কি অপূর্ব! তৌসিফ ও তানজিন তিশা এর অভিনয়ের অবশ্যই প্রশংসা করি। ভালোবাসা দিবসে অন্যতম সেরা নাটক বলতেই হবে। এই নাটকটি প্রত্যেকেরই মন ছুঁয়ে যাবে, বিশেষ করে যারা সত্যিকারের ভালবাসতে জানে। ধন্যবাদ জানাই এই নাটকের পুরো টিমকে।
@jannatulferdousy7015 Жыл бұрын
বর্তমান বাংলা নাটক এতো অসামাজিক হয়ে উঠেছে যে একা একা দেখা ছাড়া উপায় নেই,,তবে এই অশ্লীলতার যুগে পবিত্র ভালোবাসা নিয়ে এমন গল্প সত্যিই প্রশংসনীয়👏👏👏
@mdimanhussein6346 Жыл бұрын
সত্যিই
@mirajahmed2198 Жыл бұрын
খোব সোন্দর
@nurkarim8028 Жыл бұрын
Sorry For The Late🙏. আমার নিজের ব্যাক্তিগত মতামত, প্রথমত এই রকম নাটক আমি আমার জীবনেও দেখিনি,,,,,,পুরাই আনকমন একটা গল্প ছিলো,,,,,নাটকের ডায়লগ তৌসিফ, তিশা ও মনিরা মিঠু আপার অভিনয় সত্যি দেখার মতো ছিলো,,,এই নাটকে সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা ও স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা সত্যি মনোমুগ্ধকর লেগেছে আমার,,,,জাহিদ প্রীতম ভাই তুমি সত্যি অনবদ্য। তোমার তুলনা অন্যকারো সাথে চলেনা। Tanjin Tisha আপু, তৌসিফ ভাই ও মিঠু আপার তিনটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে সেগুলো তুলে ধরলাম:- মনিরা মিঠু:- পুনর্জন্ম বলে কিছু নেই, মানুষ একবারেই জন্ম নেই আর একবারেই মরে যায়। এরপর শুরু হয় এক অনন্তকাল যাত্রা। তারপর সে মানুষ আবার জেগে উঠে, সেটাকে বলে পুনরুত্থান। কেউ ভবিষ্যতে দেখতে পায় না, সে ক্ষমতা মানুষের নেই, সেটা একমাত্র স্রষ্টার কাজ। তৌসিফ মাহবুব:- ভবিষ্যতে অনিশ্চিত বলেই, জীবন এতো সুন্দর আমাদের। তানজিন তিশা:- আমাদের জন্ম একবারেই হয়, মৃত্যুও একবারেই হয়। জন্ম ও মৃত্যুর চক্রটা একবারেই, কিন্তু এই একজনমে আমরা বহুবার বহুভাবে মরে যায়, সেটা কিন্তু আত্মার মৃত্যু না সেটা মানসিক মৃত্যু। নাটকের শেষ কথাগুলো সত্যি আমার মন জয় করে নিয়েছে,,,, সেগুলো ঠিক সেই ভাবে তুলে ধরলাম:- আমি মা ছাড়া এক পৃথিবী কল্পনা করতে পারিনা। কল্পনা করতে পারিনা মা ছাড়া কোনো জান্নাত। আমি ভাবতে পারিনা জাহান্নামে কোন মা জ্বলছে। আমি বিশ্বাস করি, এই মায়াময় পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম ভালোবাসা হল সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসা। সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হলো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। আর সবচেয়ে পবিত্রতম ভালোবাসে হলো, স্বামী ও স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা। তাই Memoir Of Love❤️ কোন গল্প নয়, একটি বিষন্ন কবিতা। এই কবিতা উৎসর্গ করেছি, নীতুর মতো সকল প্রিয়জনদের। যারা প্রয়োজনে আগলে রাখছে তার প্রিয় মানুষটিকে। উৎসর্গ করছি সকল মায়েদের, যারা বেঁচে আছেন কিংবা হারিয়ে গেছেন, পৃথিবীর সকল মা থাকুক দুধে ভাতে, যে যেখানে আছে, পৃথিবীতে কিংবা জান্নাতে। শেষ কথা, সবার জীবনে নীতুরা নেমে আসুক, প্রতিটা মায়ের রুশোর মতো সন্তান থাকুক। একটি জাহিদ প্রীতম নির্মাণ।
@AsmaAkter-yn6jd Жыл бұрын
আসলেই অসাধারণ একটি নাটক। হাজারো সৃতি মেমোরি থেকে মুছে গেলেও মায়ের ভালোবাসা কখনো মেমোরি থেকে মুছে যায় না। মা এমন একটি শব্দ যে শব্দটা হাদিসে তিন বার এসেছে। নাটকটির মধ্যে অনেক ভালোবাসা এবং ইমোশন কাজ করে।যা এই পৃথিবীতে মা শব্দটিকে নতুন করে চিনাবে।তানজিন তিশা এবং তৌসিফ মাহবুবের অভিনয় অনেক ভালো লেগেছে ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@adventurerdeep02 Жыл бұрын
নাটকটি দেখে একদম অন্যরকম অনুভূতি হলো ❤️ নাটকটি অনেক সময় ধরে মনে থাকবে 😊 ধন্যবাদ সকল Director, অভিনেতা, অভিনেত্রী এবং নাটকের পুরো টিমকে 🙏🏻
@PANJERY Жыл бұрын
জাহিদ ভাইর সাথে এটা আমার প্রথম কাজ। আমি হলফ করে বলতে পারি আমার মিউজিকের নতুন জার্নি শুরু হলো বাংলা নাটকের সাথে। গল্প বলতে পারা এই মানুষটা অনেক সহজেই আমার আপন হয়ে গেলো। ধন্যবাদ পুরো টীমকে এতো সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য। শেয়ার করুন আপনার আপন মানুষ গুলোর সাথে। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে!!
