সকল জ্বালা যন্ত্রণা, সংকোচ, দুঃখ, গ্লানি, অতৃপ্তি সব যেন এক মুহুর্তে ধুয়েমুছে পরিষ্কার হয়ে গেল। নিজেকে এখন সদ্যজাত নবজাতকের মত পবিত্র মনে হচ্ছে.... বেঁচে থাকুক এরকম সুর জন্ম জন্মান্তর ধরে ❤️❤️❤️
@sudiptabarua44863 жыл бұрын
আমি প্রতিদিন শুনে সকাল শুরু করি। ভীষণ পজিটিভ ভাইব পাই।পরে যখন জানতে পারলাম এখানে সবাই আমার মামা পীযূষ বড়ুয়ার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী,তখন গর্বে মনটা ভরে গেল। অনেক শুভ কামনা রইলো সকলের প্রতি।
@akashleena Жыл бұрын
আমিও, এই গান দিয়ে সকাল শুরু করি।
@prasantaprativa123 Жыл бұрын
@@akashleena সত্যি এতসুন্দর বলার ভাষা নেই।আমি তোমাদের দীর্ঘ জীবন কামনা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আরো সুন্দর করে তোমরা তুলে ধরেছ।এক কথায় বাহ্।
@Bong_trainer Жыл бұрын
কিন্তু আমি জানি এরা রেজোওয়ানা চৌধুরী বন্যার students
@sudiptabarua4486 Жыл бұрын
@@Bong_trainer আমার মামাও রেজোওয়ানা চৌধুরীর ছাত্র এবং পরবর্তীতে উনার প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। সেই সময় এদের ছাত্র হিসেবে পেয়েছিলেন।
@Bong_trainer Жыл бұрын
@@sudiptabarua4486 ও আচ্ছা
@wanderlust_amaltash5 жыл бұрын
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে- সে তো আজকে নয় সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয়। ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে- সে তো আজকে নয় সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে- সে তো আজকে নয় সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে- সে তো আজকে নয় সে আজকে নয়॥ জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥ দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥ আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা-- জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
@CricHours4 жыл бұрын
Onek dhonnobad.!!
@shafiaislam73153 жыл бұрын
ধন্যবাদ।
@malda-xg1yw3 жыл бұрын
ধন্যবাদ...
@sumankumarthakur92123 жыл бұрын
এক অপার্থিব শান্তি পেলাম, জুড়িয়ে গেল তৃষিত হৃদয়। বাংলাদেশ পৃথিবীকে আরো আরো সবুজ দিক, আরো গান দিক। জুড়াক সব পার্থিব জ্বালা। পৃথিবীর ভালো হোক।
@mohamedkhan87432 жыл бұрын
Shundar likhecho Bhai.
@alorankhisa1749 Жыл бұрын
অপার্থিব ❤
@yogeshkorde5044 жыл бұрын
I feel fortunate that I learned Bengali for the love of whatever outstanding and unparalleled creative work Gurudeb Rabindranath Tagore has left for us. Thank you guys. Amazing. This is very fresh approach which Gurudeb himself would have admired. Keep it up. Love and respect from Maharashtra (India)
@swrajitbarua90773 жыл бұрын
সত্যই শ্রদ্ধায় মাথা নত হয় এমন গুরুর কাছে যে আপনাদের তৈরি করেছেন। অনেক শ্রদ্ধা শ্রীমতি রেজোয়ানা চৌধুরি বন্যা অধ্যাপক, চেয়ারম্যান নাট্যকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্টাতা প্রধান সুরের ধারা 💐💐💐💐💐💐
@siddharthabrahmachari75353 жыл бұрын
অনেক গুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংমিশ্রণে এই প্রয়াস টি mechanical mixture না হয়ে chemical compound এ পরিণত হয়েছে।মনোযোগ সহকারে শ্রবণে মুগ্ধ হলাম,তৃপ্তি লাভ করলাম।
@sangitasingingbirdabcs44392 жыл бұрын
আমার এই ক্যামিক্যাল কম্পাউন্ডে তৈরী গান খুব খুব মুগ্ধতা দিচ্ছে দিবেও 💞🎧❤️♥️💕💕💕🥰🥰🥰🥰
@faruqahmed12554 жыл бұрын
পৃথিবীতে যত সঙ্গীত আছে, তার মধ্যে রবীন্দ্র সংগীতই শ্রেষ্ঠ।
@lostgirl6415 жыл бұрын
At present Bengali is the world's sweetest language,, one day people will realise the serenity of Bengali music...
@silviyamaitra93115 жыл бұрын
@Lost Girl, hope that day will come....I’m waiting for it from ages. I want the world to understand Robindrosongeet and find peace in their lives.
@somjack415 жыл бұрын
I have Punjabi friends who love only Punjabi songs full of beats, but when they hear Bengali songs they acknowledge that it's peaceful and awesome listen to Bengali songs, in spite of the fact they don't understand the language but they have a number of Bengali songs in their playlist.
@lostgirl6415 жыл бұрын
@@somjack41 appreciate their acknowledgement,,, 😍
@sabyasachichowdhury4 жыл бұрын
Lost Girl , at last, someone with the same view on Bangla! আহা'মরি বাংলা ভাষা!
@mirmosaddequehossain27804 жыл бұрын
I found that Lost Girl in my heart.
@mrinalkantisensingha89332 жыл бұрын
যতবার শুনি,ততবারই কমেন্ট করতে ইচ্ছে করে । নামের মধ্যে দিয়ে মুক্তির আস্বাদ পাইয়ে দেবার এক অনন্য উপায় যেন এই রবীন্দ্র-সঙ্গীত! "কতই নামে ডেকেছি যে.." -র মধ্যে দিয়ে "আমার মুক্তি ধূলায় ধূলায়, ঘাসে ঘাসে ...এই আকাশে " যেন মুক্তির আলোকে জীবন পরিপূর্ণ। অনন্যসাধারণ উপস্থাপনা এবং পরিবেশন।
@Sohag3605 жыл бұрын
বরাবরের মতই প্রশংসার দাবিদার। বার বার মনে হয় আরও তারাতাড়ি কেন আসে না আপনাদের নতুন গান। পরক্ষণে ভাবি, অপেক্ষার ফল বলেই তো এতো মধুর হয়। ভালোবাসা সবার জন্য।
@ShaninHoque3 жыл бұрын
চোখের শান্তি-কানের শান্তি-মনের শান্তি!🌻 অপূর্ব!❤
@AbhishekSanyal5 жыл бұрын
আপনাদের গান শুনে আমি কথা বলবার ভাষা হারিয়ে ফেলেছি l হ্যাঁ একেই বলে রবীন্দ্র সঙ্গীত l এক বাঙালি হিসেবে আমি গর্বিত যে আপনারা এত সুন্দর ভাবে রবীন্দ্র সঙ্গীতকে উপস্থাপিত করেছেন l কলকাতা থেকে অনেক অনেক ভালোবাসা l আগামীদিনে আরো গান শুনতে চাই l
@joydeepnondy41445 жыл бұрын
মুম্বাই থেকে সাদর অভিনন্দন। 💐 বঙ্গদেশ থেকে অনেকটা দূরে বসে বারে বারে আপনাদের প্রত্যেকটি গানের সংকলন শুনি আর প্রতিবারই অভিভূত হয়ে যাই। যেমন গানের সংকলন, তেমনি গায়কী। সবকটি গানের choice of location এবং videography এককথায় অপূর্ব! আরো অবাক লাগে এই ভেবে যে দলের অন্ততঃ দুজন হাজার হাজার মাইল দূরে থেকেও এত সুন্দর গানের চর্চার সাথে জড়িত। আপনাদের দলের এবং individually আপনাদের প্রত্যেকের উত্তরোত্তর সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করি।
@somudro15 жыл бұрын
Joydeep Nondy etato bujhlam na! Kara duhajar mile dur theke ganer emon charcha kore cholechen?
@joydeepnondy41445 жыл бұрын
@@somudro1 জানার কোন সীমা নাই। জানার চেষ্টা বৃথা তাই।
@koyelachakrabarti5 жыл бұрын
গানের নির্বাচন, গায়কী, উপস্থাপনা এক কথায় অনবদ্য। অনেকদিন অপেক্ষা করালেন তবে যেটা উপহার দিলেন তাতে বলবো it was worth the wait. ভালো থাকুন আর আগামী দিনে এরকম আরো রবি ঠাকুরের গান নতুন ভাবে তুলে ধরুন। আমার ও ভারতবর্ষের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো।
@jyotiskobanerje5 жыл бұрын
Mark my words-the lady in green who started the song is an exceptional singer Nd she will go a long way!
