Barrister A Y M Fazlul Hoque Outstanding expression of the Cravings for and earnest to welcome with all heart the Beautiful, in all sincerity, and devotion and dedication as reflected in the great words of kobiguru ; we also want to sing in harmony with you and dedicate ourselves for the Beautiful, the eternal entity, the Most Beautiful. My congratulations to Jayati.
@SamiulIslamPoluck4 жыл бұрын
জুড়ালো হৃদয় জুড়ালো.....
@tribeniprasadbagchi72844 жыл бұрын
Best of the lot.
@anushreemondal65322 жыл бұрын
Jokhon amar school e gailam khoob bhalo laglo.
@anjanbhattacharya70184 жыл бұрын
Darun
@gargimajumdar5084 жыл бұрын
Anoboddo.....kono kotha hobe na
@bjroy82383 жыл бұрын
ভালো। Bhalo gaan
@abhijitgoswami91453 жыл бұрын
আমি জানি না হে শিল্পী এ গানের শৈলী কোথা থেকে পেলেন, অবশ্যই রবি ঠাকুর আপনার অনুপ্রেরণা।
আপনার দাবিটা ঠিক বুঝতে পারছি না । অনেকদিন ধরেই দেখছি "অমুক গানটি অমুকের কণ্ঠে অনবদ্য" ধরণের অপ্রয়োজনীয় কমেন্ট করে চলেছেন সব জায়গায়। আপনার যে গান যে শিল্পীর কণ্ঠে অনবদ্য লাগছে আপনি সেখানেই আপনার মূল্যবান কমেন্টটি রেখে আসুন। আর যেখানে কমেন্ট করছেন সেই গান নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই বলুন।
@debasishchakrabarti4921 Жыл бұрын
@@ranarabi37 কমেন্ট = মন্তব্য। আমার মন্তব্যের উদ্দেশ্য, কোন গানটি কোন গায়ক, গায়িকার কণ্ঠে সবচেয়ে সঠিক অনুভবে প্রকাশ পেয়েছে সেটা ব্যক্ত করা, তাতে ১) সামাজিক মাধ্যম বলে সবাই জানতে পেরে গানটি সেই গায়ক, গায়িকার কণ্ঠে শোনার উদ্যোগ নেবে ২) যার কণ্ঠে সেই অনুভবে প্রকাশ পাচ্ছে না তাকে অতিরিক্ত বিশেষণে ভরিয়ে দেওয়া থেকে বিরত থাকবে। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাণী রূপে ওয়ার্ল্ড ক্লাসিক যেমন বাখ বেটোফেন মোৎসার্ট চাইকোভসকি সৃষ্ট ওয়ার্ল্ড ক্লাসিক সিম্ফনিগুলি। মানবমনের এমন কোনও অনুভব নেই যা রবীন্দ্রসঙ্গীতে বিধৃত হয় নি। তাইতো এত পর্যায়, উপ- পর্যায়। ।দু:খের বিষয়, অধিকাংশ গায়ক, গায়িকা স্মরণে রাখেন না এই বিষয়টি। আর রবীন্দ্রনাথের উক্তি, আমার গান পাশ্চাত্যের গানের ধরনের। সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ। ওতে কিছু যোগ করবার নেই। আমার গান অনুভব দিয়ে, মনের মাধুরী মিশিয়ে গাও। গানে স্টীম রোলার চালিয়ো না।' অনেক ক্ষেত্রেই কবির এই আবেদন রক্ষিত হয় না🤔🤭 রবীন্দ্রসঙ্গীত, সত্যজিতের ছবি ওয়ার্ল্ড ক্লাসিক। এগুলির ব্যবহারের সময় তা স্মরণে রাখা প্রয়োজন।
@amitguhaofficials Жыл бұрын
হা হা আপনার যুক্তি গুলো কি দারুন হাস্যকর। একটা কথা বলি আপনি বললেন সত্যজিৎ আর রবীন্দ্রনাথ ক্লাসিক। হয়তো অনেকের কাছে স্বপন সাহা আর হরনাথ চক্রবর্তী বাংলার শ্রেষ্ঠ চিত্র পরিচালক। আপনি যদি স্বপন সাহার সিনেমায় গিয়ে এবার কমেন্ট করেন সত্যজিৎ অনেক উঁচু মাপের পরিচালক ছিলেন তাতে যেমন অপমান করা হয় স্বপন সাহার ভক্তদের তেমনই প্রশ্ন আসে আপনার শিক্ষা নিয়ে। নিজের culture কে তো হিটলার ও শ্রেষ্ঠ মনে করতেন। পৃথিবীটা কে যখন সবাই হাতের মুঠোয় পেয়েছে তখন চারিদিকে সব কিছুই খোলা জানলা দিয়ে মানুষের কানে আসে। নিজের পছন্দ দিয়ে অন্যকে প্রভাবিত নাই বা করলেন। সবাই সবার পছন্দমতো চলুক না। ক্ষতি কি? সব শেষে বলি লালকেল্লার গায়ে আমাদের পাশের বাড়ির ছোটন নিজের নাম লিখে এসেছিলো। তাতে লালকেল্লার কিছু এসে যায়নি। ছোটন কে আমরা খুব গাল দিয়েছিলাম। 😊 ভালো থাকবেন।
@amitguhaofficials4 жыл бұрын
কমলাসন... পাতা রইলো এ রাতে, অপেক্ষায়
@arupchakraborty45632 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@arpitalahiri6326 Жыл бұрын
Aha
@somadassaha37163 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@priyokabi3 жыл бұрын
Nilima Sen sang it best
@mahmudurrahmankazal5632 Жыл бұрын
সংগীত যে হাইপার টেনশনের মহা ঔষধ তা এ গানটি চোখ বন্ধ করে শুনলে বোঝা যায়।
@debasishchakrabarti4921 Жыл бұрын
রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাণী রূপে ওয়ার্ল্ড ক্লাসিক। যেমন বাখ, বেটোফেন, মোৎসার্ট, চাইকোভসকি সৃষ্ট ওয়ার্ল্ড ক্লাসিক সিম্ফনি গুলি। মানবমনের এমন কোনও অনুভব নেই যা রবীন্দ্রসঙ্গীতে ধরা পড়ে নি। তাইতো এত পর্যায়, উপ- পর্যায়।
@somamukherjea8385 Жыл бұрын
Ki opurbo!
@ayandebnath82324 жыл бұрын
Mon 6ua 😄😄😄😄😄galo
@pradiptadey73854 жыл бұрын
🙏
@pradiptadey73854 жыл бұрын
ধন্যবাদ দিদি গানটা শোনা বার জন্য
@sarasighosh88544 жыл бұрын
Didi Tumi bhalo theko
@parthabengalihonours85464 жыл бұрын
দিদি তোমার গলায় যেন মধু আছে। তোমার গান শুনে আমার শুধু মনে হয় মধুরিতু জাগে দিবানিশি
@debasishchakrabarti4921 Жыл бұрын
মধুঋতু
@AmitkDas2572 жыл бұрын
The song is excellently sung , but the music during long interludes is a trifle mismatch
@sukritigupta59812 жыл бұрын
Ahaha
@sumantapal84324 жыл бұрын
কারোর কন্ঠে সুর এলে কন্ঠ ধন্য হয়। জয়তী ম্যাম এর কন্ঠে যে সুর ধ্বনিত হয়, সে সুর ধন্য হয়ে যায়। যিনি এই চ্যানেলের সম্পাদক, তার কাছে জানতে চাই, আপনি এই গানগুলি কোথায় থেকে নিচ্ছেন? এগুলি তো asha audio এর অফিসিয়াল চ্যানেল এ নেই!
@tushardas13274 жыл бұрын
Ohe Sundor Momo Grihe Aaji Poromotsob Rati Rekhechhi Konok Mondire Komolason Pati Rag - Mishro Khambaj Tal - Dadra Porjay - Prem Upo Porjay - Prem Boichitro Book - Kabya Grontho 8 Swaro Bitan 32