Рет қаралды 274,614
প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের!
জি বাংলার সারেগামাপা দিয়ে দুই বাংলার মন জিতে নেওয়া নোবেল এখন ক্ষয়িষ্ণু এক প্রাণ। যার সকাল হয় মাদকে, রাতও কাটে মাদকে। নোবেলের সদ্য সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ নিউজ হান্টকে জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৪ লাখ টাকার মাদক নেন এই গায়ক!
মাদকের হাত থেকে নোবেল নিজেও মুক্তি পেতে চান। কিন্তু অবস্থা এমনই যে মানসিক ভারসাম্য একটুও ঠিক নেই।
সালসাবিলের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের খপ্পরে পড়ে নোবেলের এই দশা হয়েছে।
অমৃত মলঙ্গীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেলের মাদক গ্রহণের বিস্তারিত তুলে ধরে তরুণ গায়কের সাবেক এই স্ত্রী জানিয়েছেন, অন্যদের সতর্ক করতে এভাবে মিডিয়ার সামনে খোলামেলা আলাপ করছেন তিনি।
#newshuntbangladesh #nobel #nobelman
website (newshunt.com.bd)
Facebook Page / newshuntbangladesh