@MrittikaMandalofficial Жыл бұрын
নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা নাটক হতে চলেছে এটি । নাটকটির গল্প ও screen play পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে ।content level 🔥🔥 ....love from India♥️♥️
@TanvirAhmed-jg3mr Жыл бұрын
নাটকটা এককথায় অসাধারণ ..এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য .. মুনিরা মেম ..তানজিন তিশা আপু ..তৌসিফ ভাই এবং পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ।
@ntvnatok Жыл бұрын
ধন্যবাদ আপনাকে। সবসময় এনটিভি নাটক চ্যানেলের সাথে থাকুন
@mohammadreduanreduan-ey8py Жыл бұрын
অসাধারণ,,Best ekta natok....mone hoi 100 jon dekle sobai 10 a 10 dibe......💯❤️💓
@mohammadshamsuzzaman Жыл бұрын
“পৃথিবীর সকল মা থাকুক দুধেভাতে যে যেখানে আছে, পৃথিবীতে কিংবা জান্নাতে” -এক কথায় অনন্য । এত সুন্দর করে প্রকাশের জন্য ধন্যবাদ ও শুভ কামনা ।
@mdalmamun4293 Жыл бұрын
এইরকম গল্প আগে কোনাদিন দেখিনাই,,, জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ,,, আর তানজিন তৌসিফ এতো সুন্দর অভিনয় করছে দেখার মতো,, আমার মতে ভ্যালেন্টাইনে সেরা নাটক হবে এই মেমোর অপ লাভ,,,, শেষটা দেখার মতো,,,
@mdalmamun4293 Жыл бұрын
নাটকটি সব মিলিয়ে ১০০ তে ১০০ এককথায় মাস্টারপিস,,, জাহিদ ভাই,তানজিন তৌসিফ,,,, সকল টিমকে ধন্যবাদ ভলোবাসা,দিবসে সেরা নাটক আমার চোখে,,, ❤️
@mdonik8060 Жыл бұрын
একটা নাটক নয় এটি একটি আবেগের অনুভূতি যা মুগ্ধ করেছে আমাকে। সত্যিই নির্মাতা তার অসামান্য অবদান রেখেছে এই নাটকে।
@ritaroy3211 Жыл бұрын
অসাধারণ একটা নাটক দেখলাম আবার ।শেষ হলেও এর রেশ রয়ে গেল ।সকলে অসাধারণ অভিনয় করেছেন।আমরা যারা বাংলাদেশের নাটকের অসম্ভব ভক্ত তারা সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি 🙏🙏🙏🙏🙏
@badalpaul915 Жыл бұрын
আমিও বাংলাদেশী নাটকএর ভক্ত
@sanokchandramohanta43817 ай бұрын
"মেময়ার অব লাভ❤️" তানজিন তিশা ও তৌসিফ। জাহিদ প্রীতম। নিতু:- রুশো; আপনি না ভালো একজন মানুষ। আজীবনের জন্য যদি আপনাকে পেয়ে যেতাম মন্দ হতো না। কিন্তু এক জনমে আমাদের চাওয়া কিন্তু পূরণ হয় না! একটা কথা কি জানেন, আমাদের জন্ম একটাবার হয় মৃত্যও একটাবারই হয়! আমাদের জন্ম মৃত্যুর সংখ্যাটা কিন্তু একবারই? কিন্তু একজনমে না আমরা বহুবার বহুভাবে মরে যাই। "মেময়ার অব লাভে" নিতু চরিত্রে তিশা ছিলেন অনবদ্য। তার এই সংলাপটা সে এতো নিখুঁত ভাবে প্রোট্রে করেছেন যে দেখার সময় বারবার অবাক চোখে তাকিয়ে ছিলাম। কি অসাধারণ তার অভিনয় কি অসাধারণ তার চোখের চাহনি মনে হচ্ছিল তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছে। জাহিদ প্রীতম অনেকটা ভিন্ন আঙিকে গল্পটা উপস্থাপন করেছেন। এসব কাজগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এসব কাজ কখনো ভুলবার নয়।
