Nikli Haor Kishoreganj | একদিনেই ঘুরে আসুন নিকলী হাওর থেকে | ভ্রমণ গাইড

  Рет қаралды 482,462

Vromon Guide

Vromon Guide

Күн бұрын

নিকলী হাওর ভ্রমণ গাইড (Nikli Haor, Kishoreganj) : কিশোরগঞ্জ এর নিকলী হাওড় যাওয়ার উপায়, ঢাকা থেকে একদিনের ট্যুর প্ল্যান, কি খাবেন, কোথায় খাবেন, নৌকা ভাড়া, হাওর ঘুরে কি কি দেখবেন, নিকলি ভ্রমণ খরচ ও বিভিন্ন ভ্রমণ টিপস।
➡️ দেশ সেরা ভ্রমণ বিষয়ক অ্যান্ড্রয়েড অ্যাপ "ভ্রমণ গাইড" ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকেঃ bit.ly/vromonapp
কিশোরগঞ্জ এর একটি উপজেলা নিকলী। যার উত্তরে করিমগঞ্জ এবং মিটামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা; পূর্বে অষ্টগ্রাম ও মিটামইন উপজেলা আর পশ্চিমে কটিয়াদি ও করিমগঞ্জ উপজেলা। দ্বিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে আসুন নিকলি হাওরে। বিশাল বেড়ি বাধের এক পাশে সাগর সমান পানির রাজ্য, দ্বীপের মত ভেসে থাকা ছোট ছোট গ্রাম, দুপাশে পানি নিয়ে মাঝে বয়ে চলা রাস্তা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মত ছোট জলাবন, দীগন্তে রঙ্গিন সূর্যাস্ত এবং খাবারের জন্যে আছে হাওরের তরতাজা মাছ। এই সবকিছুর মিলিয়ে নিঃসন্দেহে নিকলী হাওর ভ্রমণ হতে পারে আপনার জীবনে মনে রাখার মত একটি সেরা ভ্রমণ। আর ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব নিকলী হাওর থেকে।
নিকলী ভ্রমণ টিপসঃ
* ঢাকা থেকে একদিনে ঘুরতে চাইলে খুব ভোরের বাসে রওনা দিন, তাহলে বেশী সময় পাবেন ঘুরার জন্যে।
* চাইলে নিজের প্রাইভেট কার নিয়েও আসা যাবে নিকলি হাওড়ে।
* ট্রেনে আসতে চাইলে আগেই টিকেট করে রাখুন।
* শুক্রবার দিন বেশী মানুষ থাকে, সম্ভব হলে ছুটির দিন ছাড়া আসুন।
* কম খরচে নিকলি ভ্রমন করতে চাইলে কয়েকজন মিলে আসুন।
* হাওরের হাসের মাংস পাওয়া যায় হোটেলে, খেয়ে দেখবেন।
* নৌকা ভাড়া ও অন্যান্য যানবাহন ভাড়ায় দরদাম করবেন।
* সাথে ছাতা এবং লাইফজ্যাকেট রাখুন, কাজে লাগবে।
* নিকলী ঘুরে হাতে একদিন সময় নিয়ে কিশোরগঞ্জ শহর ভ্রমণ করে নিতে পারেন।
* কিশোরগঞ্জ এর গাংচিল, শ্রাবনী, নিরালা, ক্যাসেল সালাম, রিভার ভিউ ভাল হোটেল।
নৌকা ভাড়াঃ নৌকা ভাড়া দরদাম করে নিবেন। নৌকার জন্যে যোগাযোগ করতে পারেনঃ শহীদুল হক (০১৯৬৯-৫৩৯৯৮৬), ভ্রমণ গাইড এর রেফারেন্স দিলে সে ভাড়া যত কম সম্ভব রাখবে।
কত খরচ হবে?
কতজন যাবেন তার উপর নির্ভর করবে খরচ। ঢাকা টু নিকলী যাওয়া ও আসা মিলিয়ে জনপ্রতি খরচ ৬৫০ টাকা, নৌকায় ঘুরতে খরচ হবে ১০০০-১৫০০ টাকা, খাওয়া দাওয়ার খরচ হবে জনপ্রতি ২০০-২৫০ টাকা। যদি একসাথে ৫ জন ও জান তাহলে এই হিশেবে খরচ হবে ১০০০-১১০০ টাকা। চাইলে আরও খরচ কমানো সম্ভব।
DRONE FOOTAGE CREDIT:
Mahfuz Mizbah Uddin
KZbin: Mahfuz Art of Nature (bit.ly/2XSDgbW)
MUSIC CREDIT:
Sunshine by urpleactus urpleactus.ban...
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Music promoted by Audio Library • Sunshine - urpleactus ...
- - - - - - - -
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।
✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ bit.ly/vromontube
✿ ফেসবুক পেইজঃ / vromonguidebd
✿ ওয়েবসাইটঃ VromonGuide.com

Пікірлер: 575
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН