আমরা সবাই প্রিয় নবীর উম্মত ,,,=বিধর্মীদের কপাল খারাপ যে আসলেই বুঝে না ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নেই
@md.sajjdurrahmansajjad4 ай бұрын
Masallah
@nazmulhasankhan4 ай бұрын
Zajakallah❤️
@ReduanAli-yn6xt4 ай бұрын
Very nice ❤❤❤🥰🥰🥰😍😍
@nazmulhasankhan4 ай бұрын
Thanks for watching ❤️
@প্রিয়_নবীজী-z3r4 ай бұрын
খুব সুন্দর ভাই
@nazmulhasankhan4 ай бұрын
অসংখ্য ধন্যবাদ ❤️
@GamingTushar-vw6wj4 ай бұрын
alhamdullah
@nazmulhasankhan4 ай бұрын
জাযাকাল্লাহ ❤️
@nazninsultanaisma3 ай бұрын
আপনি ভিডিও এর প্রথম দিকে বলেছিলেন যে তাওরাত এই তুর পাহাড়ে নাজিল হয়েছে কিছু বিশেষজ্ঞরা ধারনা করেন।একজন মুসলিম হয়ে স্পষ্টভাবে আল্লাহ যেটা কুরআনে বলে দিয়েছেন সেখানে বিশেষজ্ঞরা কি মনে করে সেটা বলা খুবই দুঃখজনক। আপনার ভিউয়ার্স মুসলিমই বেশিরভাগ তাহলে এ ধরনের কথা বলা খুবই দুঃখজনক। আপনি কুরআনের কথা টি শেষের দিকে বলেছেন যেটা প্রথমেই বলা দরকার ছিলো।আশা করি পরবর্তীতে কুরআনের সাথে কোনো বিশেষজ্ঞের মতামত মিলাবেন না।
@nazmulhasankhan3 ай бұрын
আসলে মূল বিষয়টি হচ্ছে, তুরে সিনা এটা নির্দিষ্ট কোন পাহাড় না,একটি বৃহৎ পাহাড়ি উপত্যকা। কোরআনের বর্ণনা অনুযায়ী এই উপত্যকায় তাওরাত নাযিল হয়েছে, এতে বিন্দুমাত্র কোন সন্দেহ নেই। প্রসঙ্গে ফিরি, আমি যে পাহাড় দেখিয়েছি, পাহাড়টির নাম জাবালে মুসা, এর পাশে আরো বেশ কিছু বিখ্যাত পাহাড় রয়েছে। তবে বিশেষজ্ঞ ঐতিহাসিকগণের মধ্যে, কিছু মতানৈক্য আছে, তা হল কেউ শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারেনা, যে আসলে কোন পাহাড়ে তাওরাত কিতাব নাযিল হয়েছে। শত শত কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু এরকমই পাহাড় রয়েছে, যেখানে মানুষের কোন বসবাস নেই। তবে অধিকাংশের ধারণা "জাবালে মুসায়" তাওরাত নাযিল হয়েছে। জ্ঞাতার্থে বলে রাখি, আমি একজন মুসলিম। এরপরও মানুষ হিসেবে, শব্দ গত প্রয়োগের ক্ষেত্রে ভুল হতেই পারে,অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।