ঢাকা ক্যাপিটাল কিন্তু মুটামুটি সব ম্যাচেই খুব ভাল স্কোর করেছেন কিন্তু বোলিং লাইন আপ ভাল নেই,এমনকি মুস্তাফিজ অবশ্যই অবশ্যই ভাল করতে পারিনি যার কারনে ঢাকা ক্যাপিটাল রান করেও হেরে গেছে।।। যদি ঢাকা ক্যাপিটালে অন্তত একজন বিদেশি পারফর্মেন্স বোলার আনতে পারে এবং মুস্তাফিজ সঠিক পারফর্মেন্স করতে পারে তাহলে, ঢাকা ক্যাপিটাল পয়েন্ট টেবিলের সবার নিচে থেকেও নিশ্চিত প্লে অফে যেতে পারবে, এমনকি প্লে অফে গেলে ফাইনালে যেতে পারবে।।। কারন ঢাকা ক্যাপিটালে তানজিদ তামিম, লিটন দাশ, মুনিম শাহরিয়ার, ছাব্বির রহমান ও শ্রীলংকার পেরেরার মতো বাঘা-বাঘা ব্যাষ্টম্যান আছে।।৷