@@khatizatulkobra1043 সে রাজনীতিতে আছেন তার পার্টির নাম আমার বাংলাদেশ পার্টি
@KaziMahabub20232 ай бұрын
দেশপ্রেম সাহস মেধা বুদ্ধি কথায় ক্ষুরধার যুক্ত সব মিলিয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব।
@abdulquader44862 ай бұрын
অসাধারণ কথা বার্তা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে,অনেকেই বলে বাংলাদেশের রাজনীতিবিদরা পচে গেছে, কিন্তু দেখছি না দেশ প্রেমিক সৎ মানুষ এখনো আছে, ইনশাল্লাহ এ ধরনের মানুষের হাত ধরে বাংলাদেশে একসময় উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাবে
@kazitahminajahan41992 ай бұрын
এখন এমন নেতাই ভীষণ দরকার আমাদের।
@khooshboongoss5952 ай бұрын
জী যদি সব নেতারা উনার মতাদর্শের হন তাহলে। বিগত decades গুলোতে অনেক অনেক পঁচা রাজনীতিবিদরা ছিলেন এবং দেশটাকে একদম চোষে খেয়ে ফেলে গেছে। দেশটা অনেক ভাগ্যবান হতো যদি আর ও অনেক ব্যারিস্টার ফুয়াদের মতো রাজনীতিবিদ থাকত।
@evergreen3132 ай бұрын
ঠিক
@sajibdk13islam492 ай бұрын
অসাধারণ বাস্তবমুখী সাধারণ মানুষের মনের গভীর কথাগুলো তুলে ধরেছে। ( আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহর গুলো থেকে ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিক্সা বন্ধ করা একান্ত জরুরী। মাস খানেক আগে অটোরিকশা ড্রাইভার এর পাশে বসে ছিলাম যেটা কিনা সিরিয়ালের প্রথমে ছিল। পিছনে সাইরেন বাঁজাচ্ছিল রোগীর নিয়ে যাবার জন্য এম্বুলেন্স। আমি তাঁকে অনুরোধ করলাম তোমার গাড়ির কাগজ নাই তোমার লাইসেন্স নাই কেন এম্বুলেন্সটাকে আটকে রেখেছো সে প্রতিউত্তরে দিল আমাকে এদেশে অবৈধ জিনিসের ক্ষমতা বেশি। পুলিশও এসে আমাদেরকে সরাবে না নিশ্চিন্তে থাকেন।) 😭🇧🇩😭
@smazim52372 ай бұрын
ঠিক
@kamrujjamankhan.riyaad2 ай бұрын
ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা এত গোছানো আর প্রাসঙ্গিক মনে হয় যে শুনতেই ইচ্ছে করে শুধু।
@ruksieva24642 ай бұрын
Yessss
@khooshboongoss5952 ай бұрын
উনি আসলে একজন ভালো বক্তা ও বটে !
@pinturaja779717 күн бұрын
আপানারা সবাই হইল ছাগল। চাপাবাজি কোনটা আর সত্য কথা কোনটা সেটাই বুঝতে পারেন না।
@ThoughtsofMamun2 ай бұрын
আমি সব কমেন্ট গুলো পড়লাম। সবাই ফুয়াদ ভাইয়ের কথায় মুগ্ধ। শুধু মুগ্ধ হয়ে কথা শুনলে হবে না। ফুয়াদ ভাইয়েরা যেন এগিয়ে যেতে পারে, তার জন্যে উনার হাতকে শক্তিশালী করুন। দুই দলের বা দুই পরিবারের দাসত্ব না করে, ফুয়াদ ভাইদের সাপোর্ট করুন। দেশটা আমাদের সবার। আমাদের গড়তে হবে।
@SultanAhmed-qr3qk2 ай бұрын
ধন্যবাদ প্রিয় ভাই
@shamimarababy7964Ай бұрын
সহমত. .........❤
@rfmedia74917 күн бұрын
জাযাকাল্লাহু খাইরান ভাইজান❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SkJeweL-ob3ir2 ай бұрын
এই লোকটা জীবন দিয়ে এই দেশটাকে ভালোবাসে। অসাধারণ বিবেক বোধ ও বুদ্ধিমত্তা। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন!
@Shahin.mollah2 ай бұрын
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে যতটা দেখতেছি ততই অবাক হচ্ছি আমি,মাশাল্লাহ কতটা সাহসী মানুষ হলে এমন হয়, আপনাকে দেখলে সেটা বুঝা যায়। একটা মানুষ দেশকে নিয়ে কতটা চিন্তা করে এবং কতটা ভাবে, আর দেশের জন্য কতটা ভালোবাসা থাকলে এমন হয়। দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে, এবং আল্লাহ যেন আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করে, আর দেখে যেতে পারেন। প্রিয় ভাই আমার ❤️❤️❤️
@rayanuddinb76992 ай бұрын
Amin🤲🤲🤲
@shirinakhter67852 ай бұрын
মাসহআল্লাহ 🧡🤲🏼🤲🏼
@SalehAhmed-kz1nl2 ай бұрын
নিশ্চই বেরিস্টার ফুয়াদএকজন সর্ব বিষয়ে গেয়ান রাখে।তিনি অনেক গুনে গুনানীত।তার সাবলীল ভাষায় কথা বলেন ওনার প্রতিটি কথা খুবি মূল্লবান। এরা সোনার মানুষ এবং যদি দেশের সর্বচ্চ আসনে বসে তাহলে দেশটা আরও সুন্দর হয়ে চলবে।আমীন।
@jahinmusaddiq2 ай бұрын
একজন সাহসি জন নেতা সাধারণ মানুষের কথা বলার জন্য সাহসি মানুষ@@rayanuddinb7699
@sajibdk13islam492 ай бұрын
অসাধারণ বাস্তবমুখী সাধারণ মানুষের মনের গভীর কথাগুলো তুলে ধরেছে। ( আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহর গুলো থেকে ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিক্সা বন্ধ করা একান্ত জরুরী। মাস খানেক আগে অটোরিকশা ড্রাইভার এর পাশে বসে ছিলাম যেটা কিনা সিরিয়ালের প্রথমে ছিল। পিছনে সাইরেন বাঁজাচ্ছিল রোগীর নিয়ে যাবার জন্য এম্বুলেন্স। আমি তাঁকে অনুরোধ করলাম তোমার গাড়ির কাগজ নাই তোমার লাইসেন্স নাই কেন এম্বুলেন্সটাকে আটকে রেখেছো সে প্রতিউত্তরে দিল আমাকে এদেশে অবৈধ জিনিসের ক্ষমতা বেশি। পুলিশও এসে আমাদেরকে সরাবে না নিশ্চিন্তে থাকেন।) 😭🇧🇩😭
@Deon577Ай бұрын
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যারিস্টার ফুয়াদ স্যার কে অনুষ্ঠানে আনার জন্য। ভবিষ্যতে আবার তাকে এই শো -তে আশা করছি।
@mdsalauddinkhan-jd9im2 ай бұрын
যারা যারা এই ফুয়াদ ভাইয়ের অনুষ্ঠান টা দেখলেন এবং যারা শুনবেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে ওনার উদ্দেশ্য খুবই মহৎ এবং সবাইকে এগিয়ে আসার অনুরোধ করতেছি
@GKMJafarullah2 ай бұрын
বরিশালে সদরে ১৯৬৫-৬৭ সনে দক্ষিন আলেকান্দা কালু খাঁর ধানি জমিতে তৈরী করা সরকারী কোয়ার্টার বাবা খাদ্য বিভাগে মহকুমা খাদ্য নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করতেন। আমি তখন ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগ নিয়ে পডা.শুনা করতাম। বরিশাল তখন যশোহর বোর্ডের অধীনে ছিল। ইতি পূর্বে পিরোজপুর সরকারী স্কুল থেকে এস এস সি (১৯৬৪) পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করি এবং ঢাকা কলেজে ভর্তি হই। ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব যে সকল কথা বলেছেন, সব গুলো শতভাগ সত্য। আমি নিজে পরবর্তিতে বুয়েট থেকে যন্ত্রকৌশল নিয়ে পাশ করেছি। চাকরি জীবনে ঘাত প্রতিঘাত নিয়ে দেশে বিদেশে ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সর্বমোট ৩৩টা চাকরি করে এখন ভাগ্যের জোরে ছোট ছেলের ডিভি পাওয়ার জন্য নিউ ইয়র্ক শহরে বসবাস করি। বিপ্লোবী সরকার ২০২৪ আগষ্ট থেকে পুরোটা সমর্থন করি। এ বি পার্টি চালু হোক। আমি সব সময় সফলতা কামনা করবো। দৃষ্টিভংগী প্রখর এবং বাস্তবতা নিয়ে সমৃদ্ধ। সত্যকে সত্য বলা এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা প্রশ্নই উঠে না? সেজন্য আমি পছন্দ করি বার বার। সত্যের জয় হবেই হবে একদিন। আল্লাহ কবুল করুন। আমীন॥
@shamimarababy7964Ай бұрын
সহমত........❤
@muniaislamakhi7172 ай бұрын
একদম একজন স্পষ্টবাদী মানুষ। একজন ভালো মানুষ। এগিয়ে যান স্যার।
@muradhasan2472 ай бұрын
এই প্রথম ফুয়াদ ভাইয়ের মুখে বিহারীর পক্ষে কথা শুনে অনেক ভালো লাগলো ।
@sultanahmedali99792 ай бұрын
এই অভাগা দেশে আপনার মত মেধাবী জনবান্ধন নেতার অসীম প্রয়োজন। খুবই মুগ্ধ হলাম
@RubelMollah-f8u2 ай бұрын
চাদের দেশে পাঠিয়ে দেওয়া দরকার
@niloynizam2 ай бұрын
আপনার মতো আসোদা জনতার জন্যই এসব ডাষ্টবিনের ময়লা মেধাবী নেতার তকমা পায়।
@MDABUKAWSAR-j5f2 ай бұрын
ফুয়াদ সাহেবের কথা গুলো মনে শক্তি ও সাহস যোগায়।
@hosnearasathi63912 ай бұрын
একটা অসভ্য জাতি কেউ দায়ও নেয় না কেউ দায়িত্ব নেয় না, অসাধারণ বক্তব্য।
@farzanaalam18922 ай бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে ব্যারিস্টার ফুয়াদের কথাগুলা শুনলাম। এরকম কিছু মানুষ দায়িত্ব পেলে দেশের পরিবর্ত সম্ভব। ওনার কথাশুনে মনে হলো আমিও দেশ গড়ার কাজে নেমে যাই, দেশের ঋন শোধ করার জন্য।
@ruksieva24642 ай бұрын
Yesssss
@HasanIqbal-k7e2 ай бұрын
তোমার কথাও অনেক অনেক ভালো লাগলো ।
@mohammadazizurrahman54402 ай бұрын
Same here
@khooshboongoss5952 ай бұрын
✊🏼
@BreathofBangladesh-kn4tq2 ай бұрын
Same here
@ShakilAhmed-r4y2 ай бұрын
যদিও খুব বেশি জানিনা ওনার সম্পর্কে, তবে ফুয়াদ ভাই সত্য প্রকাশের একমাত্র সাহসী বক্তা। আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করুন।
অসাধারণ এক কথায় অনন্য, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা যুক্তিযুক্ত, অনেক কিছু শিখলাম, মাশাআল্লাহ।।।
@IslamicNasheedplatformBD-fr8dj2 ай бұрын
ব্যারিস্টার ফুয়াদ এর মতো বক্তব্য, আমি খুব কমই শুনেছি। নেতা হওয়া দরকার ব্যারিস্টার ফুয়াদের মত ❤
@khooshboongoss5952 ай бұрын
এক্সাক্টলি ✊🏼👌
@Nazmun-n2z2 ай бұрын
সময়ের সাহসী মানুষ, সেলুট ধন্যবাদ ফুয়াদ স্যার কে
@mdkamal38242 ай бұрын
ফুয়াদ স্যার হালাল জাদা
@mdkhokonislam95692 ай бұрын
আপনাদের মতো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে দেশ অনেক সুন্দর হতো
@SujonAhmed-bq3qo2 ай бұрын
এমন বিজ্ঞ ও সাহসী লোকরাই রাজনীতিতে আসুক,ফুয়াদ ভাই এর জন্য অনেক অনেক শুভ কামনা!❤
@ShilaAkter-w9x2 ай бұрын
আমাদের প্রিয় নেতা ফুয়াদ ভাই দেশের জন্য লন্ডন সিটিজেন বাতিল করে দেশে এসেছে। একদম সাধামাটা জিবন
@MDMobarokHossain-e1qАй бұрын
ওনার বাংলাদেশ 🇧🇩 নিয়ে এত সুন্দর চিন্তা নিয়ে আমি মুগ্ধ ওনার কথাগুলো অনেক সুন্দর,,, রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাক এ রকম আশা আমার
@AbuHanif-sj2zf2 ай бұрын
আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশী হিসেবে গর্ববোধ করব যখন আমাদের দেশের এমন বিঙ রাজনীতিবীদ থাকবে যারা দেশকে নিয়ে ভাবে চিন্তা করে একি সাথে সৎ সাহসী যুক্তিবাদী স্পষ্টবাদী এমন রাজনীতি বীদ আমরা চাই আগের যুগের প্রতিহিংসামুলক রাজনীতি আর চাই না। জাযাকাল্লাহ খাইরান প্রিয় আসাদুজ্জামান ভাইকে।। ❤❤❤
@fireball65272 ай бұрын
যোগ্য বাবার যোগ্য সন্তান।
@rifathassan51072 ай бұрын
ফুয়াদ ভাইয়ের উদ্দেশ্যে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ভাইকে অনেক ভালোবাসি এক কথায় অসাধারণ 👌👍🫡🇧🇩🤲✊✊
@Dr.AKMShahed2 ай бұрын
ব্যারিস্টার ফুয়াদের মধ্যে আমি এক অসাধারণ ভবিষ্যৎ নেতৃত্বের ঝলক দেখতে পাচ্ছি। আল্লাহ তাকে হায়াতে তায়্যিবাহ দান করুন।
@robinmondol70222 ай бұрын
আমার দেখা ব্যারিসটার এর মধ্যে তিনি একজন সাহসী নেতা যিনি সবসময় উচিত কথা বলে।
@kanijsalma83242 ай бұрын
Right
@mdsulemaninfo53162 ай бұрын
আসাদুজ্জামান ফুয়াদ ভাই সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না, কিন্তু তার এই টক শোটা দেখে আমি তার একজন বিশাল ভক্ত হয়ে গেছি। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ভাই। আশাকরি একদিন আপনি রাজনীতিতে আমাদের গর্বের প্রতীক হবেন। আপনার মত সৎ ও সাহসী মানুষকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই। আপনি এমন একজন ব্যক্তি, যার সততা ও ন্যায্যতা আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা বিশ্বাস করি, আপনি আমাদের সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
@Alizakhan22-u4o2 ай бұрын
রাইট ❤
@ShilaAkter-w9x2 ай бұрын
একদিন আসেন এবিপার্টি অফিসে ওনার সাথে সরাসরি কথা বললে বুঝবেন উনি কত সাধারণ একজন ভালোবাসার মানুষ। আমাদের দলের একজন প্রিয় ব্যাক্তি।
@Alizakhan22-u4o2 ай бұрын
@ShilaAkter-w9x আমি বাংলাদেশে থাকলে আসতাম৷
@ShilaAkter-w9x2 ай бұрын
@@Alizakhan22-u4o দাওয়াত রইলো চায়ের
@sanjidarahman92092 ай бұрын
মন্ত্রমুগ্ধের মতো শুনলাম । ভালো লাগলো ।।
@shamimmahbub2.0602 ай бұрын
❤❤❤ ফুয়াদ ভাইয়ের কথা বের হয় অনর্গল, মাথায় আছে অনেক শব্দ। মোবারকবাদ জানাই। এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের সংসদে যাওয়া উচিত। তাহলে জনগণ মুক্তির স্বাদ পাবে। দেশ ৫ বছরে মালয়েশিয়া ও ১০ বছরে ইউরোপ হতে পারে যদি আগামী নির্বাচনে ঠিক লোকটাকে আমরা বাছাই করতে পারি অনেক লোকের ভিড়ে।❤❤❤
@mdashraf45572 ай бұрын
ফুয়াদ সাহেবের কথাগুলো অনেক ভালো লাগে। উনি একজন দেশ প্রেমিক ও বুদ্ধিমান ব্যাক্তি।
@SumaiyaRahman6702 ай бұрын
Right
@mdsolimollha60612 ай бұрын
প্রত্যেক নাগরিকের মনে থাকা দরকার সাধারণ জনগনের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানানো উচিৎ,,,,,,,,, চমৎকার উপস্থাপন।
@salmansharif12602 ай бұрын
একজন স্পষ্টবাদী মানুষ। একজন ভালো মানুষ। এগিয়ে যান স্যার 🖤
@gamermuhib94082 ай бұрын
বাংলাদেশে যতজন রাজনীতিবিদ আছেন এখন বর্তমানে তার মধ্যে সবথেকে আমার ভালো লাগে ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে ❤❤
@farzanarumi7482 ай бұрын
সুবহানাল্লাহ, কত সুন্দর চিন্তা এবং আশা বাংলাদেশ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামীন এরকম মেধাবী মুসলিম যুবকদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার সুযোগ করে দিক, আমিন। ভালো একটা এপিসোড।
@mahmudanaznin61722 ай бұрын
Amin
@MuktaAkter-e6p2 ай бұрын
Ameen
@samsunnahar20632 ай бұрын
আল্লাহুম্মা আমিন।
@ibrahimshaikh97702 ай бұрын
উনি খুব সাহসী এবং সৎ একজন ভালবাসার মানুষ। আমাদের ভালবাসা নিবেন ইউরোপ থেকে।💞💞💞
@MdMollick-nl3ro2 ай бұрын
আমার একজন প্রিয় মানুষ জনাব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। অনেক অনেক দোয়া ও শুভকামনা।
@minhajuddin92162 ай бұрын
ফুয়াদ ভাই আপনি অসাধারণ, শীগ্রই আপনার দলের কর্মী হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ ❤
টকশো টি আমার চিন্তা শক্তির অনেক পরিবর্তন করে দিয়েছে। ধন্যবাদ ফুয়াদ ভাইয়া কে এবং কিবরিয়া ভাই কে। শুভ কামনা
@ahmedhimel94832 ай бұрын
ভবিষৎ কি হবে জানি না কিন্তু উনার কথা শুনে মনে হয় এমন মানুষই দরকার বাংলাদেশ পরিবর্তন এর জন্য শুভকামানা আমার বাংলাদেশ ফুয়াদ ভাই ।
@MonjurulAlamJoynalAbden-zw8lo2 ай бұрын
বাস্তব জীবনের কথা গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ফুয়াদ ভাই কে এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা পবাসীরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ
@abedhossain51092 ай бұрын
