Рет қаралды 15,495
নিঃসঙ্গ এই রাতগুলো - Minar Rahman New Song - Bangla New Song
নিঃসঙ্গ এই রাতগুলো, তবু চাঁদ আছে আকাশে
তোমার স্মৃতির মতো, থেকে যায় এক ফাঁকে।
তোমার ছোঁয়া হারিয়ে, কেমন করে থাকি আমি?
প্রতিটা নিশ্বাসে শুধু, তোমাকেই ভাবি আমি।
ভাঙা হৃদয়ের সুরে বাজে, নির্জন এই রাত,
তুমি যে নেই পাশে, তবু তোমায় রাখি কাছে।
বেদনায় ভরা মন, তুমি কি বুঝতে পারো?
এই পৃথিবী যেন শূন্য, যখন তুমি না আসো।
কী নিদারুণ এই যন্ত্রণা, তোমায় ছাড়া বেঁচে থাকা,
প্রতিটা মুহূর্ত যেন এক একটি আঁধার কালো রাত।
তুমি দূরে আছো, তবু মনের ভেতর তোমার ছবি,
স্মৃতির অশ্রুতে ভাসিয়ে নিয়ে যায় সব খুশি।
ফিরে আসবে কি তুমি? এই প্রশ্ন জাগে মনে,
নিঃসঙ্গ এই পথচলা, যদি না পাই তোমার কাছে।
তবুও অপেক্ষায় থাকি, হয়তো একদিন আসবে তুমি,
তখন তুমি বুঝবে তোমার না থাকার দিনগুলো।