Would it be better if you made a details video about bone meal and horn meal?
@palas62 жыл бұрын
আপনার পরামর্শ খুব উপকার হবে আমাদের।
@soniyabhakat80802 жыл бұрын
Liquid sar ki sob gachei diya jete hobe ? Winter sunechi kono khabar dite nei dormacy te jai gach
@manarulhoque7157 Жыл бұрын
dada aponi janaben sob theke susad kon variti
@shahinakther59552 жыл бұрын
স্যার, আপনার এই কথাটি ও একদম সত্যি হলো। আমি আপনার আগের ভিডিও দেখে ২৫ কি ২৬ দিন আগে বেশ কিছু ড্রাগনের চারা সমপরিমাণ ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে ৬ ইঞ্চি কৌটার মধ্যে বসিয়েছিলাম আর পাঁচ কি ছয়টার মত বালিতে বসিয়েছিলাম । ভীষণ আশ্চর্য রকমের বিষয় বালিতে রাখা চারা গুলিতে শিকর গজিয়ে গেছে আর কৌটোই রাখা চারা গুলিতে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ডাল হয়েছে । এখন আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আপনি তো বলেছেন ঠান্ডা পড়ে গেলে গাছের গ্রোথ দেখা যাবে কিন্তু আমি জানতে চাইছি যে এখন কি ফলের ক্যারেটে চারা গুলি বসিয়ে দিব? না কি ফেব্রুয়ারি মাসের দিকে বসাবো। স্যার, দয়া করে আমাকে উত্তরটা দিবেন । প্লিজ স্যার। 🙏
@rajgardens2 жыл бұрын
হ্যাঁ, এখনি রোপন করে দিতে পারেন।
@shahinakther59552 жыл бұрын
@@rajgardens আচ্ছা, আপনি আমার এই এই উত্তরটি দিয়েছেন কিন্তু আমি দেখিনি কেন? বুঝতে পারতেছিনা। সরি, আজকে ভিডিওটি আবার দেখতে এসে দেখলাম আপনি উত্তর দিয়েছেন আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ।
@shahinakther59552 жыл бұрын
আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো!!মাদার গাছ থেকে ড্রাগন এর চারা তৈরি করেছি না সেগুলোতে কি এই বছর ফল হবে? কামরাঙ্গার মত বড় বড় ড্রাগন গাছ আছে না সেখান থেকে দুটো গাছ নিচের দিকে পচন ধরেছে কেন বলুন তো? আমি পানি দেওয়া একদম বন্ধ করে দিয়েছি। তবে আমার অনেক অনেক চারা তৈরি হয়ে গেছে আল্লাহর রহমতে। জানেন আপনার এই ভিডিওটি ও সবদিক দিয়ে খুব খুব খুবই ভালো হয়েছে যাকে বলে মজাই মজা।জানি না আমার এই লিখা টা আপনার চোখে পড়বে কি না। কারণ আমার কোন কিছু ই আপনার নজরে আসে নাতো তাই লিখলাম। ভুল হলে ক্ষমা করে দিবেন। 🙏
@aparnakundu94022 жыл бұрын
Kto inch Tobe dragon gach lagabo , please ektu janaben.
@rajgardens2 жыл бұрын
১২ ইঞ্চি টবে বসাতে পারেন অথবা ফলের যে ক্যারেট গুলো হয় তাতে বসাতে পারেন।
@aayeshacooks2 жыл бұрын
Thai banana r pata i lal chop dekha jachhe.... Ki korbo
@rajgardens2 жыл бұрын
গাছের জল দেয়ার ব্যাপারে সতর্ক থাকুন সেই সঙ্গে কপার যুক্ত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করুন।
@anupamsworld20062 жыл бұрын
dragan e ki sar debo bolben
@rajgardens2 жыл бұрын
মিশ্র সার তৈরি নিয়ে আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে তার যে কোন একটি তৈরি করে ড্রাগন কাছে দিতে পারেন।
@banasreepolley17012 жыл бұрын
দাদা আমি আপনার একজন বড় ভক্ত।আমি জানতে চাই যে ফলে রং ধরার কত দিন পরে তোলা বা পারা যায় ? প্লিজ বলে দিলে খুবই উপক্রিত হবো।
@rajgardens2 жыл бұрын
ব্যাপারটা খুবই ইজি। গাছে থাকা অবস্থায় ফল লাল হয়ে পেকে যায় তখনই তুলে নিতে হবে।
@rajkumarmondal12232 жыл бұрын
Dada apnar bari kothay
@afrojlatif361 Жыл бұрын
Apni ekta micronuents name bole diben pls.
