Рет қаралды 15,585
নাখালপাড়ায় নেক পারভীন শিমুলের ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও- • নাখালপাড়ায় নেক পারভীন ...
========================
ঢাকার নাখালপাড়ার স্কুল শিক্ষিকা নেক পারভীন শিমুল তিন দশক ধরে শহরের কোলাহলময় পরিবেশেও নিজের ছাদে গড়ে তুলেছেন একটি সবুজ কৃষিজ স্নিগ্ধতা। ফল-ফসলের সাথে তাঁর নিবিড় সম্পর্ক তাঁকে গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এবং নগর জীবনের দুঃসহ কোলাহল ও দূষণ থেকে দূরে রাখে। সীম, বেগুন, পেঁপে, মরিচসহ নানা সবজি এবং ফলের গাছ থেকে তার ছাদকৃষি এখন হয়ে উঠেছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার এক অনন্য উদ্যোগ। প্রায় অর্ধশত মানুষের মধ্যে ছাদকৃষির অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া নেক পারভীন শিমুলের ছাদকৃষি যেন নাগরিকদের জন্য হয়ে উঠেছে একটি সামাজিক দায়িত্ব।
Facebook: / shykhseraj
KZbin: / shykhseraj
Twitter: / shykhseraj
Instagram: / shykhseraj
Linkedin: / shykhseraj
#SSERAJ