আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত দাদার কথা শুনে নতুন অনেক কিছু জানতে পারলাম। প্রখ্যাত আবৃত্তিশিল্পীদের আলাপচারিতা শুনে তরুণ আবৃত্তিকর্মীরা উৎসাহ পায় এবং অনেক কিছু শেখা যায়। এ ধরনের অনুষ্ঠান উপহার দেয়ার জন্য নাজমুল ভাইকে আন্তরিক অভিনন্দন। শুভ কামনা রইলো ...।
Sir er kobita sunle mone ta khub bhalo hoye jay...
@NazmulAhsanAbritti3 жыл бұрын
ধন্যবাদ। সত্যি তাই। সৃজন আনন্দে থাকুন
@baishalisarkar47693 жыл бұрын
ভালো লাগলো
@hamifmia13513 жыл бұрын
Najmul vai khub valo laglo
@arunavadaschakraborty21772 жыл бұрын
জানা ছিল না এরকম দুই বাচিক শিল্পীর কথোপকথন, জেনে আমাদেরও ভালো লাগল, দুজনকেই ভালোবাসা জানাই।
@chyafrin7 ай бұрын
শুধুই যে, নামেই ,, কোন জুড়ায়, জরিতো হলে হয় না,, কাজের মধ্যে, সত্য সটিক,,,,, রুপে দেখা না যায়,, তাহলেই, যে,,শুরু শেষ,, দেখিবে,,,,, তুমি, শূন্য,, শূন্য, শুধুই,, শূন্যতা,,অনন্ত অসীম সীমাহীন শূন্য তা,, তখন শুধু ই,, সেই,, শূন্য তার,,সেই, শুরু শেষ,,,,, একক,গল্পে, কবিতা, লিখতে, লিখতে,, জীবন বেলা, শেষ হবে,, অবেলায়,, আর সেই সাথে, তোমার, চির সংগী,সাথী হয়ে থাকবে, কিছু অস্থির নিশ্বাস, অনন্ত ভাবনা কল্পনা,