চমৎকার শ্রুতিমধুর কন্ঠ আপনার। উপস্থাপন ক্ষমতাও অন্যান্যদের থেকে ব্যতিক্রমী এবং নান্দনিক। তবে, বাক্য গঠনে আপনার দুর্বলতা আছে। "রাজিব ভাই বলছিলো" বাক্যটি সঠিক নয়। সঠিক বাক্যটি হবে এরকমঃ 'রাজিব ভাই বলছিলেন'। সম্মানার্থে ব্যবহৃত বাক্য এবং তুচ্ছার্থে ব্যবহৃত বাক্যের পার্থক্য আমাদের প্রত্যেকেরই শিখে নেওয়া উচিৎ। রাজিব সাহেব একজন ব্যবসায়ী মানুষ। এধরণের মানুষ সম্পর্কে কথা বলার সময় 'তুচ্ছ' অর্থের শব্দের ব্যবহার সমীচীন নয়। ধন্যবাদ।