আপনারা যারা মোটরটির দাম জানতে আগ্রহী তাদের জন্য ডেসক্রিপশনে মোটরের লিংক দিয়ে দিয়েছি। আমাদের নিজস্ব অনলাইন শপ থেকে আপনারা কিনতে চাইলে বা দাম দেখতে চাইলে লিংকে গেলেই হবে। ইলেক্ট্রনিক্স জিনিসের দাম প্রতিনিয়ত কম বেশি হয় তাই ফিক্সড দাম বলা সম্ভব হচ্ছে না। লিংকে গেলেই আপডেটেড প্রাইস জানতে পারবেন। এই মোটর গুলো আরো অনেক অনলাইন শপেও পাওয়া যেতে পারে। আপনারা আপনাদের পছন্দমতো যে কোন শপ থেকে সংগ্রহ করতে পারেন। এই ভিডিওতে মূলত মোটরটি সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করা হয়েছে। আমাদের নিজস্ব অনলাইন শপ থেকেই কিনতে হবে এরকম কোন কথা নেই, এটি একান্তই সবার ব্যক্তিগত পছন্দ। আপনারা যেখানে কমদামে মানসম্পন্ন মোটর পাবেন সেখান থেকেই কিনতে পারেন। ধন্যবাদ।
@itzonik3 жыл бұрын
Vai dam ta ektu besi mone hocche
@itzonik3 жыл бұрын
Ektu kom kora jai na?
@NabaTechWorld3 жыл бұрын
@@itzonik ভাই এটা শপ না। আপনি শপের লোকদের সাথে কথা বলেন। ধন্যবাদ।
@kazinaim643 жыл бұрын
মোটরের দাম কত?
@NabaTechWorld3 жыл бұрын
@@kazinaim64 ভাই লেখাটা পড়েও আবার একই প্রশ্ন করছেন?
@tahsinishtiaq2362Ай бұрын
গুরুত্বপূর্ণ অনেক তথ্যবহুল আলোচনা। ধন্যবাদ আপনাকে
@creativerider67433 жыл бұрын
ধন্যবাদ আপনার কথা গুলো আমার ছোট বেলার ধারণার সাথে মিলে গেছে।
@NabaTechWorld3 жыл бұрын
জেনে ভালো লাগলো
@prakashsamanta8123 жыл бұрын
আমার ছোটবেলার এই ধরনের জিনিস দিয়ে কেটেছে থ্যাংক ইউ দাদা আপনার ভিডিওটা দেখে খুব উৎসাহিত হলাম
@Legendgamer7793 жыл бұрын
@@prakashsamanta812 amro ami ekhono choto
@ahhabib173 жыл бұрын
3 মিনিটে ভিডিও ১৩ মিনিট বানাইছেন 😆😆
@pvcmoviestudio82813 жыл бұрын
ভাই joss তো! ধন্যবাদ আপনাকে এত দারুণ ভাবে explore করার জন্য! বিশেষ করে টর্ক দিয়ে বুঝানোর কারণে ভালো করে বুঝেছি!
@NabaTechWorld3 жыл бұрын
জেনে ভালো লাগলো
@mdhafizur24222 жыл бұрын
মদা হালা
@arjunbhattacharjee26102 жыл бұрын
Vhi ami amar 775 motorta 12v 8Ah battery dea chalala battery terminal heat krtasa. Vhi apni aktu blen kto Ah battery use krbo fan banata? Kno heat krtasa vhi aktu bollean plz
@NabaTechWorld2 жыл бұрын
আমি তো ব্যাটারী দিয়ে চালিয়ে দেখিনি। আপনি একটানা অনেকক্ষণ চালাবেন না মোটর টা।
@mdjuyelislam9958 Жыл бұрын
একদম মনের কথা বলছেন ভাই,"! ❤❤
@MrBappyI3 жыл бұрын
ভাই ভালো লেগেছে কিন্তু ভাই সবার সময় এর একটা মূল্য আছে, ১৩ মিনিট এর মধ্যে ৭ মিনিট ই এর মূল কথায় আসেন নি তাই মনে হচ্ছিলো বিজ্ঞানের তড়িৎ মটরের ক্লাসে আছি। যাইহোক এটা আমার মতামত। বেস্ট অফ লাক।
@NabaTechWorld3 жыл бұрын
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
@Asad_Nur3 жыл бұрын
@@NabaTechWorld আলোচনা করতে করতে বিরক্তিকর পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন।
@Farhan_Sadiq_Sami10 ай бұрын
Acha, 775 doble ball bearing er d axis ta beshi valo,naki normal axis? Konta valo,janaben.......please
@NabaTechWorld10 ай бұрын
এরকম কিছু সম্পর্কে ধারণা নেই
@মজালও-র৫ঘ2 жыл бұрын
vaiya ai adaptar ta note book leptop er ? r motor ta leptop er chasgar diye chalano jabe ki?
