Рет қаралды 424
কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ এবং কুমিল্লা অঞ্চলে অধ্যয়নরত ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট-এর শিক্ষার্থীদের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়, কুমিল্লা মহানগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ বিশেষ সেমিনারের বিষয় ছিলো “আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা”। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষক জনাব হাসান আল ফিরদাউস।
উক্ত সেমিনারে সম্মানিত আলোচক গোটা বিশ্বব্যাপী চলমান শোষণ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন, ঐতিহাসিক দৃষ্টিকোণ এবং ইসলামী সভ্যতার পতন পরবর্তী সংকটময় বর্তমান দুনিয়ায় উপনীত হওয়া, বিভিন্ন মুসলিম অঞ্চল সমূহে স্থাপিত ঘৃণ্য কলোনি পরবর্তী সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরবর্তীতে এসকল শোষণ থেকে মুক্তির পন্থা ও সম্ভাবনাসমূহ নিয়েও আলোকপাত করা হয়।।
সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের ডেপুটি নির্বাহী সমন্বয়ক আলী মোর্শেদ সানি। সেমিনারের সমন্বয় করেন কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ ও ডেপুটি কো-অর্ডিনেটর যুবায়ের হাসান।
আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা || হাসান আল ফিরদাউস | ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট