Nagad palli bidyut postpaid bill pay | নগদ থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড বিল তথ্য যাচাই সমস্যা

  Рет қаралды 559

Business Technology

Business Technology

25 күн бұрын

নিউজ বিস্তারিতঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে বিল পরিশোধ সংক্রান্ত চুক্তি করেছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এই চুক্তির ফলে এখন থেকে নগদ গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির পোস্টপেইড বিদ্যুৎ বিল দিতে পারবেন।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং নগদ লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তরুণ কান্তি সিকদার এবং নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
দুই প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।
চুক্তি সই অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ডাক বিভাগের সেবা নগদের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল প্রদানের এই সুযোগ দেশের প্রান্তিক মানুষের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। এর ফলে সাধারণ মানুষের বিল প্রদানের ক্ষেত্রে ভোগান্তি অনেক কমে আসবে।
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নগদ সাধারণ মানুষের নিত্যদিনের অনেক প্রয়োজন মেটাচ্ছে। নগদই দেশে প্রথম এমএফএস হিসেবে বিনা চার্জে বিল দেওয়ার সুবিধা নিয়ে আসে। যা অনুসরণ করতে পরে প্রায় সব প্রতিষ্ঠান বাধ্য হয়। সেই ধারাবাহিকতায় এবার পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য এই সেবা নিয়ে এল নগদ।
নগদ জানায়, প্রত্যেক গ্রাহক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। সে জন্য অ্যাপে ‘বিল পে’ ট্যাবে গিয়ে ‘ইলেকট্রিসিটি’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘আরইবি পোস্ট পেইড’ নির্বাচন করে বিল প্রদান করা যাবে। এই ব্যবস্থায় বিল প্রদান করলে প্রথম চারটি বিলের জন্য গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না।
আপাতত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পোস্টপেইড বিল প্রদান করা যাবে নগদ অ্যাপ ব্যবহার করে। সমিতিগুলো হলো: গাজীপুর পবিস-১, ঢাকা পবিস-১, ঢাকা পবিস-৩, ঢাকা পবিস-৪, সিলেট পবিস-১, সিলেট পবিস-২, টাঙ্গাইল পবিস, ময়মনসিংহ পবিস-১, বরিশাল পবিস-২, ঝিনাইদহ পবিস, ফরিদপুর পবিস, ব্রাহ্মণবাড়িয়া পবিস, কক্সবাজার পবিস, নারায়ণগঞ্জ পবিস-১, ভোলা পবিস, সুনামগঞ্জ পবিস, যশোর পবিস-১ এবং রাজশাহী পবিস। খুব দ্রুতই বাকি সবগুলো সমিতি এই সেবার আওতায় আসবে বলে জানায় নগদ।
সূত্রঃ ajkerpatrika

Пікірлер: 4
@CLASSYSOHEL725
@CLASSYSOHEL725 22 күн бұрын
আসসালামু আলাইকুম ভাইজান ❤❤❤❤আপনার ইউটিউব চ্যানেল কিনতে চাই 😊😊বিক্রি করলে জানান।ভালো দাম দেওয়া হবে।এবং আপনার বাসা গিয়ে টাকা দিয়ে চ্যনেল নিয়ে আসবো ইনশাআল্লাহ ❤❤❤❤❤😊😊😊🎉🎉
@JahidHasan-pn1yj
@JahidHasan-pn1yj 19 күн бұрын
আকরাম খানের 🎉পও😢😢
@zakirhossion9306
@zakirhossion9306 23 күн бұрын
ভাইয়া বিকাশ মার্চেন্ট সিম ছাড়া চালানোর জন্য কি কোনো সিস্টেম আছে
@user-jp4tg9hz6z
@user-jp4tg9hz6z 18 күн бұрын
আমার ও একই প্রশ্ন
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 374 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 9 МЛН