এই বয়সেও এত সুন্দর বক্তব্য যেন সময়কে ছোঁয়া যায়।। আমরা ছোটো থেকে জানতাম উনি খুব গভীর। আজ আলাপচারিতা শুনে মন ভরে গেল। "অতি উত্তম" ছবির জন্যই আবার ওনার কথা শোনার সৌভাগ্য হল। নতুন ছবিটির জন্য অনেক শুভ কামনা রইল।🙏🏻🙏🏻🙏🏻
@jhunudeb59059 ай бұрын
7
@shantashreebhattacharya44809 ай бұрын
সাক্ষাৎকারটা খুব ভালো লাগলো ।
@skbiswas14529 ай бұрын
বাংলা সিনেমার এক আইকন কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার'কে নিয়ে বাংলা সিনেমার আরেক কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জি'র অসাধারণ এক স্বাক্ষাৎকার! প্রিয় অভিনেত্রী মাধবী মুখার্জি'কে অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভ কামনা রইলো💞 বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏
@shampamondal94049 ай бұрын
খুব সুন্দর একটি আলাপচারিতায় এমন অভিনেত্রী কে পেলাম। উত্তম সৌমিত্র এক আকাশে দুই সূর্যের মত। আমার মনে হয় আর তুলনা না টেনে আমাদের গর্বিত হওয়া উচিত এমন মানুষ দুজনকে আমরা একসাথে পেয়েছি বলে তবু বাঙালি তুলনা টানতে ভালোবাসে। মাধবী দি সুন্দর ভাবে , খুব শ্রদ্ধা র সঙ্গে সেই কাজটি করলেন। আগের দিনের শিল্পীদের থেকে আমাদের শেখা দরকার কিভাবে সহযোদ্ধা দের সম্মান দিতে হয়। ভালো থাকবেন দিদি। এটাই প্রার্থনা করি।
@subhraghosh83309 ай бұрын
Uttamkumar ar sathe karur tulona hoy na.
@alpanabanerjee53729 ай бұрын
, এক আকাশে দুটো সূর্য আবার হয় নাকি? সূর্য একটাই আর সেটা আমাদের মহানায়ক উত্তম কুমার।
@IMMABUSTYOURASS9 ай бұрын
তুলনা না করলে controversy হবে কি করে?
@gmvn195 ай бұрын
ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ সৌমিত্র চট্টোপাধ্যায় বেশি পেয়েছেন সত্যজিৎ রায়ের 14 টি ছবির অভিনেতা তিনি । সেই তুলনায় উত্তম কুমার কে অনেক অযোগ্য পরিচালকের ছবি কে নিজের যোগ্যতা য় উতরে দিতে হয়েছিল । তাছাড়া উত্তম কুমার মানুষের মনের অনেক কাছাকাছি ছিলেন , তাঁকে অনেক আপন মনে হয় ।
@shampamondal94045 ай бұрын
@@gmvn19 100ভাগ ঠিক বলেছেন
@shilpisengupta96959 ай бұрын
খুব ভাল লাগল। 🙏 দারুণ হবে সিনেমাটি, উত্তমকুমার কে নিয়ে করা, ভাল হতেই হবে।❤🎉
@Vaishnav58809 ай бұрын
মহানায়ক আদতেই যে কতখানি মহান তা আজ অনুধাবন করতে পারলাম। সত্যই ,নমস্য ব্যক্তিত্ব তিনি❤
@vanamatrika..9 ай бұрын
অতি উত্তম এর সুবাদে এক অসাধারণ উপলব্ধির সম্মুখীন হলাম। উত্তম কুমার সম্পর্কে আমাদের নারী পুরুষ নির্বিশেষে, কালোত্তীর্ণ যে আকর্ষণ ও প্রেম,তা যেন, বৃন্দাবনের গোপিনী দের শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের মত মনে হয়। সেকালের তো তিনি নায়ক ই ছিলেন। পুরুষোত্তম। আর এযুগে তিনি উত্তম।
@shampamondal94049 ай бұрын
খুব ভালো বললেন
@monidipanaskar3009 ай бұрын
অল্প কথায় অসাধারণ ব্যাখ্যা করলেন।❤
@asokaray43399 ай бұрын
উত্তম, উত্তম-e আমার প্রিয় মানুষ। আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালবাসা জানায়। ❤❤
@sharmisthaguha67369 ай бұрын
Didi aapni ki apurbo similie dilen for Our legends🙏
এতো সুন্দর আলাপচারিতা আমাকে মুগ্ধ করেছে।। ম্যাডাম আপনার অনেক অনেক ছবি দেখেছি, খুব ভালো লাগে। এখনো দেখার সুযোগ পেলেই দেখি।। আপনার রামের সুমতি কি ভোলা যায়? আমার বেশিরভাগ সময় ই আপনাকে শুধু মা, মা আর মা ই মনে হয়।। আপনাকে বাঙালি কোনদিন ভুলতে পারবে না। আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা।❤ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।।
@Shukla_B9 ай бұрын
Khub sundor kore bollen Maadhabidebi.
@kanchankamalmukhopadhyay17239 ай бұрын
One (perhaps the only) of the best Indian Cinematic actresses. A natural talent. A face so mobile that it could take any shape from a dirt poor to highly aristocratic. Only parallel was Chhaya Devi.
@PaliumSkills9 ай бұрын
very good discussions .... khub sundor bollen Madam!
@nilanjanataraphder21784 ай бұрын
Background music keno!!!!
@satyakampoddar12939 ай бұрын
ইন্টারভিউ যিনি নিয়েছেন, তার আরও একটু হোমওয়ার্ক করার প্রয়োজন ছিল। আলাপচারিতার প্রশ্নগুলো বড় -ই সাধারণ স্তরের মনে হয়েছে।
Ami Amar baba ma er kachhe uttar kumar er ortho songroho korar kotha shunechhi.
@madhurjyagupta88465 ай бұрын
Jini interview niyechen tini boroi sohoj sohoj question korechen
@arghaghosh77349 ай бұрын
Vogoban besidin er jonno asen na prithibi te
@srabanid14699 ай бұрын
Bengali byoshko abhinetri der shonge mumbai er byoshko abhinetri ...Hema malini , Waheeda Rahaman, Mumtaz , Rekha koto difference ache....Mumbai abhinetri ra koto energetic aar bengali ra koto klanto..
@tapandas-ot5ix9 ай бұрын
Luchi toi sarsel tel e vaja hoi
@ashimbose71129 ай бұрын
Na generally sad tel e bhaja hoy
@incrediblebuddha42439 ай бұрын
@@ashimbose7112 হ্যাঁ তবে সরষের তেলের ভাজা লুচি ই শরীরের জন্য উপকারী
@sibajyotibardhan33329 ай бұрын
@@ashimbose7112যদিও স্বাস্থ্যসন্মত নয়।
@subhassamanta67979 ай бұрын
উনি যে কতটা ভোজন রসিক ছিলেন এটাই তার প্রমাণ। কেননা ঐ সময় বেশিরভাগ লুচি ডালদায় ভাজা হত, সাদা তেল তখনও বাজারে আসেনি অবশ্য পোস্ট ম্যান তেল টা তখন ছিল কিন্তু সেটা বাদাম থেকে তৈরি। সর্ষে র তেলের লুচি একটা আলাদা টেস্ট এনে দেয়, সেটা উনি জানতেন বলেই খেতে চেয়েছিলেন।
@soniab37319 ай бұрын
Uttam khub duschoritro chilen
@jhilikbhattacharjee32409 ай бұрын
Kano? Apni ki onar chhotobalar bondhu chhilen? Je jerakam se serakam dakhe.
@শোনোবন্ধুশোনো9 ай бұрын
Aapni otaa bujhe gelaam
@Rupalroy-ft9wp9 ай бұрын
@@শোনোবন্ধুশোনোeta sera chhilo
@saikatghosh19909 ай бұрын
Ki j boli.....chagol na pantha.....Manush hon etai kammo.
@subratabhattacharya7958 ай бұрын
Wanderfull versetile heroine of moha nayak
@preetam41029 ай бұрын
"বন্ধু ভাবি" lyrical video kzbin.info/www/bejne/moqxiHWiermjd9E