ইচ্ছে করছিল কবিতাটা, আবৃত্তিটা টেনে টেনে এক যুগ লম্বা করি, যেন শেষ না হয়, যেন মন্টুর মৃত্যুটা কবিতার একেকটা অক্ষরের মত ঘুরানো পেচানো দীর্ঘ হয়ে ওঠে, ইচ্ছেমত শুনি, শুনতে শুনতে ম্লান জোৎসায় শুয়ে পড়ি করুণ কবিতার দীর্ঘশ্বাসের মতন...(শিমুল মোস্তফা! কাঁদালেন, আজীবন ফ্যান করে রাখার দূর্দান্ত ক্ষমতা আপনার আছে বলে তাই হলাম।)
@masudtalukdar1642 жыл бұрын
প্রিয় স্যার হুমায়ুন আহমেদ লেখা ও আপনার কন্ঠে অসাধারণ অসাধারণ।
@mizanrahman51513 жыл бұрын
ইহা কি কবিতা, নাকি চোখের স্রোতধারা। প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ যেন চোখের সামনে দেখতে পায়,হৃদয়ে মোচড় দেয় এবং বালিশ অশ্রুস্নাত হয়ে আসে। বিনম্র শ্রদ্ধা হুমায়ুন স্যার কে। ধন্যবাদ শিমুল মোস্তফা আপনাকে।।।।
@pinturamacherjee18963 жыл бұрын
কন্ঠে এত মাদকতা আমি আর কোথাও দেখিনি। এত সুন্দর আবৃত্তিটিতে নয়জনকে দেখলাম ডিসলাইক দিতে, তাদের চাঁদ বদনখানি দেখার আমার খুব শখ। ❤️❤️❤️
@gogreen6033 жыл бұрын
শিমুল ভাই আপনার আবৃত্তি আমার খুব ভালো লাগে আপনার কন্ঠ মাধুর্য বর্ণনাতীত আমি ভারত বর্ষ পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বলছি আমি নব্বইয়ের দশক থেকে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখছে পশ্চিমবঙ্গের অনেক দৈনিক কাগজে আমার লেখা বেরোয়। আমি একটি কবিতা পাঠালাম দয়াকরে আবৃত্তি করে শোনাবেন। ইউটিউবে আপলোড করবেন ইউটিউবে এযাবত যত আবৃত্তি আপনার আপলোড হয়েছে সবই আমার একাধিকবার শোনা আপনার একই আবৃত্তি আমি বারবার শুনি। গালিব হিকমতের কবিতা বিশ্বাস অন্ধকার ঘনায়মান অন্ধকার আমার চারপাশে খেলা করে। রক্তাক্ত দুঃসময় আস্থা হারানো পথে তবু খুঁজে ফেরে বিশ্বাস মুক্ত চেতনা'র প্রহর। অনাস্থার বিবরে বেড়ে ওঠা শৈশব রোহিঙ্গা শিশুর মত মুখ থুবড়ে পড়ে আছে নদীর বেলায় কাদা-জলে, বিশ্বাস হারিয়ে গেছে মেকি সভ্যতার লিবিয়ার উপকূলে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে ইউরোপে অথবা ভূমধ্যসাগরে। অন্ধকার অন্ধকার ঘুটঘুটে অন্ধকার বাতাসে বাতাবি লেবুর মত ভেসে আসছে হিংসা বিশ্বাসের বিশ্বে আজ বারুদের গন্ধ ধারালো অস্ত্রের হুংকার থোঁকা থোঁকা উগরে দিচ্ছে ফেরাউন ধর্মের মসৃণ সিঁড়ি বেয়ে যেতে হবে বহুদূর বহুদূর। অন্ধকার চারিদিক অন্ধকার আস্থাহীন সমাজ আমার চারপাশে উদ্ধত ফনা তুলে নাচে নমরুদের রোমশ হাত আমার মায়ের আঁচল ছুঁয়ে গেলে রক্তকেশী ভগিনীর হিজাব ছুঁয়ে গেলে সত্য শুভ্রের আরশ কেঁপে ওঠে, কেঁপে ওঠে ইবলিশের আত্মা ; শয়তান তো পরাজিত অভিশপ্ত গনগনে আগুন। অন্ধকার ঘনঘোর অন্ধকার আমার