এই চেনেলের সব ভিডিওতে ব্যাক গ্রাউন্ডে শব্দ হয়। এটা তো সারা আলীর চ্যানেলের মতো 🤔
@Muyaj-z4n11 күн бұрын
ভাই আসসালামুয়ালাইকুম।আযাদ ভাই আমার একটাই অপরাধ আমি আমার বোনদের শুধু বলেছিলাম আমার সাথে আল্লাহ প্রতিটি সময় কথা বলেন অথচ আমি মারা যাইনি। আমার বোনের স্বামী জিন সাধন করতো তাই সে আমার পরিবারকে ধ্বংস করে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি নাই। শয়তান গত বছর মারা গেছে কিন্তু তার জিন থেকে মুক্ত হতে পারিনি। দীর্ঘ ৩০ বছর মানে ক্লাস থ্রি থেকে আজ অবধি।ভাই এমন কোন রোকেয়া আছে যা শুনলে আমি ২৪ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারবো। আল্লাহকে ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না। আল্লাহর কন্ঠ এতো মিষ্টি, আমি কিছুতে ভুলতে পারছি না।জান্নাতে আল্লাহ সুবহানাহু তাআলা আমার জন্য এতো সুন্দর বাড়ি তৈরি করে রেখেছেন, আমি প্রবেশ করতে যাবো ঠিক তখনই আমার ঘুম ভেঙ্গে যায়। আমি নাকি রাবেয়া বসরীর আসন পেয়েছি আমি এসব বুঝি না। কারণ আমি জামায়াতে ইসলামী করতাম।মারিফাত সম্পর্কে আমার কোন ধারণা নেই। ভাই আপনার দোয়া চাই। আমি শুধু আল্লাহর ইবাদত করে মরতে এ মিথ্যা ও নিষ্ঠুর পৃথিবীতে আমার অন্য কোন চাওয়া নেই।১০০০বার ঘৃণা করি এই মিথ্যা দুনিয়াকে।
@ArishaArika-kt3zsАй бұрын
Matha vari lagce
@sawdatasnim4833Ай бұрын
আমার এক ভাইয়ের ঘরে খাটের নিচে লাল কালি দিয়ে লেখা ডিম দুই বার করে দেখেছি। এখন করনীয় কি?