কমিশনার প্রদান কাজী হাবিব গেছে আমার প্রশ্ন চট্টগ্রাম সন্দীপ ৩ আসন ওনার জন্মস্থান ওই জায়গার নির্বাচন সুস্থ হয়েছে বলি অপু হাত দিয়ে বলতে পারবে ওর মায়ের দুধের কসম দিয়ে ওকে জিজ্ঞেস করেন যদি বলতে পারে সুস্থ হয়েছে তাহলে আমাদের আর কিছু বলার নাই তার এলাকার নির্বাচনে আমি মনে করি সুস্থ হয় নাই সেটা কিন্তু তার জন্মস্থান ও কি করি বলে বাংলাদেশের নির্বাচন সুস্থ হয়েছে এটা তো পুরাটা আমি লীগের নিয়ন্ত্রণে ফসল দিয়ে বুট করেছে সে কি করেছে ঘুমে ছিল নিজে বলছে তার মানে দুষ্টু নির্বাচন হইছে না হয় নাই সেটাও জানে না সেতো ঘুমে ছিল কিভাবে জানলে রে ভাই