চারা লাগানোর পরে সার দেওয়া যাবে কী না,আর নুন কখন দেওয়া হবে
@SajjadIslam-o3k11 күн бұрын
নারিকেল গাছে আগে ফুল,ফল আসতো,কিন্তু এখন আসেনা,,সমাধান কী
@pallibhuminursery2145 күн бұрын
গাছের বয়স কত দিন গাছের ছবি পাঠান
@rajukhiang214724 күн бұрын
নারিকেল গাছে ফুল আছে কিন্তু ফল কেন হয়না একটু পরামর্শ চাই
@pallibhuminursery21423 күн бұрын
গাছের ছবি দিন
@Mamun-i2e8 күн бұрын
আমাদের গাছে তিনবার নারকেল ধরছে,,, তারপর তিন বছর হয়ে গেল গাছ অনেক মোটা হয়েছে কালো পিপড়া ও ধরছে এখন আর ফুল ফল কিছু ধরে না কেন,,, পিপড়াগুলো দূর করার কি পদ্ধতি আছে জানাবেন প্লিজ,,,
@pallibhuminursery2146 күн бұрын
গাছের ছবি দিন
@pallibhuminursery2146 күн бұрын
আপনি গাছের ছবি পাঠিয়ে দিন আমি দেখে বলে দিচ্ছি কি সমস্যা এবং কিভাবে দূর করতে হবে।
@IsmailBabu-y4jКүн бұрын
Whatsup nambar ta den
@Rifatbro8048 ай бұрын
নারিকেল গাছ লাগানো হয়েছে বিশ বছর হয়ে গেছে, কয়েকদিন পরপর ছাটাই কারা হয়, কিন্তু কোনো ফল আসছে না, এখন ভাই কি করবো?
@pallibhuminursery2148 ай бұрын
গাছ অনেক উঁচু হয়ে গেছে গাছের অগ্রভাগ শরু বা শুকিয়ে গেছে । যদি শুকিয়ে যায় কিংবা গাছের অগ্রভাগ শরু হয়ে যায় তবে এই গাছে ফলন আসবে না নতুন করে প্রতিস্থাপন করুন।
গাছে নারকেল ধরে কিন্তু নারকেলের পানি শুকয়ে যায়। একটা ছড়ায় অনেক গুলো নারকেল ধরে কিন্তু অর্ধেকের বেশি ডাবেরই পানি থাকে না। আর ফেটে ফেটে যায়। করণীয় কী?
@pallibhuminursery2145 ай бұрын
কাছে গোড়া থেকে দূরে রিং করে খুরে সেটাতে ব্রণ দিন এবং বরুণ দেওয়ার মাস তিনেক বাদে জিংক দিন এভাবে ঘুরিয়ে-ফিরিয়ে এই ট্রিটমেন্ট করুন আশা করি ঠিক হয়ে যাবে
@TaniaSultana-bu7gz5 ай бұрын
নারিকেল বড় হয়না করণীয় কী?
@pallibhuminursery2145 ай бұрын
জুল জুলাই মাসে পর্যাপ্ত পরিমাণে গাছকে খাবার দিন এবং বোরন দিন
@belalmashud95110 ай бұрын
নারিকেল গাছকে খাটো রাখার কোন কৌশল কি করা যেতে পারে?
@pallibhuminursery21410 ай бұрын
বছরে দুইবার কাটাই করুন এবং পটাশ যেসব সাড়ে গাছ গুলো গ্রোথ কমিয়ে দেয় সার ব্যবহার করতে হবে।
@pallibhuminursery21410 ай бұрын
গাছে গোড়া থেকে তিন ফুট দূরে রিং করে কাটাই করবেন এক থেকে দেড় ফুট ডিপ করে
@pallibhuminursery21410 ай бұрын
ধন্যবাদ
@belalmashud95110 ай бұрын
চারার/গাছের বয়স কত দিন কাটাই করা যাবে,,
@pallibhuminursery21410 ай бұрын
প্রতিবছরের কাটাই করে সার প্রয়োগ করা যাবে
@MdBabu-ur8rm4 ай бұрын
ধন্যবাদ
@pallibhuminursery2144 ай бұрын
ধন্যবাদ
@tanviakterbristy6 ай бұрын
আমার নারিকেল গাছ,, ১০ বছরের বেশি হইছে, কোনো ফল পাইনাই, ২ বছর ধরে ফুল আসে কিন্তু ঝরে পরে যায়,, এখন কি করা যায়, বলবেন প্লিজ,,
@pallibhuminursery2146 ай бұрын
নারকেল গাছে গোড়া থেকে তিন ফুট দূরে রং খুরে পটাশ ৮০০ গ্রাম এবং বরন ও জিন 100 গ্রাম করে এবং ২ কিলো 19:19 সার সঙ্গে শুকনো গোবর ৪০ থেকে ৫০ কিলো সম্পূর্ণ গোবর এবং রাসায়নিক সার মিশ্রণ করে গাছের রিং করা গর্তে দিয়ে খোলা অবস্থায় রেখে দেবেন এক সপ্তাহ কিংবা 15 দিন। এরপরে কুড়ি দিনের মাথায় জঙ্গল অর্থাৎ সবুজ গাছ ওই গর্ততে কেটে কেটে রেখে দেবেন এসব পচার পরে এক মাস বাদে ঢেকে দেবেন।