Hardware tools repair tool high performance tool
0:16
Hardware tools
Рет қаралды 3,6 МЛН