No video

আনন্দপথ-৪৬০ গুরু - গুরুবাদ- আধুনিক গুরু, গুরু পরিবর্তন ও দীক্ষা।

  Рет қаралды 14,671

Anup B Acharya

Anup B Acharya

Күн бұрын

#anup_b_acharya
#anandapath_460
#spiritual_motivational_talks_bangla
গুরু - গুরুবাদ- আধুনিক গুরু, গুরু পরিবর্তন ও দীক্ষা।
Guru - theories of guru- modern guru Change of guru and Diksha
অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। গুরগণ শিষ্যদের পথ প্রদর্শক।
গুরুবাদ কবে কিভাবে প্রচলিত হয়েছিল? প্রকৃত গুরুর লক্ষণ কি ছিলো ? আজও কি সেই একই লক্ষণ মিলিয়ে বিচার করতে হবে? আধুনিক গুরুগণ কি একই রকম আছেন? গুরু কি পরিবর্তন করা যায়? দীক্ষা কতো রকমের হতে পারে? একেবারে নতুন বিষয়ের আলোচনা। সবটা শুনে দেখুন কেমন লাগে।
আনন্দপথ ভারতীয় ধর্মীয় সংস্কৃতি বিষয়ক এক আলোচনা মঞ্চ। বেদ, উপনিষদ, পুরাণ, সিদ্ধপুরুষ ও মহাপুরুষদের বিভিন্ন লেখায় ছড়িয়ে রয়েছে এদেশের ধর্মীয় সংস্কৃতির অসংখ্য সূত্র। সেসবের পুনরালোচনা করা আমাদের কাজ। এই কাজে আমাদের সঙ্গী হোন।

Пікірлер: 156
@Kalpanapaul-kj8wi
@Kalpanapaul-kj8wi 10 ай бұрын
এতো সুন্দর আলোচনা আমি জিবনে কোনদিন সুনিনী অনেক ধন্যবাদ নমস্কার নেবেন
@bhadraneebhattacharjee2689
@bhadraneebhattacharjee2689 2 жыл бұрын
কেন মানুষ ভুল বোঝে আচার্য ঠাকুর? আপনি তো সুস্পষ্টভাবে সুন্দর করে সব বুঝিয়ে দিচ্ছেন। আমার খুব ভালো লাগে আপনার আলোচনা। কোনো না বোঝার মতো জায়গা তো নেই। এবং আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, কারণ, আপনি পরম শ্রদ্ধেয়। আজকে এই পূণ্য লগ্নে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণতি নেবেন।
@gayatrimitra3283
@gayatrimitra3283 Жыл бұрын
আপনি খুব ভাল বলেন, কতটা নিতে পারছি জানিনা ।তবে মনে খুব আনন্দ পাই ।আনন্দটাই আমার লাভ।
@mithudash9647
@mithudash9647 Жыл бұрын
জয়গুরু। গুরু সম্পর্কে আমি অনেক বক্তব্য শুনেছি। আমি আমার গুরুকে পৃর্ন শ্রন্ধা করি। তবে আপনি যে আজ আমায় গুরু সম্পর্কে শুনালেন তা আমার শ্রী গীতার বাণীর মত মনে হয়েছে। আমি আপনার মতামত কে পৃর্ন সমর্থন করি। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
@ami9433480965
@ami9433480965 3 ай бұрын
আচার্য্য একজন অতি উচ্চামানের সাধক! আমাদের পরম সৌভাগ্য যে আমরা ওনার মুখনিঃসৃত সেই পরমসত্য সম্পর্কে জানতে পারছি!🙏🏻
@binoymondal6784
@binoymondal6784 2 жыл бұрын
বাবা আপনার আলোচনা আমার খুবই ভালো লাগলো। মানুষের উপর খবরদারি করেন কিন্তু শান্তি দিতে পারেনা না, কেবল ভূল পথে পরিচালিত করেন এরকম গুরু পরিত্যাগ করাই ভালো । প্রনাম নেবেন।
@bhadraneebhattacharjee2689
@bhadraneebhattacharjee2689 2 жыл бұрын
আচার্য ঠাকুর🙏🙏 আপনি আমাদের জন্য নররূপী দেবতা। এতো সুন্দর পথ কেউ দেখান নি। মনের মধ্যে শুধু নাম জপের মধ্যে ই তো ঈশ্বর লাভ। এও যে আপনিই নির্দেশ দিয়েছেন। স্বার্থ হীন, আলোক দীপ্ত অলৌকিক নির্দেশ। সত্যি বলছি, আগে কখনও আপনার মতো এরকম আধ্যাত্মিক জ্ঞান আলোচনা কারোর মুখে শুনিনি। ইউ টিউবে অনেক দেখেছি, শুনেছি। কিন্তু পছন্দ হয়নি তাদের ভিডিও। প্রথম আপনার ভিডিও শুনে আশ্চর্যজনক ভাবে অবাক হলাম। আপনার কোন চাহিদা নেই, ইচ্ছা নেই, নেই গুরু গিরির ভন্ডামি। রোজ রোজ শুনতে লাগলাম আপনার ভিডিও গুলো। পরীক্ষা করলাম, যাচাই করলাম। কিন্তু দেখলাম , নির্ভেজাল স্বার্থ হীন ভাবে শুধুমাত্র আমাদের, যত দুর্বল, পাকে পড়ে থাকা মানুষের জন্য ঈশ্বরের করুণা বিলিয়ে যাচ্ছেন আপনি। অনেক সশ্রদ্ধ প্রণতি নেবেন আচার্য ঠাকুর🙏🙏। একাধিক বার মতামত প্রকাশ করার ধৃষ্টতা মার্জনা করুন। দয়া করে মনে রাখবেন ঠাকুর এই অতি দীন মানুষ কে।
@bulbulbiswas7506
@bulbulbiswas7506 2 жыл бұрын
B.Battacharya,apni sathik mantabya korechhen.E jyeno thik Amar moner kathar punarakti.Acharya Thakur mahashay ke abhumi pranipat Ekjan sathik marga Darshaner shikshak.
@bijonkumardev3766
@bijonkumardev3766 2 жыл бұрын
@@bulbulbiswas7506 what language it is?
@tulikasantra9598
@tulikasantra9598 2 жыл бұрын
প্রতি টি কথা আমার অন্তর এর কথা কিন্তু আমি কোনোদিন এতো সুন্দর ভাবে লিখতে পারিনি।
@prabirkumarghosh8163
@prabirkumarghosh8163 Жыл бұрын
আপনার,কথা,যুক্তি,প্রমাণ,যুক্ত।
@sharmisthaghatak6501
@sharmisthaghatak6501 Жыл бұрын
Joy guru apni eto bhalo kore amader bughie den je amra anek samridho hochhi 🙏🙏
@mrinalkundu5678
@mrinalkundu5678 2 жыл бұрын
অতি প্রয়োজনীয় আলোচনা। যারা ব্যবসাদার গুরুর খপ্পরে, তাদের উপকার হবে। তবে সুখের কথা আজকাল কুল গুরু প্রথা প্রায় লুপ্ত। নর্মদে হর 🙏
@pratulsinha9476
@pratulsinha9476 2 жыл бұрын
আপনার কথাগুল সঠিক ও মূল্যবান ।
@henaafrose2727
@henaafrose2727 Жыл бұрын
কতো চমৎকার করে বলেছেন! অসংখ্য ধন্যবাদ 🙏
@AnimaDebnathJoardar
@AnimaDebnathJoardar Ай бұрын
It feels so good, I can't imagine that you mean such a beautiful thing I bow at your feet
@nepalchandradas423
@nepalchandradas423 2 жыл бұрын
প্রনাম নেবেন ঠাকুর,চরম সত্য কথা ই তো বলেছেন। আপনার বক্তব্যের প্রতি ১০০/সমর্থন জানাচ্ছি। প্রার্থনা করি এভাবেই বলতে থাকুন,🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@sumitade6519
@sumitade6519 Жыл бұрын
আপনি খুব সুন্দর করে বোঝান একটা কথা বলি, চণ্ডিকা কি বাঙলায় পড়া যায়
@user-kp7cb6hp8x
@user-kp7cb6hp8x 2 ай бұрын
❤🙏 pronam
@malatipaul9659
@malatipaul9659 2 жыл бұрын
আপনি খুব সুন্দর ভাবে বোঝালেন এরপর আর কোন প্রশ্ন থাকে না প্রনাম নেবেন🙏🙏🙏 💐💐💐
@minatiroy6031
@minatiroy6031 Жыл бұрын
খুব সুন্দর কথা বলেন আপনি।
@suddhadas775
@suddhadas775 2 жыл бұрын
বড়ই উপকৃত হয় আমাদের জীবন আপনার কথার মাধ‍্যমে অনেক প্রনাম আর বিনম্র শ্রদ্ধা জানালাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaganguly9052
@rajaganguly9052 2 жыл бұрын
খুব ই সুন্দর কথা, জয় গুরু 🙏 জয় ভগবান 🙏🙏🙏 প্রনাম প্রনাম প্রনাম
@mousumichowdhury7383
@mousumichowdhury7383 Жыл бұрын
অপূর্ব আলোচনা। সঠিক কথা বলেছেন আচার্য দেব। নাম জপ এই সকল সমস্যার সমাধান হয়। মনের ভেতর শান্তি বিরাজ করে।
@bibekanandabharati561
@bibekanandabharati561 2 жыл бұрын
