মাশাআল্লাহ সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমি নিজে নামায সহীহ ভাবে আদায় করতে পারব ইনশাল্লাহ
@AbuBakar-qp1sw4 ай бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন।
@Bismillah80962 ай бұрын
আমীন
@hussainbinali788810 ай бұрын
মাশাআল্লাহ আমি পুরা আলোচনাটা শুনেছি অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ আরিফ বিন হাবিব
@MonirulIslam-yx9mr6 ай бұрын
হুজুর আপনি একবার বললেন তিরমিযি এর ২৫২ নম্বর হাদীস ২য় বার বললেন ২৫৫ নম্বর হাদীস কেন
@md.fazlurrahman2226 Жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মহান আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুন।
@Bismillah80962 ай бұрын
আমীন
@rubelahamed13202 ай бұрын
মাশাআল্লাহ,❤ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ভালবাসা নিবেন প্রিয় হুজুর ❤❤❤
@sheikhrazib779 Жыл бұрын
মাশাল্লাহ শায়খ। আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ। অনেকে আমাকে সহির দোহাই দিয়ে নামাজ পড়ার মধ্যে পরিবর্তন আনার জন্য। অনেক সময় সহিহ হাদিসের মাধ্যমে উত্তর দিতে পারিনি। আপনার এই ভিডিওটা বারবার দেখি। আর অনুভব করি হানাফী মাযহাব ই সবচেয়ে সহি পদ্ধতি অবলম্বন করে। ❤️ দোয়া রইল আপনার জন্য 🤲 জাযাকাল্লাহু খাইরান।
@mdferdousahmedabid8191 Жыл бұрын
আরো ভালো ভাবে জানুন অন্ধ ভাবে বিশ্বাস করবেনা, সঠিক ভাবে নামাজ আদায় করতে পড়ুন,সলাতুর রসুল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ আদায় করার পদ্ধতি, লেখক,নাসির উদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি এর বই টি পড়ুন, তাহলেই আপনি সঠিক ভাবে নামাজ আদায় করতে পারবেন
@faridulgayen7917 Жыл бұрын
হি হি
@humaun-tf5ei Жыл бұрын
উনার মাসআলায় সবচেয়ে সুন্দর ওনাকেই অনুসরণ করুন ইনশাআল্লাহ ভালো হবে।
@rafikhan3424 Жыл бұрын
ভাই এনে তো খালি ছেলেদের কথা কইলো......এই দুনিয়াতে কি মেয়েরা নাই নাকি??😂😂😂😅😅
@humaun-tf5ei Жыл бұрын
@@rafikhan3424 যারা এক লুচ্চা টাইপের তাদের মেয়েদের নিয়ে চুলকানি বেশি, মেয়েরা পর্দায় আছে,পর্দা থাকতে দাও তাদেরকে ঘর থেকে বাহির হইত দিও না, এভাবে ব্যাপারে বহুৎ বড় আলো আলোচনা আছে মাসায়েল আছে জেনে নিন
@mondol9343 ай бұрын
আমিArif bin Habib এর মতন রফাদানি করতাম একদিন হঠাৎ এক মুসুল্লি বলে তোমার রফাদানি হয় না ,তোমার রফাদানি নিয়ে অন্যরা হাসে আজকে হুজুর কথা শুনো সঠিকটা বুজতে পারলাম,
@md.zahurulislam6720 Жыл бұрын
হুজুর আপনার ওয়াজ এতো সুনদর শিখার মতো ওয়াজ
@ShamimAhmed-ms8fq Жыл бұрын
আলহামদুলিল্লাহ এগুলো তো আমরা জানতাম না।অনেক আলেম আমাদের বলছে।এগুলো কোরআন হাদিস সম্মত না।আলহামদুলিল্লাহ এখন পরিস্কার।
@morshedalam9961 Жыл бұрын
All
@shahalam1929 Жыл бұрын
😊😊😊😊q
@MdNazrulIslam-yp7rl2 ай бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমল করার চেষ্টা করবো ইনশা-আল্লাহ
আমি হুজুরের কিভাবে প্রশংসা করব কি কথা দিয়ে প্রশংসা করবো এগুলা আমি হারিয়ে ফেলেছি জাযাকাল্লাহু খাইরান ফিদ্দার আইন
@asadahemd153310 ай бұрын
আল্লাহ আপনার ইলমে বারকাত দান করুক
@masudazhar160 Жыл бұрын
অনেক সুন্দর আলোচনা
@HridoyFootball07 ай бұрын
❤❤❤❤❤❤❤❤.etai amader majhab....
@r_hamiummatibiummati_abu_bakr Жыл бұрын
আলহামদুলিল্লাহ, আরিফ বিন হাবিব হুজুর একজন হক্কানী আলিম
@alifsk6758 Жыл бұрын
সবাই কে সঠিক পথে চলার তওফিক দান করুন আল্লাহ
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
সহীহ্ বোখারী শরীফ ৭৩৫ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا وَقَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ". وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ. ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ’তে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং রুকূ’ হতে মাথা উঠাতেন তখনও একই ভাবে দু’হাত উঠাতেন এবং ‘سَمِعَ اللهُ لِمَن حَمِدَه’ ও ‘رَبَّناَ وَلَكَ الحَمدُ’ বলতেন। কিন্তু সিজদার সময় এরুপ করতেন না। হাদিসের মানঃ সহিহ হাদিস
@junayedalhabibhabib2652 Жыл бұрын
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
@farjanakhatun4806 Жыл бұрын
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন। অতঃপর রুকূ‘তে যাওয়ার সময় তাকবীর বলতেন, আবার যখন রুকূ‘ হতে পিঠ সোজা করে উঠতেন তখন 'سَمِعَ اللهُ لِمَن حَمِدَه' বলতেন, অতঃপর দাঁড়িয়ে 'رَبَّناَ وَلَكَ الحَمدُ ' বলতেন। অতঃপর সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন। এবং যখন মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন। আবার (দ্বিতীয়) সিজদায় যেতে তাকবীর বলতেন এবং পুনরায় মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন। এভাবেই তিনি পুরো সালাত শেষ করতেন। আর দ্বিতীয় রাক‘আতের বৈঠক শেষে যখন (তৃতীয় রাক‘আতের জন্য) দাঁড়াতেন তখনও তাকবীর বলতেন। ‘আবদুল্লাহ্ ইব্নু সালিহ্ (রহঃ) লাইস (রহঃ) সূত্রে হাদীসটি বর্ণনা করতে 'وَلَكَ الحَمدُ' উল্লেখ করেছেন। সহিহ বুখারী, হাদিস নং ৭৮৯ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@MdrifatHasan-fs1ez9 ай бұрын
আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক
@FNC_GAMING_FF Жыл бұрын
মাশা আল্লাহ।।
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْتَرِئْ بِأُمِّ الْقُرْآنِ " . ‘উবাদাহ্ ইবনু সামিত (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে উম্মুল কুরআন (সুরাহ্ ফা-তিহাহ্) পাঠ করে না তার সলাতই হয় না। (ই. ফা. ৭৫৯, ই. সে. ৭৭২) সহিহ মুসলিম, হাদিস নং ৭৬১ হাদিসের মান: সহিহ হাদিস
@mdrihab6105 Жыл бұрын
আমিও হাদীসে মুহাদ্দিস হুজুর,,, এই আলোচনা গুলোর বিরুদ্ধে অনেকে দাঁড়ায়।আমি নিরূপায় হুজুর। যখন প্রতিবাদ করতে যাই,,তখনি সমস্যা সৃষ্টি করে।
@nazmulhaque4025 Жыл бұрын
মাশাআল্লাহ হুজুর ❤
@bayjitbayjit1863 Жыл бұрын
Apnake nek haet Dan korok
@mdridoybabobabo59226 ай бұрын
মাশা-আল্লাহ
@MdElias-zp3zd Жыл бұрын
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
@kuddussardar1488 Жыл бұрын
মাশা আল্লাহ
@HaluVai Жыл бұрын
Onek bhalo Kotha bole
@noyaislamictv Жыл бұрын
মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করলেন হুজুর
@MDMizanUDDinmijan Жыл бұрын
আলহামদুলিল্লাহ এই আগে এক টু চন্দয় আছিল একণ পরিষ্কার
@MDYakubAliরাজাপুরী9 ай бұрын
মাশাআল্লাহ
@syedsakhawatullah9883 Жыл бұрын
وَ اِذۡ جَعَلۡنَا الۡبَیۡتَ مَثَابَۃً لِّلنَّاسِ وَ اَمۡنًا ؕ وَ اتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰہٖمَ مُصَلًّی ؕ وَ عَہِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہٖمَ وَ اِسۡمٰعِیۡلَ اَنۡ طَہِّرَا بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡعٰکِفِیۡنَ وَ الرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۱۲۵﴾ ওয়াইয জা‘আলনাল বাইতা মাছা-বাতাল লিন্না-ছি ওয়াআমনাওঁ ওয়াত্তাখিযূ মিম্মাকা-মি ইবরা-হীমা মুসাল্লাওঁ ওয়া‘আহিদনা ইলা ইবরা-হীমা ওয়াইছমা-‘ঈলা আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফীনা ওয়াল ‘আ-কিফীনা ওয়াররুক্কা‘ইছছুজূদ। এবং যখন আমি কা‘বা গৃহকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান ও পুণ্যধাম করেছিলাম, এবং মাকামে ইবরাহীমকে সালাতের জায়গা নির্ধারণ করেছিলাম; এবং আমি ইবরাহীম ও ইসমাঈলের নিকট অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ও ই’তিকাফকারী এবং রুকু ও সাজদাহকারীদের জন্য পবিত্র রেখ।
@lalmahammadkhan-us7xt6 ай бұрын
ভীষণভাবে কার্যকরী
@AbdusSalam-ft7zt Жыл бұрын
মাশাল্লাহ
@anwerhossen8154 күн бұрын
আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মাদ সাঃ আল্লাহর রাসূল☺️ 📢কালেমার দাওয়াত দিয়ে গেলাম.! لا إله إلا الله محمد رسول اللّه "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" 🥰"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🥰
@mkaminmulla Жыл бұрын
Masha-allah, Alhamdulillah 🤲
@kabirbaf Жыл бұрын
MasaAllah
@joynulabedin8467 Жыл бұрын
মাশআল্লাহ হুজুর রেফারেন্চ সহ ওয়াজ করেন
@hashem1238 Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@Jihadul-Rahaman Жыл бұрын
মাশাআল্লাহ ❤
@AbdulAhad-nr7nf Жыл бұрын
মাশাল্লাহ।
@TanjilhossainRatul6 ай бұрын
Massa Allah ❤❤❤
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ إِذَا صَلَّى كَبَّرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ هَكَذَا . আবূ কিলাবাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি মালিক বিন হুওয়াইরিস (রাঃ)-কে দেখলেন যে, তিনি যখন রুকূ’তে যাওয়ার ইচ্ছা করতেন তখনো উভয় হাত উত্তোলন করলেন এবং যখন রুকূ’ থেকে মাথা তুললেন তখনো হাত উত্তোলন করলেন। তিনি আরো বলেছেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপই করতেন। (ই. ফা. ৭৪৮, ই. সে. ৭৬১) সহিহ মুসলিম, হাদিস নং ৭৫০ হাদিসের মান: সহিহ হাদিস
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، وَمَوْلًى، لَهُمْ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ أَبِيهِ، وَائِلِ بْنِ حُجْرٍ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ - وَصَفَ هَمَّامٌ حِيَالَ أُذُنَيْهِ - ثُمَّ الْتَحَفَ بِثَوْبِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ مِنَ الثَّوْبِ ثُمَّ رَفَعَهُمَا ثُمَّ كَبَّرَ فَرَكَعَ فَلَمَّا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . رَفَعَ يَدَيْهِ فَلَمَّا سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ . ওয়ায়িল ইবনু হুজর (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখলেন, তিনি সলাত শুরু করার সময় দুই হাত তুললেন এবং তাকবীর বললেন। হাম্মামের বর্ণনায় আছে, তিনি দুই হাত কান পর্যন্ত উঠালেন ; অতঃপর চাদরে ঢেকে নিলেন এবং ডান হাত বাঁ হাতের উপর রাখলেন। তিনি যখন রুকু’তে যাওয়ার ইচ্ছা করলেন, উভয় হাত কাপড়ের ভিতর থেকে বের করলেন, অতঃপর উভয় হাত উত্তোলন করলেন, অতঃপর তাকবীর বলে রুকু’তে গেলেন, তিনি যখন ‘সামিয়াল্লা-হু লিমান হামিদাহ’ বললেন দু’হাত উঠালেন। তিনি যখন সাজদায় গেলেন, দু’হাতের মাঝখানে সাজদাহ্ করলেন। [ই.ফা.৭৭৯, ই.সে. ৭৯১] সহিহ মুসলিম, হাদিস নং ৭৮২ হাদিসের মান: সহিহ হাদিস
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
সহীহ্ ইবনে মাজাহ হাদীস ৮৩৭حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَإِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ " . উবাদাহ ইবনুস-সামিত (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহাহ পাঠ করেনি, তার সালাত হয়নি। [৮৩৫]
