আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি । মানুষের কন্ঠে এত মাধুর্য, আমি শুধু অবাক হয়ে শুনি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই রকম এক অসাধারণ শিল্পীকে ভারতবাসীকে উপহার দেওয়ার জন্য ।
@sankarmukherjee33715 күн бұрын
Very Very TRUE
@ShahadatHossain-pt2yr5 ай бұрын
আমি বাংলাদেশি সরকারি একজন কর্মকর্তা । আমার বড় ছেলেটা দুই মাস বয়সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে সম্পূর্ণ বাকশক্তিহীন হয়ে গেছে। খাওয়া ,নাওয়া সব কিছুই অন্যের উপর নির্ভরশীল । এখন ওর বয়স ২৮ বছর । অবস্থা অপরিবর্তিত । তার এহেন অবস্থা আমাকে কাঁদায়। আমি এ গানটি শুনি আর একাকি কাঁদি। প্রতিটি কথা ও নিস্তব্দ রাত্রির হাহাকার সব মিলিয়ে আমি দু:খের গহীনে তলিয়ে যাই। হেমন্তজির পরে শ্রীকান্ত আচার্যও গানটি অসাধারন গেয়েছেন। এ এক কলিজা ছেড়া গান। গৌরী প্রসন্ন বাবু ও হেমন্তজিরা যুগে যুগেও আসেনা । কিন্তু তাঁরা বেঁচে থাকবেন দু:খী মানুষের সাথে অনন্তকাল 🙏🙏
@mahsuraareza94435 ай бұрын
Assalamu Alaikum, I want to talk about your son. If you feel comfortable please ☎️ 01674460565
@sankarmukherjee33715 күн бұрын
Ashadharan ❤❤❤
@mrolando62783 жыл бұрын
আজও এই পৃথিবীতে বেঁচে আছি এই গান শুনে ও হৃদয়ে অনূভব করে 🙏❤️,এই গান যুগ যুগ বেঁচে থাকুক মানুষের হৃদয়ে, শ্রূদ্ধা জানায় পরম পূজ্য শিল্পী কে🙏
@ajaydasghosh33482 жыл бұрын
এই একটি কন্ঠস্বর যেকোনো পথ চলতি মানুষ কে দাঁড় করিয়ে দিতে পারে। ঈশ্বর যদি গান গাইতেন তাহলে এই কন্ঠস্বরেই গাইতেন।
@bhaskarpal2402 Жыл бұрын
শাপমোচন সিনেমার একটি গান। শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতিকথা। হেমন্ত বাবুর গানে পথ চলতি মানুষ দাড়িয়ে গিয়ে গান শুনেছিলেন।
@asimsarkar93884 жыл бұрын
অসাধারণ একটা চিরকালীন গান। অসাধারণ হৃদয়স্পর্শী কথা । চোখ জলে ভিজে যায়!হেমন্ত মুখোপাধ্যায় ও গৌরীপ্রসন্ন মজুমদারের এই সৃষ্টি বাঙ্গালীর মনে চিরকালীন হয়ে থাকবে !!!