@Piash01942 Жыл бұрын
🫡🫡🫡🫡🫡🫡🫡 সবার প্রথমে পরিচালক পরে তৌসিফ ভাই ও তিশা ও মনিরা মিঠু সকলেই অসাধারণ ভাবে এরকম একটি অভিনয় তুলে ধরেছেন চোখে কান্না আটকে রাখা মুশকিল 🫡🫡🫡
@dipayanmajumder7781 Жыл бұрын
অসাধারণ content,,মন ছুঁয়ে গেল পুরো।। তৌসিফ এবং তানজিন এর mind blowing অভিনয় দিয়ে মন জয় করে নিল।😌😍😀🥰❤️❤️❤️
@arshadhossenromeo9770 Жыл бұрын
এভাবে কেউ বাস্তবে পাশে থেকে যাওয়াটা অসম্ভব কিন্তু আমি চায়বো আমার সঙ্গী টা এভাবে আমার পাশে থাকোক অসাধারণ লাগছে পুরো গল্প টা অনেক ধন্যবাদ তাওসিফ ভাই তিশা পরিচালকদের আমার জীবনের সেরা নাটক টা উপহার দেওয়ার জন্য one of the of my life 😊🥰🥰
@abulhasan9103 Жыл бұрын
ভালোবাসার এক,নাম,তানজিন তিশা, নাটকি ভালো হোক,আর,খারাপ হোক তাতে কিছু আছে যায় না আমার কাছে সেই সেরা আর সব থেকে বড় কথা হচ্ছে, এ নাটকে ছিল মনিরা মিঠু 🪴💖🌺
@razibahmed1977 Жыл бұрын
শেষে এমন কিছু দেখতে হবে তা বুঝতে পারি নাই। শেষটা সত্যি মর্মান্তিক। খুব ইমোশনাল হয়ে গেলাম।😥 ওভার অ্যাক্টিংয়ের কারণে তৌসিফ ভায়ের নাটক দেখি না, কিন্তু সত্যি বলতে এই নাটকটিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। নাটকের পরিচালককে ধন্যবাদ এমন সুন্দর একটি নাটক উপহার দেবার জন্য! অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। ধন্যবাদ।❤️❤️❤️
@mdjahidakon3757 Жыл бұрын
তৌসিফ ভাই ইদানিং অভিনয়ে দূর্দান্ত হয়ে উঠছ
@mdjahidakon3757 Жыл бұрын
অসাধারন কনসেপ্ট
@silvakhan5225 Жыл бұрын
বছরের সেরা নাটক। তানজিন তিশা মানেই মন ভালো করা নাটক। যেমন গল্প তেমন অভিনয়। অসম্ভব সুন্দর নাটক
@souravadhikari4221 Жыл бұрын
খুব সুন্দর একটা নাটক দেখলাম।।।।তাওসিফ আর তানজিন তিশার অসাধারণ অভিনয়।।।।।🇮🇳❤️🇧🇩
@riponburman8872 Жыл бұрын
মায়ের প্রতি ভালোবাসা এমনি হওয়া উচিৎ ❤️🙏🙏
@sorifhasan8741 Жыл бұрын
এই সময়ে এমন নাটক পাবো ভাবিনি। যেখানে নাটকের প্রতিটি সংলাপে থাকে গালি আর অশ্লীল শব্দ। সেখানে মানসম্মত কন্টেন্ট তৈরি করেছেন এই নির্মাতা। ধন্যবাদ।। খুব ভালো লাগলো নাটকটি।
@SuiiNaldo-ub1yr Жыл бұрын
Vai ki darun ovinoy vai Ar ay dhoroner natok age deksi aytar story ta khub mone dhorse Tanjin tisha won my heart ❤️
@pretommahmud7258 Жыл бұрын
বাংলা নাটক যে এতটা থ্রিলিং হতে পারে, সেটা এই নাটকটি না দেখলে হয়তো বুঝতাম না। Love you Tawsif mahbub.
@mdramjanahamed9658 Жыл бұрын
তানজিন তিশা আপুরে অভিনয় টা আমার কাছে খুব ভালো লাগে
@mmzaman7476 Жыл бұрын
অসাধারণ একটি নাটক! খুব উচু মানের গল্প। সবার অভিনয় সেরা। এনটিভি ও পরিচালকের প্রতি কৃতজ্ঞতা এরকম ভালো নাটক উপহার দেওয়ার জন্য, আশা করছি এরকম কাজ আরো পাবো। অপসংস্কৃতি থেকে মুক্তি পাক বাংলাদেশ।
@tajkeyakhan1892 Жыл бұрын
Osomvob sundor akta natok.....last er kotha gulo khub valo lagse ❤❤❤❤
@ronaldoneymar3327 Жыл бұрын
ভালোবাসা দিবসের সেরা নাটক হয়েই থাকবে,নাটকটার হাইপ আকাশচুম্বি ❣️ তানজিন তিশা আপু মানেই কোনো ওকেশনের আনন্দ দ্বিগুণ হওয়া, বেস্ট অফ লাক তানজিন-তৌসিফ জুটি❣️❤️
@ntvnatok Жыл бұрын
ধন্যবাদ আপনাকে। সবসময় এনটিভি নাটক চ্যানেলের সাথে থাকুন
@mdalmamun4293 Жыл бұрын
নাটকটা ২ বার দেখছি,,, আরও ভালো লাগছে,, আাশাকরি আলোচনয় আসবে,,,
@rajibovifilm6346 Жыл бұрын
অসাধারণ গল্প, মেকিং, অভিনয় এক কথায় দুর্দান্ত। তৌসিফ মাহবুব দিন কে দিন অন্য লেভেল এর অভিনয় করছেন যা সত্যি অনেক প্রশংসার দাবিদার
@muktaakter5855 Жыл бұрын
তানজিন তিশার মত এত সুন্দর এবং স্মার্ট মেয়ে কেন সিনেমায় অভিনয় করছে না
অসাধারণ একটি নাটক 😊। Presentation অসম্ভব সুন্দর ও স্নিগ্ধ ❤।
@mdalmamun4293 Жыл бұрын
ভিউয়ের চেয়ে নাটকের আলোচনয় আসতে হবে অভিনয় দিয়ে আর গুরুত্ব ও বেশি আর এখন নতুন পোলাপাইন মনে করে ভিউ হলে সে সেরা,,আসলে ভিউ হলে কাজের মান বিচার করে না ,,আর এই নাটকটা ২ বার দেখলাম,, দেখে,,, ভালো লাগছে,,মানসম্মত নাটকের মোধ্য এই ভ্যালেন্টাইনে আমার কাছে সেরা হয়ে থাকবে এই নাটকটি,,আর জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম নাটক কখনও দেখিনাই এবং তানজিন তৌসিফ দাুরুন অভিনয় করছে,, নাটকের মতো নাটক মনে হলো,,
@ntvnatok Жыл бұрын
ধন্যবাদ আপনাকে। সবসময় এনটিভি নাটক চ্যানেলের সাথে থাকুন
ভাই ভীউ কি কোন গরু ছাগলের নাকি আপনার মতো ও একজন মানুষে দেখে ভিউ হয় 🤐
@mdalmamun4293 Жыл бұрын
@@ahmednoyon86 আমি বলছি অনেকেই আছে যারা ভিউ দেখে নাটক দেখে তারা আবার মনে করে এই সেরা,,,,আসলে কি তাই,,, নাটকে আলোচনয় আসতে হবে,,, অভিনয় করে,,, অনেকেই ভাবে ভিউ দেখে সেরা নির্বাচন করে,,, আর এইভাবে তো মানসম্মত নাটকগুলো হারিয়ে যাচ্ছে,,,,,আপনি দেখেন যারা অনেক আগেই থেকে নাটক করছে তারা আজ নাটক কমিয়ে দিয়েছে তারা ওটিট তে ঝাঁপাচ্ছে,, পরিচালকেরা গল্প বানাতে টাপ হয়ে যাচ্ছে,,,এটা নিউজে পড়ছি,,,,
@Shiblutheprince Жыл бұрын
গ্রামের চাচাতো ভাইরা এসব ক্রিপ্ট বুঝবে না
@miltondasrony6679 Жыл бұрын
এক কথায় অসাধারন একটা নাটক।তানজিন তিশা আপু আর তৌসিফ ভায়ের অভিনয় সত্যি অসাধারন ছিলো।ভিষন ভালো লেগেছে নাটকটা।❤❤❤❤
@foysalahamed2364 Жыл бұрын
২০২৩ শুরুতেই এই রকমের একটা ভালো নাটক দেখতে পাবো কখনো ভাবিনি, আমি এমনিতেই আমাদের দেশের নাটকের অনেক বড় ফ্যান, আর এর মতো ভালো নাটক দেখতে পারাটায় বাংলা নাটকের প্রতি ভালোবাসা টা আরো বেরে যায়, আমাদের নাটকের জায়গা টা সমৃদ্ধ হোক আর তৌসিফ মাহবুবেব তানজিন তিশার প্রতি রইলো ভালোবাসা অবিরাম
@ferdoushasan7663 Жыл бұрын
চরম আবেগ রয়েছে নাটকটিতে। কখন যে হারিয়ে গেছি বুঝতেই পারি নি, কখন যে চোখ ভিজে গেছে বুঝতে পারি নি। অনন্য অসাধারণ বলে বুঝানো যাবে না কতটা ভালো লেগেছে নাটকটি। বুকের বা পাশে নাটকটির পর memoir of love নাটকটি হৃদয় জয় করে নিল।
@nourosepolin3548 Жыл бұрын
লাস্ট কবে যে এত সুন্দর একটা নাটক দেখেছি মনে করতে পারছিনা। এ ধরনের গল্প লেখা ও অভিনয়ের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা মোটেও সহজ নয়। বিশেষ করে শেষের কথাগুলো অসাধারণ ছিল।
