অসাধারণ প্রতিবেদন। একদম সত্যি কথা। প্রাণের উৎসব দুর্গাপূজা উপলক্ষ করে কত মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় সেটা কিছু নির্বোধকে বোঝানো অসম্ভব। যাইহোক আমি নিজে শিয়ালদা স্টেশনে এই অসাধারণ ঢাক ঢোলের ছন্দে ভরা মধুর স্মৃতি আজ অনেক দিন পর আবার অনেক দূরে ঘরে বসে উপলব্ধি করে ধন্য হলাম। তোমাকে অজস্র ধন্যবাদ। শারদীয়ার শুভেচ্ছা জানাই। পুজো খুব আনন্দের হোক। খুব ভালো থেকো।