@pranabchowdhury60312 жыл бұрын
আজ হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে আমাদের মধ্যে নেই , কিন্তু যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন মানুষ ওঁর গান বিভোর হয়ে শুনবে ।
@pinakide1972 жыл бұрын
এরকম শিল্পী এজীবনে আর আসবে না। এতো সুন্দর গানও আর হবেনা।
@pranabchowdhury60312 жыл бұрын
এই গানটি একদিন পথ চলার সময় শুনতেই মনে হলো পা আর চলতে চাইছে না । চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে আমিও সেরকম আকর্ষণে দাঁড়িয়ে পড়ি যতক্ষণ না গান শেষ হয়। গানের মাধুর্যের যাদুতে মোহিত করে ।
@MdSadekMia-n8i Жыл бұрын
Thanks
@shanudas10896 ай бұрын
Same amar satheo hoyechilo,chuchura station a ekjon korchilo,train chere diyechilam gaan ta shonar jnno
@tanmoychakraborty6013 Жыл бұрын
"ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার" সাধারণ একটা বাক্য অথচ কতবার যে নিজের অজান্তে শুধু এই অংশটুকুই গুনগুন করেছি তার হিসেব নাই।
@rudranild053 жыл бұрын
এই গানটি আমার মা ছোটবেলায় আমাকে শুনিয়ে ঘুম পাড়াতেন... And I'm 16 right now....I love this song too much...Nostalgia and goosebumps
@amardey920910 ай бұрын
বয়স তখন ৮কি ৯ বছর একটা নারকেলের মালায় মোমবাতি জ্বালিয়ে দুর্গাপূজার সময় এক মণ্ডপ থেকে এক মন্ডপে যেতাম তিন চারজন বন্ধু মিলে আর এইসব গান কানে বাজিত কি সুন্দর
@prasantachoudhury63015 ай бұрын
Apnar kotha sune choke jol 😢elo ato Amaro kotha
@prasantachoudhury63015 ай бұрын
From u
@prasantachoudhury63015 ай бұрын
Kothay chole gelo ai gan ai dhoroner manus 😢😢
@debasishchakraborty2315 ай бұрын
আমরাও একই জিনিস করতাম
@amalendumistry86104 ай бұрын
আপনি আরো দীর্ঘদিন আমাদের মধ্যে থাকুন,আপনার সুস্থতা কামনা করি।
@ipsitaroy7690 Жыл бұрын
আমার জন্মের আগে এই মানুষ এর মৃত্যু হয়েছে। কিন্তু ইনি আমার প্রিয় শিল্পী। এই রকম স্বর আর হবে না। আমার মন খারাপ হলেই এই গান শুনেই মন ভালো হয়। আমি সব সময় এনার একনিষ্ঠ ভক্ত। উনি আমার ভগবান। তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।
@umasurul10043 жыл бұрын
অসাধারণ গানের সুর কথা আর গেয়েছেন এক কিংবদন্তি ।
@suswapnamukherjee39142 жыл бұрын
এই গানের বিকল্প নেই।।।সারাজীবনের গান।।এই গানটি তৈরী হওয়ার সাথে প্রত্যেক মানুষকে আমার প্রণাম।।।মা আর আমি একভাবে গানটা শুধু শুনে যায়❤🙏
আত্মাকে ছুঁয়ে যায়। আমার প্রিয় গানের মধ্যে একটি। সব সময়ের সেরা হেমন্ত মুখ্যপাধ্যায়
@indranipandit40252 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান মনকে বড় উদাস করে দেয়। মনটা যেন কোন সুদূরে চলে যায়।
@anileshpal62023 жыл бұрын
মনে একটা শান্তির বাতাবরন জাগে। গানটি খুব সুন্দর গেয়েছিলেন হেমন্ত বাবু।
@2012catseyeАй бұрын
গানটা শুনলে আমি অন্য এক জগতে চলে যাই ! সে জগতটা কত দূরে আমি জানিনা ! কত বার যে গানটা শুনেছি তার হিসেব নেই তবুও মনে হয় আরও একবার শুনি । আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি । মানুষের কন্ঠে এত মাধুর্য, এত দরদ থাকে ! শুধু অবাক হয়ে শুনি ! হৃদয়স্পর্শী কথা "ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার" ।