@arafathhossen4749 Жыл бұрын
শেষ সময়ের কথাগুলো মনকে নাডিয়ে দিল চোখের কোনে 😔জল চলে আসলো। সত্যি অসাধারণ 👍
@humayunkabir8745 Жыл бұрын
ভালোবাসা দিবসে সবচেয়ে সেরা নাটক কাহিনী গল্প মা রুশূ নিলু মিলেমিশে একাকার সত্যি ভালো লাগার মত একটা নাটক...💓💓
@mdrejaul4708 Жыл бұрын
ফ্রিজে পানি রাখলে যেমন পানি ঠান্ডা হয় তেমনি সুমধুর কুরআন তেলওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ,,, ,❤️❤️❤️
@RUPAK-g7e Жыл бұрын
ভালোবাসা দিবসের সেরা নাটক হয়ে থাকবে এটা। নাটকেট প্রতিটা সেকেন্ড নতুন কিছু ভাবাচ্ছিল আমাকে 😯 গল্পটা এমন হবে ভাবতেই পারিনি। ধন্যবাদ জানাই নির্মাতাকে এমন অসাধারণ গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য। তিশা আপুর অভিনয় এক কথায় অসাধারণ ছিলো। মাস্টারপিস ছিলো নাটকটা 🔥🔥🔥। জিহাদ ভাইকে ধন্যবাদ জানাই।
@NazilGO Жыл бұрын
অসম্ভব সুন্দর একটা নাটক । কেন যানি মনে হচ্ছে কোন বাস্তব ঘটনা থেকে নাটকটি বানানো। ভালো থাকুক সব পবিত্র ভালবাসাগুলো।
@Sabbirexplore-10M Жыл бұрын
এটাই এই প্রজন্মের সব থেকে সুন্দর গল্প। 💖💖💖
@abutamim5940 Жыл бұрын
Hmm
@Sabbirexplore-10M Жыл бұрын
@@abutamim5940 💖
@mdramjanahamed9658 Жыл бұрын
তৌসিফ ভাই এবং তানজিন তিশা আপুরে অভিনয় টা আমার কাছে খুব ভালো লাগে
@rafiego_here Жыл бұрын
নাটকটির ট্রেইলার দেখার পর নাটকটি দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে দেখে ফেললাম। আমাকে যদি এই ভালোবাসা দিবসের সেরা নাটক কোনটি প্রশ্ন করা হয় আমি নির্দ্বিধায় এই নাটকটির নাম বলবো। সত্যিই অসাধারণ। ❤️
@PAPRIRANIVOUMIK Жыл бұрын
এই নাটকে দেখানো প্রথম ঘটনা গুলো আমার লাইফের সাথে একদম মিলে যায়। একটু পরেই কি হবে তা জেনে যেতাম। আর অবাগ হতাম যে এটা আমি আগেই দেখেছি। জানি কারো বিশ্বাস হবে না, তবে নাটক টা দেখে বুঝলাম শুধু আমি না আমার মতো অন কারোও এরকম হয়েছে। তাই কমেন্ট করলাম। সৃষ্টিকর্তা কে অনেক request করতাম এরকম যেন আর না হয়। হয়তো তিনি আমার কথা শুনেছেন। অনেক দিন হলো এরকম কিছু আর হয় না আমার সাথে।
@tonarif19 ай бұрын
লেখক কে স্যালুট জানাই মন থেকে।পরিচালক তোমাকে মনের থেকে ভালবাসা জানাই,,এই প্রথম আমি কোন নাটকের লেখক এবং পরিচালক কে মন থেকে ভালবাসা আর শ্রদ্ধা এসে পরলো।❤❤❤
@sheikhmohammadwasim6175 Жыл бұрын
কিছু নাটকের প্রসংশা করে শেষ করা যাবে না,মায়ের প্রতি ছেলের ভালোবাসা,আবার ছেলের প্রতি মায়ের ভালোবাসা ও পুরো পরিবারের প্রতি ভালোবাসা কি ছিলো না নাটকটি তে,আসলে কিছু ভালোবাসা রয়েছে যা শেষ হবার নয়, আমি মনে করি এই ভালোবাসা দিবসে এটি সেরা নাটক, পুরো নাটকটি সুন্দর ভাবে ফুটে তুলেছেন তৌসিফ মাহবুব ভাই ও তানজিন তিশা আপু।
@MBBristi143 Жыл бұрын
তানজিন তিশা মানে আগুন 🔥 তিশা তৌসিফ জুটি বেঁধে এত সুন্দর নাটক উপহার দিয়েছে, যা বলে বুঝাতে পারবো না,,মন ছুঁয়ে গেল,,অন্য রকম অনুভূতি হলো নাটকটি দেখে,,২০২৩ সালের সেরা নাটক হয়ে থাকবে,,
@mssayedalbinshuvo3455 Жыл бұрын
নাটকটি আমার মনে গেথে রবে চিরদিন বাংলা নাটক এমনই মান সম্মত হওয়া প্রয়োজন, এই নাটকে বিশেষ করে আসল ও খাটি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে, এই নাটকের সকল শ্রমদাতাকে জানাই আন্তরিক ভালোবাসা,, দোয়া ও শুভ কামণা রইলো,
@maheentza Жыл бұрын
Hridoi chuye gelo , last scene e eshay chokher pani dhore rakhte parlam na .Khubh shundor story line . Good msg. Monira apu , Tawsif and Tanjin Tisha 'r obhinoi heart touching. Keep it up.
@krishnendurouth1748 Жыл бұрын
নাটকটা সত্যিই খুব সুন্দর ভাবে লেখা হয়েছে এবং প্রত্যেকে খুবই সুন্দর অভিনয় করেছে, তানজিন তিশা💜
@md.sonjurulislamsujon434 Жыл бұрын
অসাধারণ একটা নাটক ছিল.... ভালোবাসা দিবসে সেরা নাটক হিসাবে স্মৃতির পাতায় থাকবে যুগের পর যুগ
@peslasteleven1200 Жыл бұрын
Prochur natok dekha hoe thke bigoto kichu bochor theke , Bangladesh er natok jno onek prachin sb somoier jonnoi , jno purono avijatti ek frame e bonddi thke , er vibe amr sb somoi er jonno valo lage..... Ajker ei natoker golpo jmn bar bar natun kre firia anche ichhe r manosik doirjer jore tmn eti dekhbar jonno bar bar mn tanche jno abr notun abr notun , ami eki jinis bar bar dekhe obhhosto noi, kintu er golpe jno reality r avinoi bla vul eti ke dekhchi cokher samne ghotche jmn ghorer modhe manusher cholachol kothopokothn ...... Dhonnobad erkm sundor golper jonno and obossoi abhinit sb manusher jonno ...... Valo thakben .....sbai r o notun dekhbo asai thklm 💕
@md.shahriarshahi1107 Жыл бұрын
- ধন্যবাদ তৌসিফ ভাইয়া এবং তানজিন তিশা আপুকে আমাদেরকে এমন সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য আসলে নাটকটা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না চোখের আড়ালে শেষ হয়ে গেল জীবনে অনেক কিছু উপলব্ধি করতে শিখলাম
@ummulhudarahi9874 Жыл бұрын
প্রেম জেগে গেলে এমন লিখা নাজিল হয়, এসব অনুভব লিখা অসম্ভব। সংশ্লিষ্টসবাইকে ভালোবাসা।
@amran4504 Жыл бұрын
ধন্যবাদ জানাচ্ছি জাহিদ প্রিতম পরিচালক এবং এন টি ভি চ্যানেলকে, এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য, এখান থেকে মেয়েদের শিক্ষা নেয়া উচিৎ এবং আমাদের সবার !! (সর্বশেষ যে প্লাটফর্ম হোক না কেন ভালো কিছু নেওয়া আপনার কাছে) !!
@oviovidas4417 Жыл бұрын
আজকে অসাধারণ কিছু মূহুর্ত কাটালো। ধন্যবাদ সবাইকে এরকম একটি নাটক উপহার দেওয়ার জন্য। 🙏💐
@shahinkhan3186 Жыл бұрын
মাষ্টার মাইডেড একটা ড্রামা, Many many thank's to Producer & NTV এমন নাটক এক যুগে একটা আসে। শুভ কামনা নিরন্তর ভালোবাসা রইলো অজস্র আপনাদের জন্য 💖💖💖
@abchaalo9812 Жыл бұрын
এত সুন্দর নাটকটা!! যেটা লিখে প্রকাশ করা যাবেনা, মন থেকে শুধুমাত্র উপলব্ধি করা যাবে 😇😍
@MASUDRANA-ev5rr Жыл бұрын
Onk valo laglo...ses tuku dekhe buja jay natoker mane..ek kothay osadharon
@robinroni139111 ай бұрын
সালাম ও শ্রদ্ধা জানাই লেখক,পরিচালককে। শেষের কথাগুলো কলিজায় গেঁথে আছে।আমার মা আমার কাছে ইচ্ছে পোষণ করেছিলেন মৃত্যুর সময় আমার কাছে থাকতে।আল্লাহ পাক এর দয়ায় উনার সে ইচ্ছে পূরণ হয়েছে।২০১৭ সালের ডিসেম্বরের বাইশ তারিখ দিবাগত রাতে আমার জননী আমায় ছেড়ে অনন্তের পথে পাড়ি দেন।আমার মা জননীসহ সকল মা কে আল্লাহ পাক ভালো রাখুন সব জায়গায়।
@জীবনযেখানেযেমন-ঢ৫ব Жыл бұрын
A to Z🎉 super , আর music টা এক অন্য রকম অদ্ভুত সুন্দর
@mijanurmahmud288 Жыл бұрын
নাটকটা আসলেই অনেক কঠিন করে বুঝিয়েছে আপন মানুষ গুলো হারালে কতটা কষ্ট হয়,, ধন্যবাদ পরিচালক ভাই কে
@sreshthadeb3352 Жыл бұрын
নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মনযোগ দিয়ে দেখলাম, যেনো অমনোযোগী হলেই অনেক কিছু মিস করে ফেলবো 🌼 সত্যিই অসাধারণ নাটক❤️
@abdur-rahim.2 Жыл бұрын
নিঃসন্দেহে এই বছরের সেরা নাটক এটা। অনেক ভালো লাগলো ♥️ ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য 🇧🇩🌹
@abhishekpramanik8258 Жыл бұрын
Splendid....Abhutopurbo.... Abornoniyo....Tawsif Bhai er ekhono porjonto amar dakha best performance....Tanjin MADAM o asambhob rokom er bhalo perform korechhen....Most of all, hat's offfff to the SCRIPT WRITER and DIRECTOR SIR....Ekta chhok bhanga experiment and obviously, successful....And, lastly, ektai katha bolte chai....'BHAGWAN' ek e waqt pe har jagah nehi rahe sakte hai, isliye, 'UNHUNE' is dharti me humare dekhbhal keliye humure sab ka 'MAAAA' ko bhejte hai....❤❤❤❤
@mousumiaktarmou6886 Жыл бұрын
মাকে নিয়ে হজে যাওয়া,কথাটা শুনলেই খুব ভালো লাগে 😘😘😘😘👌👌👌👌💘💘💘💖💖💖💖
@ফারজানাতামান্না Жыл бұрын
তানজিন তিশার ক্যারিয়ারে পারফর্ম করা বেস্ট একটা নাটক এটা। পুরোটা সময় নাটকের মধ্যেই ডুবে ছিলাম। শেষ পর্যন্ত না দেখলে এই নাটক কোনভাবেই বুঝা সম্ভব না।
@isratera6441 Жыл бұрын
এক নিশ্বাসে দেখে ফেলার মত একটা নাটক। খুব খুব ভাল লেগেছে। পৃথিবীর সকল মা এবং ভালবাসার লোকজন ভাল থাকুক। 🥰
@ashrafulhasan1718 Жыл бұрын
এই বছরে আমার দেখা শ্রেষ্ঠ নাটক।কাহিনি সংলাপ অভিনয় সবকিছু সত্যি মনোমুগ্ধকর।কান্না ধরে রাখতে পারি নি নাটক টি দেখে
@Ayaat0_0 Жыл бұрын
অসাধারণ একটা নাটক। নাটকের স্ক্রিপ্ট, অভিনেতা অভিনেত্রী সবাই অসাধারণ। দেখতে দেখতে তৌসিফ ভাইয়া এতো অসাধারণ অভিনেতা হয়ে গেলো! তিশা আপুকে নতুন করে কিছু বলার অপেক্ষা বোধকরি রাখে না। যতক্ষণ নাটকটা চলেছে, মনোযোগ অন্য কোথাও যায়নি। এই নাটক লাখ লাখ ভিউয়ের যোগ্য।
@angshuman-das Жыл бұрын
Mind blowing act…….Chokhe just jol eshe porlo………(Love from India)
@ahamedrifat2001 Жыл бұрын
✨ এই লাইনটা একেবারে মনে গেঁথে গেলো আমার। ✨ "এই মায়াময় পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম ভালোবাসা হলো সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসা। সবচেয়ে নিস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা।" 💜🥀
@oviovidas4417 Жыл бұрын
এরকম গল্প আমি আগে কখনো কোথাও দেখনি 😊 অসাধারণ ছিল...
@kazirifatalhasan9032 Жыл бұрын
কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না।অসাধারণ অভিনয় ৩ জনের। আমার দেখা অন্যতম সেরা একটা নাটক।
@safiaaktersadia Жыл бұрын
খুব ভালো লাগলো,রিদয় ছুয়ে গেলো,
@Pronoy783 Жыл бұрын
Natok tir story sotti khub e real. first a dakhe natok er pore ki hbe ta bola osmbob Thank you jahid sir
@kawshikhasanlabib3283 Жыл бұрын
গল্প এবং চরিত্র দুইটাই অসাধারণ হয়েছে,,,, বাংলা নাটকের কোনো তুলনা হয়না,,, অসাধারণ কাজ,,,❤❤❤
@mdsajid1395 Жыл бұрын
নাটকের কন্সেপ্টটা দারুন, সচারাচর এমন গল্প পাওয়া দুস্কর❤️
@mirzaporos3837 Жыл бұрын
কি বলবো এক কথায় অসাধারণ, খুবই সুন্দর গল্প এবং খুবই জটিল
@sarkartuhin-se3xv Жыл бұрын
Vai re vai ato sundor natok...tausif r tanzin tisar acting, osadharon
@mdriyad1374 Жыл бұрын
Same to you,. আমার ও আগে এমনটা হতো,, আমি সব কিছু আগে থেকেই জেনে যেতাম,, আমি বুঝতে পারতাম একটু পরে কি হবে,,, আমি আমার অনেক দোস বন্ধু রে কথা গুলা বলতাম কিন্তু তারা কখনোই আমার কথা বিশ্বাস করতো না,,, নাটক টা দেখে আমি বুঝতে পেরেছি আমার দেখাটা ভুল ছিলো না ♥️♥️
@md7992ripon Жыл бұрын
নাটক দেখতে দেখতে কেমন যেন ভাবনার জগৎ এ হারিয়েছিলাম,,, কি কমেন্ট করবো ভেবে পাচ্ছি না,, শুধু বলবো অসম্ভব সুন্দর একটা নাটক,,,
@nokibmahmud8119 Жыл бұрын
বর্তমান সময়ে ভাঁড়ামো আর ওভার এক্টিং এর কারণে বাংলা নাটক দেখা হয়ে উঠে না, তবে ট্রেইলার দেখে এই নাটকের প্রতি আগ্রহ জেগেছিলো... অবশেষে দেখেও নিলাম👀 তাই বলতেই হয়, হয়তো ২০২৩ সালের সেরা নাটকটি দেখে ফেললাম। 😌
@SALAH60260 Жыл бұрын
নাটকটি এক কথায় অসাধারণ। তবে নাটকটির ব্রাকগ্রাউন্ড মিউজিকটি অস্থির 💞
@didarulalam1292 Жыл бұрын
দারুন অভিনয় তৌসিফ, তিশা,মনিরা মিঠু তারা এই বছরের সেরা অভিনেতা অভিনেত্রী এওয়ার্ড পাওয়ার যোগ্য,
@moynoulscreativity3026 Жыл бұрын
Comment না করে পারলাম না 🥰 এতো ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না। অভিনয় অসাধারণ.... তৌসিফ ভাই,, আর তিসা আপু বরাবরই আমার প্রিয় মানুষ 🥰❤️ শুভ কামনা রইলো ❤️❤️
@samid4431 Жыл бұрын
নাটক টা সেরা হয়ে থাকবে সারা জীবন 😊❤️
@mdjahidakon3757 Жыл бұрын
পরিচালক বলি অার চিত্রনাট্য যেটাই বলি না কেন, এত সুন্দর একটা ইউনিক গল্প এই জেনারেশন অনেকেই বুঝতে পারবে না,অাফসোস জানি না নতুন জেনারশন দেশকে কি দিবে
@nusratjahan-es7xx Жыл бұрын
কাহিনী কে এতো সুন্দর করে present করা হয়েছে যে, পুরোটা সময় নাটকের মধ্যে ডুবে ছিলাম । dialogue throwing , casting, choreography were totally amazing.. Loved it ❣️
@fatemasiddiqua7859 Жыл бұрын
এর চেয়ে বেস্ট নাটক আর হবে বলে মনে হয়না। এক কথায় অসাধারণ গভীর শ্রদ্ধা নাটকটির স্ক্রিপ্ট রাইটার,পরিচালক এবং অভিনীত শিল্পীদের প্রতি।
@RubelHossain-ue9ps Жыл бұрын
মাস্টারপিস..❤️ মনে গেথে থাকার মতো মানসম্মত একটি পরিবেশনা ।খুবই ভালো অভিনয় । রুশো আবারো ফিরে আসুক সাথে ভালোবাসা এবং এই ধরনের ভালো গল্প ।
@msnusrat-te7ut Жыл бұрын
Its just amazing amazing,, বাংলা নাটক এক্টাও দেখা বাদ দেই নি কখনো,,। অনেক নাটক ই মনে গেথে যায়,, কিন্তু এই নাটক টা,,,এই গল্প টা মানে অনেক প্রসংসনিয়,, মানুষ বাজে ভাবুক বলুক,যারা গল্পটা বুজবে না তারাই উলটা পালটা বলবে,, আমি সিউর। আমর খুব ভালো লেগেছে😍😍😍😍
@mahfuzarikta3744 Жыл бұрын
শেষ সময়ের কথা গুলো চোখে পানি নিয়ে আসলো 😔 অসম্ভব সুন্দর একটি নাটক সাথে তৌসিফ তিশা সহ সকলের অনবদ্য পারফর্মেন্স 🔥🥰
@ahamedrifat2001 Жыл бұрын
এই প্রজন্মের জন্য আমার কাছে এইটাই সবথেকে সেরা গল্প। 💕 ধন্যবাদ *জাহিদ প্রীতম* ভাইয়া। 💜🥀 আমি আপনার ভক্ত সেই "অপেক্ষার নীল প্রহর" থেকে। ❤️
@sssweety9285 Жыл бұрын
প্রথম প্রথম কিছুই আগা মাথা বুজি নাই,,, তারপর শেষের দিক দিয়ে অনেক ভালো লাগছে দুই দিন দরে দেখছি নাটক টা,,,, কারন আমার পরীক্ষা চলাতছে তাই একবারে শেষ করতে পারি নাই 😊😊
@Jahidpreetom Жыл бұрын
একবারে নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে দেখুন পরীক্ষা শেষে, আরো ভালো অনুভব পাবেন, কথা দিলাম ❤️
@Asif-no9zd Жыл бұрын
সত্যি নাটকটা অন্য রকম একটা শিহরন জাগিয়েছে। নাকটের গল্পটা অন্য রকম। হয়তো অনেকের বুঝতে একটু সমস্যা হবে। কিন্তু সত্যি বলছি অনেক সুন্দর একটা গল্প। A True Masterpiece...❤️❤️
@md.thandusikder7792 Жыл бұрын
আমিও তেমন বুঝতেছি না
@ferdousfarhan6485 Жыл бұрын
অনেক দিন পড়ে ভালো একটা নাটক দেখলাম, অনেক দিন পড়ে বলতে এখন যে কোলেটির নাটক বানাচ্ছে পরিচালক রা, তা আমাদের নাটক এর সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে, ফেসবুকে নাটকের গুরুপে এই নাটক টি অনেক প্রশংসা শুনেছি, তাই দেরি না করে দেখতে বসলাম। অনেক সুন্দর একটা গল্প স্কিপ অনেক সুন্দর করে লিখেছে ধন্যবাদ অসাধারণ একটি নাটক উপহার দেওয়ার জন্য।