দারুণ বলেছেন সার, ভবন দেখার চাইতে উনার কথায় বেশি মুগ্ধ হলাম ❤❤❤❤❤❤
@freewill8626 Жыл бұрын
অসাধারন স্থপতি, যেগুলো কথা বলেছেন একদম আমার মনের কথা। আমাদের দেশের স্থাপত্য নিশ্চয়ই শীতের দেশের মত হবেনা। আর এই তথাকথিত থাই উইন্ডো যে আমাদের দেশের কী সর্বনাশটা করছে তা বলার বাইরে।
@fahmidanaz9737 Жыл бұрын
স্যার, খুব ভালো বলেছেন। আমিও আপনার সাথে একমত। আমাদের এপার্টমেন্টও Urban এর। আমরা বাসায় এসি রাখি নাই। বারান্দা, জানালায় গাছ রেখেছি। প্রথমদিকে বাসার সবাই এসি চাইলেও এখন প্রাকৃতিক পরিবেশ পেয়ে খুশি । থাই এলুমিনিয়ামের জানালা চেন্জ করে কাঠের জানালা করে নিয়েছি, যেন পুরো জানালা খোলা যায় এবং বাইরের আলো বাতাস ভালোভাবে বাসায় খেলা করে।