নামাজের সালাম ফেরানোর আগের দোয়া। নামাজের যে দোয়া গুলো পড়ব। Islamic life

  Рет қаралды 623,947

Islamic life

Islamic life

Күн бұрын

খাঁটি মধু 🍯 নিতে চাইলে
কল করুন-০১৮৪৫৬৩৪৭৭৭
প্রতি কেজি ৬০০/-
প্রতি কেজি ৮০০/-
প্রতি কেজি ১০০০/-
ফুল হিসেবে মধুর মান বেশকম হয়, তাই মূল্যও ভিন্ন ভিন্ন। তবে সবগুলোই ১০০% খাঁটি
ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল নিতে চাইলে কল করুন
প্রতি কেজি ২৩০/-
খাঁটি গাওয়া ঘি, প্রতি কেজি-১৪০০/-
বাংলাদেশের যে কোন স্থানে পৌঁছে দেয়া হয়
দোয়া সমূহ-
১.
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْأَلُكَ الْجنَّةَ وَ اَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
বাংলা উচ্চারণ-আল্লাহুম্মা ইন্নী আছআলুকা
জান্নাতা ওয়া আউযু বিকা মিনান না-র।
অর্থ- হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত
চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।
ইবনে মাজা, হাদীস নং- ৩৮৪৭
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৬৪
২.
اَللّٰهُمَّ حَاسِبْنِيْ حِسَابَاً يَّسِيرَاً
বাংলা উচ্চারণ-
আল্লাহুম্মা হা-সিবনী হিসাবাই ইয়াসীরা।
অর্থ- হে আল্লাহ আপনি আমার সহজ হিসাব নেন।
মুসনাদ আহমাদ-২৪২১৫, সহীহ ইবনে খুযাইমা-৮৪৮
নামাজের সালাম ফেরানোর আগের দোয়া। নামাজের যে দোয়া গুলো পড়ব। Islamic life
৩.
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ يَا أَللهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ، اَلَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِيْ ذُنُوبِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা; ইয়া আল্লাহ; বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদ; আল্লাজী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ; ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ; আন তাগফিরা লী যুনূবী; ইন্নাকা আনতাল গাফূরুর রহিম।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে চাই। হে আল্লাহ! নিশ্চয়ই আপনি তো সেই সত্তা যিনি এক ও একক এবং অমুখাপেক্ষী। যিনি কাউকে জন্ম দেননি আর তাঁকেও কেউ জন্ম দেয়নি। তার সমকক্ষ কেউ নেই। আপনি আমার গোনাহগুলো ক্ষমা করে দেন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। সুনান আবূ দাউদ-৯৮৫
৪.
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، اَلْمَنَّانُ يَا بَدِيعَ
السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ،
আল্লাহুম্মা ইন্নী আছআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা, আলমান্নানু ইয়া বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বইয়্যূমু।
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে চাই,কারণ সমস্ত প্রশংসা আপনার জন্য ই, আপনি ছাড়া আর কোন উপাস্য নেই, আপনি অতুলনীয় দয়াশীল। হে আকাশ সমূহ ও জমিনের স্রষ্টা! হে মহিমাময় ও মহিমান্বিত! হে চিরঞ্জীব!
হে সব কিছুর ধারকবাহক! সুনানা নাসায়ী-১২৯৯
৫.
اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ، وحُسْنِ عِبَادتِكَ
উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা ওয়া
শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
অর্থ : হে আল্লাহ! আপনাকে স্মরণ করার জন্য,
আপনার শুকরিয়া আদায় করার জন্য এবং আপনার
সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন।
সহীহ আবূ দাউদ-১৫২২
৬.
اَللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كثِيْرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِر لِيْ مغْفِرَةً مِّن عِنْدِكَ، وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفوْرُ الرَّحِيْمُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসী জুলমান কাছিরা, ওয়া লা ইয়াগফিরুজ জুনূবা ইল্লা আনতা ফাগফির লী মাগফিরাতাম মিন্ ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।
অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আমার উপর অত্যধিক অত্যাচার করেছি এবং আপনি ব্যতিত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু।
সহীহ বুখারী - ৮৩৪, সহীহ মুসলিম-২৭০৫
৭.
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ ‏
উচ্চারণ : আল্লাহুম্মাগফির লি মা ক্বাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহী মিন্নী আনতাল মুক্বাদ্দিমু ওয়া আনতাল মুয়াখখিরু লা ইলাহা ইল্লা আনতা।
অর্থ : হে আল্লাহ! আপনি আমার আগের ও পরের সব গোপন ও প্রকাশ্য গোনাহ ক্ষমা করুন (এবং ক্ষমা করুন সেসব গোনাহ) যাতে আমি বাড়াবাড়ি করেছি। আর সেসব গোনাহ যে বিষয়ে আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনি প্রথম এবং শেষের মালিক। আপনি ব্যতিত কোনো উপাস্য নেই। সহীহ মুসলিম-৭৭১
৮.
اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنَ الْبُخْلِ وَاَعُوْذُبِكَ مِنَ الْجُبْنِ وَاَعُوْذُبِكَ مِن اَن اُرَدَّ اِلَى اَرْذَلِ الْعُمُرِ وَ اَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الدُّنْيَا وَ اَعُوْذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা মিন আন্ উরাদ্দা ইলা আরযালিল ওমুরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনইয়া ওয়া আউজুবিকা মিন আজাবিল ক্ববর।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে, বার্ধক্যের চরম দুঃখ-কষ্ট থেকে, দুনিয়ার ফেতনা-ফাসাদ ও কবরের আযাব থেকে।
সহীহ বুখারী-৬৩৯০
৯.
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ،
وَمِنْ فِتْنةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি
ঝাহান্নাম। ওয়া মিন আজাবিল ক্ববর। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজজাল।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে জাহান্নামের
আজাব থেকে আশ্রয় চাই, কবরের আজাব হতে আশ্রয় চাই। আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে । আশ্রয় চাই দাজ্জালের ফিতনার পরীক্ষা থেকে।
সহীহ মুসলিম-৫৮৮
১০.
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
বাংলা উচ্চারণ-

Пікірлер: 193
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 21 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 21 МЛН