নেতা ও নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আবু সায়ীদ Abu Sayeed about leader and leadership characteristics

  Рет қаралды 3,084

মানবিক বাংলাদেশ Manobik Bangladesh

মানবিক বাংলাদেশ Manobik Bangladesh

5 жыл бұрын

নেতা ও নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বক্তব্য
Abdullah Abu Sayeed Sir talk about leader and leadership characteristics
নেতৃত্ব দেয়ার ক্ষমতা সকলের থাকে না। হাতেগোনা কিছু মানুষের মধ্যে এই ক্ষমতাটি থাকে। এজন্য প্রাচীনকালে মনে করা হতো, নেতা যারা হতে পারে তারা জন্ম থেকেই এই ক্ষমতাটি অর্জন করে থাকে। সবাই বুঝতে পারে ‘Leaders are made, not born’।
কিন্তু কী উপায়ে একজন মানুষকে একজন যোগ্য নেতা হিসেবে গড়ে তোলা যায়? প্রশ্নটি তোমার মনেও ঘুরপাক খাচ্ছে, তাই না? প্রশ্নটি একটু অন্যরকমভাবে করি, তাহলে আরেকটু কৌতূহল জাগবে। কীভাবে আমি একজন নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি? এবার ঘুরপাকের গতি বেড়ে গেল, ঠিক না? যাওয়ারই কথা। সবাই চায় অনেকের মধ্যে থেকেও আলাদাভাবে পরিচিত হতে। এমনটি তুমিও চাও। আর তাই জানতে চাচ্ছো নিজের মধ্যের নেতৃত্বদানের ক্ষমতাটিকে কীভাবে পরিচর্যা করে নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তুলতে পারবে।
শেখা বলতে যে শুধু বইপত্র পড়েই শিখতে হবে তা না। আমাদের চারপাশের পরিবেশ আর মানুষ থেকে শেখার অনেক কিছুই আছে। একজন যোগ্য নেতা এই সুযোগটির পুরোপুরি সদ্ব্যবহার করেন।
আমরা নিজে নিজে কাজ করে কিছু শিখি। কিন্তু একজন নেতা হতে হলে তোমাকে অনেক দিকেই দৃষ্টি দিতে হবে। শুধু নিজের অভিজ্ঞতা না, অন্যের অভিজ্ঞতার মাঝে যদি শেখার কিছু থাকে তাহলে সেখান থেকেও শিক্ষা নিতে হবে। শিখতে যদি দ্বিধা করো তাহলে তুমি কোনদিন নেতৃত্ব দেয়ার গুণটি ফুটিয়ে তুলতে পারবে না।
তুমি যত বেশি শিখবে, নানারকম অবস্থার সাথে তুমি ততই খাপ খাইয়ে নিতে পারবে। তুমি যত বেশি শিখবে তত ভালোভাবে তুমি মানুষ চিনতে পারবে। তাই নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তুলতে চাইলে যে কোন কিছু থেকে শিক্ষা নিতে দ্বিধা করবে না। যদি মানুষকে বুঝতে চাও তাহলে মানুষের সাথে মেশা, তাদের সাথে কথা বলা, তাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি। তাহলে তুমি বুঝতে পারবে কখন কার সাথে কীভাবে কথা বলতে হবে বা কাকে কীভাবে বুঝাতে হবে।
একজন নেতার কাজ হচ্ছে তার সাথে যারা কাজ করে তারা কোন কাজে ভালো তা তাদের সামনে তুলে ধরা এবং সেগুলো কাজে লাগাতে সাহায্য করা। সেইসাথে তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোকে শক্তিতে পরিণত করার উপায় দেখিয়ে দেয়া।
এর ফলে অনেকভাবেই লাভ হয়। প্রথমত, সবাই বুঝতে পারে তাদের কথা আলাদা করে ভাবা হচ্ছে। এতে করে তাদের উদ্যম বেড়ে যায়। দ্বিতীয়ত, এর মাধ্যমে সবাই তোমাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখা শুরু করবে। তৃতীয়ত, তাদের সামর্থ্যের জায়গাগুলো তুমি কাজে লাগাতে পারবে। এতে করে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ দল গড়ে উঠবে।
এর জন্য যে একটা দল গড়ে কিছু মানুষকে নিয়ে তারপর তাদের সামর্থ্য ও দুর্বলতা বের করতে হবে এমন কোন কথা নেই। তুমি তোমার আশেপাশের মানুষ বা তোমার বন্ধুদেরকেই এই বিষয়ে সাহায্য করতে পারো। নানা বিষয়ে তাদের পরামর্শ দিয়ে আস্থা তৈরি করে নিতে পারো।
একজন নেতার অনেকগুলো গুণের মধ্যে একটি হচ্ছে, একটা জিনিসকে বিভিন্ন দিক থেকে ভাবতে পারা।
একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটতে পারে। তুমি যেটি ভাবছো সেটি কারণ নাও হতে পারে। যখন তুমি একটি ঘটনাকে বিভিন্ন দিক থেকে বিচার করবে তখনই তুমি আসল কারণ বুঝতে পারবে। আর এর মাধ্যমে কারণ আর কার্যকারণ সম্পর্কে ধারণা বাড়বে।
তাই নেতা হিসেবে গড়ে উঠতে চাইলে এখন থেকেই সবকিছু ঠান্ডা মাথায় পর্যালোচনা করার চর্চা শুরু করে দাও। এতে করে শেখা হবে আর যাচাই করার ক্ষমতাও বাড়বে।
একটু অন্যভাবে চিন্তা করে নতুন কিছু করার চেষ্টা করাটা একজন নেতার বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তোলে। অনেক সময় ধরে চলে আসা একটি সাধারণ কার্যপ্রণালী মেনে চলার বদলে কীভাবে তা পরিবর্তন করে আরো ভালো ফল পাওয়া যায়- একজন নেতার মাথায় এই চিন্তাই থাকে।
পৃথিবীর বড় বড় নেতাদের জীবনী পড়লে আমরা এই জিনিসটি দেখতে পাই। হোক রাজনীতি অথবা ব্যবসা অথবা খেলাধুলা, তারা সবাই কোন না কোন পরিবর্তনের কথা ভেবেছেন যেটি সবার জন্য ভাল হবে।
নিজেকে যদি নেতা হিসেবে গড়ে তুলতে চাও তাহলে তোমাকেও একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করতে হবে। কোন কিছুতে একটি সাধারণ কার্যপদ্ধতি মেনে চলা উচিত, কিন্তু সেই সাথে এটাও চিন্তা করা উচিত যে কীভাবে কাজ করলে আরো ভালো ফল আসবে। তাই দেরি না করে নতুন কিছু করার চেষ্টা শুরু করো আজ থেকেই।
একজন নেতা সবসময় চেষ্টা করে কীভাবে নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলা যায়, কীভাবে নতুন কিছু জানা যায়, কীভাবে নতুন কোন সুযোগ বের করা যায়, কীভাবে কোন কিছুকে আরো সহজবোধ্য করে তোলা যায়। তবে উপরের এই পাঁচটি অভ্যাস চর্চা করলে বাকি অনেক কিছুই আস্তে আস্তে আয়ত্বে আসে।
নেতৃত্ব শুধু রাজনৈতিক কোন ব্যাপার নয়, এটি আরো অনেক বিস্তৃত একটি ধারণা। যে কোন ক্ষেত্রেই নিজেকে আর দশজনের চেয়ে আলাদা করে প্রমাণ করতে পারলে তাকে নেতা বলা যায়। নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে ঠিকভাবে কাজ করে সহকর্মীদের আস্থা আর বিশ্বাস অর্জন করতে হবে। আর তাহলে মানুষই তোমাকে নেতার আসনে বসিয়ে দেবে।

Пікірлер: 2
@SOMOYKONTO
@SOMOYKONTO 11 ай бұрын
Respect sir
@nuhashtv5560
@nuhashtv5560 2 жыл бұрын
অসাধারণ বক্তব্য, প্রাগৈতিহাসিক, সুন্দর সাবলীল, মার্জিত,আমার বিশ্বাস আপনার এ বক্তব্যে, আপনার এ ক্লাসে সকলের জীবনের সুন্দর পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, দোয়া ও শুভকামনা স্যার।
কাউকে মানবে না
15:04
Abdullah Abu Sayeed - My Speeches & Interviews
Рет қаралды 231 М.
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 9 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 25 МЛН
Professor Abdullah Abu Sayeed speaks at the opening ceremony of BYLC Youth Leadership Summit 2012
20:23
Bangladesh Youth Leadership Center (BYLC)
Рет қаралды 200 М.
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 950 М.
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 4,9 МЛН
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 7 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 4,2 МЛН