Рет қаралды 617
ন্যাশনাল গেমসে পদক পেলেই চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে নগদ টাকাও দেওয়া হবে। এমনটাই আজ ঘোষণা করলেন রাজ্য ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। আগামী ২৮ জানুয়ারি থেকে উত্তরাখন্ডে শুরু হচ্ছে ৩৮ তম ন্যাশনাল গেমস। বাংলা থেকে প্রায় ৪০০ জন খেলোয়াড় অংশ নেবেন। আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজ্য ক্রীড়া দফতর - যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন।
#insidesports #kolkata #bengalsports #everyone #highlights #westbengalgovernment #bengalolympicassosietion #everyone