@NabaTechWorld2 жыл бұрын
এডাপ্টারটার নাম নোটবুক এডাপ্টার তবে এটা ল্যাপটপের জন্য মোটেই ভালো হবে না। ল্যাপটপের এডাপ্টার দিয়ে এই মোটর চলবে না।
@selimru78603 жыл бұрын
ata diye ki 70 ft nich theke pani tola jabe..?
@NabaTechWorld3 жыл бұрын
পরীক্ষা করে দেখিনি।
@jeasminkhatunkhatun29043 жыл бұрын
Dada ami 775 volt motor kini apnar video dekhe kinto jokhni 12 volt betttry diyea chalachi je weare golo diyea chalachi segollo gole jache ki bepar bolben
@NabaTechWorld3 жыл бұрын
Wire gulo change korun. Balo maner wire use korun.
@SubrataDas-nb6fl3 жыл бұрын
Ei motor ts dea ki Rc plane urano jabe
@NabaTechWorld3 жыл бұрын
জ্বী না। এটার ওজন অনেক বেশি।
@bikashgharami58763 жыл бұрын
দাদা এই মোটর গুলোর ক্ষমতা সত্যিই অসাধারণ। কিন্তু সমস্যা একটাই এই মোটর গুলো বেশি দিন চলে না। এর কার্বন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যা পাল্টানো কষ্টসাধ্য এবং পাওয়া দুর্লভ । ইলেকট্রিক ড্রিল মেশিন, কাটার মেশিনের কার্বন পাল্টানো যতটা সহজ এটা এত সহজ নয় । ভালো থাকবেন দাদা সম্ভব হলে উত্তর দেবেন ।
@NabaTechWorld3 жыл бұрын
খুব সুন্দর বলেছেন ভাই
@mdnaimurrahmanleone27362 жыл бұрын
একে বাড়ে মনের কথা 😄 ছোট বেলায় এসব করতাম
@samsulalom1933 Жыл бұрын
775 18 volt motor chalanur jonno kon adaptor diye full speed paua jabe
@NabaTechWorld Жыл бұрын
nabatechshop.com/product/notebook-power-adapter/
@MdFozolAhmad-yq1ip Жыл бұрын
Eta deya ki propeller chalanu jabe
@NabaTechWorld Жыл бұрын
KZbin e eta diye onek kicu bananor video ace. Khuje dekhte paren
@RN-fo3xq Жыл бұрын
by Cycale এ লাগানো জাবে কি
@NabaTechWorld Жыл бұрын
ইউটিউবে এরকম ভিডিও আছে। ওদের মতো দেখে ট্রাই করে দেখতে পারেন।
@aminurkazi57932 жыл бұрын
Vai, ei motor diye ki jet engine banano jabe? Mane jatota speed dekha jacche tatota ki jet engine banale ki thakbe?
