করি মোনাজাত হে দয়ালু তোমি দিনকে করো রাত আবার এ নিঝুম রাত শেষ করে এনে দাও সুন্দর সূ প্রভাত। তোমি নিস্প্রাণ থেকে দাও প্রাণ রাজাকে করো প্রজা গরিবকে করো ধনবান। তোমি জিবীতকে করো মৃত আর মূতকে করে দাও জিবিতো। তোমি বাদশার বাদশাহ সম্রাটের সম্রাট তোমি অনন্ত দাতা চিরো মহিয়ান তোমি সর্ব শক্তি তোমি বিরাট। দিয়েছো বিনা পয়সাও সূর্যের আলো মানুষ যাতে পথ না হারায় দিয়েছো নূরনবী আর পবিত্র কোরানের আলো করি মোনাজাত দাও হে দয়ালু দাতা সমস্ত মানব জাতিকে সত্য পথের দিশা সকলকে নাজাত সকলকে মাগপিরাত। আমরা সবাই মানব জাতি একে অন্যে ভাই ভাই বুজিয়া না বুজিয়া করি অপরাধ সব শেষে অসহায় হয়ে তোমার কাছেই বারে বারে ক্ষমা চাই,আর তোমার কাছেই সকল সৃষ্টির ঠাই তোমি ছাড়া আমাদের আর কোন উপায় নাই।।