Рет қаралды 245
নাটোরের মৃত নদী নারদ নদ | Narod River of Natore #natore #avata2
নারদ নদের দৈর্ঘ্য ১৬ কিলোমিটার, গড় প্রস্থ ২৪ মিটার একে বেকে বয়ে চলার কারণে এই নদীর প্রকৃতি বর্ণণা করা হয়েছে সর্পিলাকার হিসেবে
নারদ নদের আদি উৎপত্তি রাজশাহী শহরের পূর্বে গঙ্গা নদীর বামতীর থেকে। এই নদের উৎসমুখ এখন মৃত।
নাটোর সদর উপজেলার কাপুরিয়া ইউনিয়ন এলাকায় প্রবহমান মুসাখান নদী হতে উৎপত্তি লাভ করে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বড়াল আপার নদীতে নিপতিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। কিন্তু শুকনো মৌসুমে, বিশেষত মার্চ-এপ্রিলের দিকে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়।
পলির প্রভাবে এই নদীর তলদেশ দিনদিন ভরাট হয়ে যাচ্ছে। নাটোর জেলায় এ নদীকে কেন্দ্র করে অনেক বাজার হাট প্রতিষ্টান গড়ে উঠেছে। নাটোর শহরে অনেক বাড়ী এবং প্রতিষ্টান নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে ফলে নদী ভরাট হচ্ছে। এছাড়া নাটোর চিনিকলসহ বিভিন্ন কারখানার নিঃসৃত বর্জ্যে নদীটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।
লাল চিনির ফ্যাক্টরি | সরকারি নাটোর চিনি কল | Natore Sugar Mill। How Sugar is Made
• লাল চিনির ফ্যাক্টরি | ...
pls like and follow my Facebook page
/ atiq396
my tiktok channel
/ _atiq396
Pls Subscribe
my KZbin channel
/ @asmatiq
my drone video Channel
/ @drone396
my 360-video channel
/ @vr360bangladesh
my kid’s channel
/ @laalporineelpori
sharing my journey.
Studio 396 Production