খুবই ভালো গল্প। প্রেম কোন নিয়ম মানেনা। কাল্লু বিভাকে ভালোবাসল। সেটা শুধুমাত্র বিভার রূপ দেখে নয়। সে প্রথমেই বিভার সুন্দর মনের রূপে মুগ্ধ হয়েছিল। সচেতন ভাবে কাল্লু জানত সে বিভাবাবার প্রেমের উপযুক্ত নয়। তবুও সে তাকেই ভালো বাসল। এবং আপন মনের মাঝে সেই অব্যক্ত ভালোবাসা নিয়ে গুমরে মরল। তার পিয়ারি জানতেই পারল না বাড়ীর সামনে তার এক পাগল প্রেমিক রোদ বৃষ্টি ঝড় সহ্য কোরে বসে রয়েছে। বেশ ভালো লাগল গল্পটা। তবে একটু কষ্টও পেয়েছি। তোমার গল্প নির্বাচন খুবই ভালো এবং গল্পপাঠও যথোপযুক্ত।ভালো থেকো আর এমনই আরও গল্প শোনাও।
@golpoekante3 ай бұрын
আপনার মতামত পড়ে মন ভরে গেল, সত্যিই, প্রেম কোনো নিয়মের বাঁধনে বাঁধা নয়, এবং কাল্লুর বিভার প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এই অনুভূতি তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত। তার অব্যক্ত প্রেম এবং একাকী যন্ত্রণার গল্পটি আপনাকে ছুঁয়ে গেছে, জেনে ভালো লাগল। এই অনুভূতিগুলোই হয়তো গল্পের গভীরতা বাড়ায়। আপনাদের মতো শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন আমার কাজকে আরও অর্থবহ করে তোলে। অসংখ্য ধন্যবাদ🙏🙏 সঙ্গে থাকবেন, আরও অনেক গল্প নিয়ে আসছি🌼😊
@sabitamajumder88083 ай бұрын
Ki apurbo pat,Mon bhore. Jaya
@golpoekante3 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 আজ আসছে নতুন গল্প ঠিক দুপুর ৩ টে.. সঙ্গে থাকবেন 😊
@ramasarkahc67813 ай бұрын
খুব ভালো লাগলো।
@golpoekante3 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 আমাদের অন্যান্য গল্পগুলিও কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন 🌼
@keyachakraborty18863 ай бұрын
খুব সুন্দর লাগলো তোমার গলায় গান দুটো, তুমি মনে হয় গান গাও, সুন্দর গলা....গল্পটাও ভালো লাগলো....ভালো থেকো ❤❤❤
@golpoekante3 ай бұрын
@@keyachakraborty1886 😊😊 অনেক বড় প্রাপ্তি, অসংখ্য ধন্যবাদ 🙏🙏 ভালো থাকবেন ❤️
@sabyasachidutta41713 ай бұрын
Excellent story choice 👍 ....….. শুনছি একান্তে......✅ Perfect emotional voice acting,,......performance and presentation .........👍💖🙏 .... You are the best.... Storyteller....... for me. God bless you.,........bye💐❤️🙏
@golpoekante3 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 খুব ভালো লাগলো 😊 এভাবেই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন 🌼🌼
@subratabandyopadhyay89563 ай бұрын
সত্যি গল্পটা খুব ভালো লাগলো। Dh
@subratabandyopadhyay89563 ай бұрын
ধন্যবাদ ।
@golpoekante3 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏🙏 আরও নতুন গল্প আসছে, সঙ্গে থাকবেন 🌼
@SDewasi-pb6pq3 ай бұрын
Darun ,daruuun ❤
@golpoekante3 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 আরও নতুন গল্প আসছে, সঙ্গে থাকবেন 🌼😊
@ekamorganertori83093 ай бұрын
খুব সুন্দর ❤❤❤❤
@sibanisarkar59373 ай бұрын
খুব সুন্দর গল্প, শুনে ভালো লাগলো। ❤❤
@golpoekante3 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 আরও গল্প আসছে, সঙ্গে থাকবেন 🌼
@khushiroy15653 ай бұрын
খুব সুন্দর ❤❤
@Vivo-mk2xr3 ай бұрын
পিয়ারি একটা বার যদি বুঝতো যে কাল্লু তাকে ভালোবাসতো,তাহলে ভালো লাগতো।
@ekamorganertori83093 ай бұрын
.ঠিক বলেছেন ❤❤❤❤
@roma1-w6c2 ай бұрын
যানলে হয় তো কাল্লুকে ঘৃণা করতো
@AlorDisa123 ай бұрын
golpo টা শুনতে ভাল লাগলো
@golpoekante3 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏🙏 ভালো থাকবেন।
@ChinuDass-wk6uw3 ай бұрын
Valo laglo kintu prem asampurno theke gelo.
@golpoekante3 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏🙏 সঙ্গে থাকবেন।
@rudrahalder94223 ай бұрын
Eagerly waiting ma'am
@golpoekante3 ай бұрын
কেমন লাগলো জানাবেন 🙏🙏
@biswakarmainfoworld3 ай бұрын
Okay
@abhijitghosal5373 ай бұрын
চোখ বুজে শুনতে শুরু করলাম বটে কখন যে নিদ্রদেবী ভর করে বসবেন, সেটাই আমার চিন্তা। যদি বলেন চোখ বুজে কেনো? এই কন্ঠ ধ্বনি একান্তে শোনা মানে দুপুরের আহারের পর কর্ন গহ্বরে পাখির পালক বুলালে যে উপশম উপলব্ধি হয়, তারই বিকল্প। আর এমন জায়গায় তো নিদ্রদেবীর বাসস্থান হয়ে থাকে। আমার দোষ কি বলো?
@golpoekante3 ай бұрын
🙏🙏 সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।