লোকে বলে ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ হলো মেয়ে মানুষ একটু সুখের ছোয়া পেলে ভালোবাসার মানুষের কথা তারা ভুলে যা।৷ তাহলে তার আর আমার বিচ্ছেদের আজ তিন বছর হলো আমি আজও তাকে ভুলতে পারিনি। প্রতিটা মুহুর্তে তার শূণ্যতা আমায় খুড়ে খুড়ে খাচ্ছে । আর মন বলে বিচ্ছেদের কি খুব বেশি দরকার ছিল । 😔😔😔 একটা মজার কথা কি জানেন আজ থেকে ঠিক ৫ বছর আগে এই দিনে সে রং ধনুর ৭ রং এ সাজিয়ে ছিল 😊 আর ৩ বছর আগে ঠিক এই দিনে আমাকে ছেড়ে যাওয়া সময় তার সাথে করে রং ধনুর ৭রং গুলো নিয়ে গেছে আমায় নিস করে । জানি সে আর কখনো ফিরবে না তবুও আমি আজও তার অপেক্ষায় আছি