অতি সুন্দর সুস্পষ্ট ভাবে গুছিয়ে সত্যি কথা গুলো বললেন ।তাইতো ,সমস্ত গুরু মাত্রই এক ই কথা বলেন যে তোদের কোনো চিন্তা করতে হবে না। আমার উপর নির্ভর করে নির্ভয়ে আমার নাম জপ করে যা। আমি আছি তোদের উদ্ধার করতে। জয়গুরু। 🙏🙏🙏
@krishnahazra4341
@krishnahazra4341 2 жыл бұрын
Baba khub sundar bolecho ato soja kore bolecho tomake sato koti pranam joy guru tumi aro balo
@rabindranathdey6166
@rabindranathdey6166 Жыл бұрын
You are right I think so Namasker
@bhimsamanta6299
@bhimsamanta6299 Жыл бұрын
Guruji etadine bhul theke berote pereachi..joy Guru..Siddha Guru na pele nijeke Asahay bodh kori.. Radhe Radhe..
@chandanmajumder7000
@chandanmajumder7000 2 жыл бұрын
খুবই মনগ্রাহী প্রতিবেদন
@ranendramohanchakraborty1817
@ranendramohanchakraborty1817 2 жыл бұрын
আমার ভাগ্যে না থাকলে আমি যদি যোগ্য না হই তাহলে আমি সিদ্ধগুরু পাব না। ভাগ্যই সব। সুকৃতি থাকা দরকার।
@debidurgadas2234
@debidurgadas2234 Жыл бұрын
🙏🙏🙏
@sankarroy8377
@sankarroy8377 2 жыл бұрын
JOY GURU 🙏 Dandabat pronam Maharaj
@nemaijash9817
@nemaijash9817 2 жыл бұрын
অসাধারণ আলোচনা একমেব অদ্বীয়ম সব'ধমা'ন্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ
@debidurgadas2234
@debidurgadas2234 Жыл бұрын
Khubi guruttya purno alochona . Apani to khub sohoj bhaba bojalen . Bujte kono asubidha holo na . Eibhabe satjonder songe rekhe poth cholbo . Aponake anek 🙏🙏🙏 janai .
@bhajaharimondal2865
@bhajaharimondal2865 Жыл бұрын
খুব সুন্দর আলোচনা খুবই ভালো লাগলো আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏
@abirabhrabhattacharya3917
@abirabhrabhattacharya3917 2 жыл бұрын
আমার প্রনাম নেবেন। আমার বক্তব্য:- গুরু তথা গুরুবাদ একটি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়। আধ্যাত্মিক বিষয়ের মূল ভিত্তি হল বিশ্বাস ও ভক্তি এবং এই বিষয় তাঁর ( ঈশ্বর) দ্বারা নির্ধারিত - একথা সবাই বলেন। সুতরাং তিনিই তো সব ঠিক করে দেন, শিষ্যের সঙ্গে গুরুর পরিচয় করান। শুধু মাত্র আলোচনা প্রসঙ্গে কথাটি বললাম। আপনার শাস্ত্রীয় আলোচনা অপূর্ব।
@ranjasamadder8134
@ranjasamadder8134 2 жыл бұрын
আপনার বক্তব‍্য অত‍্যন্ত‍্ প্রাঞ্জল।এত পরিস্কার করে বলেন যে ঐ বিষয়ে আর কোন জিজ্ঞাসা থাকে না ।আমার ভক্তিপূর্ণ প্রনাম নেবেন ।
@arumoysenjoymaalaxmi8389
@arumoysenjoymaalaxmi8389 2 жыл бұрын
Apni sothik bolechen, amar pronam neben.Joy Guru Joy Guru Joy Guru.
@ritaganguly6040
@ritaganguly6040 2 жыл бұрын
Aapnar sob kothagulo khuubi bhalo
@ranjitdutta3919
@ranjitdutta3919 2 жыл бұрын
আপনার আলোচনা শুনে মনে হয় আপনার কাছে এক্ষুনি ছুটে যাই ,কখন ডাক আসবে তার জন্য অপেক্ষা করছি, প্রণাম নেবেন।
@_x___4583
@_x___4583 Жыл бұрын
Sidha guru bartamana amader moto sadharan der nagaler baira akhan sarbotra babsa chalcha ja joto basi arthaban sa gurudeb ar kacha samadrita han.
