NID Voter Area Migration process ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম

  Рет қаралды 38

DODO - ডোডো

DODO - ডোডো

Күн бұрын

ভোটার স্থানান্তরে করনীয়ঃ 👈
অনেকেই পড়াশোনা, চাকুরির কারন সহ অন্যান্য কারনে নিজ এলাকার বাহিরে ভোটার হন। তাদের এমন কমন একটা প্রশ্ন কার্ডের পিছনে ভার্সিটির ঠিকানা কি করে তা নিজ এলাকায় স্থানান্তরিত করবো????
ভোটার স্থানান্তরে করনীয়ঃ---
জাতীয় প‌রিচয় প‌ত্রের পিছ‌নে যে ঠিকানা দেওয়া থাকে তা মূলত একজন ভোটা‌রের ভোটার এলাকা নি‌র্দেশ ক‌রে , যে ঠিকানার আলোকে ব্যক্তি এই এলাকার নির্বাচনে ভোট প্রদান করে। জাতীয় পরিচয় পত্রে মূলত দুই ধরনের ঠিকানা সংগ্রহ করা হয়। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা। নিবন্ধন কালীন সময়ে ব্যক্তি যে এলাকায় অবস্থান করে তা বর্তমান ঠিকানা ও তার প্রদত্ত স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে
গণ্য ও লিপিবদ্ধ হয়।
তবে ব্যক্তি এ ক্ষেত্রে voter at present/permanent চুজ করার সুযোগ পায়। সে অনুসারেও তার ভোটার এলাকা গন্য করা হয়। আর স্থায়ী ঠিকানা নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত থাকে যা সার্ভার কপি ছাড়া দেখা সম্ভব নয়।
- বর্তমান ভোটার ঠিকানা প‌রিবর্তন :
নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত
হয়ে আবেদন করতে হবে।
অর্থাৎ আবেদনকারী ছাত্র অবস্থায়
ধরা যাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহের ঠিকানায় ভোটার হয়েছেন,এখন তিনি নিজ এলাকা টাঙ্গাইলের মির্জাপুর যেতে চান,সেক্ষত্রে তিনি আবেদন ফরম জমা দিবেন মির্জাপুর অফিসে।
আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:
১) আবেদনকারীর NID ফটোকপি,
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স বা চৌকিদারি রশিদ,
৪। পিতা, মাতার জাতীয় পরিচয় পত্র,
৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
৬) বাসার হোল্ডিং নাম্বারের কাগজ।
বি.দ্র.: স্থানান্তরের জন্য কোন ফি নেই ও এ জন্য কোন কার্ড ও ইস্যু হয় না।
স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হলে আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে মেসেজ চলে যায়। পরবর্তী‌তে ভোটার চা‌হিত স্থানা‌ন্ত‌রিত ঠিকানায় জাতীয় প‌রিচয়পত্র পাওয়ার জন্য নতুন কার্ড ইস্যুর অনলাইন আবেদন করে স্থানান্তরিত ঠিকানার জাতীয় প‌রিচয়পত্র সংগ্রহ কর‌তে পার‌বেন । (তবে বিশেষ কিছু এলাকার ক্ষেত্রে ঠিকানা স্হানান্তর এর জন্য কাগজপত্রাদি কিছুটা ভিন্ন।

Пікірлер
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН