নিঝুম দ্বীপের ২২০০০ হরিন গেলো কোথায়? | নিঝুম দ্বীপ শেষ পর্ব | Nijhum dwip । Noakhali

  Рет қаралды 510,652

TravelWithShishirDeb

TravelWithShishirDeb

4 жыл бұрын

Subscribe (IT'S FREE) 🔔: bit.ly/2WeztRN
Join Our Travel Group - bit.ly/2WAZBXj
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
খরচ:
লঞ্চ ভাড়া - ২০০+২০০ টাকা ( ডেকে) ৯০০+৯০০ টাকা (কেবিনে) ১ জনের ভাড়া যাওয়া আসা
বাইক- ৪০০ + ৪০০ টাকা ( ২ জন যাওয়া আসা)
ট্রালার জন প্রতি - ৬০+৬০ টাকা জন প্রতি যাওয়া আসা
অটো - ৫০+৫০ টাকা জন প্রতি যাওয়া আসা
হোটেল - ১৫০০ টাকা ( ৪ জন) ১ দিন
সি.এন. জি - ৫০০ টাকা (৫ জন)
ট্রলার -১২০০ টাকা ( ১০-১২ জন)
হোটেল সোহেল(নামার বাজার) - 01759971643 ভালো মানের থাকার হোটেল.
কিছু তথ্য :
১.এখানে ভালো মানের খাওয়ার হোটেল নেই। খাওয়া নিয়ে সমস্যায় পড়তে হবে। তবে নামার বাজার হোটেল দ্বীপ সম্পদ তুলনামূলক ভালো। হোটেলের মালিক সৈয়দ কাকা অনেক হেল্পফুল। উনিই সি.এন.জি, নৌকা ঠিক করে দিবে। প্রতারিত হবেননা আসা করি।
২. বাইকাররা বাইক নিয়ে যেতে পারবেন। নৌকায় ১০০ টাকায় বাইক পারাপার করা যায়।
৩.ঢাকা থেকে লঞ্চ ছাড়ে বিকাল ৫ টায়, হাতিয়া থেকে ছাড়ে দুপুর ১ টায়। ফেরার দিন নিঝুম দ্বীপ থেকে সকাল ১০/১১ টায় বের হতে হবে।
৪.মাঝে মাঝে নিঝুম দ্বীপ থেকে ট্রালার হাতিয়া আসে, লঞ্চ ধরিয়ে দিবে। জন প্রতি ২০০ টাকা নেয়। সকাল ৮ টায় ছাড়ে।
৫. কবিরাজের চরে দেখারমত কিচ্ছু নেই।তাই এটি ভ্রমন তালিকা থেকে বাদ দিতে পারেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
My Gears ➤
kit.co/shishirdeb/my-vlogging...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Contract With Me :--
✔️ Facebook : goo.gl/uZZFTF
✔️ Like My Page👍 : goo.gl/nBSkJb
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For Business Inquiries Contract me
shishirdeb@yahoo.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Disclaimer:
Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Shishir Deb
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Thanks For Watching..
LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE!
#Noakhali
#Nijhum_dwip

Пікірлер: 571
@MdMehedi-fd9lb
@MdMehedi-fd9lb 4 жыл бұрын
আমি নোয়াখালীর ছেলে কিন্তু কোন সময় নিঝুম দ্বীপ যাওয়া হয়নি আর যাওয়া আগ্রহ ও ছিলো না। কিন্তু ভিডিওটা দেখার পরে, যাওয়া ইচ্ছা প্রবল বেড়ে গিয়েছে। আসলে দূনীতি কারণে দেশের অনেক পর্যটন স্থান ধংশের পথে
@tradebanglaenterprise725
@tradebanglaenterprise725 Жыл бұрын
মক্কার লোক হজ্ব পায়না এ আর নতুন কি?
@mohammadjahed6046
@mohammadjahed6046 Жыл бұрын
hmmm but dekhar moto ekta zaiga
@mdmohsinranaofficial
@mdmohsinranaofficial 4 жыл бұрын
এতো চমৎকার করে তুলে ধরা হয়েছে যে ভালো লাগতেই হবে। দুঃখ পেলাম হরিণ ও বন উজাড়ের সাথে কর্মকর্তারাও জড়িত।
@thailottokhan1912
@thailottokhan1912 4 жыл бұрын
প্রায় সারে তিন বছর দেশের বাহিরে আছি। ভিড়িওর শেষে যখন গানের সুর টা দিলেন সত্যি ভাই চোখে পানি চলে আসছে।
@tapanbarmon402
@tapanbarmon402 3 жыл бұрын
তোমার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে ভাই 😭
@ronybanik377
@ronybanik377 4 жыл бұрын
২০০৪ সালে যখন নিঝুম দ্বীপে গিয়ে ছিলাম তখন এত এত হরিণ দেখে ছিলাম মনে হচ্ছিল ছাগলের খামার দেখছিলাম। তখন বনের এত ভিতরে ও যেতে হয় নাই, খুব কাছ থেকেই হরিণের পাল দেখেছিলাম। এখন মনে হচ্ছে সত্যিই তখন অনেক ভাগ্যবান ছিলাম।
@ChefSaifulIslam
@ChefSaifulIslam 4 жыл бұрын
আমার বাড়ি নোয়াখালীতে। আজ রবীন্দ্রনাথের ঠাকুরের সেই কবিতা মনে পড়ে গেল। বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।
@aminurislam5590
@aminurislam5590 4 жыл бұрын
Ami tomar বাংলা ii জাবো আরো ওই dipta dek bo
@RofiqulIslam-mp1bh
@RofiqulIslam-mp1bh 4 жыл бұрын
আপনি কখনো নিঝুম দ্বীপ বেড়াতে গেছেন?
@marandebnath6682
@marandebnath6682 3 жыл бұрын
আমার ও বাড়ি নোয়াখালী জেলা হাতিয়ার উপজেলা ছিল। Ss আমার মনে কথা বলেছেন। Love 💖 you Hatiya.Always miss you.
@abdullahbaki8850
@abdullahbaki8850 3 жыл бұрын
I love Milton,Shelley not Robi
@ImranHasanroney
@ImranHasanroney 4 жыл бұрын
আমরা এই গত মাসে নিঝুম দ্বীপ ঘুরে আসলাম। মাত্র অল্প কিছু হরিণের দেখা পেয়েছিলাম তবে সেটাও অস্পষ্ট ভাবে! হাজার হাজার পায়ের ছাপ পাওয়া যাবে কিন্তু হরিণ না। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্যই নিঝুম দ্বীপ
@sohan8438
@sohan8438 4 жыл бұрын
আমি আমার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গর্বিত 😍 আর শিশির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ভিডিও দেখে আমি মুগ্ধ ❤
@mahbubalam563
@mahbubalam563 4 жыл бұрын
লাস্টের টুনটা ধারুন ছিলো.....বাংলাদেশের ছবির পরিচালকরাকি এত সুন্দর জায়গায় গুলো দেখতে পায়না??শেষের দিকে যে সমুদ্র সৈকত টা দেখালো তা কক্সবাজার থেকেও ভালো লেগেছে আমার কাছে
@md.rafiqulomar8045
@md.rafiqulomar8045 4 жыл бұрын
হরিণের কথাটা শুনে ব্যথা পেলাম। আমি মনে করি, নিঝুম দ্বিপ যাওয়ার যে কয়েকটা দেখার আছে তা হলো হরিন। আর নিঝুম দ্বিপে গিয়ে হরিন দেখতে না পাওয়াটা সত্যিই দুঃখজনক।
@abdulfsvxalim3213
@abdulfsvxalim3213 4 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ নিঝুম দ্বীপ সৌন্দর্য্য তুলে ধরার জন্য। নিঝুম দ্বীপ পর্ব তিনটা দেখে আমি অনেক সৌন্দর্য্য উপভোগ করলাম, মন চাইতেছে এখন ছুটে যায় নিঝুম দ্বীপ সৌন্দর্য্য দেখার জন্য।
@imranahmedneel3494
@imranahmedneel3494 4 жыл бұрын
আপনার ভিডিওর স্টাইল অনেক সুন্দর।।। বাস্তবের থেকে ও ভিডিওতে অনেক সুৃন্দর লাগে জায়গা গুলো,,,,,,প্রকৃতির মায়ায় মন শীতল হয়ে যায়❤❤❤❤
@banglayn3231
@banglayn3231 4 жыл бұрын
R8 bro
@mdmuktarkhan5986
@mdmuktarkhan5986 3 жыл бұрын
চোখের পানি আর ধরে রাখতে পারলামনা আমাদের দেশ বাংলাদেশ এই দেশে র্জমেছি বলে আমরা অনেক র্গভিত আমি আমার আল্লাহুর কাছে দোয়া করি যেন আমার এই দেশ আল্লাহু ভালো রাখে এবং আমার এই দেশের মানূষকেও আল্লাহ পাক ভালো রাখে (আমিন আমিন আমিন সুমমা আমিন)
@nimonkhan1599
@nimonkhan1599 4 жыл бұрын
ভাই আজ ১ বছর ধরে দেশের বাইরে আছি ভিডিওর শেষে গান টা শুনে ভাই চখের কোনে পানি জমে গেলো 😢
@mohammadimran07733
@mohammadimran07733 4 жыл бұрын
আপনার ভিডিওর কোয়ালিটি দেখে আমি সবসময় মুগ্ধ।
@md.solamankhan1956
@md.solamankhan1956 3 жыл бұрын
অপূর্ব! এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি! চমৎকার লাগলো। ধন্যবাদ আপনাদেরকে।
@thundergame6460
@thundergame6460 4 жыл бұрын
ভাবতে খুব অবাক লাগে,নিজের দেশে অবিরাম সৌন্দর্য রেখে আমারা অন্যদেশের সৌনর্য দেখতে যাই,হাইরে মানুষ নিজের দেশ যে কী তা তোমরা এখনও বুজলানা,❤❤❤
@sayedalfesani3801
@sayedalfesani3801 4 жыл бұрын
💐শ্রদ্ধা জ্ঞাপন করছি ঐ ভাষা শহীদের প্রতি,,⛳,,,৷যাদের😭😭 রক্তের♥ কারনে,,,,, আমরা এই বাংলা ভাষা,,,,পেয়েছি,,,,, তাদের প্রতি রইল আমার হাজারো,,,,,,,, সালাম,,,,,,,
@movewithshawon1262
@movewithshawon1262 4 жыл бұрын
আমাদের দেশ আসলেই সুন্দর, কিন্তু মানুস গুলো তেমনি চরম অসুন্দর।
@abdurrazzaque7576
@abdurrazzaque7576 3 жыл бұрын
বাংলাদেশ এ অনেক অনেক ভালো মানুষ আছে কিন্তু বেশি সময় ধরে অসভ্যদের কুশাসন দেশটাকে খোকলা করে ধঙশ করছে। ভালো সতলোকেরা অসহায় হয়ে পরছে।আমরাই যখন বাইরে থাকি তখন কত সুনামের সাথে থাকি কিছু কুলাঙ্গার নারী পুরুষ ছাড়া। এই মুসলিম দেশে খমতা পদ,বেশ্যা পাপিয়া ওতার খদ্দেরের দীর্ঘ তালিকা হয় কি করে। বৃটিশ ওপাকিস্থান আমলেও একটি মুসলিমার কোন অপঘটনা ছিলনা। এরশাদের সময় শুরু আর এখন করোনার মত সর্বকর্মে প্রতিষ্ঠানিক রুপে বিদ্যমান হয়েছে।আল্লাহ পাক আমাদের সঠিক শক্তিবান সত নেতৃত্ব দিয়ে জাতিকে রক্ষা করুন। আমিন।
@thebangladesh6275
@thebangladesh6275 3 жыл бұрын
বাংলাদেশের মানুষ গুলো ভালো কিন্তু শাশকরা নয়
@SamsungA-xq7ed
@SamsungA-xq7ed 2 жыл бұрын
ছোবহানাল্লাহ, অনেক অনেক শুকরিয়া আমার মহান প্রতিপালকে। এবং ধন্যবাদ আপনাদের।
@mominulazad819
@mominulazad819 4 жыл бұрын
অনেক ভালো লাগলো ,বুজাতে পারবো না। এভাবে সমগ্র বাংলাদেশ দেখতে চাই । শুধু বাংলাদেশ আর বাংলাদেশ ♥️♥️♥️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@sakibahmed594
@sakibahmed594 4 жыл бұрын
শেষ মোমেন্ট এর ড্রোন শট প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে পুরা অস্থির একটা অবস্থা!!! 😍😍
@rajib1967
@rajib1967 4 жыл бұрын
বুঝি না এতো সুন্দর ভিডিও হউয়া সত্বেও ভিডিওর ভিউ বেসি হচ্ছে না😥আসলে আমরা ভালো জিনিসের মর্ম দিতে জানি না😥
@princeroman931
@princeroman931 4 жыл бұрын
Right
@goldeway9224
@goldeway9224 4 жыл бұрын
রাইট কথা বলছেন ভাই
@mashfikaalhriday8615
@mashfikaalhriday8615 3 жыл бұрын
Subscriber bashi na hole, viewers asha kora jay na,
@redwanroni2234
@redwanroni2234 3 жыл бұрын
বিদেশে থেকেও দেশটাকে দেখতে পারছি। আসলেই আমাদের দেশটা অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@zillurrahaman7311
@zillurrahaman7311 2 жыл бұрын
এই ভিডিওর শেষে দেশাত্মবোধক যে গান দিলেন সত্যি মুগ্ধ হয়ে গেলাম।
@travelwithhasan1
@travelwithhasan1 Жыл бұрын
কি বলবো শিশির ভাই বলেছে তার ভিডিও দেখলে ভ্রমনের নেশাগ্রস্ত হয়ে পড়বো সত্য সত্যই তাই । ধন্যবাদ ভাই কে সহজ সরল ভাবে ভ্রমনের প্রতিটি বিষয় তুলে ধরার জন্য । অনেক ভালোবাসা রইলো ।
@MdAmjad-rc5kx
@MdAmjad-rc5kx 4 жыл бұрын
আপনার আর তৃতীয় পর্ব পর্যন্ত দেখলাম খুব ভালো লেগেছে ধন্যবাদ
@dibyadipdas3854
@dibyadipdas3854 3 жыл бұрын
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। আপনাদের নিঝুম দ্বীপের উপরে তৈরি VIDEO খুব ভালো লাগলো। কিন্তু হতাশ হলাম এই যে বাইশ হাজার হরিণের বাইশটি হরিণ না দেখতে পেয়ে। লোকদের বোধবুদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে, ওঁরা বুঝতেই পারছে না এই ভাবে শিকার হতে থাকলে ভবিষ্যতে বন্য প্রাণীদের আর দেখতে পাওয়া যাবে না।বন বিভাগের কর্মকর্তারাই বা কি করেন, ওদের কাজই এদের দেখভাল করা। আমার জন্ম পঃবঙ্গের ভূটান সীমান্তে তিন দিক ঘন বনে ঘেরা এক চা বাগানে।কাছেই ভূটান পাহাড়, ঝর্না ও পাহাড়ি নদী বয়ে চলেছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পার্শ্ববর্তী বনে অনেক জীব- জন্তুর বাস তাঁরা মাঝেমধ্যেই আমাদের বাসস্থানের কাছাকাছি চলে আসত।জীব-জন্তুদের মধ্যে উল্লেখযোগ্য হাতি, হরিণ, চিতাবাঘ, হায়না ,শেয়াল অজগর সাপ, ময়ূর,বন মুরগি প্রভৃতি।হাতি ও চিতাবাঘের হানা হতো, হাতিদের তাড়াতে হতো, ক্ষয়ক্ষতিও হতো। Video র শেষে গান শুনে মন উদাস হয়ে গেল, মনে হলো দুই বাংলায় নয় আমরা এক বাংলার।
@anik2658
@anik2658 4 жыл бұрын
খুবই চমৎকার প্রতিবেদন... এগিয়ে যান শুভকামনা রইল.....❤❤❤
