ভাই আসসালামুয়ালাইকুম! একটা বিষয় জানার ছিল। অবগত থাকলে জানালে উপকৃত হবো। ক্ষতি নিষ্কৃতি দলিলের মেয়াদ কত বছর?
@mdtarekhasan6839 Жыл бұрын
ভাই সাতকাহন বইটা কিভাবে কিনবো? ektu druto bolben
@rakibimtiaz Жыл бұрын
আসসালামু আলাইকুম, আমার মা ২০১৪ সালে জমি ক্রয় করে, মেনুয়াল নামজারী করে, ডিসিআর পায়, কিন্তু ২ নং মালিক এর বইতে ইন্ট্রি করে নাই। এখন কি আবার নতুন ভাবে নামজারী আবেদন করতে হবে? ধন্যবাদ
@Ashikulazam Жыл бұрын
আমার ফুফু আমার বাবাকে স্বেচ্ছায় হেবা দলিলের মাধ্যমে জমি দেয় , তখন সময় ছিল ২০০৩ , এখন হঠাৎ আমার এক কাকা ফুফুকে দিয়ে দলিল বাতিলের মামলা দেয় , এবং মামলা চলাকালে আমার কাকা ফুফু ঐ জমি নিজের নামে রেজিষ্ট্রেশন করান আমাদের রেজিষ্ট্রেশনের আগের তারিখ দিয়ে, আমাদের নামে,হাল রেকর্ড আছে, মূল দলিল আছে, এখন আমার কি করা উচিত একটু পরামর্শ দিলে উপকৃত হতাম।😌😟
@mediapage24 Жыл бұрын
ধন্যবাদ ভাই। আমার ঢাকায় থাকে এক বোন নিজের নামে খারিজ করে নাই, বন্টননামা দলিল করে নাই। এই বোন গোপনে তার জামাই কে হেবা করে দিছে। ওই ছোটলোক দুলাভাই নিজের নামে নামজারি করছে। আমি মিস কেস করছি। [ এখন কি আমি ওই দলিল বাতিল করতে পারবো ]
@zahurulhaider6720 Жыл бұрын
Uttaradhikar sutre esmaly khatian korte ki prcedure. Doya kare janaben ki thanx
@mkamal5262 Жыл бұрын
ভাই, আমি এওয়াজ দলিল করবো, কিন্ত মউজা ভিন্ন বা ২ টি ভিন্ন মউজা, দলিল করা যাবে কি?
@matinurrahmanrobin9624 Жыл бұрын
আমার একটি অপার যৌগ পাওয়ার অফ এটর্নি দলিল আছে। পাওয়ারদাতা ওয়ারিশ সূত্রে আমাকে পাওয়ার দিছে এখন এই জমি বিক্রি করতে পারব
@pigeonbirds4312 Жыл бұрын
ভাই বন্টন নামা ছাড়া কি ওয়ারিশ জমি বিক্রি করা যাবে
@MawSyedSabbirRahamanMawl-zp4if Жыл бұрын
👌👌👌👍
@mihirsarkar171 Жыл бұрын
ভাই, ওয়ারিশী সম্পত্তি আপোস বাটোয়ারা মূলে (রেজিস্ট্রি বাটোয়ারা ছাড়া ) নামজারি করা যাবে কি না ?
@goodtime648 Жыл бұрын
এই কার্যকর করার জন্য লক্ষ্মীপুর জেলার মানুষ অধিক আগ্রহ নিয়ে আছে।
@ibrahimkhan1139 Жыл бұрын
কোন কোন জেলায় হইছে ভাই একটু জানাবেন
@AbdulbariAyan Жыл бұрын
আপনার আগের ভিডিও গুলো খুব সুন্দর ছিল, এখন যে ভিডিও করেন ক্যামেরা ও ভালো না এডিটিং ভালোনা। দয়া করে বিষয়টি ভেবে দেখবেন।
@afazmymen2665 Жыл бұрын
আপনি বলেছেন যৌথ ওয়ারিশ সম্পত্তি বন্টন ও নামজারি ছাড়া বিক্রয় করা যাবে তাহলে বিক্রিতব্য সম্পত্তির চৌহুদ্দি কোন সাইটে হবে বেশি মূল্যের সাইটে না কম মূল্যের সাইটে । সেটা আপনি বলেন না কেন?
@mahfuja6930 Жыл бұрын
নিজের নামে নামজারী ছাড়া জমি বিক্রি হওয়া উচিত মা।
@romjanmiha75568 ай бұрын
ভায়া দলিলে ভুল খতিয়ান এখন কি করব
@mdshaidurrahman3367 Жыл бұрын
এজমালি নামজারি কিভাবে করব? কোথায়/ কোন অফিস গিয়ে করব?
@AbdulbariAyan Жыл бұрын
আপনার আগের ভিডিও গুলো খুব সুন্দর ছিল, এখনকার ভিডিওগুলো অস্পষ্ট, দূর থেকে করা, স্পষ্ট বুঝা যায় না মেকিং ভালো না এডিটিং সাউন্ড ও ভালো না।
@Satkahonbyajim Жыл бұрын
ইউটিউব সেটিং কোয়ালিটি চেঞ্জ করেন hd or fhdদিয়া দেখেন
@nurulhuda9370 Жыл бұрын
ডাক ঢোল পিটিয়ে ভাল পাশ করছে।২৮ ধারাওবাতিল করে নাই।
@hassanmadborh5974 Жыл бұрын
ভাই আমি একজন সৌদিআরব প্রবাসী।দেশে আমি চার জায়গায় চারটি জমি ক্রয় করেছি আমার passport দ্বারা আমার passport নাম হল Hasan ali কিন্তু একটা দলিলে নাম ওঠেছে হাসান আলী আর বাকি তিনটিতে ওঠেছে হাছান আলী ।এখন প্রশ্ন হল বর্তমানে Passport এ ইংরেজি নাম Hasan ali এজন্য কোনো সমস্যা হয় না কিন্তু ভবিষ্যৎতে যদি আমি আইডি কার্ড বানাই ঐসময় যদি হাছান আলী বা হাসান আলী দেয় কোনো সমস্যা হবে কিনা? একটু দয়া করে আমাকে জানাবেন।
@mediapage24 Жыл бұрын
আর ভাই এসিল্যান্ডের কাছে গেলে এসিল্যান্ডের এক কথায় আপনার সাথে কোন কথা নাই, আপনার উকিলকে নিয়ে আসেন আপনার উকিলের সাথে কথা বলবো।
@matinurrahmanrobin9624 Жыл бұрын
ছাড়া স্যার আমি পাওয়ারের মালিক সাব রেজিস্ট্রি কি দলিল করে দিবে
@matinurrahmanrobin9624 Жыл бұрын
স্যার আপনার ফোন নাম্বারটি দেন
@rabeyaakter7325 Жыл бұрын
Sir apnar phone number ta diven pl
@uzzalfarming9423 Жыл бұрын
আপনার বকবক ছারা কিছুই পাই নাই
@sra_bongam_ing8108 Жыл бұрын
এখানে registration act ১৯০৮ এর ১৬ ধারার কথা স্পেসিফিক বলা হয়েছে। আপনি registration act এর অন্য ধারা প্রযোজ্য কেমনে বলছেন?