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، - وَاللَّفْظُ لِيَحْيَى قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَقَبْلَ أَنْ يَرْكَعَ وَإِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ وَلاَ يَرْفَعُهُمَا بَيْنَ السَّجْدَتَيْنِ . সালিম থেকে তার পিতার সূত্রে থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি-যখন তিনি সলাত শুরু করতেন তখন উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাতেন। তিনি রুকূ’তে যাওয়ার আগে এবং রুকূ’ থেকে উঠার সময়ও এরূপ করতেন। কিন্তু তিনি দুই সাজদার মাঝখানে হাত উঠাতেন না (ই. ফা. ৭৪৫, ই. সে. ৭৫৮) সহিহ মুসলিম, হাদিস নং ৭৪৭ হাদিসের মান: সহিহ হাদিস
@MdSaidul-kg8vd Жыл бұрын
মাশাল্লাহ খুব সুন্দর করে বুঝালেন হুজুর
@مرحبامرحبا-ق9ط9س10 ай бұрын
ما شاء اللّٰه
@HaluVai Жыл бұрын
Alemta onek bhalo Ami India theke bolchi amader dubond theke sobai ai alem ke ki khatap bolena
@shamsulhaque2746 Жыл бұрын
এত সুন্দর দলীল ভিত্তিক আলোচনার পরেও একটি বিশেষ শ্রেণীর লোকদের গাত্রদাহ হচ্ছে কেন বুঝিনা? উনিতো কাউকে কটাক্ষ করে কিছু বলেন নি।
@TasdidMustakim-ee3rv11 ай бұрын
Abu dawwod 726 dekhun r 727 daif abu dawwod bolechen r ta badeo abu dawwod er 759 number hadish dekhun keno apnara ekta kothai bishas Koren jara ekta sotto manlo arekta bad dilo tarai bived
@limon-yl7sx Жыл бұрын
Alhamdulillah
@raihanali49163 ай бұрын
Ooooooo ❤😊
@towhidulislam4137 Жыл бұрын
যদি পারতাম এক লক্ষ লাইক দিতাম
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
আবু দাউদ শরীফ ৭৫৯ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنْ ثَوْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ طَاوُسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلاَةِ . তাউস (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাঁধতেন। হাদিসের মানঃ সহিহ হাদিস
@mdferojkobir4703 Жыл бұрын
আসসালামু আলাইকুম হুজুর নিয়তের কথা বল্লেন না জে
@md.rezwanulhaque1849 Жыл бұрын
And narrated Abu Huraira: Whenever Allah's Apostle stood for the prayer, he said Takbir on starting the prayer and then on bowing. On rising from bowing he said, Sami`a llahu liman hamidah, and then while standing straight he used to say, Rabbana laka-l hamd (Al- Laith said, (The Prophet said), 'Wa laka l-hamd'. He used to say Takbir on prostrating and on raising his head from prostration; again he would Say Takbir on prostrating and raising his head. He would then do the same in the whole
@mdsujelahmodmasud1250 Жыл бұрын
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ فَجَعَلَ رَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى فَلَمَّا انْصَرَفَ قَالَ " أَيُّكُمْ قَرَأَ " أَوْ " أَيُّكُمُ الْقَارِئُ " فَقَالَ رَجُلٌ أَنَا . فَقَالَ " قَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا " . ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিতঃ: রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের সলাত আদায় করলেন। এক লোক তাঁর পিছনে সূরাহ্ ‘সাব্বিহিস্মা রাবি্কাল আ’লা-” পাঠ করল। সলাত শেষে নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ কে সূরাহ্ পাঠ করেছে? লোকটি বলল, আমি। তিনি বললেনঃ আমি অনুসন্ধান করেছি তোমাদের কেউ কেউ আমার কাছ থেকে (কুরআন) পাঠ ছিনিয়ে নিচ্ছে। (ই. ফা. ৭৭১, ই. সে. ৭৮৩) সহিহ মুসলিম, হাদিস নং ৭৭৪ হাদিসের মান: সহিহ হাদিস