প্রিয় বোন, আপনাকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। আপনি এই উম্মতের শ্রেষ্ঠ সম্পদ। আপনার গর্ভ থেকেই উম্মতের সালাহউদ্দিন জন্ম নেবে। আমরা শুধু আলিমদের নাসীহাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছি, যেন আপনাদের নেক আমল ও ইস্তেগফারের উসিলায় আল্লাহ আমাদের হাশরের ময়দানে মাফ দিয়ে দেন। প্রতিটা লফয আপনাদের উপকারের জন্য, আপনাদের ছোট করার জন্য নয়। আপনারা তো আমাদের মাথার মুকুট। তাই, দয়া করে আমাদের ভুল বুঝবেন না।