Рет қаралды 45,434
নেতাজী জ্ঞানগঞ্জের আশ্রমে আধ্যাত্মিক সাধনা করে চলেছেন। gyanganj
নেতাজীর মৃত্যু 1945 এ বিমান দূর্ঘটনায় হয় নি। সরকার কিছু কারন বশত এটাকেই প্রামান্য রেখেছে কিন্তু আজ এটা প্রায় মানুষের কাছে পরিষ্কার যে নেতাজি ভারতবর্ষে ফিরেছিলেন এবং একজন সাধু হয়ে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে তিনি অবস্থান করেছিলেন। এটা নিয়ে আজ আর প্রায় কোন সন্দেহ নেই। প্রশ্ন হল বর্তমানে তিনি কোথায় আছেন। কারণ যেটা বলা হয় যে 1985 সালে সেই সাধুর মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর স্বপক্ষে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনেক নেতাজি গবেষক বলে থাকেন যে ব্যক্তিগতভাবে আমি বা আমরা কী মনে করি এটা ম্যাটার করে না। গবেষকদের গবেষণায় যা উঠে আসছে সেটাকেই মেনে নেওয়া উচিত। অথচ নেতাজি সম্বন্ধে কোন প্রকার আধ্যাত্মিক ব্যাখ্যাকে তারা গুজব বলে উড়িয়ে দেন এটা জানা সত্বেও যে নেতাজী কি পরিমান আধ্যাত্মিক মানুষ ছিলেন। আমি ব্যাক্তিগত ভাবে বলতে পারি এটা আমার মনগড়া কোনো ব্যাখ্যা নয়, আমি নিজে ব্যক্তিগতভাবে বহু মানুষের কাছ থেকে শুনেছি যে নেতাজি জ্ঞানগঞ্জ এ আছেন। অবশ্যই তাঁদের মধ্যে একজন হলেন বরফানি দাদাজি মহারাজ যার কাছ থেকে আমি নিজে শুনিনি কিন্তু বহু মানুষ শুনেছেন যে নেতাজি জ্ঞানগঞ্জ এ আছেন। আমি অবশ্য শুনেছি অন্য লোকের মুখে। জ্ঞানগঞ্জ বলে একটা জায়গা যে আছে এটা মোটামুটি নিশ্চিত যেখানে উচ্চস্তরের মানুষ ছাড়া সবার প্রবেশ নিষেধ। একাধিক মানুষ সেখান থেকে ফিরে সেই স্থানকে নিয়ে বই লিখেছেন। যেমন গোপীনাথ কবিরাজ বা শঙ্কর মহারাজ। অমরকন্টকের বরফানি দাদাজী নিজে বই লেখেননি তবে তাঁর শিষ্য রঞ্জিতকুমার মজুমদার এ নিয়ে একটি গোটা বই লিখে ফেলেছেন। । অনুরোধ এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন।
কোথায় গেলেন সুভাষচন্দ্র? এ প্রশ্নের উত্তরের জন্য অধীর আগ্রহে উন্মুখ হয়ে রয়েছে হাজার হাজার মানুষ। তিনি আধ্যাত্মসাধনায় জীবন যাপন করার উদ্দ্যেশ্যে অন্তর্ধান করেছিলেন। একথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।
অত্যাত্মসাধনার উপযুক্ত আধার তার ছিল এবং কয়েকজন যােগীপুরুষ এবিষয়ে উল্লেখযােগ্য আলােকসম্পাত করেছেন।
Satwik Darpon
দ্বিতীয় পর্বের লিংক
• নেতাজীর জ্ঞানগঞ্জ যোগ ...
"Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."নেতাজি সুভাষচন্দ্র বোসজ্ঞানগঞ্জ গোপীনাথ কবিরাজnetaji gyanganjgyanganj netaji khabarGaynganjgyanganj ashram himalayanetaji subhash chandra bosegyanganj ka rahasyagyanganj himalayasgyanganj mathgyanganj rahasyagyanganj documentary in hindigyanganj mysterygyanganj siddhashramgyanganj ki yatragyanganj math himalaya