নূপুর বাজে আমার বন্ধুর রাঙ্গা পায় || বাড়ীর আঙ্গিনায় বিকালে সবাই মিলে ধামাইল ||

  Рет қаралды 2,619

Srihattiya Adi Dhamail

Srihattiya Adi Dhamail

Күн бұрын

নূপুর বাজে আমার বন্ধুর রাঙ্গা পায় || বাড়ীর আঙ্গিনায় বিকালে সবাই মিলে ধামাইল || #ধামাইলগান
WHAT IS DHAMAIL / DHAMALIE ?
ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
বাড়ির উঠোন বা আঙ্গিনায় এ নাচ হয়ে থাকে। তবে ইদানিং বাহিরেও এ নাচ করা হয়ে থাকে।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ। তবে ইদানিং পুরুষরাও এ নাচের প্রতি আকৃষ্ট হয়েছে। মহিলাদের সাথে অথবা আলাদাভাবে নিজেরা তারা এ নাচ করে থাকে।
আমাদের প্রোগামগুলো ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং পরবর্তী মিউজিক ভিডিওগুলো মিস না করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।
VIDEO ভালো লাগলে LIKE, COMMENT ও SHARE করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে।
SPACIAL THANKS
RITA SARKER(DIRECTOR)
WE CREATE'S THESE CONTENT'S
#sylhetidhamailgan #biyer_gaan #sylheti_song #ধামাইলগান #dhamailsongs #sylhetidhamailgaan #geet_bangla #ধামালি #নতুন_ধামাইল #sylhet_song #নতুন_ধামাইল #biyer_gaan #ধামাইলগান #geet_bangla
AND DON'T FORGET TO RING THE BELL ICON
WELLCOME

Пікірлер: 4
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 272 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН