😂onhttp ❤ a pada t😢Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.🎉 by td CT XD CT uhuo😊@@Shafi_nGaming😢 😢😊😂
@Rez322394 ай бұрын
কথাগুলো যুক্তিসঙ্গত এবং বাস্তব। ইসলামে তাহাজ্জুদের নামাজ কে অনেক গুরুত্ব দিয়েছে। কারণ, এই তাহাজ্জুদের সময়টা এমন সময় যেই সময়ে মহান আল্লাহ্ তায়া’লা দুনিয়ার আকাশে নেমে আসে এবং বিশেষ একটা মনোযোগ দেয় অতঃপর তিনি বলেন কার কি লাগবে আমার কাছে চাও সব চাওয়া আমি পূর্ণ করবো। আমি ২০২০ সালের দিকে রাত ৩:০০ টা ৩:৩০ টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়েছি এবং যেটা রবের নিকট চেয়েছি সেটাই পেয়েছি। বাস্তব প্রমাণ অনেক আছে। অবশ্যই এই নামাজ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ।
@syedalamgir58384 ай бұрын
You are a good man.
@yusufyusuf-nr9ne3 ай бұрын
❤️
@AnnanaJoarderАй бұрын
Mashallah
@MaktharMukul4 ай бұрын
হে মালিক,আমাকে তাহাজ্জুত পালন কারিদের অন্তর্ভুক্ত কর আমিন।
@riponmia48693 ай бұрын
আমিন
@rafirohan45733 ай бұрын
এতো কৃত্রিম করে কথা বলার কিছু নেই, কুরআন এর এমনিতেই সুন্দর, কথা নরমাল ভাবেও বলা যায়।
My heart Allah my blood Nabi my full body Kuran my brain Hazrat Ali Hazrat Hasan Husain my Jannat key namaj panch waqt namaz
@fewfarbetween87685 ай бұрын
Ami janina kintu kano goto 1 mas dore ami protidin rat 3 tai automatic gege jai ar amer nijeke khub strong mone hoi oi somoy.Ami tokon hatahati kori. Akon bujte parlam.Alhamdulillah ❤❤❤❤❤❤
@JeonJungkook-qx6ep5 ай бұрын
Subhanallhi oa bihamdihi Subhanallhil Azim
@majharulislam18604 ай бұрын
আলহামদুলিল্লাহ্।
@IqbalHossain-dd8xh5 ай бұрын
প্রতি সেকেন্ডে কোন যায়গায় রাত ৩ টা হয়। তার মানে আল্লাহ প্রতি মুহূর্ত বানদাদের খুব কাছে থাকেন?
@abdullaalmamunalif16145 ай бұрын
স্রষ্টা কি মানুষ নাকি,যে আমাদের মাঝে যে সময়ের ব্যবধান থাকবে,উনার কাছেও সেটা থাকবে!তাই যদি হতো,তাহলে তো তিনিও সৃষ্ঠির একটা অংশ হয়ে থাকতেন। স্রষ্টাকে নিজের কাতারে নিয়ে আসাটাই বোকামি! আপনার আমার কাছে সময়টা আপেক্ষিক বিষয়,উনার কাছে নয়।
@sihabportal86235 ай бұрын
সৃস্টিকর্তার কাছে সময়ের কোন ব্যবধান নাই। তিনি শুধু পৃথীবির সৃস্টিকর্তা নন তিনি মহাবিশ্বের সৃস্টিকর্তা ও সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা। তন্দ্রা, নিদ্রা ও পানাহার থেকে মুক্ত। তিনি এক ও অদ্বীতিয়।
@mehedihasantarek47635 ай бұрын
এটা স্থান অনুযায়ী হবে।আল্লাহ হচ্ছেন মহান।তিনি আমাদের কাধের শিরার থেকে ও নিকটে।তিনি সবকিছু সম্পর্কে অবগত।আর তাহাজ্জুদ এর ফজিলত কার্যকর হবে, যখন যে স্থানে তাহাজ্জুদ এর সময় হবে,তখন সে স্থানের জন্য।আল্লাহ ই ভালো জানেন।তিনি মহাজ্ঞানী ও সর্বশক্তিমান।
@Tahrim5054 ай бұрын
Excellent, মনের কথা বললেন@@abdullaalmamunalif1614
@nothing_but_everything00Ай бұрын
সময়ের সৃষ্টি কখন থেকে জানেন? বিজ্ঞানীদের মতে ঠিক যখন বিগ ব্যাং হয় ,তখন থেকে সময়ের সূচনা । আর বিগ ব্যাং এর পরই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ,কিন্তু মহাবিশ্ব সৃষ্টির পূর্বেও কিন্তু আল্লাহ্ ছিলেন । তাই সময় সৃষ্টির অনেক আগে থেকেই যে সত্তার অস্তিত্ব ,তাকে সময় দিয়ে বিচার করাটা কি যৌক্তিক?
নামাজ এ সব কিছু আছে পৃথিবীর প্রতিটি কনা একে অপরের ছেয়ে আলাদা আর তা দেখার ও মাধ্যম নামাজ কেমন সুরজের আলো স্পষ্ট একে অপরের ছেয়ে আলাদা জার ক্ষুদ্র অবস্থানে রয়েছে আল্লাহর উপস্থিতি
@jannatulferdous39623 ай бұрын
ভালো লাগলো
@hosnearahosneara5 ай бұрын
Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
@Nadiya-t3t3 ай бұрын
Subahan allha❤❤❤❤
@rafsansr34595 ай бұрын
আমিন🥰
@unknownSmallphilosopherАй бұрын
যারা নিকলা টেসলার মত জ্ঞানী হতে চাও তাদের উচিত রাত তিনটায় উঠে ২ রাকাত নামাজ পড়ে গবেষণায় লেগে যাওয়া,,,,
@MahabubaAktar-d1i4 ай бұрын
Alhamdurilla 😮❤❤
@mdrezaulkarimkhan48915 ай бұрын
মুসলিমরা যখন মুসলিম হবে।
@MdSohrabHossain-b5h2 ай бұрын
Excellent
@wwe1231813 ай бұрын
Assalamu Alaiykum Warahmatullah. Ameen Ameen Ameen Ya Rabbul Alamin.
@quranerpath81345 ай бұрын
Oni Muslim silen.. Masha Allah. Khobi vhalo biggani siln oni
@dreammate41944 ай бұрын
He was Orthodox Christian
@taniaahmed57984 ай бұрын
Amin allah jeno rat 3tai otha kobul kore.
@aishaasha-k4b5 ай бұрын
অনেক ধন্যবাদ ভাই জানানোর জন্য....
@Dulalarabpati5 ай бұрын
আল্লাহ আমাদের ক্ষমা করো।
@MRsajijulprerana5 ай бұрын
Allah hukbar
@amirulkhandokar64635 ай бұрын
আমিন
@Rikta9565 ай бұрын
অসাধারণ 🤍
@SumaiyaIslamNaheen4 ай бұрын
আল্লাহ তায়ালা ন্যায়বিচার
@MishuMustafij-zg6zz4 ай бұрын
Alhamdulillah
@sammibast99334 ай бұрын
Suvhan Allah
@Abcrdfdsfgeft5 ай бұрын
এসব গবেষণার link description box এ দিয়েন যাতে আমরা তা share করতে পারি
আমাদের এখানে রাত ৩ টা হলেও আমেরিকায় দুপুর কিন্তু পৃথিবীতে বায়ুমন্ডল ও সূর্য একটাই তাই এই পৃথিবির সকল মানুষের জন্য ১ম আসমান ও একটাই। তাই এই মুহূর্তে আমি যেখানে আমি যেখানে আছি রাত ৮ টা বাজে কিন্তু এখন পৃথিবীর কোন একটি জায়গায় রাত ৩ টা তাই ২৪ ঘন্টাই তো এই বিশেষ মুহূর্ত চলার কথা।🤔🤔🤔
@IKnowledgeNAHIT5 ай бұрын
আল্লাহ রব্বুল আলামীনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না। আপনি এক জায়গায় গেলে একই সময়ে আর এক জায়গায় যেতে পারেন না, আল্লাহ রব্বুল আলামীনকে আপনি সেই রকম মনে করছেন? আল্লাহ রব্বুল আলামীন তো আহকামুল হাকিমীন। আমরা তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা। আমাদের এখানে যখন ভোররাত পৃথিবীর অন্য আরেক দেশ সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে। পারে কি পারে না? আমেরিকাতে তখন দিনের বেলাও হতে পারে। সৌদি আরবে তখন দিনের বেলাও হতে পারে। যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রব্বুল আলামিনের তখন ওই জায়গায়, ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে অসম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিনের একই সময়ে অনেকগুলো অবস্থা হতে পারে, হাজার লাখো কোটি অগনিত অবস্থা তার হতে পারে, কারন তিনি আল্লাহ! কারণ তিনি আমাদের মত নয়। পবিত্র কুরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামীন ইরশাদ করেন:- لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ "কোন কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।" ( সূরা আশ্ শূরা, আয়াত:- ১১ ) তার মত কেউ নয়, তিনি আর কারো মত নন। অন্যত্র আল্লাহ রব্বুল আলামীন ইরশাদ করেন:- وَ لَمۡ یَکُنۡ لَّهٗ کُفُوًا اَحَدٌ " তার (আল্লাহর) সমকক্ষ কেউ নয় "। ( সূরা ইখলাস, আয়াত:- ৪ ) তার সমকক্ষ, তার সমতুল্য, তার দৃষ্টান্ত আর কেউ নাই। অতএব আপনি আমি যেটা পারিনা, আল্লাহ সেটা পারেন। আল্লাহ রব্বুল আলামীন একই সঙ্গে কোথাও একজনকে অনুগ্রহ করছেন। একজনকে মৃত্যু দিচ্ছেন, আরেকজনকে জীবন দিচ্ছেন। একজনকে ধনী করছেন আরেকজনকে গরীব করছেন। একজনকে বিপদ থেকে উদ্ধার করছেন, আরেকজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন। এক জায়গায় আজাব দিচ্ছেন আরেক জায়গায় রহমত দিচ্ছেন। একই সঙ্গে কোথাও তিনি বৃষ্টি দিচ্ছেন, হাজার লাখো কোটি কোটি অগনিত কাজ একই সময়ে তিনি করতে পারেন। তার সাথে আমাদের কোন তুলনা নেই। আমরা যারা এই প্রশ্ন করি তারা আল্লাহকে আমাদের মত মনে করে চিন্তা করি। আমরা এভাবে ভাবি, আমি যখন দিনাজপুরে থাকি তখন তো আমি ঢাকায় থাকিনা, আমি যখন ঢাকায় থাকি তখন তো আর দিনাজপুরে থাকি না। তো আল্লাহ যখন এখানে আসমানে আসেন তখন আবার সৌদি আরবের আসমানে কি হয়? সারাদিন কী শুধু আল্লাহ এই নামা-নামিই করে নাকি? প্রকৃতপক্ষে এই প্রশ্নটা আসে আল্লাহ তায়লা সম্পর্কে আমাদের অজ্ঞানতার কারনে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কারো কোন তুলনা হয়না। আরে ভাই আল্লাহ তো অনেক পরে, আল্লাহর এমন অনেক সৃষ্টি আছে, যে সৃষ্টির ব্যাপারেও আমরা কল্পনা করতে পারিনা যে, তার ভিতরে কত রকমের বৈচিত্র্য এটেন্ট টাইম থাকতে পারে আল্লাহর সৃষ্টির মধ্যে!! সেখানে আল্লাহ রব্বুল আলামীন, আহকামুল হাকিমীন, তিনি কাদীর (সব কিছুতেই সক্ষম) তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে এটা আমাদের চরম বোকামি ছাড়া আর কিছুই হবে না।" আমরা উপরোক্ত আলোচনার আলোকে এটা উপলব্ধি করতে পারলাম যে জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাথে তুলনীয় নয়। তিনি একই সময় অগনিত সংখ্যক কাজ করতে সক্ষম, সুতরাং নরওয়ের কিছু এলাকাগুলোতে কিংবা মেরু অঞ্চলে যেখানে একটানা ৬ মাস রাত থাকে সেখানকার আকাশেও শেষ রাতে বা রাতের শেষাংশে মহান আল্লাহ রব্বুল আলামিনের অবতরণ আল্লাহর জন্য অসম্ভব বা কষ্টসাধ্য নয়। তিনি সব কিছুতেই সক্ষম। আশা করছি উত্তরটি পেয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।
@HabiburRahman-tx9wx5 ай бұрын
এটা রহমতের সময়।এ সময় না ঘুমানো উওম।
@naobahar5 ай бұрын
آمين
@MdSazzad-f6w5 ай бұрын
👍👍👍
@Bangladesh-e9p5 ай бұрын
Amin
@Fozlurrahman36925 ай бұрын
Ameen
@mdziaurrahman82349 күн бұрын
Tahajjuter somoy ato sundor ato santir ato mono jog bose namaje sei onuvuti sotti bolar na sudu onuvob korar,