@sikhapatra133
@sikhapatra133 2 жыл бұрын
Khub sundor Joy guru
@spendcuber1199
@spendcuber1199 2 жыл бұрын
Khub sachha kotha bolechhen 👍🏻 Jugopojogi bastabochito alochona.🌅🌄🎇 Aaj shraboni purnimay aapnake aamar pranam janai 🙏🙏🙏
@sangitamajumdar9466
@sangitamajumdar9466 2 жыл бұрын
আজ রাখি পূর্ণিমার ভক্তি যুক্ত প্রণাম গ্রহণ করবেন 🙏🙏🙏
@ashimkumarbhattacharya1187
@ashimkumarbhattacharya1187 2 жыл бұрын
আমার মন্তব্য আমাদের তরফ থেকে করা কিছু মন্তব্যের ওপর ছিল।আপনার আলোচনা যেন নিজের মনেরই অভিব্যক্তি। কোনো মন্তব্য হয় না কেবল অনুভূতি প্রকাশ করা যায়।
@user-df2pu5ec3j
@user-df2pu5ec3j Жыл бұрын
হরে কৃষ্ণ 🙏🌼🌹
@prasantaghatak7167
@prasantaghatak7167 Жыл бұрын
একটা প্রশ্ন মনে উদয় হয় একজন সাধক সুদীর্ঘ কাল সাধনা করে গুরু বা শিক্ষক হতে পারেন, পারেন ছাত্র বা শিষ্য করতে। কিন্তু তার অবর্তমানে তাঁর পুত্রগণের ও কি কোন অধিকার থাকে গুরু বা শিক্ষক হবার। পাথেও শুধু পিতৃ বা শিক্ষক এর প্রতি ভক্তি।
@kantithapa6744
@kantithapa6744 2 жыл бұрын
Pranam 🙏
@aritrasanyal9003
@aritrasanyal9003 2 жыл бұрын
Pronam
@amritaOmNamahsivai
@amritaOmNamahsivai 2 жыл бұрын
Koti koti pronam neben Dada
@stutisarkar5820
@stutisarkar5820 Жыл бұрын
Pranam gurudeb. Apni ato sundar bolen. Amar pronam neben.
@rajadas5825
@rajadas5825 2 жыл бұрын
সুন্দর ও প্রাঞ্জল ভাষায় আজকের আলোচনাটি খুবই মনোজ্ঞ হয়েছে, ভুল বোঝাবুঝির কোনো জায়গা রাখেননি। প্রনাম নেবেন।
@aparnadatta9855
@aparnadatta9855 2 жыл бұрын
শ্রদ্ধা জানাই
@parthamondal1805
@parthamondal1805 2 жыл бұрын
Pranam
@runudatta2603
@runudatta2603 2 жыл бұрын
আপনার কথা শুনে নিশ্চিন্ত হতে পারলাম। আমি মা সারদাকে সর্বদা মনে মনে স্মরণ করি। আমার দীক্ষা হয়নি।
@nibeditaacherjee4836
@nibeditaacherjee4836 2 жыл бұрын
Apni amar sikshak. Apnar katha mato i chalar chesta amar. Pramaam. Sradhya.
@alokdas8558
@alokdas8558 2 жыл бұрын
গুরু বিষয়ে আপনার যে বক্তব্য শুনলাম তার সঙ্গে আমি কিছুটা দ্বিমত। গুরু অর্থে যার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। সে ব্যক্তি হতে পারে অথবা নাও হতে পারে। প্রকৃতি থেকেও আমরা অনেক শিক্ষা লাভ করি। পাখির কাছ থেকে আমরা উড়তে শেখার পদ্ধতি জেনেছি। সেক্ষেত্রে পাখিকে আমরা গুরু মানতে পারি। শিক্ষা গুরুর সাথে আধ্যাত্মিক গুরুকে এক করে ফেললে চলে না। যারা সাধু ঋষি বা আধ্যাত্মিক গুরু ঈশ্বর দর্শন লাভের জন্য সংসারে তাঁকে যে ত্যাগের ব্রত নিতে হয় অন্য শিক্ষা গুরুর ক্ষেত্রে তা কখনোই প্রযোজ্য নয়।। তাছাড়া যদি কোনো গুরু সাময়িক বিনোদনের জন্য তাস দাবা পাশা খেলেও থাকেন তাতে আমি খারাপ কিছু দেখি না যদি না সেক্ষেত্রে কোনো অর্থ লাভের কোনো উদেশ্য থাকে। দাবাতো যথেষ্ট মনোসংযোগের খেলা যা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে কাজ দেয়। গুরু হলেই কি তিনি কোন ভোগ করবেন না বা কোনো বিনোদন করবেন না এটা হয় না। রামকৃষ্ণদেব তো মাংস পেলে তারিয়ে তারিয়ে খেতেন। বিবেকানন্দকে দেখেছি ইলিশ মাছ দেখে খাওয়ার কি সাঙ্ঘাতিক ইচ্ছা। গুরুর ব্যাখ্যা বা সঙ্গা প্রসঙ্গে আমার কিছু বক্তব্য আছে। রামকৃষ্ণদেব বলেছেন গু অর্থে অন্ধকার আর রু অর্থে আলো। অর্থাৎ যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই গুরু। গুরুর এই সংগা অতীতেও যা ছিল, বর্তমানেও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। এর কখনো বদল হয় না। এবার দীক্ষা দানের প্রসঙ্গে আসি। দীক্ষা দানের অধিকার একমাত্র গুরুর আছে। আজকাল অনেককেই দীক্ষা দিতে দেখছি সে তার যোগ্যতা থাকুক অথবা না থাকুক। যার ব্রম্ভ জ্ঞান হয়নি, যিনি শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখাতে না পারেন আমি মনে করি তাঁর দেওয়ার কোনো অধিকার নেই। এরপর আসি মন্ত্র এবং নাম দীক্ষার প্রসঙ্গে। নাম দীক্ষা বলতে বোধ হয় গুরু কোনো শব্দ বা স্তোত্র শিষ্যকে অবিরাম জপতে বলেন। তবে মন্ত্র দীক্ষা কি এ বিষয়ে বোধ হয় আমি অবগত নয় আমার মনে হয় এক্ষেত্রে গুরু শিষ্যর চরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন ভিন্ন শিষ্যকে ভিন্ন ভিন্ন পরামর্শ দেন। যায় হোক আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখতে পাই কেন শিষ্য এই নাম বা মন্ত্র জপ করবেন তা বুঝিয়ে দেন না। আমার মনে হয় এর ফলে শিষ্য নাম বা মন্ত্র জপের গুরুত্ব উপলব্ধ করতে পারেন না। শিশুর মতো এই বুলি আওড়াতে থাকেন। এতে কোনো ফল হয় বলে আমি মনে করি না। আমি মনে করি এর মধ্যে অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তি আছে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। যখনই আমার হটাৎ ক্রোধ, হিংসা, বিদ্বেষ উপস্থিত হয়, কোনো কিছুতে মনোসংযোগের ব্যাঘাত ঘটে তখন আমি ওম শব্দটি উচ্চারণ করি এবং অবশ্যই কাজ দেয়। আমাদের শাস্ত্রে আছে শব্দই ব্রহ্ম। গুরু তাঁর শিষ্য দের সব সময় নাম বা মন্ত্র জপ করতে বলেন এর প্রধান কারণ সংসারের বিষয় আসক্তি থেকে নিজেকে মুক্ত করে মনকে একাগ্র করা। এর যথেষ্ঠ মূল্য আছে। আমি আর একটি বিষয় লক্ষ করেছি। অনেক গুরু শিষ্যকে পরখ না করেই তাঁকে শিষ্য রূপে দীক্ষা দেন আবার শিষ্য ও গুরুকে পরখ না করেই গুরুর কাছে নিজেকে সমর্পন করেন। যা কখনোই বাঞ্ছনীয় নয়। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ কে পরখ করেই তাঁর কাছে নিজেকে সমর্পন করেছিলেন আবার রামকৃষদেবও বিবেকানন্দ কে পরখ করেই তাঁকে শিষ্য রূপে গ্রহণ করেছিলেন। এ বিষয়ে আমার বক্তব্য মনোযোগ সহকারে পড়তে অনুরোধ করি এবং যুক্তি সহ আপনার মন্তব্য পাবো এই আশা অব্যশই রাখি।
@binoymondal6784
@binoymondal6784 Жыл бұрын
কে কে কে
@saswatidey6142
@saswatidey6142 2 жыл бұрын
প্রনাম
@monjudas3305
@monjudas3305 2 жыл бұрын
অপূর্ব লাগলো।আমার ভক্তি পূর্ণ প্রণাম নেবেন।
@sukanyachowdhury308
@sukanyachowdhury308 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@bidhanbhattacharjee4297
@bidhanbhattacharjee4297 2 жыл бұрын
Khub bhalo laglo -- thanks Sir.
@rubys5136
@rubys5136 2 жыл бұрын
🙏🙏 আচার্য।
@suklaadhikary3204
@suklaadhikary3204 2 жыл бұрын
শুভ রাখী পূর্ণীমার শুভক্ষণে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহন করবেন।
@karunamandal8107
@karunamandal8107 2 жыл бұрын
Jodi kono guru sober maja sudhu amake nirdristo kono montro dea thaken seta ke thik
@tusharchakraborty3249
@tusharchakraborty3249 2 жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম।
@MrTuhin1969
@MrTuhin1969 2 жыл бұрын
ভীষণ ভাল লাগল। প্রণাম নেবেন।
@kalikantaroy4623
@kalikantaroy4623 Жыл бұрын
Namaskar.Acharya.Ami.srestadebotahisabe..Makalikegrahankarechhi.Apanarmatamat.jantechai.
@simasaha9285
@simasaha9285 2 жыл бұрын
আপনার আজকের কথামৃত মনকে নাড়া দেয়।এখন আমার মনে হচ্ছে আমার গুরু লাভ হয়নি ভাল ই হয়েছে।আমার বাবা আর মা ই আমার গুরু। খুব ভাল লাগল। প্রণাম নেবেন।
@malabikasen8855
@malabikasen8855 2 жыл бұрын
আপনার আজকের আলোচনায় পরম উপকৃত হলাম । পরম নিশ্চিন্ত বোধ করছি ।নমস্কার নেবেন ?
@rabingangopadhyay5335
@rabingangopadhyay5335 2 жыл бұрын
আপনার আজকের আলোচনা অসাধারণ। শুনে আমার চলার পথে এগিয়ে যেতে সঠিক রাস্তা নিলাম। সত্যিই বর্তমানে সময়ের সাথে পরিবর্তনকে মেনে নিতে হবে।
@monalishachakraborty5992
@monalishachakraborty5992 2 жыл бұрын
Pronam neben 🙏🙏🙏
@minatiroy6031
@minatiroy6031 Жыл бұрын
গুরু তো জীবনের প্রতি পদক্ষেপে বদলাই।শিশুর প্রথম গুরু মা বাবা।/পাঠশালা/কলেজ/তারপর নাচ গান অঙ্কন শরীর চর্চা খেলা সবেতেই গুরু প্রয়োজন। একজন তো সব শিক্ষা দিতে পারেন না।দোষ ত্রুটি ক্ষমা প্রার্থনা করি।
@subhramaiti5674
@subhramaiti5674 2 жыл бұрын
Pranam neben.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ashischatterjee4836
@ashischatterjee4836 2 жыл бұрын
ॐসাঁই 🙏🙏🙏
@sanjanabhattacharya1682
@sanjanabhattacharya1682 Жыл бұрын
🙏🙏💐
@tapatisikdar5388
@tapatisikdar5388 2 жыл бұрын
Pronam niben. Apurbo alochana
@sephalidas7631
@sephalidas7631 2 жыл бұрын
Baba Amar vhakti purna pranam ne en
@subratamisra3871
@subratamisra3871 2 жыл бұрын
Very practical advice, want more information for Indians monks, pranam.
@santanubhattarcharjee182
@santanubhattarcharjee182 Жыл бұрын
Apni akdom thik e bolechen. Ami sunechi akjon acchen jini dikha den kintu uni nije perfume diye snan koren.
@rituseth6248
@rituseth6248 2 жыл бұрын
বাবা আমি ক্ষমাপ্রার্থী তোমার কাছে আমিতো জানতামই নাজে তুমি মোবাইলে প্রবাসীদের যোগের কোন নিয়ম জানিয়েছ, এখন চার দিকে যেসব দেখছি ঠাকুর নিয়ে বাণিজ্যিক ব্যাপার চলছে বাবা তা তুমিও ভালোই জানো। সেই জন্যই আমার বলা, মেয়ে কি বাবাকে আঘাত দিতে পারে বলতো। বাবা প্রণাম। 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
আপনার মন্তব্য আমার খুবই ভাল লেগেছে!
@DKBhowmik2
@DKBhowmik2 2 жыл бұрын
যদি কেউ পরবর্তি সময়ে দেখেন, যার থেকে তিনি গুরু দীক্ষা নিয়েছেন, তার গুরু হবার যোগ্যতা নেই, তাহলে যাঁচাই করে কোনো সিদ্ধ পুরুষের থেকে দীক্ষা নিলে কোনো দোষ আছে বলে আমার মনে হয় না।🙏🙏🙏🙏🙏
@ashimkumarbhattacharya1187
@ashimkumarbhattacharya1187 2 жыл бұрын
গুরুসত্বা প্রকৃতিতেই বর্তমান।পরমাত্মা বিভিন্ন রূপে কৃপা করেন। নিজের আধার উন্নত করে কৃপা গ্রহণ করাই তপ।তপস্যা একটা দায়িত্বও বটে। কেবল গুরুর আলোচনা না করে নিজের কাজ নিষ্ঠাভরে করাটাই কর্তব্য।
@bijoy7531
@bijoy7531 2 жыл бұрын
আমার জানা মতে একজন গুরু ছিলেন যিনি নিজের শিস্যানীদের শরীরে হাত দিতেন।
@anitachatterjee8676
@anitachatterjee8676 2 жыл бұрын
Pranam Naban. Good idea
@bijoy7531
@bijoy7531 2 жыл бұрын
@@anitachatterjee8676 আপনার প্রনাম মা কালী গ্রহন করবেন।
@soumendranathdatta9703
@soumendranathdatta9703 Жыл бұрын
সিদ্ধ গুরু চাই, কিন্তু খুজব কেমন করে।আমার জন্য যে গুরুদেব ঠিক করে রাখা আছে, আমি জানব কেমন করে।
@gourisrimani6236
@gourisrimani6236 2 жыл бұрын
বাবা একজনের নাম নিতে পারিনা। একবার ভাবি রাম নাম নেবো আবার ভাবি মায়ের নাম নেবো, আবার মহাদেব এর নাম নেবো। কি করে একজনের নাম নেবো। একটু সাহায্য করবেন।
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
যতজনের নাম মনে আসছে বলে মান। পরে সব নাম একটি নামে দাঁড়িয়ে যাবে।
@bijoy7531
@bijoy7531 2 жыл бұрын
গুরুদেব স্বপ্নে প্রাপ্ত মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাই। গুরুদেব প্রনাম।
@tapaskarmakar5365
@tapaskarmakar5365 Жыл бұрын
Amar pronam neben. Sri Sri Ramkrishna dev Taar ses somoye kasipur uddan bati te thaka kalin sab vkto brindo r Sri ma er smne bolechilen ami sigroi asbo. Ishan kon e asbo. Khub sigro. To tini ki asen ni? Taar kotha ki mitthe hote pare? Naki Tini sotto e esechen. Taar sei Rup k amra chinte prchina. Ba chineo agrajjho korchi?
@anindabanik208
@anindabanik208 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏sadguru অনলাইনে দীক্ষা দেন 😇😇😇
@bijoy7531
@bijoy7531 2 жыл бұрын
গতকালকের আলোচনা সঠিক। প্রনাম নিবেন।
@milidatta52
@milidatta52 2 жыл бұрын
Nam ar Mantra Diksha r moddhye ki taphat jodi ektu bujhiye bolen khub bhalo lagbe.
@swapanpramanicks6450
@swapanpramanicks6450 2 жыл бұрын
Ami krishna montro pachi jop kori kintu dhana sriramkrishna Deb ar basa murti valolage abon khub valo hoi ami ki ta korte pari
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
পারেন।
@sharmilagupta904
@sharmilagupta904 2 жыл бұрын
Guru jodi gurur moton na hoy tahole sange sange take change karai better!ter kachhe giye jodi moner santi moner prosno er uttar na pai tabe guru badol karai sathik kaj hobe amar mot e!
@chandraghosh319
@chandraghosh319 Жыл бұрын
Aamar. S và,iir mrity Zee😊
@subhasishjana7733
@subhasishjana7733 2 жыл бұрын
হরেকৃষ্ণ 🙏।জপে মনোনিবেশ করতে পারিনা। কৃপা করে মনোনিবেশের পথ যদি বলেন খুব ভালো হয়। দন্ডবৎ প্রনাম।
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
মন শান্ত হয় নাড়ী শোধন প্রাণায়াম, জ্ঞান, বিচার- বুদ্ধি-বিবেকের দ্বারা।
@sharmilagupta904
@sharmilagupta904 2 жыл бұрын
Je guru sisyar sorire hat day ba tader diye nijer echhamoto kar karay tara amr kachhe guru habar joggoi noy!ha ami jani eirakom ghate thake!
@saswatidey6142
@saswatidey6142 2 жыл бұрын
কোনটা নাম দীক্ষা হচ্ছে আর কোনটা মন্ত্রদীক্ষা সাধারন মানুষ বুঝবেন কি করে? আলোকপাত করলে বাধিত হব। গুরু মন্ত্রটি মাইকে বললেন ৪০ | ৪৫ জনকে ৷ তারপর একে একে ডেকে শুনলেন যে মন্ত্রটি ঠিকভাবে করায়ত্ত্ব হয়েছে কিনা ও করগোনা শেখালেন ৷ এটিকি নাম না মন্ত্র দীক্ষা ?
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
"গুরু মন্ত্রটি ভাইকে বললেন"- লিখেছেন আপনি। মন্ত্র বললে তো মন্ত্র-দীক্ষাই বোঝায়।
@saswatidey6142
@saswatidey6142 2 жыл бұрын
@@anupbacharya5711 না ওটি মাইক এ বলেছেন ৷ কানে নয়
@anitdebnath1013
@anitdebnath1013 2 жыл бұрын
Jodi guru sathik na hoi , tobe guru poriborton banchonio...
@suptibehera1455
@suptibehera1455 2 жыл бұрын
Ami emon Guru dekhechi, mohila siswoa der die payer pataye Nivia cream die massage korachhen. Durgapure.
@nurjahankhatun5077
@nurjahankhatun5077 2 жыл бұрын
না বাবা মনোযোগ দিয়ে শুনে থাকি
@amitbiswas2154
@amitbiswas2154 Жыл бұрын
আমি একজন সৎ সিদ্ধ গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে আগ্রহী। আমার জন্য উপযুক্ত মন্ত্র কি? এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করার জন্য কি করবো? বা কিভাবে যোগাযোগ করবো? 🙏
@anupbacharya5711
@anupbacharya5711 Жыл бұрын
ফোন করে কথা বলতে পারেন।
@kritiroy9142
@kritiroy9142 2 жыл бұрын
লোকনাথ ব্রহ্মচারীর দুই জন গুরু ছিলেন।
@deepaksarkar1708
@deepaksarkar1708 2 жыл бұрын
নাম দিক্ষা এবং মন্ত্র দিক্ষার ব‍্যাপারে একটু বলবেন? এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়?
@dilipkar89
@dilipkar89 2 жыл бұрын
🙏🙏🙏Pronam naben sir apni 🙏🙏🙏
@bijonkumardev3766
@bijonkumardev3766 2 жыл бұрын
অনেকদিন ধরে একটা প্রশ্ন আমার মনের ঘুরপাক খাচ্ছে। রামায়ন মহভারত এর কাহিনি ঐতিহাসিক ভাবে কতদুর সত্য?
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
মহাকাব্য ততদূর সত্য।
@bijonkumardev3766
@bijonkumardev3766 2 жыл бұрын
@@anupbacharya5711 বুঝতে পারলাম না।
@dipapaul2503
@dipapaul2503 Жыл бұрын
অসাধারণ ।আমার আপনার ফোন নম্বর খুব দরকার অনুগ্রহ করে একটু দেবেন। আর বরাদাচরণ মজুমদার এর ব ই টির আর এক বার বলবেন।আপনারwhatsapp no টা দয়া করে দেবেন।নমস্কার, দীপা পাল।
@anupbacharya5711
@anupbacharya5711 Жыл бұрын
৫০৬ পর্ব থেকে সব পর্বের description boxএ ফোন নম্বর ও কথা বলার সময় দেওয়া আছে। দেখে নেবেন।
@tusharroy401
@tusharroy401 2 жыл бұрын
ডাক্তার আমি Change করতেই পারি। কিন্তু ডাক্তার বাবুকে আগের ডাক্তার বাবুর prescription দেখাতে হয় ঠিক সেরকমই প্রথম গুরুর দেওয়া ম ন ত্র প্রথমে 1 বার জপ করে তারপর পরের গুরুর মনত্র জপ করতে হয়। এটা আমি জানি। দাদা এটা কি ঠিক ?
@anupbacharya5711
@anupbacharya5711 2 жыл бұрын
মে গুরুর আশ্রয় নেবেন, তাঁর নির্দেশ মতো কাজ করতে হবে।
@MDDelowar-mz5tn
@MDDelowar-mz5tn Жыл бұрын
আধাব ঠাকুর গুরু। নাড়ী পুরুষ নাড়ী সোদন একই নিয়ম না কি মালসিয়া
@anupbacharya5711
@anupbacharya5711 Жыл бұрын
মানে বোঝা গেল না।
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 195 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН