পূর্বযুগের সংস্কার সংস্কৃতি কালচার মাটি নারী থেকে শুরু করে সকল প্রকার কর্ম নির্দেশন দর্শন ব্রিটিশ বিরোধী এলে সকল কিছু ব্রিটিশ বিরোধী হতো কারণ সংস্কৃতি একত্ব অবততায় রেখেছিল সকল কর্ম সমান নয় সকল ধর্ম সমান নয় একে বলে পঞ্চম করিত সংস্কৃতি তাহলে এই যুগের সংস্কৃতি কিসের বিরোধী আমাদের দেশে তো পঞ্চমুকরিত সংস্কৃতির দেশ দেশে থাকতে হলে সমাজ ও রাষ্ট্রের সংস্কৃতি গবেষণায় বাসায় জ্ঞান নিয়ে থাকতে হয় যেই দেশে থাকায় এই দেশের খবর জানার প্রয়োজন কর্ম বড় না ধর্ম বড় বিশ্বের সকল দেশের নিজস্ব মাতৃভাষা আছে আছে সংস্কার সংস্কৃতি কালচার যতটুকু ভাষা অবগত ততটুকু ট্রান্সলেট করে দেখেন সংস্কার সংস্কৃতি কত ধরনের ইতিহাস ও রাজনীতি ধর্ম ও ইতিহাস এই দুই প্রেক্ষাপট রাষ্ট্রের অনেক প্রবল হয়ে থাকে সংস্কৃতি বাঁচাবেন না মানুষ বাঁচাবেন কর্ম বাঁচাবেন না ধর্ম বাঁচাবেন সমাজ শহর বন্দর এখন হয়ে গেছে শহর ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ সংস্কার সংস্কৃতি যার যেমন সংরক্ষণ পর্যবেক্ষণ চিন্তা চেতনা যতটুকু ততটুকু নিয়েই কাজ চলতেছে কবিতা নাটক ছায়াছবি লেংটা হিন্দি ইংলিশ গান এগুলো মোবাইলে চলতেছে সকলের ঘরে ভালো মন্দ দিকনির্দেশনা খোঁজ করে পাবেন কোন সংস্কৃতি চর্চা করে বিশ্বের সকল দেশ সংস্কৃতির উপরে টিকে আছে নিজস্ব মাতৃভাষা যখন তখন কথা বলা ও সংস্কৃতি ।