ধন্যবাদ, সঠিক তথ্য দেওয়ার জন্য, মাঝে মাঝে বিরক্ত করব।
@Kk891192 ай бұрын
Hlw sifat University r onek.bosor por tomare ai video te deklam😊. Valo laglo. Ami iub r😁. Tumi amare deklei chinba. Best of luck
@SaifulIslam-hx5ys2 ай бұрын
ভাই বাংলাদেশী, তবে কাতার থেকে কি এনিওয়ে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া পসিবল, কাতার থেকে
@EmranHosan-cz2ge2 ай бұрын
ভাই ইস্টুডেন্ডদের জন্য একটি ফোল ইনফরমেটিব বিডিও দেন।ইস্কলারশিপ নিয়ে কি ভাবে নিজে নিজে এপ্লে করে যাওয়া যায়। A To Z Plz.
@majukhan5360Ай бұрын
Eta দিয়ে জাহাজে করে গেলে ভিজিট ভিসা পাওয়া সম্ভব। আর উরুজাহাজে করে যেতে হলে অন্য যেন কোন দেশের ভিসা প্রয়োজন।
@SifatHabibiNZАй бұрын
আপনাকে ওইসব দালালরাই এটা বুঝাইসে যেটা বাস্তবে সম্ভব না। আপনাদের মত ব্রেইনওয়াস মুরিদদের এসব বুঝাইয়া লাভ নাই। ধন্যবাদ
@AnwarulIslam-vk7sy2 ай бұрын
আসসালামু আলাইকুম সিফাত ভাই কেমন আছেন। ভাই টুরিস্ট ভিসায় নিউজিল্যান্ডে এসে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা যাবে? অথবা আপনি কোনো সাহায্য করতে পারবেন।
@SifatHabibiNZ2 ай бұрын
না, পারবেন না। আর এই দেশে কেউ কাউকে আনতে পারেনা। এটা দালালির দেশ না। ধন্যবাদ
@AzimKhan-uw1yc2 ай бұрын
আপনার কথায় মনে টুরিস্ট ভিসা আপনাকে জোর করে নিউজিল্যান্ড সরকার দিতে চাচ্ছে বাট আপনি নিতে চাচ্ছেন না। টুরিস্ট ভিসা আপনার মত লোকদের দিবে কিনা সেই চিন্তা আগে করেন
@Mdtajulislam-v5b2 ай бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া আমি গত দুই থেকে তিন মাস আগে জন্য আবেদন করি বা কোন একজনের দিয়া করাই সে আমাকে বলছে দুই থেকে তিন মাস পর ওয়ার্ক পারমিট আসবে কিন্তু এখনো আসলো না তিন মাস পার হইয়া গেছে আমাকে একটু জানাবেন কতটা শিউর পারমিট উঠবে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ ভাইয়া
@SifatHabibiNZ2 ай бұрын
ভিডিওতেই জানাইসি এগুলা কি। পুরাটাই ফেইক জিনিস। আগামি ৩০ বছরেও হবেনা। কারন এসব ভিসা হয়না বাংলাদেশ থেকে। ধন্যবাদ
@bentensuparhero2 ай бұрын
❤❤
@mdmilonmiah78512 ай бұрын
ভাই আমি নিজে নিজে Nzএকটা seek নামক ওয়েব সাইটে গিয়ে housekeeper jobs এর জন্য আবেদন করেছিলাম পরে ১মাস পরে আমার কাছে একটা ইমিল আসে ইমিলে আমার housekeeping কাজের একটা ভিডিও চাওয়া হয় পরে আমি আমার কাজের ভিডিও আপলোড করি এর ১৫দিন পরে আরেকটি ইমিল আসে তারা আমার অনলাইন ভিডিও ইন্টারভিউ নিওয়ার জন্য ইমিল করে এবং সে ইমিলে বলা ছিল খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করা হবে,, NZকি ভাই আসলে the scenic hotel group নামক কোন হোটেল আছে, আর ইমিল গুলো কি ভাই ভালো খবর হতে পার একটুখানি রিপ্লাই দিবেন। আবেদন করা সময় দেখিলাম তার sponsorship ও পদান করে থাকে,,,
@SifatHabibiNZ2 ай бұрын
NZ এ হাউজকিপিং জবের জন্য কখনোই ভিসা হয়না। কারণ এগুলা খুবই লো স্কিল।মানে নিম্নমানের লিস্টেড জব যা দিয়ে ভুলেও কাজের ভিসা হয়না তাও আবার বাইরের দেশ থেকে। সো উত্তর দেওয়া হয়েছে, এর পরেও একই প্রশ্ন করে সময় নষ্ট করবেন না প্লিজ। বিলিভ না হলে সময় আর টাকা নষ্ট করলে আমার বা আমাদের কিছুই আসবেনা জাবেনা। ধন্যবাদ
@mdmilonmiah78512 ай бұрын
@@SifatHabibiNZ Thanks for you via.
@InnaVlogs-db7lzАй бұрын
🥺🥺🥺🥺
@AnwarulIslam-vk7sy2 ай бұрын
ভাই যোগ্যতা বলতে কি বুঝাতে চাচ্ছেন? যারা স্টুডেন্ট ভিসায় যায়? কি কি যোগ্যতা থাকলে কোম কোন ভিসায় আসা যায় এবং কিভাবে আসতে হয় এমন কিছু বলেন ভাই।
@SifatHabibiNZ2 ай бұрын
বাংলাদেশ থেকে অনলি স্টুডেন্ট ভিসা। আর ওই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। যোগ্যহীনরাই দালালের খবর নেয় আর যা দিয়া এ দেশে ভুলেও আসা যায়না। শুধু কথা পেচিয়ে লাভ নাই, কথা পেচিয়ে মিথ্যা আনন্দ দেয় দালাল বাটপাররা। আমরা না, ধন্যবাদ
@AnwarulIslam-vk7sy2 ай бұрын
@@SifatHabibiNZ বাংলাদেশ থেকে শুধু স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডে যাওয়া যায় কথাটা সত্য নয়।
@SifatHabibiNZ2 ай бұрын
সমমানের হাইস্কিল এক্সপেরিয়ান্স ছাড়া কেউ আসার সুযোগ নাই, আর বাংলাদেশের অভিজ্ঞতা এখানে সমমান না। আর আপনি এত ভাল জানলে আপনি যান, প্রশ্ন করছেন কেন বার বার? আপনার সেই লেভেলের হাই স্কিল থাকলে টুরিস্ট এসে কাজ করা যায় কিনা এই অসম্ভব বিষয় জিজ্ঞেস করতেন না। আপনি সময় নষ্ট না করে চলে আসুন পারলে। প্লিজ। শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন না। ধন্যবাদ
@AzimKhan-uw1yc2 ай бұрын
@@AnwarulIslam-vk7sy আপনি যোগ্যতাহীন বলেই জিজ্ঞেস করছেন টুরিস্ট ভিসা এসে কাজ করা যায় কিনা। মানে সবখানে দুইনাম্বারি চিন্তাভাবনা। এটাই ১০০% প্রমাণ করে যে ওদের এবিলিটি নাই যাওয়ার। আর অভিজ্ঞতা সমমানের হতে হয় যা বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের হয়না। এর জন্য বাইরের অন্যান্য দেশের সাথে নিউজিল্যান্ডের লিস্টেড হাই ডিমান্ডিং হাইস্কিল জবের সাথে সমমানের অভিজ্ঞতা হতে হয়। যা আপনার মত দুই নাম্বার লোকদের নাই।
@kamrulhasan-pe3xb2 ай бұрын
Bai visit visar embassy fee koto tk??
@amarrannaghor692 ай бұрын
😂❤❤❤
@mohammadanikislam73122 ай бұрын
সিজনাল ভিসায় নিউজিল্যান্ড যেতে বিএমইটি ম্যানপাওয়ার কার্ড বাধ্যতামূলক লাগবে কিনা। এটা না করলে ইমিগ্রেশনের জারজ কর্মকর্তারা আবার ফেরত পাঠিয়ে দিবে কিনা। এটা একটু জানাবেন।
@SifatHabibiNZ2 ай бұрын
এসব সিজনাল ভিসা আপনাদের জন্য না। এগুলা দালালদের ভাউতামি আলাপ। ধন্যবাদ
@msarkar-ny5gq2 ай бұрын
ভাই স্টেট ফরওয়ার্ড কথা বলেন ভালো লাগে। ভাইয়া আমি ভিসার জন্য নিজে নিজে এপ্লাই করেছি অফার লেটার পেয়েছি ইন্টারভিউ দিছি অনলাইনে মেডিকেল করছি একচুয়ালি একটু বলবেন ইমিগ্রেশন কত দিনের মধ্যে ভিসা দেয়। আমার অলরেডি দুই মাস দুই মাস ১০দিন হয়ে গেছে। আমি ডকুমেন্ট সাবমিশন এন জেড লইয়ারের মাধ্যমে করিয়াছি
indded জব সাইট থেকে আমি জব চয়েজ করে তারপরে অ্যাপ্লিকেশন করছি তখন কোম্পানি আমাকে অফার লেটার দিয়েছে এভাবে অ্যাপ্লিকেশন করেছি
@msarkar-ny5gq2 ай бұрын
Abm group nz limited এই কোম্পানিতে এপ্লাই করেছিলাম
@msarkar-ny5gq2 ай бұрын
Interior board fixer/plasterer
@SifatHabibiNZ2 ай бұрын
আপনি কোন দেশে এই ধরনের কাজ করেছেন আগে?
@Prapti-0202 ай бұрын
আজকে আপনার কথার জন্য মুখে ভয় কাজ করছে এটার কারণ কি আগের ভিডিওটা আমার মনে হচ্ছে এখন যে ভিডিওটা করেছেন সেটা কেউ আপনাকে হুমকি দিয়ে করাচ্ছে
@SifatHabibiNZ2 ай бұрын
আমাকে কেউ হুমকি দিচ্ছেনা বা হুমকি দিয়ে এদেশে কেউ কিছু করতে পারেনা। আর আগের ভিডিওতে এই তথ্যটা মিসিং ছিল তাই এটা শুধুমাত্র এড করা হইছে। এমন না যে আগের ভিডিওতে কোন ভুল ছিল। এই ভিডিওতে শুধুমাত্র যেটা বাদ পরেছিল এটা এড করা হয়েছে। এটা বাংলাদেশ না যে হুমকি দিয়া চলে সব। এই ভিডিওটা আমি ঘুম থেকে উঠে করেছি, তাই হউতো এমন আপনার কাছে মনে হয়েছে কিন্তু যা পুরোপুরি ভুল ধারনা। ধন্যবাদ
@Prapti-0202 ай бұрын
@@SifatHabibiNZ বড় ভাই আপনাকে অনেক ভালোবাসি তাই এমন মনে হচ্ছিল আপনি আমার কথায় মনে কিছু নিবেন না ক্ষমা পার্থী আপনার কাছে 🙏
@SifatHabibiNZ2 ай бұрын
never mind bro
@Prapti-0202 ай бұрын
@@SifatHabibiNZ আজকে আমার কাছের এক ছোট ভাই নিউজিল্যান্ড যাইতেছে দুইটার সময় ফ্লাইট বাংলাদেশ টাইম তাকে কোম্পানি রিসিভ করে কিনা জানাবো আপনাকে সে যাওয়ার পরে আমরা কয়েকজন বড়শা পাবো যাওয়ার জন্য
আসসালামু আলাইকুম ভাই এখন কাজের জন্য নিউজিল্যান্ডে আসতে হলে কি শুধু ওয়ার্ক পারমিট ভিসাতেই আসতে হবে? বাট অন্য কোনো ভিসাতে এসে কাজ করা যাবে না এখন কথা হচ্ছে এজেন্সি বলতেছে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠাবে আমি চেক করে অরজিনিয়াল ওয়ার্ক পারমিট ভিসা হলে কিছু টাকা দিতে বাধ্য থাকিব তারপর মেন পাওয়া ইয়ার টিকিট হাতে বুঝে পেয়ে সম্পূর্ণ টাকা জমা করিতে হবে। এবং সকল ডকুমেন্টস চেক করার পর টাকা দিতে বাধ্য থাকিব। এই নিয়মে নিউজিল্যান্ড যাওয়াটা আমার জন্য কেমন হবে জানালে একটু উপকৃত হতাম। প্লিজ ভাই দয়া করে একটা রিপ্লাই দিবেন ভাই প্লিজ
@SifatHabibiNZ2 ай бұрын
ভাইরে ভাই, আপনারে এই নিয়ে আগের ভিডিওতে ৪/৫ বার বলা হইছে যে নিউজিল্যান্ডে বাংলাদেশ থেকে এসব কাজের ভিসা হয়না। আর এজেন্সি যা বলে তা ১০০% ভুয়া তা আমি আগের ভিডিওতে বলসি। আপনি আবারো এই ভিডিওতে এসে একই ঘেংর ঘেংর করে যাচ্ছেন। আপনি কি আমার রিপ্লাই দেখেন না? আমার ভিডিও বাংলা ভাষা বুঝেন না? নাকি আপনার ব্রেন নষ্ট? নাকি অন্ধ? যা নিয়া আমি ২টা ভিডিও তে প্রমানসহ উত্তর দিলাম সেই ভিডিওতে এসে সেই সেইম প্রশ্ন বার বার করে যাচ্ছেন, প্লিজ ভাই, আপনার মত লোককে আমার উপকার করার প্রয়োজন নাই, আপনি প্রতারিত হলেই সবার জন্য মংগল। ধন্যবাদ
@AzimKhan-uw1yc2 ай бұрын
হাইরে আবালের আবাল, কামলাচ**দা আবাল। মাথামোটা গোবরচ*দা লোক। সবখানে একই কমেন্ট করস কিন্তু কারো রিপ্লাই পড়িস না। আবাল কোথাকার। দালাল মুরিদ😅
@nazmussakib10842 ай бұрын
I am an architect. Working at bangladesh. Should i opt for student visa or skilled migration. Your would be helpful. Tia
@SifatHabibiNZ2 ай бұрын
you can not apply for skilled migrant from BD straight away. Thanks