@raihanasultana34612 жыл бұрын
আহ হেমন্ত মুখোপাধ্যায়!ছোট্টোবেলা থেকে শুনে আসছি তাঁর গান,মনে আছে আব্বু ক্যাসেটে বাজাতেন হেমন্ত মুখোপাধ্যায়,মান্না দে,কিশোর কুমার,সন্ধ্যা মুখোপাধ্যায়,লতা মুঙ্গেশকর,আশা ভোঁসলে,অনুরাধা পাড়োয়াল প্রমুখের গান।আমাদের সৌভাগ্য তাঁদের মতো গুণী শিল্পীদের গান শুনে বড় হয়েছি।অনেক শ্রদ্ধা তাঁদের প্রতি❤️
অসাধারণ।অপূর্ব।চিরকালের গান।কোনোদিন পুরনো হবার নয়।শিল্পী,সুরকার,লিপিকার সকলেই অমর হয়ে থাকবেন শ্রোতাদের মনে।
@dipakkayal79532 жыл бұрын
খুব হিংসে হয় এসব কালজয়ী গান যখন সৃষ্টি হতো, তখন কেন জন্মাতে পারিনি।।। আত্মা ছুয়ে যায়। 2022:07:22 কমেন্ট করে গেলাম।
@pranabchowdhury60312 жыл бұрын
এই গানটির মাধুর্য বোঝানোর মতো ভাষাজ্ঞান আমার নেই। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া এরকম অসাধারণ পরিবেশনা আর কারো পক্ষে সম্ভব কিনা জানি না
@arupchatterjee9674 Жыл бұрын
Except Kishore Kumar jii
@milankantidebmilandeb6477 Жыл бұрын
আহা ! কী সুরের মূর্ছনা, কতো যে আবেগ দিয়ে হেমন্ত জি গানটা গেয়েছেন, শুনে মনটা যেন আবেগ আপ্লুত হয়ে গেল। যেন হৃদয় ছুঁয়ে গেল। তিনি অসাধারণ শিল্পী।
@anupacharya87317 ай бұрын
Apurba Apurba ❤😊🙏
@antardasanurag37942 жыл бұрын
Evergreen and perennial diamond of Bengali Golden Age. Hats of legendary artist and composer Hemanta Mukhopaddhay and immortal lyricist reverend Gouriprassana Majumdar. 🙏🙏🙏
@KalisankarRoy-q6s29 күн бұрын
এই গানটি পৃথিবীর মাটি ও মানুষকে আকাশের সাথে যুক্ত করেছে অদ্ভুত এক কণ্ঠ ও সুরের যাদু বন্ধনে ।
@nikhilchakraborty59143 жыл бұрын
❤️❤️ বার বার এই গানটি শুনলে মন আনন্দে ভরে যায়,আহা কি যে মনে হয় মধু খরচে পড়ছে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gobindaganguly64302 жыл бұрын
সত্যি বলতে কি হেমন্ত মুখোপাধ্যায় এর মতো এমন সুমধুর সঙ্গীত শিল্পী আর দ্বিতীয়টি পেলাম - হেমন্ত মুখোপাধ্যায় এর গান শুনলেই মনে হয় কোথায় যেনো হারিয়ে গেছি মোহিত হয়ে যাই * সশ্রদ্ধ প্রণাম জানালাম প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়কে * চির অমর থাকবেন সঙ্গীত জগতের মাঝে *
Spellbound! Absolutely brilliant in terms of simplicity of music composition and superb execution in the baritone voice by Hemanta Mukherjee and the finest storytelling by Gouriprasanna Majumder. Eternal song! Love and respect for the artists.
@saranimitra65894 жыл бұрын
Ashadharon!!!! Salute to the Legendary Hemanta !
@sharmisthamukherjee39173 жыл бұрын
Please don't forget the lyricist....such a poignantly written piece.
@ashishbarman31542 ай бұрын
খুব উচ্চমার্গের রুচিবোধ না হলে এমন সুর সৃষ্টি করা সম্ভব নয়। নিস্তব্ধতা, নীরবতাও যে অঙ্গ-প্রত্যঙ্গ এবং হৃদয়কে সচল করতে সক্ষম হয় এই সুর,কণ্ঠ তারই দৃষ্টান্ত। যতবার এই গান শুনি ততবারই থমকে যায়,আঁখি ভিজে আসে বারি ধারায়। সত্যিই হেমন্ত মুখোপাধ্যায়ের ঈশ্বরের বরপুত্র। ২৫/৮/২০২৪.....
Prithibir pore oi nil akash...heart touching song..
@pritamghosh5865 жыл бұрын
বাংলা গানের ইতিহাসে যদি কেউ godfather থাকে.......তার নাম হেমন্ত মুখোপাধ্যায়।
@soubhonikghosh22254 жыл бұрын
কিশোর দা কে ভুলে যেও না
@debasischaki41074 жыл бұрын
Mr dhoni pappics we will also not forget Kishore Kumar but godfather is Hemanta Mukherjee
@durgasankarbhakta51543 жыл бұрын
একশো শতাংশ সঠিক
@jyotishmajumdar15463 жыл бұрын
U r absolutely right, thanks!!
@deephossain7213 Жыл бұрын
হেমন্ত দার গম্ভীর কন্ঠে পৃথিবী ঘুমিয়ে পড়ে। ❤️❤️❤️
@samumisra9338 Жыл бұрын
কি বলবো, এককথায় অসাধারণ।মন জুড়িয়ে যাওয়া গান। অদ্ভুত অনুভূতি সৃষ্টি এবং স্রষ্টআ দুজনকেই আমার প্রণাম।
@Projukta3215 ай бұрын
হৃদয় ছুয়ে যাওয়া কণ্ঠ, মন ভরিয়ে দেয়। অপূর্ব মায়াময় আবেশে মুগ্ধ আমি গানটা আমি নিরবচ্ছিন্ন ভাবে শুনে যাই।
@somnathmukherjee12374 ай бұрын
অসাধারণ গায়ে কাঁটা দেওেয়া কন্ঠস্বর! এমন কন্ঠস্বর আর আসবে না! সশ্রদ্ধ প্রণাম জানাই হেমন্ত বাবুকে 🙏🙏🙏
@rinakhanra7506 Жыл бұрын
আমি গর্ব বোধ করি,,, এই রকম কালজয়ী shrodhyঅ শিল্পীর গান,,, এখনও শুনি,, পরিপূর্ণভাবে আত্ম tushtite মন mughdhtay vore ওঠে,,,,, অমর শিল্পী কে শত কোটি প্রণাম,,,, o বিনম্র shrodhya, ,,,🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@sourangshumukherjee9107 Жыл бұрын
অসাধারণ লাগল। মনে হল যেন ঈশ্বর গাইছেন। superb,excellent. কোন কথা হবে না ।
@tapashdas7823Ай бұрын
Aktai kotha bare bare Smoron koriye Dyay. --Agami Prithibi Kan Pete tumi shuno, Ami Jodi ar nai asi hetha fiiireyy. Tobu amar Ganer Swaralipi lekha Robe.. Osadharon, Timeless Matchless Hemanta Da.🙏🙏🙏
@shawonkhan6225 Жыл бұрын
একবিংশ শতাব্দীর ছেলে হয়েও এই গান শুনি বলে অনেকে বিদ্রূপাত্মক বাক্য ছোড়ে - তবুও যে এই কালজয়ী গান আমাকে ছাড়ছে না💙 স্যালুট হেমন্ত মুখোপাধ্যায়!
@amitavasaha788011 ай бұрын
কাল পাল্টেছে, অনেকেরই এটা আর ভালো না লাগতে পারে। কিন্তু যারা বিদ্রুপ করে, তারা কি গান শোনে? মনে হয় না। এ গান আমার জন্মের বছরে তৈরি হয়েছ, তারপর শুনতে বুঝতে অন্তত 12 থেকে 14 বছর পেরিয়ে গেছে। তাই আমার মত পুরনো লোকের কাছেও এটা পুরনোই ছিল। কিন্তু এখনও ভালো লাগে। শুধু সুর নয়, এরকম গানে মনের অনুভূতিই প্রধান এবং তাকে ভর করে সোজাসাপ্টা প্রাঞ্জল কথাই প্রধান উপজীব্য। এটি তখন এদেশে নতুন ধারা। সেতো এখনও সেই ধারাই চলছে। গায়কী পুরনো লাগতে পারে, কিন্তু কেনো এই গান শুনে মনে বিদ্রুপ আসে, সেটাই আশ্চর্য। মনে হয়, এরা গান শোনে না, অন্য কিছু শোনে।
🎶🎶🎶♥♥♥♥ THIS REMINDS OF A GOLDEN TIME.... A TIME THAT IS NEVER TO RETURN.
@sayedurrahman27814 жыл бұрын
Sayedur Rahman, MFA, Fish Harbor, Ctg, unthinkable, uncommon, extraordinary, unique lyric, the same is tune and singing of hemanta. how come! heavenly music
@asimachakrabarty59123 жыл бұрын
Beautifully explained
@amitavamukherjee34752 жыл бұрын
No Hemanta but Hemantababu
@shyamapadaghosh7904 Жыл бұрын
কি বলব ভাষা নেই, শুধু এটুকুই বলব যতবার শুনি তত শুনতে ইচ্ছা করে।
@arupmallik17443 жыл бұрын
অসাধারন এই সৃষ্টি। অতুলনীয় কথা ও সুর!
@sumantasamanta27413 жыл бұрын
এ গান না শুনলে মানব জনম বৃথা যেত!! ঐশ্বরিক!
@debasischaki41074 жыл бұрын
He is God and masterpiece of all the present day bollywood and old singers
@sourenbanerjee453 жыл бұрын
One of the Superiors of Bengali songs
@amiyaranjandas26463 жыл бұрын
মনটা শান্ত হয়ে যায় ।
@gaanoabriti7095 Жыл бұрын
গান টি শোনার সাথে সাথে চোখের জল নিজে থেকেই বেড়িয়ে যায় কি দরদী কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের ।সার্থক জনম আমার জন্মেছি মা এই দেশে
@ra75394 жыл бұрын
এত সুন্দর সুর কথা আর স্বর। ❤
@pintumixvlog2 жыл бұрын
আজকের কার শিল্পী হেমন্ত বাবুর গান থেকে শেখা উচিত গান কিভাবে গাইতে হয়।কিছুনা শুধু চিন্তা করুন হেমন্ত বাবু কিশোর কুমার মান্নাদে রফি সাহাব এর গান যতই শুনি মনে হয় হাজার বার সুনলেও মন ভরেনা
@mrittikamaji965320 күн бұрын
যখন খুব কষ্ট হয়, কাউকে কিছু বলতে পারি না, একলা বসে কাঁদি, তখন এই গানটা মনে যেন স্বস্তি নিয়ে আসে। মনে হয় আরও কান্না করি আরও আরও..... 💔
@dibakardutta95734 жыл бұрын
Kothai jeno hariye gelo sei modhumakha surer prithibi... asole bodhkori sob melody r vandar sei jugei phuriye gechhe...aar temon sur arr kotha toiry hobe na..Atul Prasad theke RD Barman..majhkhane sob legends
অসাধারণ গান সুর শিল্পী গায়কী, উদাস করা কথা আর পরিবেশনা। প্রণাম ঐসকল কালজয়ী মানুষদের ।
@MiliBandyopadhyay Жыл бұрын
ঈশ্বরদত্ত কন্ঠ। প্রণাম।
@sikhaghosh74242 жыл бұрын
The greatest singer of all time who has no comparison
@tapankumarghosh92723 жыл бұрын
আহা কি সুন্দর এই গান আমাদের সেই স্বর্ন যুগের গান সেই স্বপ্নের ভেতর থেকে বেরিয়ে এলো সেই মন কেমন করা দিনগুলোর গান এই গান শুনে ভিজে যায় মন প্রাণ আত্মা হায় কি সুন্দর দিন কাটাইতাম আমরা
@ABCABC-gj9km Жыл бұрын
অপূর্ব....... ❤
@SudipNayak-r3w7 ай бұрын
Oo ki feelings ,,just amazing. How a man can sing such a melancholic song. Heart rendering ❤❤❤❤