চারপাশে ঘিরে ধরে দুর্বৃত্তের মত পাহারায় শাসায় প্রতিদিন। আমি ম্যাক্সিম গোর্কি চে গুয়েভারা বিশ্বাস খুঁজে ফিরি- প্রিয় নদীর কাছে, দিগন্তের কাছে, মানুষের কাছে। চাঁদের আলোর শপথ যদি এই বিষাক্ত সময়ে আমার হাতে হেমলকের পেয়ালা খুঁজে পাও তবে জানবে আমিই সক্রেটিস, আমিই জর্জ ফ্লয়েড। রক্তচক্ষু রাজার ছড়িয়ে দেওয়া হিংসার আবিরে আমার দম বন্ধ হয়ে আসছে আমি শ্বাস নিতে পারছি না এ যেন স্লেভকোষ্ট বেনিন টোগো নাইজেরিয়ার পশ্চিম উপকূল। আর আমরা ঋণগ্রস্ত বিদ্রোহী জনগণ মাংসলযন্ত্র; বেনিয়াদের খপ্পরে সস্তা শ্রমের স্থায়ী যোগান। প্রিয় তটিনী তরঙ্গিনী নদী আমার রক্ত আর লাল গোলাপের শপথ আমার বিশ্বাস আর ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে ধর্মের ধ্বজাধারীদের কিচিরমিচির আড়ম্বর আর্তনাদ। বিশ্বাস নদীর মত। সম্বর হরিণীর মতো তোকে টেনে হিঁচড়ে নিয়ে যাব গহীন জঙ্গলে সাগরে, শিকলে নয় লতাপাতায় বেঁধে নিয়ে যাব; এ তল্লাট থেকে অনেক অনেক দূরে চলে যাবো। চলে যাব ভাগীরথীর তীর ধরে ভাগীরথীর এক-একটা শৈশব কে সাক্ষী রেখে ভাগীরথীর এক একটা ঢেউ কে সাক্ষী রেখে। অন্ধকার রাশি রাশি অন্ধকার আমার চারপাশে ঘিরে ধরে দুর্বৃত্তের মত পাহারায় শাসায় প্রতিদিন। আস্থা-হারানো সমাজ আমার চারপাশে উদ্ধত ফণা তুলে নাচে। আমি ম্যাক্সিম গোর্কি চে গুয়েভারা - অনাস্থার বিবরে শুধু বিশ্বাস খুঁজে ফিরি, শুধু বিশ্বাস খুঁজে ফিরি, শুধু বিশ্বাস খুঁজে ফিরি।। গালিব হিকমত চন্ডিপুর বজ বজ কলকাতা 137 দক্ষিণ 24 পরগনা ফোন 908 8 75 30 52
@mdsabuj66422 жыл бұрын
মন্টুর জন্য আমার খুব কান্না পাচ্ছে। আমি সবার বড়, কিন্তু আমাকে কেউ ইদের দিন সালাম দেয়না। মন্টু প্রতি সালাম রইল। সালাম রইল হুমায়ুন আহমেদ স্যারের প্রতি।
@shafikhasan42662 жыл бұрын
কান্না অাসছে😭😭😭 প্রিয় হুমায়ুন! শব্দের জাদুকর❤️
@jesminhossain98613 жыл бұрын
কী যে কষ্ট দিয়ে গেলো চোখের জল বাঁধ মানছে না। কেন এমন হয় ?!! দারুন ,,,,
@minhazulatik2937 Жыл бұрын
অসাধারণ আবৃত্তি, স্যার৷ প্রথম যেবার নন্দিতা নরকে পড়েছিলাম সেবারের কথা মনে পড়ে গেল। আবেগাপ্লুত হয়ে গেলাম।
@salauddinayub39583 жыл бұрын
এতো সুন্দর গলার অবৃত্তি আমি কখনো শুনিনি।
@md.saifurrahman37344 жыл бұрын
কি বলবো কিছু বুঝতে পারছিনা।আপনার আবৃত্তি শুনে আমি তো প্রায় কেঁদেই দিয়েছি।অসাধারণ।
বুকে হাত চেপে ধরে দম বন্ধ করে শুনলাম, কিছু বলবার মত ভাষা আমার জানা নাই, পুরো উপন্যাসটির কাহিনি মনে পড়ে গেলো, বিষাদ-সিন্ধুতে তলিয়ে গেলো মন ❤️️ 💙 ❤️
@rezaulkarim27634 жыл бұрын
এতোক্ষন দম চেপে রাখতে পারেন?
@Horipod-Academy4 жыл бұрын
@@rezaulkarim2763 Not always, at some special moments only
@rezaulkarim27634 жыл бұрын
@@Horipod-Academy 👌
@farinjahanmugdho75653 жыл бұрын
মনটা জুড়িয়ে গেলো।কী চমৎকার আবৃত্তি!
@শিখনShikhon3 жыл бұрын
মন্টুর জন্য হৃদয় পোড়ে...
@abdulmumen46693 жыл бұрын
অশ্রুর আর এক নাম কি পরমানন্দ। হৃদয়ের রক্তক্ষরণ কি মানুষকে মহান করে। বুঝিনা।
@noorsumon30394 жыл бұрын
ও কবিতা তোমার বুকের ভিতর এত কষ্ট এত ভালোবাসা কিভাবে তুমি ধরে রাখো?
@কবিতাঘর-ণ৭হ3 жыл бұрын
আমি যে আপনার কত বড় ভক্ত তা বলে বোঝানো সম্ভব নয়, প্রত্যেক টি আবৃওিই অসাধারণ ❣️ আপনার কাছে করজোড়ে অনুরুধ জানাচ্ছি হুমায়ুন আহমেদ স্যার এর আরো কিছু কস্টময় উপন্যাসের শেষ অংশ আবৃত্তি উপাহার দিবেন 🙏🙏
@EngineMollah3 жыл бұрын
সুন্দর, ভয়াবহ সুন্দর!!
@smritimazumder46442 жыл бұрын
এত সুন্দর এত সুন্দর আপনার আবৃতি।
@khansujon36203 жыл бұрын
আর যেন কোন মন্টুর জীবনে এমন না হয় 😢😢😢
@mohammedabdulmukim95974 жыл бұрын
Beautifully presented! Voice is great! Bravo!
@masudahammed44444 жыл бұрын
অনেক আগের পড়া উপন্যাস, আজ আপনার কন্ঠে শুনে অসাধারণ লাগলো। শুভ কামনা শিমুল ভাই
@roselinerose50524 жыл бұрын
অসাধারণ আবৃত্তি বলা ❤❤❤❤
@AmanKhan-mz1zt4 жыл бұрын
I prefer your recited poems than music sir... take my love sir
@jahiralam99264 жыл бұрын
স্যাড রিয়েক্টাটা ইউটিউবে থাকা দরকার ছিলো।
@sumaiajolly79814 жыл бұрын
আমার কান্না পেয়ে যায় 🥺
@SA-ds6mw3 жыл бұрын
কোন উপন্যাস বা কবিতা পড়ে বা শুনে অনেকদিন পরে চোখে পানি আসলো।
@VoiceCamp_official2 жыл бұрын
এতদিন পর এই শেষাংশ শুনলাম! আর শোনার পর মনে হচ্ছে বুকে মাঝে যেন মন্টুর জন্য খুবই চাপা ব্যাথা আমার..
@mdazam25572 жыл бұрын
হায়রে জীবন কত অসহায় না জীবন
@arifunnesa72203 жыл бұрын
অসাধারণ আবৃত্তি 👌💕
@jahiralam99264 жыл бұрын
এই নিয়ে তিনবার শুনলাম।
@NasrinNY4 жыл бұрын
জয়ন্ত চট্টপাধ্যায়ের কন্ঠে হুমায়ুন আহমেদের উপন্যাস শোনার পর থেকেই শিমুল মোস্তফার কন্ঠেও শুনতে ইচ্চা করে । প্লিজ একটা পুরো উপন্যাস পড়ুন না ।
@nusratkamal9884 Жыл бұрын
অনবদ্য !!!
@ShafikulIslam-jw1bj4 жыл бұрын
মনের গহীন থেকে ধন্যবাদ অাপনাকে।
@Vagabond-q8e2 жыл бұрын
কান্না চেপে রাখা বড় দায়😥
@shabihasnigdha80733 жыл бұрын
এত সুন্দর!
@shaonshahjalal53304 жыл бұрын
অসাধারণ আবৃত্তি...
@mdrobin34822 жыл бұрын
শরীর শীতল হয়ে যাবার বাকি নেই
@biswajitdas90194 жыл бұрын
Khub sundar brother
@shafikhasan42662 жыл бұрын
অাপনার মায়াভরা ভারী কণ্ঠ ❤️
@mixedtube67913 жыл бұрын
এই ভালোলাগার কোনো সংঙ্গা হয়না।🥰
@kibriakhan62134 жыл бұрын
Onek bochor dhorei pagoler moto khujtesilam eta.onek jaygay oneker kase request o koresi apanar fb page o knock diyesi.ekhaneo comment koresi shudhu ei abritti tar jonno.ajk peye oshomvib valo lagse.onek onek dhonnobad upload deyar jonno
@MdSakib-hy9hl4 жыл бұрын
Oshadaron
@mihirkantiroy65834 жыл бұрын
কিছু বলার নাই.. ❤❤❤
@hashibulislam78874 жыл бұрын
অসাধারন।
@muhammadsami45874 жыл бұрын
আজ ১৮ সেপ্টেম্বর, ভোর বেলা বোধহয় মন্টুর ফাসি হয়ে গেছে😥
@shahadatkhandaker44313 жыл бұрын
Ok
@JahangirAlam-hw6lk2 жыл бұрын
শুনলাম আর কাদলাম
@mahfuzrahman79833 жыл бұрын
অসাধারণ 🥰🥰🥰
@amirhamja72132 жыл бұрын
নন্দিত নরকে পুরো উপন্যাস শুনতে চাই
@mhmaruftalukder37304 жыл бұрын
ভাষা হারিয়ে ফেলেছি🙂
@mdabuzafar68834 жыл бұрын
অসাধারণ ♥️
@abdurrahaman75424 жыл бұрын
Noise খুব বেশি। আপনার আগের রেকর্ডিং গুলো ভাল ছিল। নতুন করে আপলোড দেয়া গুলো তে প্রচুর ব্যকগ্রাউন্ড নয়েজ,আর ভয়েস টা মেটালিক হয়ে গেছে৷ আগের ভরাট গলাটা মিস করি।
@pinkykhatun25773 жыл бұрын
Beautiful poem......
@ডক্টরলস্কর4 жыл бұрын
শিমুল মুস্তাফা র আবৃত্তি আর হূমায়ূন আহমেদ এর নন্দিত নরকে দুই ই ধ্রুপদী
@ChannelUjan3 жыл бұрын
ভালো লাগলো
@Thulona3 жыл бұрын
Onek kanna aslo Kabita shune
@chiranjiberkobita80782 жыл бұрын
আমি কবিতা শুনতে শুনতে সব কিছু ভুলে গেছি, আমার পরিচয়, কটা বাজে, কোথায় আছি, আমি কে সব সব।
@peacefulheart8033 жыл бұрын
😭😭❤️❤️
@asaduzzamanmiraz61864 жыл бұрын
DARUN
@muktadirrahman34624 жыл бұрын
সুন্দর
@rumeenur84264 жыл бұрын
আমার চোখ ভেসে গেল জলে 😒😒😒
@gghosh54604 жыл бұрын
Erokom abritio kora jai!
@krishnade20944 жыл бұрын
Buker vitorta vengechure jacche.
@letsthink58323 жыл бұрын
জানিনা মন্টু কি অপরাধ করেছিল। কিন্তু সে একজন সন্তান, একজন ভাই, একজন মানুষ ছিল।
@ameerabdullah58409 ай бұрын
বোনের মৃত্যুর প্রতিশোধ
@sadhona1998 Жыл бұрын
Keu akto amake reply dau to j monto ki rabeya,rono r khokar apon vai ki na??? Reply please...