AB party আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি এবং থাকব।
@ajmatararita37542 ай бұрын
সত্যি ই আমি উনার কথা যত শুনছি ততোই মুগ্ধ হচ্ছি।পাশা পাশি অবাক হচ্ছি উনি সব বিষয় কি সুন্দর ঠান্ডা মাথায় প্রেজেন্ট করছে কতটা কনফিডেন্টস নিয়ে। কখনও কোন রাজনৈতিক দলের কোন নেতাকে বলতে শুনিনি আমার ৫০ বছর বয়সে।উনাকে আমি প্রথম জুলাইয়ের আন্দোলনে দেখি।তার আগে উনাকে চিনতামওনা।এদেশে উনার মত লোকের ভীষণ দরকার।আমি মন থেকে দোয়া করি উনার জন্য।ওনার কথায় আমি ত মানুষ দেখিনা।আসলেই আসলেই।
@henaskitchen74172 ай бұрын
ধন্যবাদ কিবরিয়া ভাই।একজন প্রকৃত দেশপ্রেমিককে উপস্হাপন করার জন্য॥ফুয়াদের চিন্তাধারায় সামনের উজ্জ্বল বাংলাদেশ দেখতে পেলাম।ইন্ শাআল্লাহ্ সুন্দর সুশৃংখল বাংলাদেশ একদিন গঠন হবেই❤
@khooshboongoss5952 ай бұрын
ইমশাআল্লাহ
@tungtaang80052 ай бұрын
ফুয়াদ ভাইকে ভাল লাগে,স্পষ্টবাদি,আল্লাহ উনাকে দেশের সেবা করার সুযোগ দেক।
@DrrafiqueIslamАй бұрын
ব্যারিষ্টার ফুয়াদ আমার প্রিয় ব্যাক্তিত্ব।তার যুক্তিপূর্ন ও সাহসী বক্তব্য আমি মনোযুগ দিয়ে শুনি। উনি সকল বিষয়ে ভাল ধারনা রাখেন।তা ছাড়া তিনি একজন আদ্যোপান্ত ভদ্রলোক।
@MsPanna12 ай бұрын
আমার জীবনে অনেক talkshow দেখেছি এভাবে দেশ জনগণ নিয়ে কথা বলছেন আমি কাউকে দেখিনি
@badalmolla28812 ай бұрын
প্রিয় ব্যারিস্টার ফুয়াদ ভাই! উনার কথা খুব ভালো লাগে। খুব সুন্দর কথা বলে স্পর্শ কথা বলে! ধন্যবাদ ফুয়াদ ভাইয়া ❤️🇧🇩✌️
@mdrobiulislam28472 ай бұрын
আরজে কিবরিয়া ভাই আমাদের বগুড়ার গর্বিত সন্তান, এমন একজন মানুষ কে আপনার অনুষ্ঠানে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ ভাই কে, বীর সাহসী একজন মানুষ, স্পষ্টভাষী একজন দেশ প্রেমিক,,
@monirulislam73902 ай бұрын
ব্যারিসটার ফুয়াদ সাহেব একজন সৎ আর দেশপ্রেমিক রাজনৈতিক মানুষ এবং নিজ দেশপ্রেমিক মানুষ। 🥰🥰🥰🥰
@mehedihasanjony93462 ай бұрын
মনোমুগ্ধের মত ফুয়াদ ভাইয়ের কথা গুলো শুনলাম।শেষ কয়েকটি কথা শুনার পর আর শুয়ে থাকতে পারি নাই।ওঠে বসে গেছি।এই শো টা ফুয়াদ ভাইয়ের এবি পার্টির বিশাল কাজ করে গেল। আমি নিজে আজ থেকে এবি পার্টি ওয়েলউইশার। দেশের জন্য এভাবে কথা বলা আমার এই ৩৪ বছরের জীবনে আর কাউকে দেখি নাই। ফুয়াদ ভাইদের মত মেধাবী মানুষ গুলো হাজার বছর বেঁচে থাকুক। ধন্যবাদ নেক্সাস টিভি, এমন একজন রত্নকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
@MdShafiulBashar-lg5cv2 ай бұрын
Thanks
@MdShafiulBashar-lg5cv2 ай бұрын
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টিতে যোগ দিন। প্রতিক ঈগল। নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ।
ব্যারিস্টার ফুয়াদ অসাধারণ দেশপ্রেমিক রাজনৈতিক। বাংলাদেশের বিনির্মানে উনাদের মতো ব্যক্তির ভূমিকা জরূরী। অত্যন্ত গঠনমূলক বক্তব্য এবং তার কর্মকাণ্ড দেশের তরুণ প্রজন্মের আইকন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
@ronimia57842 ай бұрын
৪১মিনিট ১৭ সেকেন্ড এর শো তে একটা সেকেন্ড ও বোরিং লাগেনি ✅ আসাদুজ্জামান ফুয়াদ স্যার এর মতো রাজনীতিবিদরাই, পারে বাংলাদেশটাকে পরিবর্তন করতে ✅ স্যারের জন্য শুভকামনা এবং স্যারের নতুন দল কেউ শুভকামনা জানাই ✅ আর তার সাথে শুভকামনা জানাচ্ছি আর জে কিবরিয়া স্যারকে ✅ ধন্যবাদ ❤✅
@MonirIslam-iz5ny2 ай бұрын
আমি এতদিন পরে আমার মনের মত একজন রাজনৈতিক নেতা পেলাম,,আগে ফুয়াদ সাহেব এর বক্তব্য শুনেছি কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ বা ধরণা যে ঠিক আমি যেই ভাবে বাংলাদেশ কে দেখতে চাই এই একই রকম ফুয়াদ সাহেব ও দেখতে চাই।
@msmbanglatv2 ай бұрын
সেইম ব্রো
@MSI6514Ай бұрын
ফুয়াদ স্যার কে আন্তরিক ধন্যবাদ জানাই দেশের প্রতি এতো ভালোবাসার জন্য। সত্যি ই স্যার, আপনি একজন ভালো মানুষ। স্যালুট স্যার
@tuktaktiktok2 ай бұрын
ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা এত গোছানো আর প্রাসঙ্গিক মনে হয় যে শুনতেই ইচ্ছে করে শুধু। অসাধারণ! এমন বিজ্ঞ মানুষদেরই রাজনীতিতে আসা উচিৎ।
@SumaiyaRahman6702 ай бұрын
সহমত
@mdsakilkhan95292 ай бұрын
অনেকদিন যাবত ফুয়াদ ভাইকে দেখছি দিন দিন মুগ্ধ হচ্ছি, দেশটাকে নিয়ে যে স্বপ্ন দেখছি সে স্বপ্নের রূপরেখায় বুক বাদছি।
@PeoplesNewsBD242 ай бұрын
ফুয়াদ ভাইয়ের সাক্ষাৎকার আমরা অসংখ্যবার নিয়েছি যখন যে বিষয়ে জানতে চেয়েছি, উনি এতো সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন, দেশপ্রেম উনার সবচাইতে আগে মায়া ভালোবাসা আর কোন নেতার প্রতি দেখিনি
@JonLee-or6qy2 ай бұрын
আমি হিন্দু। আসাদ ভাইয়ের বক্তব্য আমার খুব ভাল লাগে
@abdullahroshid90502 ай бұрын
If you are Hindu or Muslim it doesn't matter but we are Bangladeshi it is a major thing... got it..
@যসদফজ্ঞ2 ай бұрын
Alhamdulillah
@যসদফজ্ঞ2 ай бұрын
@@abdullahroshid9050Alhamdulillah
@AamiOmio2 ай бұрын
ভাই, আপনি হিন্দু তো কি! আপনি আমি আমরা সবাই নাগরিক। হিন্দুদের কেউ ব্যাবহার করলে হিন্দুরা ক্ষতির সম্মুখীন হবে। সেরকম অন্যান্য কেউও কারও তালে নাচলেও ক্ষতি হবে। কেউ স্বার্থ ছাড়া নাচায় না আর নাচের পরে বাইজির আর কি দাম! দেশে ইনসাফ কায়েম করতে হবে ভাই।
অসাধারন আলোচনা মুগ্দ হয়ে গেলাম,যদিও রাজনীতি ঘৃনা করি, তবে উনার চিন্তা ধারা অসাধারন
@salmanmorshed72372 ай бұрын
বর্তমান সময়ের জনপ্রিয় একজন ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ অসাধারণ বক্তৃতা দেন এবং অসাধারণ যুক্তি তার ভিতরে আছে।
@md.hasibur55612 ай бұрын
ফুয়াদ, মাহমুদুর রহমান, পিনাকী দাদা, এরা যে কথা বলে, তার প্রত্যেক টা কথায় অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং তাৎপর্য পূর্ণ।।
@mhasan89182 ай бұрын
এবং ড. জাহেদুর রাহমান
@MohammedMosharrofHossainАй бұрын
অসাধারণ এক কথায় অনন্য, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা যুক্তিযুক্ত, অনেক কিছু শিখলাম, মাশাআল্লাহ
@MdSujon-hz3oc2 ай бұрын
সৎ ও সাহসী রাজনৈতিক নেতা ব্যারিস্টার ফুয়াদ স্যার
@farhanamukti37642 ай бұрын
খুব ভাল বক্তা। ভাল লাগে এবং এখনও আশা করতে ইচ্ছা করে দেশ টা র ভাল হবে।
@mdsagirkazi86212 ай бұрын
অসাধারণ। আমি খুবই অনুপ্রেরণা পেয়েছি আপনার দেশপ্রেম দেখে। ❤❤❤❤❤❤❤ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনার কাজের উত্তম প্রতিদান দান করুক।
@samsunnahar20632 ай бұрын
আমিন ইয়া রাব্বুল আলামীন।
@evenmullah17802 ай бұрын
ফুয়াদ ভাইয়ের কথা শুনতে অনেক ভালো লাগে ❤ ফুয়াদ ভাই একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা। তিনি জনগণের মনের কথা বলেছেন ❤❤❤
@MdMoniruzzaman-dy5lm2 ай бұрын
অসাধারণ একজন মানুষ।এত সুন্দর এবং যুক্তিসঙ্গত কথা আমি কোন রাজনীতিবিদ থেকে শুনিনি।। ওনার মতো মানুষকে ফ্রন্টলাইনে রেখে কাজ করতে হবে।।
@anjutarana30832 ай бұрын
মুগ্ধ হয়ে প্রোগ্রামটা শুনলাম । লাস্ট ৬-৭মিনিটের কথায় আমাদের দেশের ৫৩বছরের ইতিহাস এক ঝলকে ফুটে উঠেছে ।
@khairulahsan98622 ай бұрын
যথার্থ বলেছেন। এই ছোট্ট, সুন্দর বক্তব্যটির জন্য আপনাকে ধন্যবাদ। তবে শুধু ৫৩ বছরের নয়, এর আগের ইতিহাসেরও কিছুটা ঝলক রয়েছে।
@sajibahmed13112 ай бұрын
মুগ্ধ হয়ে শুনলাম কথাগুলো.. শেষের কথাগুলোর মাধ্যমে জাতির সঠিক ইতিহাসের এক ঝলক ফুটিয়ে তুলেছে।
@mastaribhuiyan53442 ай бұрын
আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। এত সুন্দর কথা কি ভাবে বলেন ? আমি অবাক হয়ে শুনি। সত্যিকার অর্থে একজন শিক্ষিত মানুষ। concepts ভীষন clear. যার কারনে এত সুন্দর বলতে পারেন। দীর্ঘজীবি হোন, সুস্থ থাকেন। আপনার কথা শুনলে আপনার সাথে দেশের জন্য কাজ করতে ইচ্ছে করে। জানিনা কোনোদিন এই সুযোগ আসবে কিনা।
@mdshohag4533Ай бұрын
🎉 ফুয়াদ ভাই কে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বাস্তব সত্য তুলে ধরার জন্য !
@বিপ্লবীটিভিচ্যানেল-ব৩ন2 ай бұрын
আসাদুজ্জামান ফুয়াদ ভাই সুন্দর আলোচনা করেছে । দেশবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা
@SumonAhmed-x8e2 ай бұрын
আমাদের বরিশালের গর্ব ধন্যবাদ ফুয়াদ ভাই❤❤
@md.juelhabib7262Ай бұрын
ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের চিন্তা-চেতনা এবং রাজনৈতিক প্রজ্ঞা ও চেষ্টা কে আমরা সমর্থন করি এবং ভালোবাসি, দোয়া করি এই দলটা যেন সঠিক পথে থাকে এবং দেশটাকে পরিবর্তনে ভূমিকা রাখে
@MahmudSagar-242 ай бұрын
আমি নিরব,অবাক হয়ে শুনছি এমন মানুশ বাংলাদেশে আছে, যার দু চখে এত সুন্দর বাংলাদেশের স্বপ্ন। এরাই নুতন বাংলাদেশের কারিগর। আমার ভাবতে ভালো লাগছে আমরা ফুরিয়ে যাইনি, আমার ১৬০০ সন্তান এর জীবন নিয়ে কারও এত সুন্দর অনুভুতি থাকতে পারে...... আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে আমার মন থেকে দোয়া - আপনাদের মন থেকে শুভকামনা।
@moktadermowla33582 ай бұрын
ব্যারিস্টার ফুহাদ আপনাকে অভিনন্দন জাতি একজন ভালো মানুষ পেয়েছে।
@sharifalmamun7926Ай бұрын
কিবরিয়া ভাইকে ধন্যবাদ জানাই, উনাকে আমন্ত্রণের জন্য। নতুন প্রজন্মের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ❤ ভাই। 💪🇧🇩
@sharminsultana91932 ай бұрын
অনেক বুদ্ধিদীপ্ত আলোচনা। ব্যারিস্টার ফুয়াদ সত্যিই অনেক মেধাবী ও সত্যিকারের দেশ প্রেমিক
@NasihaChannel2 ай бұрын
ফুয়াদ ভাইয়া খুব জ্ঞানী ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা উনাকে রহম করুন নেক হায়াত দিন।
@banglachannel74252 ай бұрын
ওনার বক্তব্য যত শুনি ততই মুগ্ধ হই
@ismailhossain95252 ай бұрын
আপনাকে স্যালুট, স্যালুট ব্যারিস্টার ফুয়াদ ভাই আমরা এবি পার্টি করব, আমরা আছি আপনার সাথে।
@MdShafiulBashar-lg5cv2 ай бұрын
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টিতে যোগ দিন। প্রতিক ঈগল। নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ।
সত্যিই অসাধারণ বক্তব্য। ওনার সম্পর্কে স্বল্পই জানতাম। এ ধরনের রাজনৈতিক নেতৃত্ব এখন আমাদের বড় প্রয়োজন। শুভকামনা ওনার জন্য। আরজে কিবরিয়াকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান করার জন্য।
@mdkamalhossain5564Ай бұрын
ব্যারিস্টার ফুয়াদ সাহেবে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ভাই। আশাকরি একদিন আপনি রাজনীতিতে আমাদের গর্বের প্রতীক হবেন। আপনার মত সৎ ও সাহসী মানুষকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই।
@mdnooralam69032 ай бұрын
আলহামদুলিল্লাহ যে মাকে ভালোবাসে সে দেশ কে ভালো বাসে
@kazirukshanaalam90292 ай бұрын
ভালো লাগলো। কেন যেন মনে হলো এই কথাগুলো যে ন আমার কথা ধন্যবাদ ভাই।ধন্যবাদ কিবরিয়া ভাইকে যিনি এমন একজন চিন্তাশীল বাক্তিত বাম ব্যক্তি কে আপনার অনুসঠানে ইনভাইট করার জন্য।
@md.nahidhasan7752 ай бұрын
স্যারের কথা শুনে কখনো ক্লান্তি আসে না। এতো সুন্দর আর এতো সাহসী বক্তব্য স্যারই শুধু দিতে পারেন।
@kawsarijahan54332 ай бұрын
কিবরিয়া ভাই, আজকের প্রোগ্রামটা অসাধারণ হয়েছে। ফুয়াদ ভাই আমাদের অনুপ্রেরণা.....
@SabinaIslam-h6y2 ай бұрын
অসাধারণ একজন গুনী মানুষের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দর করে উনি বলেন। আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার রব যেন আমাদেরকে একজন সৎ শাষক দান করেন। যেন আমরা উপকৃত হই। আমি উনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
@samsunnahar20632 ай бұрын
আল্লাহুম্মা আমিন ❤
@mahmudayasminmirza6392 ай бұрын
অসাধারন বক্তব্য, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং উদ্বুদ্ধ হচ্ছিলাম এই ভেবে যে,দেশের জন্য কিছু করা উচিত। আমি অবাক হচ্ছি এখন পর্যন্ত এই রাজনৈতিক দলটি কেন প্রসার লাভ করে নাই, যে দলটি এত চমৎকার মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। ব্যারিষ্টার ফুয়াদের প্রতি রইল আন্তরিক দোয়া,আল্লাহ পাক উনার সৎ ও তীব্র আকাংখা গুলোকে কবুল করুন। বাংলাদেশের জন্য এমনই একটি রাজনৈতিক দলের অতন্ত্য প্রয়োজন।
@samsunnahar20632 ай бұрын
আল্লাহুম্মা আমিন
@Tazrina242 ай бұрын
অসাধারন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। বাংলাদেশ চির তরুণ হয়ে বেঁচে থাকুক। ❤
@raihanraihanuddin20082 ай бұрын
এমন দৈর্য ধরে কখনো কারো টকশো দেখিনাই, ফুয়াদ ভাই এর কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম। সত্যিই এমন দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের জন্য দরকার 💖
@mijanahmed53802 ай бұрын
আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের কথা শুনতেই মন চায় এতো সুন্দর ভাবে কথা বলেন আর এতোো সুন্দর একটি মন মানসিকতার মানুষ, খুব ভালো লাগছে ❤️❤️❤️❤️
@ahsanullah1172 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেবকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে ভালোবাসা অবিরাম।❤️❤️❤️❤️
@mdRiad-k7jАй бұрын
বর্তমান সময়ে আমার সব চাইতে পছন্দের ব্যক্তি আসাদুজ্জামান ফুয়াদ ভাই, উনার সাবলীল গোছানো বক্তব্য যে কাউকেই বিমোহিত করবে ❤️❤️❤️
@mdzakirhossain2762 ай бұрын
দোয়া শুভকামনা রইল। ভবিষ্যতের জন্য তারাই একদিন রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের সৎ মানুষ রাজনীতি দরকার। না হয় দেশ ধ্বংসের পথে চলে যাবে।❤❤❤
@KamranAhsanChowdhury2 ай бұрын
অসম্ভব ভালো লাগলো এই প্রথম কোন রাজনীতিবিদ মশা তথা ডেঙ্গু নিয়ে কথা বললেন। স্বাধীনতার ৫৩ বছর নিয়ে আমরা গর্ব করি অথচ আমরা মশামুক্ত, ময়লা আবর্জনা মুক্ত এবং সুস্থ পরিবেশের একজন নাগরিক বা বাসিন্দাও হতে পারিনি।
@zillurrahman25992 ай бұрын
নিঃসন্দেহে চমৎকার! মিঃ আসাদুজ্জামান ফুয়াদের ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা রইল। শুভাশীষ থাকলো অনেক। ধন্যবাদ ❤ ....!
@saimonrasel-xf5do2 ай бұрын
সাহসি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ❤
@MySelfMdAtower-n1w2 ай бұрын
অসাধারণ,,, ফুয়াদ স্যার,,এমন মানুষ গুলোই আমরা চাই,,আগামী দিনের পথে,,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে,❤
@nizamnizamnice76362 ай бұрын
❤❤❤❤
@ShafiqulIslam-pg7lc2 ай бұрын
প্রিয় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই আপনার এরকম স্পষ্টবাদীতা এবং সত্যবাদী তার জন্য ও দেশপ্রেমের জন্য আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। 28:18