Рет қаралды 1,880
সুভাষের চেতনা
বরুণ হালদার
ভালো করে চেয়ে দেখ চারিদিকে
প্রশ্নগুলো তোমার মনেও জাগবে।
এখনো দেশের অনেক মানুষ আধপেটা খায় খালিপেটে ঘুমায়
এই কি স্বপ্নের স্বাধীনতা !
ফসল নির্ভর দেশে
শস্য ক্ষেতে পর্যাপ্ত জল নেই
পানীয় জল এখনো প্রতিকূলে
যখন যেমন পায় তাই দিয়ে জীবন চলে
এই কি স্বপ্নের স্বাধীনতা !
ধোঁয়ায় ভরপুর রান্না ঘর
বুকে বাসা বাঁধে মারণ রোগ
চিকিৎসার নামে ঝাড়ফুঁক
শিকড় বাকর মাদুলি গ্রাম থেকে শহর,
এই কি স্বপ্নের স্বাধীনতা !
কটা দিন পেট ভরে খাওয়া যাবে
এই আশায় সন্তান বিক্রি করে মা
নাড়ির টান ছিন্ন হবে বিনিময়ে দুটো পয়সা আসবে বাপের হাতে
কঠোর নির্মম বাস্তব
এই কি স্বপ্নের স্বাধীনতা !
কত শিশুর কাছে স্কুল বিলাসিতা পেটের জ্বালায় শিশু শ্রমিক হয়
এই কি স্বপ্নের স্বাধীনতা !
স্বগর্বে পতাকা ওড়ে
এত বছর পেরিয়ে এ কোন ভারত ?
আমি সুভাষের চেতনা,
ফিরে এসেছি প্রশ্ন নিয়ে ?
আমি জানতে চাই,
এই ভারতের জন্যই কি
নারকীয় অত্যাচার সহ্য করেছে অগণিত দেশপ্রেমী !
এই মাটি ভালোবেসে অমানবিক অত্যাচার সহ্য করে
নির্দ্বিধায় বুকের রক্ত ঢেলে দিয়েছে অগণিত তাজা প্রাণ !
হায় স্বাধীনতা,
এত বছর পার করেও
স্বপ্নের ভারতের স্বপ্ন পূরণ হয়নি !
আমরা চাঁদে গেছি ঠিকই,
কিন্তু প্রদীপের তলায় এখনো অন্ধকার।
খাদ্য শিক্ষা চিকিৎসায়
এখনো আত্মনির্ভরতার আলো জ্বলেনি দেশের মাটিতে।
স্বার্থ আর নরমপন্থী মনোভাবে
দেশ ভাগ হলো,
স্বার্থান্বেষী মানুষ হাসলো
জয়ের হাসি।
ঝিলাম তীরে সেনাবাহিনীকে থামিয়ে দিলো সরকার
তখন থেকেই ভারত ভূমি রক্তাক্ত,
কাশ্মীরের অর্ধেক পরদেশ।
শুধু কি তাই,
দিশাহীন নীতির জন্য আকসাই চীন আর তিব্বত ভূমির মায়া
ত্যাগ করলো ভারতবাসী।
এই মাটির খেয়ে পরে এই মাটির বিরুদ্ধ আচরণকারি ছদ্মবেশী গদ্দারের জন্য
শুধু পূবে পশ্চিমে নয় প্রায় সব দিকেই সন্ত্রাসের কালো নখ
ভারত ভূমে আচড় কাটে।
আমি সুভাষের চেতনা,
ফিরে এসেছি প্রশ্ন নিয়ে।
মৌন মনে মেনে নেবার দিন শেষ
যুবক তোমরা ওঠো জাগো সঙ্ঘবদ্ধ হও দৃঢ় সংকল্প করো ,
কর্মে প্রগতির জোয়ার আনো, শিরদাঁড়া শক্ত করে শত্রুর চোখে চোখ রেখে জবাব দাও
গড়েতোলো স্বপ্নের ভারত, প্রগতির ভারত।
........