একটা ছেলে যদি সত্যিই কোন মেয়েকে ভাল বাসে , তাহলে তাকে পাওয়ার জন্য পরিবার নিয়ে আসবে, তার মনে শুধু আল্লাহ ভয থাকবে, কোন ফোন আলাপ, দেখা করা আড্ডা মারা থেকে বিরত থাকবে, পছন্দ করা ভাল কিন্ত হালাল ভাবে ব্যবহার করা হালাল ভাবে কথা বলার ভাল, আল্লাহ মানুষ কে আপনি ইমানের সাথে চলার তাওফিক দেন আমিন।