@rajgardens Жыл бұрын
বায়োভিটা এক্স, এগ্রো মিন গোল্ড ,মবোবিন, এছাড়া সি উইড দুই জাতীয় যেকোনো মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন।
@syedulalam1312 Жыл бұрын
@@rajgardens দাদা, বাংলাদেশে পাওয়া যায় এমন ২/৪টা মাইক্রো নিউট্রিয়েন্ট এর নাম বলবেন কি?
@udaybhowmick14172 жыл бұрын
দাদা আমার কটিমন আম গাছের পাতা ধার গুল কালো হয়ে গেছে, আর আনেক মুকুল আছে গুটি ধরেছে কী উপায় বলে দিলে ভলো হত দাদা,
@rajgardens2 жыл бұрын
গাছটির ছবি তুলেই আমার ফেসবুক পেজে পোস্ট করুন।
@subimalsardar78892 жыл бұрын
ল্যাংচা চিকু এবং কালাপাত্তী সবেদার মধ্যে কোনটি উৎকৃষ্ট ?
@rajgardens2 жыл бұрын
ল্যাংচা সাইজে বড় হয় এবং কালাপাতি সংখ্যায় বেশি হয়। তবে দুটো টেস্টই একই থাকে।
@tayubtayub85092 жыл бұрын
আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে আপনার ভিডিও দেখতেচি।আমার দুইটা পেপে গাছ আছে সেগুলোর বয়স এক বছর। বাজার থেকে পেঁপে আনার পর বীজগুলো ফেলি। একমাস হলো পেঁপে ধরছে কিন্তু বড় হচ্ছে না ছোট অবস্থায় আছে গ্রীন কালারের আছে এখনো ।কিন্তু একদম ছোট এখন আমি কি করবো। আমার অন্যান্য সবজি গাছ আছে সেগুলোতে সবজি কলার খোসা পেঁয়াজের খোসা ভেজানো পানি দেই আমার সবকিছু মাটিতে লাগাইছি পেঁপে গাছগুলো সহ
@rajgardens2 жыл бұрын
শীতের সময়টা ফলের গ্রোথটা একটু কম হয়। তবে একটি ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করুন সেই সঙ্গে ক্যালসিয়াম এবং পটাশিয়ামযুক্ত খাবার প্রয়োগ করুন গোড়ায়।
@FarakkabadAgro2 жыл бұрын
❤️🇧🇩
@maityamit20202 жыл бұрын
আচ্ছা দাদা ভাই আমি যদি যথেষ্ট পরিমাণে গোবর সার,ভার্মি কোম্পস্ট, সরিষার খৈল,গুর,এই কটি জিনিস ব্যাবহার করে কি বাগান করতে পারব?
@rajgardens2 жыл бұрын
এর সাথে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত সার প্রয়োগ করতে হবে।
@Hindu_hain2 жыл бұрын
Size bes 6oto.....ektu khabar diyen...
@rajgardens2 жыл бұрын
এটাতো মরক্কন ভ্যারাইটির ড্রাগন, সাইজটা এইরকমই হয়।
@simplegardening69792 жыл бұрын
Kon mase ful ase?
@rajgardens2 жыл бұрын
ভিডিওতে আলোচনা করেছি।
@MamtazBegum-ne5go Жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ আজ জুন মাসের 6 তারিখ, গতবছর আমার গাছে ফুল ও ফল হয়েছিল, কিন্ত এবার এখনও ফুল আসেনি,আমার কি করতে হবে,জানাবেন প্লিজ প্লিজ প্লিজ ধন্যবাদ
@rajgardens Жыл бұрын
এবার আবহাওয়ার কন্ডিশনে এতটাই খারাপ যে প্রচন্ড তাপের কারণে গাছ হিট শকে চলে যাচ্ছে। ফলে ড্রাগন গাছগুলো হলুদ হতে শুরু করেছে, তাতে ফুল ফল আসলেও সেই ভাবে টিকছে না। সেও হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। আর একটু ধৈর্য ধরুন, ওয়েদার ঠান্ডা হলে নতুন করে ফুল ফল এসে যাবে।
@MamtazBegum-ne5go Жыл бұрын
ধন্যবাদ, কোন পিজিয়ার এসপেরে করতে হবে,জানাবেন প্লিজ ধন্যবাদ
@samimalam5390 Жыл бұрын
Apnar kacha chara
@personal30892 жыл бұрын
আপনার এটা কোন প্রজাতির ড্রাগন। বললে খুব খুশি হতাম
@rajgardens2 жыл бұрын
মরক্কন
@967974782 жыл бұрын
আমার বীজের ড্রাগন গাছ ৩ বছর হয়ে গেল, এখনও ফুল আসেনি? আর কত সময় লাগতে পারে?
@rajgardens2 жыл бұрын
বীজ থেকে গাছ করা আর তার থেকে ফল নেওয়া এই আশা ছেড়ে দিন। ভালো জাতের কাটিং বসান। এক বছরের মধ্যেই ফুল ফল এসে যাবে।
@kalansekh31392 жыл бұрын
আঙ্কেল আমার ড্রাগন গাছে ফুল আসতে দেখছি না ফুল কি আসবে না কিছু দিন আগে মিশ্র সার প্রয়োগ করেছি তবে এখোন 5-6 টি ব্রাঞ্চ বের হয়েছে গাছের বয়স 7-8 মাস হবে গাছের গ্রোথ ভালো আছে, গাছের লম্বা 5" ফিট
@rajgardens2 жыл бұрын
এই সময় ড্রাগন গাছে ফুল আসে না গরমের সময় আসবে। ড্রাগনের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে আরো দু-তিনটি ভিডিও আছে দেখে নাও একবার।
@abuhanzalah822 жыл бұрын
দাদা আই অ্যাম রেডি
@sukaumaltajo90942 жыл бұрын
কোথা থেকে আসে এরকম হাফ মাস্টার, কয়টা গাছ লাগিয়ে উদ্ভিদ বিদ হওয়া যায় না, তেমনি কয়টা ক্লাশ পড়েও মাস্টার হওয়া যায় না।
@debabratagho9932 жыл бұрын
D
@ashokebiswas667 Жыл бұрын
Raj garden
@papubhat2 жыл бұрын
আমার বাগান রোয়েছে, আমি আপনার পেইড কনসালটিং সার্ভিস নাইতে চাই, কি কোরে যোগাযোগ করবো?
@rajgardens2 жыл бұрын
আপনি কোথায় থাকেন?
@alinagardenbankrajakirlask66722 жыл бұрын
আনার গাছের কচি পাতা
@sabrinaakter35552 жыл бұрын
Ar upay
@joyaislam67642 жыл бұрын
স্যার, গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে শীকড় বের করে হাইড্রোজেন পার অক্সাইড মেশানো জল দেওয়ার পর ওই মাটি গুলো কি আবার দিয়ে দিব, নাকি পরে দিব? পরে দিলে কতদিন পরে দিব, স্যার প্লীজ প্লীজ প্লীজ রিপ্লাই, আমার গাছ মরতে বসেছে 😭🙏
@rajgardens2 жыл бұрын
যে গাছের কথা বলছেন আমার ফেসবুক পেজে তার ছবি তুলে পাঠান।
@joyaislam67642 жыл бұрын
@@rajgardens Ok Sir 🙏🙏🙏
@abdurrahmanfeni6105 Жыл бұрын
দাদা আমি নার্সারি থেকে একটি ড্রাগন চারা কিনেছি। ডাল টির কোন ব্রানচ ছিল না শুধু একটাই ডাল ছিল।কালকে হঠাৎ দেখি এ ছোট একটি ডালে ফুল চলে এসেছে এটা কেমনে সম্ভব! এখন কী করব দাদা প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ রিপ্লাই দেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ 😢😢😢
@rajgardens Жыл бұрын
ম্যাচিওর ডাল ছিল তাই ফুলের কুড়ি এসেছে। ডালটিকে মাটিতে পুঁতে দিন শিকড় বেরিয়ে যাবে।
@mdsolamanhasan9717 Жыл бұрын
ভাই আমার ড্রাগন গাছের ফুল ফোটার পর পরাগায়ন করা হইছে কিন্তু ফুল ফুটার পর হলুদ হয়ে জোরে পড়ে যায় ফল টিকে না কেন জানাবেন প্লিজ
আমি আপনার ফেসবুক পেজে তিনটি ছবি পাঠিয়েছি আপনি দেখে উত্তরগুলি দিবেন। আমার একটা মালটা গাছের বয়স প্রায় দেড় বছর হবে গাছটির গ্রোথ মোটামুটি ভালো হয়েছে কিন্তু আমি এই বছরও ফল নিতে চাচ্ছি না, তাই আপনার থেকে এখন জানতে চাইতেছি যে, আমি যদি বেশি পরিমাণে কোকোপিট ভার্মি কম্পোস্ট এবং বেশি করে নাইট্রোজেন যুক্ত সার দিয়ে , ১২ ইঞ্চি মাটির টপ থেকে তুলে নিয়ে বড় রঙের কৌটায় বসায় তাহলে কি গাছের গ্রোথ ভালো এবং সুন্দর হবে? এইবার যদি আপনার মূল্যবান পরামর্শটুকু আমাকে জানান তাহলে আমি খুবই ধন্য এবং উপকৃত হব। ধন্যবাদ ।
@rajgardens2 жыл бұрын
এখন রিপট করলে শিকড় কিন্তু কাটাই ছাঁটাই করা যাবে না। আর তা না হলে ফেব্রুয়ারির দিকে শিকড় খানিকটা প্রুণ করে রিপট করতে পারেন।
@shahinakther59552 жыл бұрын
@@rajgardens আপনার মূল্যবান সময় থেকে আমাকে কিছু টা দিয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।🙏
@কাব্যসুধা Жыл бұрын
ড্রাগন গাছ কখন লাগাতে হয়?
@rajgardens Жыл бұрын
এখন লাগাতে পারেন।
@KohinoorUddinBhuiyan-mf3nl Жыл бұрын
আমার ড্রাগন গাছের সকল ছোট ফুল এবং ফুল ফোটার পর গাছের সকল ফুল পরে গেছে এখন কি করব তারাতাড়ি বলবেন কারন গাছে আবার ফুল আছতেছ
@rajgardens Жыл бұрын
এতদিন সমস্যা হচ্ছিল তার কারণ হলো হাই টেম্পারেচার। এখন ওয়েদার নরমাল হতে শুরু করেছে আর কোন সমস্যা হবে না। মাটিতে বেশি জল দেবেন না।
@parthapratimsengupta64582 жыл бұрын
এখন কি ড্রাগন গাছ রি-পট করা যাবে ?
@rajgardens2 жыл бұрын
হ্যাঁ, করতে পারেন তবে ড্রাগন গাছ রিপট করাটা খুব সমস্যা হয়। তার চেয়ে কিছুটা পুরানো মাটি তুলে সার মাটি যোগ করে দিন।
@parthapratimsengupta64582 жыл бұрын
@@rajgardens হ্যা এখন বুঝতে পারছি, প্রথম যখন বসিয়ে ছিলাম কিচ্ছু ধারনা ছিলো না, একটা ভাঙ্গা বালতি তে বসিয়েছিলাম, কিন্তু শিকড়ের চাপে ওই বালতির অবস্থা ও খারাপ, তাই রি পট করতেই হবে।
@AksarYT2 жыл бұрын
আমার ড্রাগন গাছের ডাল বেরোচ্ছো না কেন একটু বলবেন
@rajgardens2 жыл бұрын
শীতের সময় গাছের গ্রোথ একটু কম থাকে।
@SOTOTA662 жыл бұрын
আমার ড্রাগনের বয়স এক বছর ! ছোট ভালো জাতের একটা চারা নার্সারি থেকে কিনে ছিলাম ! ২০ ইঞ্চির চওড়া টবে আছে । সারাদিন রোদ পায় । গাছটি এখন ৫/৬ ফুট লম্বা ঝাঁপাল হয়েছে ! ৪ ফিটের উপর টায়ার বেঁধে সেটিং করে ঝুলিয়েছি । আগা প্রুনিংও করেছি কিন্তু কাজের কাজ কিছুই হচেছ না ! ফুল ফল ফুটছে না ! ভাবছি শীতের পর ফুল না এলে কেটে ফেলে দেবো ! এর কোন রেমিডি আছে কি ?
@rajgardens2 жыл бұрын
রিমেডি তো আছে, তার জন্য আমার চ্যানেলে ড্রাগনের উপরে বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেগুলো দেখতে হবে। আর তাছাড়া শীতকালে তো ড্রাগন ফল হয় না, আপনি পাবেন কোথা থেকে? শীতকালে ওরা কিছুটা ডমিনেন্সিতে থাকে। শীত ফুরালে তবে গাছে ফুল ফল আসবে। আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন।
@SOTOTA662 жыл бұрын
@@rajgardens অসংখ্য ধন্যবাদ আমাকে সাজেস্ট করার জন্য ও আস্বস্ত করার জন্য !
@ashokeghosh24242 жыл бұрын
আপনার এ-ই ভিডিও টির কোনো প্রকার কথা শুনতে পাওয়া গেলোনা। Sound less video.
@rajgardens2 жыл бұрын
আপনার এন্ডে কোনও সমস্যা হয়েছে। ভিডিওতে অডিও নেই, একমাত্র আপনিই বললেন।
@udaybhowmick14172 жыл бұрын
আমি ফেসবুক করিনা দাদা,
@rajgardens2 жыл бұрын
কিছু সমস্যা হলে পরিষ্কারভাবে এখানে লিখবেন।
@pritamsamanta16802 жыл бұрын
Apnar phon no ta daban
@rajgardens2 жыл бұрын
কিছু সমস্যা হলে এখানে লিখুন অথবা ফেসবুক পেজে ছবি তুলে পাঠান।
@salehabegum99492 жыл бұрын
Hi god evening Baba, আপনি শুধু লোভ দেখান! সেদিন বারোমাসি আমড়া দেখালেন, পরদিনই হুমড়ি খেয়ে নার্সারিতে গিয়ে কিনে আনলাম! এখন আবার ড্রাগন 😂! আমার হলুদ, ম্যার্জেন্টা ও সাদা তিন কালারের রয়েছে, স্বাস্থ্যও ভাল ওদের। কই ? এপ্রিলে প্রায় কুড়িটার মত ফুল হয়ে, ফল তো এলো না। এরপর আর ফুল আসলো না। কিন্তু ওরা খুবই হেলদি আছে। আপনার পেট ব্যথা হবে, আমাদের দেখিয়ে খাচ্ছেন 😋😂
@suklabiswas50712 жыл бұрын
ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে গাছের গোড়ায় জির জির ফিফটি দেবন।ফল হবে।
@rajgardens2 жыл бұрын
এখন যেভাবে বললাম সেভাবে পরিচর্যা করুন এবং মার্চ এপ্রিলে আরো বিশেষ কিছু পরিচর্যার দরকার হয়। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো একবার দেখে নেবেন।
@salehabegum99492 жыл бұрын
@@rajgardens good morning & thanks a lot baba ❤🤲🙏🏼🇧🇩
@salehabegum99492 жыл бұрын
@@rajgardens শুভ সকাল অবিরাম 🤲, বাবা আপনি স্বদেশী হলে দেশের যে প্রান্তেই থাকতেন না কেন, আমি কিন্তু আপনার বাগানে হানা দিয়ে সাতিয়ানাস্=সর্বনাশ করে দিতাম! Because, "I feeling jelous"😂❤, সত্তর উর্ধ বয়স আমার, এতদিন বাগান করছি; আমার কেন এত সুন্দর ফল হচ্ছেনা?😂