@NabaTechWorld2 жыл бұрын
জেট ইঞ্জিনে তো সম্ভবত অনেক প্যারামিটার মেইনটেইন করতে হয়। আমার এ বিষয়ে তেমন কোন ধারণা নেই তাই সঠিক তথ্য বলতে পারছি না।
@aminurkazi57932 жыл бұрын
আমি আপনার কথাটি বুঝতে পেরেছি ৷ তবে আপনি শুধু এইটুকু বলেন যে, যেট ইন্জিন তৈরী করার ক্ষেত্রে কি আমি এই মোটর টি ব্যবহার করতে পারবো ? আমার কথাটি হলো যে যেট ইন্জিন তো পারিমানের চেয়ে বেশি গতি ও অধিক বিদ্যুত প্রয়োজন হয় ৷ তো সেই ক্ষেত্রে কি মোটরটি উপযুক্ত হবে কিনা ? আর একটি কথা হলো যে , আমি কি ২৪v এর চেয়ে বেশি volt ব্যবহার করতে পারবো কিনা, কোন রিক্স থাকবে কিনা ৷ যেমন ধরুন ৩৬v. ব্যবহার করতে চাই
@NabaTechWorld2 жыл бұрын
@@aminurkazi5793জেট ইঞ্জিন সম্পর্কে আমার ধারণা নেই তাই বলতে পারছি না এই মোটর দিয়ে কাজটা হবে কিনা। আর এই মোটরে ২৪ ভোল্টের বেশি দিলে মোটর পুড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
@marufhero54312 жыл бұрын
Vaiya adapter tar nam ki. Ki diya sharce dile aita pabo naba teach shop theke
@NabaTechWorld2 жыл бұрын
Notebook Power Adapter
@himelmahmud60493 жыл бұрын
অনেক অপ্রয়োজনীয় কথা বলেন। লোকজন সময় নষ্ট করে অপ্রোয়জনীয় কথা শোনবে না।
@Sarkarmusic66613 жыл бұрын
🎈খুব ভালো লাগল দেখে 🎈
@sojibhasan13802 жыл бұрын
দরকারি কথা একটা বললে অদরকারি বা অপ্রয়োজনীয় কথা ৩ টা বলে। আমরা যখন পরীক্ষা দিতাম প্রশ্ন কমন না পড়লে বানিয়ে বানিয়ে লেখা শুরু করতাম। তখন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লিখে খাতা ভরতাম। অনেকটা সেরকমই হয়েছে😀
@gscgve5418 Жыл бұрын
Seme
@rashedstudiobd Жыл бұрын
R8
@gamingwithemon81283 жыл бұрын
Bai ata diye ki Drone banano jabe .... please reply me...
@NabaTechWorld3 жыл бұрын
না ভাইয়া। এই মোটরের ওজন অনেক বেশি। তাছাড়া এটাকে ব্যাটারী দিয়ে পাওয়ার দিতে গেলে যেই পরিমাণ ব্যাটারী লাগবে তার ওজনও অনেক বেশি হয়ে যাবে। এত ভার উত্তোলনের জন্য যে পরিমাণ থ্রাস্ট লাগবে তা আপনি মোটর থেকে পাবেন না। ড্রোনের জন্য স্পেশাল মোটর পাওয়া যায়।
@kmhaq3768 Жыл бұрын
PlZ made a water pump and price.
@asedit72482 жыл бұрын
Vai DC motor diye ki biddut utfonno kora possible?
@NabaTechWorld2 жыл бұрын
সামান্য পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা দিয়ে ছোট বেলায় অনেক দুষ্টামি করতাম। সাইকেলের চাকার সাথে লাগিয়ে বাতি জ্বালানোর চেষ্টা করতাম।
@Razzuvhai3 жыл бұрын
Motor er faka gula pipe diye deke dile kuno problem hobe ki?
@NabaTechWorld3 жыл бұрын
Yes. The coil may be burned due to overheat
@Razzuvhai3 жыл бұрын
@@NabaTechWorld ধন্যবাদ। 💜
@RubelKhan-12129 ай бұрын
BAi ai 775 24 v 21000 rpm motorar mot dam kato
@NabaTechWorld9 ай бұрын
ডেসক্রিপশন পড়ুন
@ismailhossain52223 жыл бұрын
ভাই সেই লেবেলের মটর💥👍
@milondinda1903 Жыл бұрын
Dada 18 volt 60 amps lithium ion battery te kato time chalbe. ------- 1. 775 two motor 2. 775 four motor 3. 24 volts 250 watt pmdc motor.
@NabaTechWorld Жыл бұрын
কতটুকু কারেন্ট কনজিউম করছে সেটা দেখুন। আর এটা লোডের উপরও ডিপেন্ড করবে। এভাবে বলা সম্ভব না।
@milondinda1903 Жыл бұрын
@@NabaTechWorld ami akta electric cycle a ues korbo. Tai janar chilo. Thank you.
@AsadulIslam-yb8lu2 жыл бұрын
Vai motor tar torque kmn... Robo soccer er jonno ki eta perfect?
@NabaTechWorld2 жыл бұрын
Na bhai. Robo Soccer er jonno esob motor na. Etar weight onek beshi.
@atozexplainer40943 жыл бұрын
Thanks a lot 💞
@InspireAndCreate_crafts3 жыл бұрын
very informative video
@prabirjr4093 жыл бұрын
Accha dada Ami ki ai motor ta diye tubel kol er thek jol othate parbo......?🙄
@NabaTechWorld3 жыл бұрын
চেষ্টা করে দেখতে পারেন। আমার ঠিক জানা নেই। অথবা ইউটিউবে দেখতে পারেন এরকমটা কেও করেছে কিনা।
@happylifebetterlife16003 жыл бұрын
Vaia, Ata cycle a lagano jabe ki kto kg load nite parbe speed kamon hobe idea din please
@NabaTechWorld3 жыл бұрын
আমি টেস্ট করে দেখিনি। আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন।
@sumonkhan-hn6nf3 жыл бұрын
ভাই এতো কথা বললে কি হয়? এক ই কথা বার বার।
@kowsarmazumder58583 жыл бұрын
order karne ke liya
@mdmahmudulhasan35242 жыл бұрын
Seller to tai!
@mdmonir-ly2zv3 жыл бұрын
Acca ...ei motor ta dia ki bimaner injin banao jabe???
@NabaTechWorld3 жыл бұрын
আমার জানা নেই
@sirajulislam51632 жыл бұрын
ভাই এটা দিয়ে কি হলুদ মরিচ গুঁড়া করার গ্রান্ডার মেশিন বানানো যাবে কি জানাবেন,, ধন্যবাদ
@NabaTechWorld2 жыл бұрын
যাবে তবে আপনাকে গিয়ার ব্যবহার করে এর টর্ক বাড়াতে হবে।
@kumareshdas41193 жыл бұрын
Introduction ei 5 minutes Apni nijei legend
@abzaman773 жыл бұрын
Where can I get the caliper u are using..? TIA
@NabaTechWorld3 жыл бұрын
দারাজে পেয়ে যাবেন। আমি একটা লোকাল হার্ডওয়্যার দোকানে থেকে কিনেছিলাম।
@lalmiah18282 жыл бұрын
ভাই 775 এটি কি এ্যটবটর দিয়ে চলবে। আর এটি দি পানির স্পীট কেমন হবে। এবং মুল্য কতো
@NabaTechWorld2 жыл бұрын
পানির স্পিড কেমন হবে সেটা ইউটিউবের ভিডিও গুলো থেকে দেখে নিতে পারেন। আর এটা এডাপ্টার দিয়ে চালানো যায়।
@SkyB77783 жыл бұрын
Bhai Ami buy korchi but 14 volt dio full speed Pai na. Adapter gorom hoe jai
@NabaTechWorld3 жыл бұрын
Contact with your seller
@tanvirrv77903 жыл бұрын
I need a motor that can rotate 25 kg load at 300 rpm which motor should i use?
@NabaTechWorld3 жыл бұрын
I don't have enough knowledge about that.
@mdshamimreza41513 жыл бұрын
ei motorti koto tuku load ghurate pare
@NabaTechWorld3 жыл бұрын
এটা মেপে দেখা হয়নি
@md.mohsinbabu37313 жыл бұрын
ai motor diye ki boat banano jbe,2200 mah battery 11.1v ai battery use kora jbe.
@NabaTechWorld3 жыл бұрын
নৌকায় ব্যবহার করে দেখিনি নিজে। আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন।
@hafizmohammed1866 Жыл бұрын
ভাইরে প্রথমের ৩ মিনিটের একটু বেশি শুধু কথা আর কথা !!!!!!! আসলেই অবাক হয়ে গেলাম ।
@Electronium33669 ай бұрын
vai moner kotha bolcen kothaguli chotobelar sathe ekebare mile gece
@tasminachowdhury53373 жыл бұрын
Akta motor sara mas Colle kto taka bill aiste pare??
@NabaTechWorld3 жыл бұрын
এই মোটর লংটাইম চালানো ঠিক না। আর নরমালি একটা মোটর চালালে কতটাকা বিল আসবে সেটা নির্ভর করে মোটরটি কত ওয়াটের তার উপর।
@NewApp-l5k5 ай бұрын
এই পাওয়ার সাপ্লাই দিয়ে মোটর টির সম্পুর্ন শক্তি পাওয়া যাবে না, কারন motor টি হলো ১৫০watts আর power supply টি হলো ৬০watts
@isteakjaman19123 жыл бұрын
vaiya samne national robotics olympiad. please ay somporke kisu video banien.........love you
@NabaTechWorld3 жыл бұрын
জ্বী চেষ্টা করবো ইনশাআল্লাহ।
@miliaktar66942 жыл бұрын
ভাই একটা কিনেছি কিন্তু আমি যে ব্যাটারি দিয়ে চালাই বা এটেটার দিয়ে চালাই কিছু সময় চালানোর পর মটর লাইন অনেক গরম হয়ে জায় এখন কি করা জায়
@NabaTechWorld2 жыл бұрын
এই মটর গুলা দীর্ঘ সময় চালানোর মটর না।
@miliaktar66942 жыл бұрын
@@NabaTechWorld Ekhon ki kora jay
@shahriarmahmudshahed Жыл бұрын
তোমার ছোটবেলা ইউটিউবও ছিল? অথছ আমাদের ছোট বেলায় মোবাইলই ছিল না!
ভাই এই 775 মটর দিয়ে কি ওটো সাইকেল বানানো যাবে এত ক্ষমতা কি আছে 🤔আসা করি রিপ্লাই দেবে👍
@NabaTechWorld3 жыл бұрын
সাইকেলের ব্যাপারটা আমি শিউর না ভাই কারণ আমি এটা টেস্ট করে দেখিনি।
@mafijulislam15543 жыл бұрын
Jabe
@sahadathossainsohag82213 жыл бұрын
অনেক সুন্দর ভিডিও।
@pampabera30053 жыл бұрын
Sir can I use 50 volt on this motor?
@NabaTechWorld3 жыл бұрын
No
@VctReznov3 жыл бұрын
ami tomar onek ager subscriber. Tomar age arek ta channel celo.
@NabaTechWorld3 жыл бұрын
জেনে খুবই ভালো লাগলো। জ্বী আমার অনেক আগে চ্যানেল ছিলো। কিন্তু কিছু জটিলতার কারণে সেটি নেই এখন। এটাই আমার অফিসিয়াল চ্যানেল।
@shamimulislam3292 Жыл бұрын
Thanks vaiya
@ataursohel5073 жыл бұрын
ভাই, আপনাদের কাছে 12v-24v এটাইপের Dc মটর তিনগু বা চার গুন শক্তিশালি মটর আছে? বা দিতে পারেন। তার দাম কত হবে?
@NabaTechWorld3 жыл бұрын
ভাইয়া আমরা নিজেরা কিছু সেল করি না। শপ সেকশনটা আলাদা। আপনি তাদেরকে মেসেজ করে তাদের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন। facebook.com/nabatechshop
@birdloversakib75983 жыл бұрын
ভাই, আপনি BLDC মটর নিতে পারেন।
@হিন্দুলীগনাস্তিক3 жыл бұрын
@@NabaTechWorld ভাই মোটরটা কতো বোল্টাসে চলবে??
@NabaTechWorld3 жыл бұрын
@@হিন্দুলীগনাস্তিক ভাই ভিডিওটা দিলাম কেন?
@rifatmd79283 жыл бұрын
আমার একটা মটর লাগে
@mdebrahimomi85583 жыл бұрын
ভিডিওটা দেখে খুব ভালো লাগলো তবে সাইকেলে লাগিয়ে কি চালানো যাবে এটা বললে একটু ভালো হয়।
@NabaTechWorld3 жыл бұрын
এরকমটা পরীক্ষা করে দেখা হয় নি। ইউটিউবে এরকম কিছু খুঁজে দেখতে পারেন।
@amitghosh28993 жыл бұрын
ভাই এই এটাবটার দিয়ে কি কি চালানো সম্ভব যদি একটু ডিটেইলসে বলতেন?
@NabaTechWorld3 жыл бұрын
জ্বী সম্ভব।
@syedraihanscienceorexperim53393 жыл бұрын
ভাই এইরকম ভিডিও এত লং বানালে সবাই স্কিপ করে চলে যাবে। এই ১৩ মিনিটে একটা জিনিস তৈরি করে দেখানো জেত।
@NabaTechWorld3 жыл бұрын
মতামতের জন্য ধন্যবাদ।
@syedraihanscienceorexperim53393 жыл бұрын
@@NabaTechWorld ভাই ভিডিও বানাতে হলে যে জিনিস যতটুকু সময় লাগে ততটুকু সময় ব্যবহার করবেন। কেউই সময় অপচয় করতে চায় না। এই মটরের রিভিওটা মেক্সিমাম ৪ মিনিট ও বেশি হয়ে যায়। আবার আপনি যদি ১৩ মিনিটের ভিডিও ৫ মিনিটে করেন। সেটাও বিরক্তিকর লাগবে। আমাদের ভালো লাগার জন্য ভিডিওতে মুল জিনিসটা বাদে যে জিনিসগুলো বা কথাগুলির দরকার নেই এগুলো বালবেননা বা করবেননা
@AlifAtif-t3n Жыл бұрын
thank you
@শয়তানেরহাড্ডি-ড৫ঘ3 жыл бұрын
ছিংগেল ভিয়ারিং মোটর আছে কি দেন একটা
@NabaTechWorld3 жыл бұрын
আপনার কমেন্টটাা ক্লিয়ার না
@khproductions4163 жыл бұрын
Important information
@NabaTechWorld3 жыл бұрын
Thank you
@khproductions4163 жыл бұрын
@@NabaTechWorld welcome back
@নিমকসমেটিক্স2 жыл бұрын
ভাই আমার মটর লাগবে না। আমাকে যদি পারেন আপনার ভোল্ট মিটার+ এম্পিয়ার ওই টা মেনেজ করে দিবেন।
@AklimaAkter-eb6to10 ай бұрын
ভাই এটা কি সরাসরি কারেন্ট দিয়ে চলে নাকি ব্যাটারি, দিয়ে চলে একটু জানাবেন??
@NabaTechWorld10 ай бұрын
ব্যাটারি দিয়ে বা ডিসি এডাপ্টার দিয়ে
@NazrulIslam-ht1sg2 жыл бұрын
20 ভোল্ট বা ল্যাপটপের চার্জার দিয়ে ব্যাবহার করলে কোন সমস্যা হবে কি ভাই জানালে উপকৃত হবো?
@NabaTechWorld2 жыл бұрын
না সমস্যা হবে না
@MHR_20033 жыл бұрын
RFID Sensor নিয়ে একটা টিউটোরিয়াল করুন প্লিজ🙏🙏🙏
@NabaTechWorld3 жыл бұрын
ইনশাআল্লাহ চেষ্টা করবো
@NiLPAL7773 жыл бұрын
সাইকেলে লাগানো জাবে কি....
@NabaTechWorld3 жыл бұрын
ইউটিউবে সাইকেলে লাগানোর ভিডিও রয়েছে। আমরা পার্সোনালি সাইকেলে লাগিয়ে দেখি নি তাই বলতে পারছি না কনফার্ম হয়ে।
@aziburrohman94913 жыл бұрын
Nice vdeo vai
@sharifahmed25213 ай бұрын
এটা দিয়ে কি টেবিল ফ্যান চালানো যাবে?
@NabaTechWorld3 ай бұрын
না
@prabhatipaul21283 жыл бұрын
24 volt দিলে মটরটা এত speeda ঘুরে যে মটরটা পাগলা হয়ে যায় 😂😂😂
@NabaTechWorld3 жыл бұрын
হা হা হা।
@limonrana20432 жыл бұрын
বাই দুই পাশে-১২-১২বোলট দিলে চলবে কি ৬০০০মিলি এমপিয়ার
@JabedurFF Жыл бұрын
😂
@halaluddin834 Жыл бұрын
ভাই এখানে যে ১২ v এটেক্টর টা আছে এই এটেক্টর এর দাম কতো টাকা যদি বলতেন আমার একটা লাগবো
@NabaTechWorld Жыл бұрын
nabatechshop.com/product/notebook-power-adapter/
@Opgamer-kh5cl3 жыл бұрын
Dada kolkata delivery hoba na
@NabaTechWorld3 жыл бұрын
না ভাইয়া। আপনি ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন অনলাইন শপে।
এটা আমি লোকাল একটা হার্ডওয়্যার দোকানে পেয়েছিলাম। আপনি দারাজে দেখতে পারেন। পেয়ে যাবেন ওখানে।
@winnergain5783 жыл бұрын
ভাই এটা দিয়া কি RC হেলিকপ্টার বানানো যাবে।
@NabaTechWorld3 жыл бұрын
না ভাইয়া
@sohidulislam15103 жыл бұрын
এই মটর টি কি এটোপটারের মধ্যেমে বিদ্যুৎ দিয়ে চালানো যাবে।
@NabaTechWorld3 жыл бұрын
ভিডিওতে তো এডাপ্টার দিয়েই চালিয়ে দেখানো হয়েছে
@meerabai92693 жыл бұрын
Koto nilo ai motor ar kotha theke kinlen.
@NabaTechWorld3 жыл бұрын
আপনারা যারা মোটরটির দাম জানতে আগ্রহী তাদের জন্য ডেসক্রিপশনে মোটরের লিংক দিয়ে দিয়েছি। আমাদের নিজস্ব অনলাইন শপ থেকে আপনারা কিনতে চাইলে বা দাম দেখতে চাইলে লিংকে গেলেই হবে। ইলেক্ট্রনিক্স জিনিসের দাম প্রতিনিয়ত কম বেশি হয় তাই ফিক্সড দাম বলা সম্ভব হচ্ছে না। লিংকে গেলেই আপডেটেড প্রাইস জানতে পারবেন। এই মোটর গুলো আরো অনেক অনলাইন শপেও পাওয়া যেতে পারে। আপনারা আপনাদের পছন্দমতো যে কোন শপ থেকে সংগ্রহ করতে পারেন। এই ভিডিওতে মূলত মোটরটি সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করা হয়েছে। আমাদের নিজস্ব অনলাইন শপ থেকেই কিনতে হবে এরকম কোন কথা নেই, এটি একান্তই সবার ব্যক্তিগত পছন্দ। আপনারা যেখানে কমদামে মানসম্পন্ন মোটর পাবেন সেখান থেকেই কিনতে পারেন। ধন্যবাদ।
ভাই আমি ভারত থেকে এসেছি কিভাবে এই 775 ডিসি মোটর (21000) আরপিএম কিনব
@NabaTechWorld2 жыл бұрын
আপনাদের ওখানকার বিভিন্ন অনলাইন শপে খোঁজ নিয়ে দেখুন।
@poreshkundu4683 Жыл бұрын
adaptr tr price koto
@NabaTechWorld Жыл бұрын
ডেসক্রিপশনে দেয়া লিংকে দেখুন
@milimatv86393 жыл бұрын
ভাই আমি একটা জেট ইঞ্জিন এর জন্য হাই স্পিড ও শক্তি শালি ভালো RPM এর জন্য একটা মোটর লাগবে
@NabaTechWorld3 жыл бұрын
জেট ইঞ্জিন বানানোর জন্য সম্ভবত ব্রাশলেস ডিসি মোটর গুলো ব্যবহার করতে হয়। ওগুলোর ওজন কিছুটা কম হওয়ায় উড়তে সমস্যা হয় না।
@milimatv86393 жыл бұрын
@@NabaTechWorld তাহলে ওগুলোর দাম কি রকম হতে পারে একটু বলবেন দয়াকরে
@mdmamun4373 жыл бұрын
এইটার পাওয়ার বুল্টুথ এর মাধ্যমে নিয়ত্রণ করা যাবে?
@NabaTechWorld3 жыл бұрын
মাইক্রোকন্ট্রোলার দিয়ে করা যাবে
@ashfaqueahmed10693 жыл бұрын
ভাই আপনি এই মোটর দিয়ে একটি হেন্ড ড্রিল বানায় বিক্রয় করতেন তাহলে কিনতে পারতাম,
@NabaTechWorld3 жыл бұрын
ভাইয়া এই মোটরটা যাস্ট শখের বসে ব্যবহার করা। আপনার যদি সত্যিকার ড্রিল মেশিন লাগে তাহলে বাজার থেকে মোটামুটি মানের একটি ড্রিল মেশিন কিনে নিন। এই মোটর দিয়ে ড্রিল মেশিন বানাতে যেই খরচ সেটা দিয়ে ড্রিল মেশিন কিনে ফেলাই সম্ভব হবে।
@radharanient3 жыл бұрын
Ata diye electric cycle Toiri kora jabe, Daile 40/50 km cholbe????
@NabaTechWorld3 жыл бұрын
ইউটিউবে অনেকে করে দেখিয়েছি। সার্চ করে দেখে নিতে পারেন। আমি শিউর না
@akshaysantra27643 жыл бұрын
Nice 👌👌💯🛠🌈
@NHTuneStudio3 жыл бұрын
দাদা এই মটর। দুটি অথাত 2ps লাগিয়ে সাধারন ভেন চালানো সম্ভব হবে কি ? যদিও সম্ভব হয় তাহলে প্লিজ যানাবেন।আপনার চেনেলটি subscribe করলাম । কতো কেজি লোড নেবে ভিডিও দেন প্লিজ । প্লিজ কমেন্টে যানাবেন অপেখাই আছি দাদা।
@NabaTechWorld3 жыл бұрын
আমি এই ব্যাপারে শিউর না ভাই।
@tajulislam11113 жыл бұрын
ভাইয়া এইরকম দুইটা মটর দিয়ে কী ইলেক্ট্রিক সাইকেল বানানো যাবে? আর একটা এডাপ্টার দিয়ে কী দুইটা মটর চালানো যাবে? গেলে কী ব্যাটারি ইউজ করবো প্লিজ রিপ্লাই দিবেন, ধন্যবাদ💜
@NabaTechWorld3 жыл бұрын
আমি এইভাবে টেস্ট করে দেখিনি ভাইয়া। ইউটিউবে এই বিষয়ে আরো ভিডিও আছে। সেগুলো দেখে নিতে পারেন।
@KdTelecom20172 жыл бұрын
সেলাই মেশিন কি চালানো যাবে
@KdTelecom20172 жыл бұрын
লাইক চাই না জবাব চাই
@NabaTechWorld2 жыл бұрын
সেলাই মেশিনের সাথে আমরা কখনো ব্যবহার করে দেখিনি। তবে আপনি সঠিক গিয়ার ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি চলবে।
@dipokkaystodipokkaysto97733 жыл бұрын
Good videos
@NabaTechWorld3 жыл бұрын
Thanks
@shafaiyathossain17013 жыл бұрын
ছোট গিয়ার বক্স পাওয়া যাবে ৭৭৫ মোটর এর জন্য??
@NabaTechWorld3 жыл бұрын
আমি যতদূর জানি পাওয়া যায়। তবে আমাদের কাছে নেই।
@habibeng573 жыл бұрын
ভাই বেটারীতে কি এমন গতিতে চলবে জানাবেন
@NabaTechWorld3 жыл бұрын
জ্বী চলবে ভালো ব্যাটারী হলে
@kaushikmadhu97002 жыл бұрын
Ac Adaptar price koto
@NabaTechWorld2 жыл бұрын
ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। লিংকে গেলে প্রাইস সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।