@tanvirtaib
@tanvirtaib 3 жыл бұрын
পুরো বন খুজেও যখন হরিন পাওয়া গেল না তখন বেপারটা দুঃখজনক ছিল। কিন্তু পরক্ষনে এইভাবে হরিনের দেখা মিলবে ভাবিনি। আমার কাছে এই সিরিজের সেরা মুহূর্ত এটাই। আর একটা কথা, জানিনা কখনও আমাদের দেশের এতো গহিনে যাওয়ার সৌভাগ্য হবে কিনা কিন্তু নতুন করে একটা কথা না বললেই নয়, শিশির দা আপনার উপস্থাপনার ধরন এতটাই মুগ্ধকর যে তা সশরীরে গিয়ে দেখার চেয়ে কোনও অংশে কম নয়। ধন্যবাদ শিশির দা ।
@কোরআন-শিখি
@কোরআন-শিখি 4 жыл бұрын
proud of u dear AIUBIANS. video editing onnk valo chilo. Ek shate may be class o korsi... khub valo laglo... keep it up bro
@MdShahin-wl8oj
@MdShahin-wl8oj 4 жыл бұрын
সুরটা কলিজাডারে কাপাইয়া দিল,, যারা প্রবাসে আসে তারাই একমাএ বুজতে পারে দেশের প্রতি ভালবাসা।
@sahedahamed5466
@sahedahamed5466 4 жыл бұрын
Just wow... Onek sundor jayga...... Amar deshe j ei rokom eto sundor ekta jayga ase jantami na....
@hridoy5767
@hridoy5767 4 жыл бұрын
আমার দেশ সবচাইতে সুন্দর ❤ শুধুমাত্র দূর্নীতির কারনে আজও অসুন্দর রয়ে গেলাম।
@thebangladesh6275
@thebangladesh6275 3 жыл бұрын
সত্য😞
@mdajgorail9226
@mdajgorail9226 4 жыл бұрын
অসাধারণ ভাই ধন্যবাদ ওমানপ্রবাসীদের পক্ষ থেকে
@moontv1491
@moontv1491 4 жыл бұрын
ভিডিও ধারণ অসাধারণ। পুরো টিমকে ধন্যবাদ
@imdadulsworld8665
@imdadulsworld8665 4 жыл бұрын
ভাই ভিডিওটা খুব ভালো লাগলো আর বিশেষ করে শেষের দিকের ধন ধান্য গানটা বাশির সুরে খুব সুন্দর লাগলো একদম বুকের ভিতর গিয়ে লাগলো
@mohammadmonjurulislam3627
@mohammadmonjurulislam3627 2 жыл бұрын
এতো সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ 💖💖💖
@maloypramanik4250
@maloypramanik4250 3 жыл бұрын
এত সুন্দর জায়গা সরকার চাইলে এটাকে আরো বেশি সুন্দর ও আরো বেশি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতে পারে।
@ahmedmaruf3390
@ahmedmaruf3390 3 жыл бұрын
Osadaron vae darun sob asoside gula.onk onk tnx
@asgaralim9496
@asgaralim9496 4 жыл бұрын
আল্লাহ আমাদের সবই দিয়েছিলেন। শুধু দেয়নি সুন্দর সুন্দর মানুষ। বাইশ হাজার নয়, বাইশ হাজার কোটি হরিণও যদি থাকে, অত্যল্পকালের মধ্যেই তা আর খুঁজে পাওয়া যাবেনা।
@mrwow5133
@mrwow5133 3 жыл бұрын
একথাই Awesome 👌👌👌একবার হলেও যাওয়ার ইচ্চা আছে ইনশাআল্লাহ
@samiulazim3916
@samiulazim3916 4 жыл бұрын
দ্বীপটা সেনাবাহিনীর অধীনে দিয়ে দেওয়া দরকার 😥 যদি উন্নতি হয়
@atiqurrahman0517
@atiqurrahman0517 3 жыл бұрын
২০১২ বা ২০১৩ এর ফেব্রয়ারি মাসে গিয়ে ছিলাম নিঝুম দ্বীপ । একটা ব্যক্তিগত সমস্যার কারনে বেশী সময় থাকতে পারি নাই, তার পর ও ৮ বা ৯ ঘন্টার মত ছিলাম নিঝুম দ্বীপে বনের ভিতর গিয়েছিলাম হরিন দেখতে আনেক খুজাখুজির পর বহু দূর থেকে ছোট এক পাল হরিন দেখেছিলাম। পরবর্ততে যখন দুঃখের সাথে বিকেল আনুমানিক ৩টা বা ৪টার সময় একটা ট্রলার রির্জারভ নিয়ে ফিরে আসার সময় নিঝুম দ্বীপের বনের ধারের নদীর তীর ঘেষে ট্রলার যখন ঘুরে আস ছিল তখন আনেক আনেক হরিন দেখে ছিলাম। ভাই আজ আপনার এ ভিডিও দেখে বুঝতে পারলাম আমি বা আমরা আসলেই সৌভাগ্যবান ছিলাম।
@syedsadmannobyjoy9610
@syedsadmannobyjoy9610 4 жыл бұрын
নিঝুম দ্বীপ ঘুরে আসছি অনেক ভালো লাগছে৷ আসলেই খুবই নিঝুম আর নিরিবিলি একটা যায়গা৷
@geographyworld1875
@geographyworld1875 3 жыл бұрын
খুব ভালো লাগলো নিঝুম দ্বীপটি অসাধারণ👏✊👍 ধন্যবাদ🙏💕🙏💕 আপনাকে
@kamrulislamemran959
@kamrulislamemran959 4 жыл бұрын
Dhonnobad apnader k..ato Sundor kora video korlen..amar dekha sob ceya sondor 1ta,video..verry nice Noakhali nijum Dwip
@dr.jobayarlifestyle
@dr.jobayarlifestyle 4 жыл бұрын
অসাধারণ ভাই।শেষ এ চোখে পানি এসে পড়েছে ☺
@SKBillal10001
@SKBillal10001 4 жыл бұрын
ওয়াও মারাক্ত সুন্দর ফাইন হয়েছে ভিডিও টা--
@suptapaul5753
@suptapaul5753 4 жыл бұрын
মন চাচ্ছিলো ভিডিও টা আরেকটু বড় হোক!❤❤❤ Best one😍😍😍
@mahmudun_mahim
@mahmudun_mahim 4 жыл бұрын
Sisir vai joss hoica. Gd video nice😊😄
@msbongobd
@msbongobd 4 жыл бұрын
ভাই আপনাদের ভিডিও অসাধারণ হয়েছে আর কোন দিন দেখেনি এমন ভিডিও অনেকে ভিডিও করে আপনারা বেস্ট মাশাআল্লাহ,, জাযাকাল্লাহ
@rashedhasan1698
@rashedhasan1698 4 жыл бұрын
অসাধারন.....ধন্যবাদ Travelwithshishirdev টিম কে যাদের কল্যানে আমরা এত সুন্ধর একটা জায়গা দেখতে পারলাম💖
@mohammadmonjurulislam3627
@mohammadmonjurulislam3627 2 жыл бұрын
Too much essential video... Thank you so much!..... Hope many more beautiful videos from you,,,,,,,,,,,,,,,,,
@pnsbd2594
@pnsbd2594 4 жыл бұрын
Bangladesh is a land of unparallel beauty and hospitality. Love you Bangladesh. Thanks for informative presentation.
@asrafomor7871
@asrafomor7871 4 жыл бұрын
দাদা আপনার ভিডিও দেখা মানে পুরো নিজুম দ্বীপ দেখা। আপনার ভিডিও গুলো অসাধারণ লাগে। তবে দুঃখ বনের হরিণ দেখতে পেলাম না।
@5minutescoxsbazar87
@5minutescoxsbazar87 4 жыл бұрын
Same,bro
@simabhattacharyya6818
@simabhattacharyya6818 3 жыл бұрын
Nice landscape. Nice Videography .awesome. From kolkata.
@hossainiexpres1366
@hossainiexpres1366 4 жыл бұрын
আমার কাছে সমুদ্র সৈকতের চেয়েও এ সব দ্বীপ গুলো অনেক ভালো লাগে
@ShafiShaikat
@ShafiShaikat 4 жыл бұрын
awesome.. lovely making. keep it up brother..