@krishnadutta25405 жыл бұрын
Agreed with u
@SayanMukherjee24055 жыл бұрын
That is Sharad Protiti - one of the students of Rezwana Chaudhury Bonya. Very good voice indeed!
@ambikayadav45095 жыл бұрын
@@SayanMukherjee2405 Thanks for telling her name i was searching it.
@SayanMukherjee24055 жыл бұрын
@@ambikayadav4509 In fact if you see all the 5 videos published on their channel and see the credits at the beginning and at the end of each, you will know all their names.
@jsarkar10913 жыл бұрын
অভীক দেবের কন্ঠস্বরে অনুভূতি- চেতনার গভীরতা ও পরিনতবোধ আমার মন ছুঁয়ে যায়।
@rokibhasan90695 жыл бұрын
এতদিন কোথায় ছিলেন ! এই অস্থির সময়ে আপনাদের যে খুব দরকার। বিরতি তৃষ্ণা বাড়ায় কিন্তু বেশি বিরতি তৃষ্ণার অনুভূতিটাই যে ভুলিয়ে দিতে চায় অনেক ভালবাসা আপনাদের জন্যে
@anontokallolkhan18835 жыл бұрын
অনেক দিন পর এমন কাভার শুনলাম।আপনাদের কার্জন হলে সুট করা কাভার টা শুনে ই প্রেমে পড়েছি.... এবার এই টা সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে।ধন্যবাদ আপনাদের সবাইকে রবীন্দ্রসংগীতকে এভাবে তুলে ধরার জন্য
@aumitahsan65725 жыл бұрын
This will sound like exaggeration but I will say it nonetheless. Of all recent efforts from the realm of Bengal to reinterpret Tagore and present his music in a renewed vigor, these people have done the best job. Hopefully they will continue to do so. And I believe they can do that because to me it seems they have the right blend of humility and creativity - humility to not supersede the tone set forth by Tagore and creativity to enable a new generation of listeners to discover his music.
@standaone80885 жыл бұрын
Aumit Ahsan agree
@যমদূত5 жыл бұрын
Very well said!!
@RASMECCC4 жыл бұрын
Totally agree
@amitsrivastava805 Жыл бұрын
Outstanding rendition and a great tribute to Gurudev
@souravdas44565 жыл бұрын
Had goosebumps hearing the last song "Amar mukti aloy aloy (one of my favorite)". The songs sounded heavenly and I must praise the directors (both video and music) too! A wonderful piece of art they created!
@CricHours4 жыл бұрын
Wow. What lyrics by GREAT Robi Thakur!!. Only Bengali people can feel the divine touch in Robindra sangeet.! "আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ "
@rajeshwarimitra35005 жыл бұрын
The lady wearing a yellow sari. I am a fan of your voice. Tagore covers keep up the good job.
@shadabhasinsiddiqui9903 жыл бұрын
শুধু শুনছি।।হ্রদয়গ্রাহী ।। অনবদ্য।। আমার জীবনে দেখা সেরা উপস্থাপনা।
@surajitmoitra24995 жыл бұрын
I just love the depth of male voice..when you are singing with 3 female singers who are equally good it's hard to keep the balance..oshadharon voice bhai tomar.
@nirmalapaul93663 жыл бұрын
My 1.5 years old baby girls favorite song and she can sing some lines when she was 1 year!!! How beautifully you people cover these songs... you could touch mind of a toddler too! Hats off to you and pray for your sound health. Hope to hear from you soon to purify my soul again. TAKE LOVE
@fouziahasin49775 жыл бұрын
জগত জুড়ে আনন্দধারা বইয়ে দাও, 'আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও', সর্বদাই। 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' বয়ে যাক সুরের স্রোতস্বিনী। অনেক ভালোবাসা ও শুভকামনা।
@tanushreesarkar79662 жыл бұрын
Rabindra Sangeet shunte shunte hotat ei masterpiece ta khuje pawa. Just bhasha nei, eto shanti purno gaanta,shobai mile ekta onno prithibi te jemon niye gechen amay.❤️
@gourabchakraborty12055 жыл бұрын
অনেকদিন পর আপনাদের সুরের পরশ পেলাম। এমন একটি স্নিগ্ধ উপস্থাপনার জন্যে অনেক ভালোবাসা ও ধন্যবাদ 💕
@krishnaroy3273 жыл бұрын
গায়ে কাঁপন ধরায় তোমাদের গান। সবুজের মাঝে কবি গুরুর কথা ও সুরে তোমরা যা গানের অঞ্জলি দিলে তা অনবদ্য।।
@Tano_ad4 жыл бұрын
অপেক্ষায় থাকি , প্রতিনিয়ত খুঁজি , আবার কবে আপনাদের নতুন গানের স্বাদ পাবো।
@SayanMukherjee24055 жыл бұрын
They are back! And what a medley!!! :) :) God bless you all. P.S.: Wait kore kore hal chherei diyechhilam.... Emon shomoye hothat KZbin er alert. Fantastic!
@devmalyachowdhury57585 жыл бұрын
Absolutely!!!
@senguptashouvik5 жыл бұрын
Shetai.... Exactly same feeling!!!
@ctridib235 жыл бұрын
সহমত পোষণ করছি
@souravshuvo51714 жыл бұрын
যেমন গান,তেমন গায়কী,তেমনই দৃশ্যায়ন!অসাধারণ, অমলিন।বাকি ভাইকে অনেক অভিনন্দন রবীন্দ্রনাথের গানের এমন দৃশ্যায়ন করার জন্যে!আহা আহা!
@redwanislamorittro5 жыл бұрын
The wait has finally ended! I just love how every medley TagoreCovers cover is different from the previous one! Keep up the amazing work!!
@adrinajamilee4805 жыл бұрын
Thank you!
@redwanislamorittro5 жыл бұрын
Adrina Jamilee you're welcome! Looking forward to your next project. All the very best!
@barsharsathe96884 жыл бұрын
kzbin.info/www/bejne/l4mpmqptgbB-orc watch please
@shimulbhattacharjee95605 жыл бұрын
Oshadharon....ei generation er opor Rabindra Sangeet er probhab felar jonno oshonkho dhonnobad🙏
@tanusrikarati63425 жыл бұрын
To see the video, I could feel the true essence of chlorophyll in the city of concrete. For me Tagore is truly "Thakur" in the literal sense of his surname. Thanks for presenting his songs in this way.
@samratghosh34035 жыл бұрын
অপূর্ব
@debashishbhattacharya4349 Жыл бұрын
Bah, khub sundor. Darun laglo. Aro gaao aro bhalo gaao. Sob somoy chorcha rekho.🍫🍫🍫🍫🍫
@Adrija745 жыл бұрын
After a long wait, today I got another music video from your group. It's mesmerising. This soulful medley welled up my eyes. I convey my heartfelt wishes from all of your fans 👍
@sayakmitra24455 жыл бұрын
A big shoutout to the amazing tabla as the background music and the tabalchi of this recording! Amazing work!
@Dreamagainforsecondtime4 жыл бұрын
Why are you people disliking them? They are just superb and owesome
@drkrittibasray31823 жыл бұрын
Thats right Sharmistha. The three girls are the three duchesses of Bay of Bengal. Great singers. There is nothing to criticize them except that they are too cute and too nubile for such serious music.
@kusumazhar8065 жыл бұрын
সাধারণত প্রিয় কোন গান চোখ বন্ধ করে শুনতে হয়। কিন্তু এই গানটা শোনার সাথে সাথে দেখতেও হয়...এত্তো চমৎকার উপস্থাপনা আর সবগুলো মুখ এতো প্রিয়! একটা গান থেকে আরেকটা গানে ট্রানজিশনটা কী ভীষণ ভালো হয়েছে! অ-নে-ক ধন্যবাদ এরকম ‘আত্মার শান্তি’ টাইপের একটা পরিবেশনার জন্য! ❤️
@beeyond_me4 жыл бұрын
একমত 🙏😊 ভালো থাকবেন🌼
@jayshreesanyal74913 жыл бұрын
Sabai k jaanai Eid r Shubhechcha... Mon bhorey gyalo
@atiqulhaque23195 жыл бұрын
চক্ষু এবং কর্নের তৃপ্তি একইসাথে। অসাধারন গান এবং সিনেমাটোগ্রাফি, জাস্ট স্পেলবাউন্ড...
@shags915 жыл бұрын
jagat juure ta expect korchilam na... Oshadharon!!!
@livelikejoyanta5 жыл бұрын
টি এস্টেটের বাংলোয় বসে গানটা শুনছিলাম! পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো! ❤ One of the best feelings in my life 😍
@boseashu55 жыл бұрын
Pujols is coming with it's own all enveloping aroma. We must enjoy this too.
@farminUT4 жыл бұрын
ami proti din e ekbar ki duibar kore shuni...@avik and friends great work
@MohammedAli-ze7il5 жыл бұрын
"It is a pleasure to realize there are beautiful people with equally beautiful minds capturing so much, so simply..... ." Follow the river till it merges with the ocean".
@_nomu_0875 жыл бұрын
গানগুলো স্রেফ শুনিই না, মনপ্রাণ দিয়ে গ্রহণ করি। অনেকদিন পর তাঁদের ফেরায় দারুণ উৎফুল্ল! শুভকামনা...
@nrityanganaamrita29485 жыл бұрын
Avik Deb your voice is just fabulous.. love from india 💜
@kowshalturna90542 жыл бұрын
অনেকবার শুনেছি, মুগ্ধ হয়েছি। আজ যেন নতুন করে জীবনের এক অন্যরূপ খুঁজে পেলাম। ❤️ অনবদ্য উপস্থাপন। ধন্যবাদ।
@mijani.mannan7244 жыл бұрын
আহা, অনন্য সুন্দর নিবেদন ও পরিবেশন ক'রেছেন এই রবীন্দ্র সংগীত। সত্যিই, মন ভরিয়ে দিল এই সংগীতটি । অভিনন্দন
@pravatimondal38524 жыл бұрын
Gan er sathe place er combinations asadharon
@AninditaaD5 жыл бұрын
Uff, that opening! There's much depth in the voice. Oshadharon ! Ki shundor video, ki shundor gola, shobi odbhut. How beautifully has Protiti arranged the music, she's indeed a gem like everyone else. And again, this only proves that your covers won't go without surprising us, ever. ❤️
@PM58ful4 жыл бұрын
উনারা সবাই রেজওয়ানা চৌধুরী বন্যার ছাত্রছাত্রী।
@gourharibiswas13603 жыл бұрын
@@PM58ful that is why they are so special. Madam is one of the finest Rabindra Sangeet singer. I have the highest respect for her.
@AninditaaD3 жыл бұрын
Shotti, Protiti is a gem. ❤️
@rajnishroychowdhury60665 жыл бұрын
I am an avid follower of Tagore Covers. All of you are amazingly talented...unfair to name anybody. Keep up the good work and keep coming back.
@MehrubaBushram135 жыл бұрын
Wow! You have really bested yourselves. Hats off to cinematographer!
@RiadunnobiSheikh5 жыл бұрын
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ তই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে-- সে তো আজকে নয় সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে-- সে তো আজকে নয় সে আজকে নয়॥ আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥ বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা-- জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
@sutradharpalash5 жыл бұрын
এত সুন্দর পরিবেশনা! সত্যিকারের শিল্পী আপনারা! আপনাদের হৃদয়ের গভীর থেকে বের হওয়া সুর শ্রোতার হৃদয়ের গভীরে প্রবেশ করে! ভালোবাসা অবিরাম ❤
@shyamaprosadadhikari8631 Жыл бұрын
অসাধারণ ভাল। প্রশংসার যোগ্য ভাষা নেই। তোমাদেরকে দু হাত দিয়ে আশীর্বাদ করি ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমরাই আমাদের ভরষার জায়গা। তোমরা বাংলা ও বাঙ্গালীকে বাচিয়ে রাখবে এবং বিশ্ব দরবারে বাঁচিয়ে রাখবে।
@mohdquddus2504 жыл бұрын
A brilliant rendition. Four rivers of Tagore are flowing in a single current.
@stockbrokerfellow4 жыл бұрын
respect !
@chiranjitkarmakar29874 жыл бұрын
what a Cinematography & Direction...osadharon
@amitdebnath37435 жыл бұрын
অপেক্ষার প্রহর শেষ এবং তা মনে হয় সার্থক হলো এই উপস্থাপনায়,cinematography টা অসাধারণ হলো।কবিগুরুর প্রয়াণ দিবসে এই উপস্থাপনায় মুগ্ধ... 🙏❤❤❤❤❤❤❤
@jnuichattopadhyay4 жыл бұрын
Onek din por bhalo 'nyakamo-bihin' ebong 'daant chepa bihin' rabindra sangeet shunlam.. Oshadharon.. thanks a lot guys
@주엘-c8v5 жыл бұрын
এক লহমায় আপনাদের সবকটি কম্পোজিশন শুনে ফেললাম। এককথায় সবদিকদিয়ে অসাধারন! পরেরটার জন্য অপেক্ষায় রইলাম।
@moumitapoddar53304 жыл бұрын
Medley composition khub bhalo laglo.Gaangulo feel kora jachhe.Anek dhanyabad.
@arifmorshed40735 жыл бұрын
অসাধারন।অনেক ভালো হয়েছে।আপনাদের কন্ঠে রবি ঠাকুরের আরও গান শুনতে চাই।
@gautambiswas26364 жыл бұрын
আপনাদের গ্রুপ বেশ ভালো। আপনাদের ভাবনায় অভিনবত্ব আছে। শুভেচ্ছা ও অভিনন্দন।
@sn33815 жыл бұрын
আমরা কি সত্যি বুঝতে পারি যে, "রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে"?
@palashmondal39555 жыл бұрын
Next video r jonno wait kore thakbo. Kuv taratari pai jno
@switchBLADEXI5 жыл бұрын
Extra Props on the Cinematography, Captures the full mood of the song!
@arunavrahomn24214 жыл бұрын
অপেক্ষায় ছিলাম পরবর্তী গানের,,,,প্রান জুড়িয়ে গেল,,,,,,,
@uddiptabhatia37565 жыл бұрын
This is Great...Love from Kolkata 👋
@ruchismitabhowmik54955 жыл бұрын
comment na korei parlam naa...oshombhob bhabei shundor...shotti mone hochche andagaan baajche...thank you for this...really commendable...😊
@shuvendumondal73565 жыл бұрын
অনেক দিনের অপেক্ষার পর অবশেষে আরও একটা দারুন উপহার পেলাম আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ। Shuvanon Rajit দাদা কে মিস করলাম এখানে।
@duroll19274 жыл бұрын
asole onnk din por ai gaan golo sunlam sotti marvelous onnk donnobad apura o vaiyake atu sundor gaan sonanor jnno
@kabirkalyan4 жыл бұрын
Please note that you all our pride! Because of you I am proud to call that I am a Bengali! What a great beautiful bouquet of talents.
@uddalakbhattacharya46854 жыл бұрын
Apurbo....anek subheccha o bhalobasa....💕💕💕
@tapatibanerjeebhadra4795 жыл бұрын
বহুপ্রতীক্ষিত প্রকাশ ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা র জন্য
@afifamuntahanubla62583 жыл бұрын
একটা গান কিভাবে এতোটা soothing হতে পারে এই গানটা না শুনলে বুঝতাম না! অনেক প্রিয় একটা গান,কথা,গাওয়ার ধরন সব মিলিয়ে অসাধারণ! 💙
@appalmahmud57422 жыл бұрын
❤️❤️
@kausikaich97255 жыл бұрын
হৃদয় ছুয়ে গেল, অনবদ্য উপস্থাপনা, আপনাদেরকে অনেক অভিনন্দন, আরো অনেক এমন গান উপহার দিয়ে যান আমাদের ❤🙏
@sujitchoudhury50365 жыл бұрын
Mon chue jay. Osadharon.
@brainymandar63 жыл бұрын
Fortunate to understand bits of Bengali and learnt to some degree thanks to Tagore and Satyajeet Ray
@rimasengupta4414 жыл бұрын
Osadharon.. rabindra nath er gondho pelam ei gaan er moddhe diye.. snigdho sur..snigdho poribesh.. osadharon
@মোঃসেলিমরেজা-ল৬ন5 жыл бұрын
কী যে মুগ্ধতা! উফ❤ & শারদ প্রতীতি... আপনি আমার কাছে বিশেষ কিছু❤❤
@ishitaroy71275 жыл бұрын
Apnader kurnish! Rabindranath k eto sundor kore somnan, bhalobasha khub kom shilpi prodan koreche. Osombhov khusi hoi. Praan bhore jaay. Monehoy kobi khub kaache eshe , pashei aache, haat ti dhore. Sob klanto durr holo. Onek suveccha roilo.
@woasemamunir14405 жыл бұрын
My ears are blessed.My eyes are blessed.I feel blessed.Thank you for this.Thank you
@kazifarzana954 жыл бұрын
কি স্নিগ্ধ কি সুন্দর..💕 অসাধারণ গায়কী, চমৎকার ভিডিওগ্রাফি
@sumandasseal41925 жыл бұрын
someone shared this on facebook, generally i don't listen so much Rabindranath Tagore's song but when this song was started ....wow what a combination and the lines of this song touched my heart ....after that without wasting a minute ......i searched and found your youtube channel ......and i subscribed ......thank you for this awesome composition ......waiting for more like this.
@nikhilbrahma41344 жыл бұрын
আপনারা অনেক দূরে যাবেন ,আশা রাখি---সবাই অসাধারন,সবাই এক একজন মহান শিল্পী। এক নতুন অনুভূতি এলো আপনাদের পরিবেশনায়।
@thedevildip5 жыл бұрын
One of the most standard,quality music finally landed in our country. Hats off to the singers. Please carry on. We need to here more medley from you.
@sheikshahedjamil24955 жыл бұрын
মনমুগ্ধকর এই সৃষ্টির জন্য এই ভিডিও ক্রিয়েটর টিমের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন! আরো এমন অনবদ্য সৃষ্টিকর্ম দেখতে চাই ! ভালবাসা রইলা ।
@ShireenPasha5 жыл бұрын
I feel so blessed to experience such beautiful voices. Colours. Nature. Breathtaking. Thank you.
@tarunkantidas4323 Жыл бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম এবং দেখলাম। অসাধারণ পরিবেশনা ও ভিডিওগ্রাফি। একরকম আরো আরো চাই। অনেক অনেক ধন্যবাদ।
@sayamghosal5 жыл бұрын
Choreography, sound, perspective and the quality of the video.... Just great! Keep up guys! And last but not the least heart fell thanks ti Robi thakur for gifting us Rabindra sangeet.... It's evergreen.
@ladypoulomi5 жыл бұрын
Khub valo lglo....porer composition er opekhay thaklm
@souravdas44564 жыл бұрын
This video shows our country’s serene beauty and the songs hold our true culture. The words and tune depict the mystical essence of eastern philosophy of the God and the nature speaks for herself. So beautifully sung guys. I’m a huge fan of yours. If someone from other culture ask about our culture, show them this!
@ssubhrajit5 жыл бұрын
অসাধারণ! প্রত্যেকটি অংশ একেবারে মর্মস্পর্শী। সার্থক অপেক্ষা। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
@srijitapal87005 жыл бұрын
ভিডিও টা দেখার আগেই লাইক করে দিলাম, আর আবার ও মুগ্ধ হলাম।। দীর্ঘ অপেক্ষার অবসান হলো😊
@tisittssii5 жыл бұрын
Opurbo hoyeche. chaliye jan
@sumansaha67675 жыл бұрын
কানে লেগে আছে... Mesmerizing.... You did it again... Thanks a lot
@laesperotvkolkata36534 жыл бұрын
First time sunlam . khub valo laglo.
@shofisdiary62533 жыл бұрын
What a moment it's When I hear the tunes Amar Mukti Aloy Aloy!! Really Superv!!❣️
@sandiban364 жыл бұрын
Gaaner selection ayto Bhalo je aykta Gaan theke aar ayk gaane jaoa bojhai jai ni, mone hochhe ayktai Gaan as a whole. Great presentation 👌👌💯❤️