আমি আজ থেকে 13 বছর আগে চট্টগ্রাম বেকারিতে গিয়েছিলাম, বেকারের লোকেশন মুরাদপুর থেকে একটু ভিতরে আমার মনে আছে এখনো সেই জায়গাতে একটা বাগদাদ হোটেল আছে তার একটু সামনে যেয়ে পূর্ব পাশে ভিতরে বেকারি আছে, ওই বেকারি টার ঘটনাটা আমার এখনো মনে পড়ে, যেমন আমি ওই বেকারিতে গিয়েছিলাম আমার একটা চাচাতো ভাই কাজ করতো, উনার কাছে গিয়েছিলাম, ওই বেকারি নোংরামি দেখে, সেদিন থেকে আমি বেকারের খানা বন্ধ করে দিয়েছি, খুব কম যদিও খায়, বাউন পাউরুটি এগুলো খাইনা, আমি দেখলাম আমার চাচাতো ভাই টয়লেটে গেল, তার কাছে কোন জুতো ছিল না, বেকারি চলাকালীন, , তার মধ্যে ওনার পায়খানা পেচ্ছাব ভেসে গেছে উনি অতি দ্রুত টয়লেটে গেল কোন জুতো ছিল না, আমি ছোট ছিলাম আমিও তার পাশে গেলাম টয়লেটে, উনি আমাকে বলছিলে তুমি এখানে দাঁড়াও, আমি এখন আসছি, তো আমার ভয় লাগছিল বেকারের ভিতর আমি ভাইয়ের সাথে সাথে চলে গেলাম , উনি টয়লেট থেকে বাইর হওয়ার সময় লক্ষ্য করে দেখলাম উনার পায়ে জুতো নাই, আমি বললাম ভাই আমি পেশাব করব, উনি বলতেছে এই টয়লেটে যাও, যাওয়ার পর দেখি টয়লেটের কমেন্ট নাই, এবং দরজাও নেই, একটা ফ্লোরিনের দরজা লাগানো আছে, আমার খুব লজ্জা লাগছিল দরজা নাই টয়লেটের নিচে দেখি কতগুলো জীবাণু গুর গুর করে, সেগুলো দেখার পর আমার পায়খানা পেচ্ছাব আসে নাই, তারপরও নাক নিঃশ্বাস বন্ধ করা প্রস্রাব করলাম, কিন্তু আমার পায়খানা করারও ইচ্ছা ছিল, ওই অবস্থা দেখে পায়খানাতে আমি পায়খানা করার সুযোগ পাই নাই, সেদিন থেকে আমি বাউন ফরটি এগুলো খায় না, যেটা নিচ্ছ দেখলাম, আমি বলতে চাচ্ছি চট্টগ্রামের প্রত্যেকটা বেকারিতে অভিযান চালানোর জন্য, আমার মনে হয় না ওই বেকারি এখনও পর্যন্ত পরিবর্তন হয়েছে আশা করি আপনারা চট্টগ্রাম প্রত্যেকটা বেকারিতে অভিযান চালাবে ন
@saiffnagor602510 сағат бұрын
কষ্ট করে লিখেছেন তাই ধন্যবাদ দিলাম।
@tahertarek998910 сағат бұрын
নাটক বাদ দন জেলে পাঠান। জরিমানা নয়।
@RAISTAR-s6o7 сағат бұрын
তেলাপোকার কারখানা
@jahedmd617917 сағат бұрын
এই সব বেখারি বন্ধ করে দেওয়ার দরকার
@starkalif566116 сағат бұрын
আলু ৪০ টাকা আর পিয়াজ ৬০ টাকা হয়ে গেছে ৷ তাই বেকারিতে আসা হয়েছে👎👎👎🇧🇩🇧🇩🇧🇩
@kutubuddin283514 сағат бұрын
মোটা অঙ্কের জরিমানা করেন।
@Dark_Embracer17 сағат бұрын
And to think they call this a bakery where they make food products but they have no food hygiene no health and safety.
@BDMUSHTUQUE969611 сағат бұрын
কি নোংরা রে ছি ছি ছি এটা কি পরিবেশ হইলো
@qazirazi7584 сағат бұрын
No excuse, just need to shutdown and stop making poisonous produce.
@AbHad-vj3ob5 сағат бұрын
Whole world watch that bakery you supposed to close and republished at bakery?