@alitsaha7544
@alitsaha7544 4 жыл бұрын
ভিডিওটা অসাধারণ ছিলো। এগিয়ে যান ভাই💝
@mhshohan710
@mhshohan710 4 жыл бұрын
Onak sundor akta video😍😍😍
@zahirulislambanglaboy1568
@zahirulislambanglaboy1568 4 жыл бұрын
সুন্দর তো এমন জায়গায় দেখার জন্য অপেক্ষা থাকি
@PureSubmarsibleConstruction
@PureSubmarsibleConstruction 4 жыл бұрын
Video khub laglo......awosome
@shariarrahman3584
@shariarrahman3584 4 жыл бұрын
আপনার কথা সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্রবাহচিত্রটিকে ❤। প্রানের বাংলা ভাষার সাথে অন্য ভাষার সংমিশ্রণ নাহ হলে আরো উপভোগ্য হতো ভাই❤ এমনিতেও আপনার ভক্ত ❤
@ghurpoka
@ghurpoka 4 жыл бұрын
সুন্দর জায়গা। ☺
@NewLookrajaaslam
@NewLookrajaaslam 3 жыл бұрын
সুন্দর। শুভ কামনা।
@AlamgirHossain-dm9ou
@AlamgirHossain-dm9ou 2 жыл бұрын
আপনাদের অশেষ ধন্যবাদ, আরও এমনই ভিডিও আপলোড করবেন, প্লিজ
@niazdewan3606
@niazdewan3606 Жыл бұрын
আজ 24/04/2023..নিঝুম দ্বীপ ভ্রমন করলাম..অসাধারন অভিজ্ঞতা..এখানে বন দ্রূত উজার হচ্ছে আর বনে শিয়ালের অনেক উৎপাত...হরিন কমে যাওয়ার সেটাও অন‍্যতম কারন...এই ভিডিওর খেজুর গাছ গূলো আর নেই ভাই..
@user-ud7zf6rw7l
@user-ud7zf6rw7l 3 жыл бұрын
শেষের ড্রোন ভিডীও ধারণ অসাধারন যা দেখে মুগ্ধহয়ে সাবস্ক্রাইব করেদিলাম......নোয়াখালীর ছেলে অথছ আমি নিজেই জানি না নিঝুম দ্বিপের কথা....সৌদীআরব থেকে...
@MdSumon-oe7ib
@MdSumon-oe7ib 4 жыл бұрын
Onek sundor vaiya ami aponar sob video ami dekhi
@aktervol1929
@aktervol1929 3 жыл бұрын
অনেক সুন্দর মাশা আল্লাহ্
@mdjewelrana9938
@mdjewelrana9938 4 жыл бұрын
খুব সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য ধন্যবাদ শিশির ভাই আপনাকে
@mdmamunurrashid9444
@mdmamunurrashid9444 4 жыл бұрын
নিজের দেশ নোয়াখালীতে এতো সুন্দর জায়গা আছে তা আগে জানতাম না, সত্যি পোড়া কপাল
@rahmatullah9204
@rahmatullah9204 4 жыл бұрын
বাই নোয়াখালির বিসা আচে।
@muhammadsahed7383
@muhammadsahed7383 3 жыл бұрын
ভাই শিশির ভাই যেভাবে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন সেটা বাস্তব থেকে অনেক সুন্দর
@riyankhanjoy4203
@riyankhanjoy4203 4 жыл бұрын
অসাধারণ দীপ খুব ভালো লেগেছে
@bellalhosen1897
@bellalhosen1897 3 жыл бұрын
ধন্যবাদ আপনাদের এভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের দেশটাকে
@sultanabangla
@sultanabangla 4 жыл бұрын
Assalamualaikum brother thanks for sharing this wonderful upload and really excellent scenery. Really beautiful and nice person. I respect and love. I wonder where all the majestic animals go. I think everyone loves nature as nature is part of who we are.
@sefatesadiamumu5509
@sefatesadiamumu5509 3 жыл бұрын
Osobvob valo laglo
@imdadsamad6944
@imdadsamad6944 4 жыл бұрын
সত্যিই অসাধারণ মনপুরা দেকার অপেক্কায় রইলাম
@omor8309
@omor8309 4 жыл бұрын
সত্যি আপনার ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর, আরো বেশি বেশি করে এরকম সুন্দর জায়গার ভিডিও আমাদেরকে উপহার দিবেন
@nurulquader4735
@nurulquader4735 Жыл бұрын
নিঝুমদ্বীপ নিয়ে ভিডিও করার জন্য অনেক ধন্যবাদ। বেশ ভাল একটা ভিডিও হয়েছে। প্রকৃতির পাশাপাশি দ্বীপের মানুষ নিয়েও কিছু বলতে পারতেন, যেমন বলছেন দ্বীপের গাছ চুরি ও হাতিয়ার মোটরসাইকেল নিয়ে অবৈধ কারবার বিষয়ে। আর শেষে দুটো ভুল সংশোধন করে নিতে অনুরোধ করব; (১) হাতিয়ার তখনকার জনপ্রতিনিধির নাম হবে আমীরুল ইসলাম কালাম (কামাল নয়, যা আপনি বলেছেন), (২) শুধুমাত্র বালু দিয়ে গঠিত বলে শুরুতে এ চরের নাম ছিল বাউল্লার চর (পাশাপাশি চর ওসমান নামেও এর পরিচিতি ছিল)।
@sharminjahan7334
@sharminjahan7334 4 жыл бұрын
Nice video vaiya.👌👌👌
@itachialmas
@itachialmas 3 жыл бұрын
Manush amn kan,... valo lagse vai thanks...
@niamulbary6366
@niamulbary6366 4 жыл бұрын
Honest Representation.. Kept in my bucket list Brother..
@f.m.faysalebneanowar3625
@f.m.faysalebneanowar3625 4 жыл бұрын
U r really good vaiya ato sundor kore present korlen Mon vore gelo❤️❤️❤️
@mohammediqbal3572
@mohammediqbal3572 4 жыл бұрын
Great, discovering Bangladesh through your Chanel, well done, thanks
@farhanrifat8570
@farhanrifat8570 4 жыл бұрын
ভিডিও গুলোর জন্য ধন্যবাদ ❤
@muntasirankon69
@muntasirankon69 4 жыл бұрын
Apnar video gula onek joss hoy vai
@mst.shathiakter6861
@mst.shathiakter6861 3 жыл бұрын
Khub sundhor jaiga 🥰🥰🥰
@munshimdarif839
@munshimdarif839 4 жыл бұрын
খুব সুন্দর হয়েছে ভাইজান ।
@UniversitytoJobedu
@UniversitytoJobedu 4 жыл бұрын
এক ভিডিও দেখেই এই চ্যানেল এর প্রেমে পরে গেলাম
@sujitroy627
@sujitroy627 4 жыл бұрын
Your Videography & Sence of using Background Music is Extraordinary. Loved your presentation too. Subscribed. Best of luck.
@shohaghbiswas4494
@shohaghbiswas4494 4 жыл бұрын
অসাধারণ ছিলো
@jfarhana57
@jfarhana57 4 жыл бұрын
wow vai keep it up☺ drone shots gula awesome 😍
@taukirahmed6344
@taukirahmed6344 4 жыл бұрын
এক কথায় অসাধারণ
@monirachowdhury87
@monirachowdhury87 3 жыл бұрын
Thank you for your great work on hatiya and surroundings
@faridhossen8350
@faridhossen8350 4 жыл бұрын
apni osadaron video koren.kub valo
@rahulvideos2701
@rahulvideos2701 4 жыл бұрын
Apner video gola valo lage
@rahat3610
@rahat3610 4 жыл бұрын
খুব ভালো লাগছে। 😍😍
@smmohini3290
@smmohini3290 3 жыл бұрын
Onek sundor video vaiya
@AbuBakar-et8un
@AbuBakar-et8un 4 жыл бұрын
অনেক ভাল ছিল।
@trounkhalroma610
@trounkhalroma610 4 жыл бұрын
Zajak Allah khair for your valuable Guidelines
@halalrannagor280
@halalrannagor280 4 жыл бұрын
Congratulations my dear Brother, Allah can always help you, my Bangladesh Beautiful countries, beautiful landing nejum dip,
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 68 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН