শুধু ক্লাসরুম নয়, তার বাইরেও বৃহত্তর সমাজে কাফি স্যারের অসংখ্য ছাত্র রয়েছেন। আমার এই সত্তরোর্দ্ধ বয়সেও আমি নিজেকে ওনার ছাত্র মনে করি, যদিও কোনওদিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বা যোগ্যতা লাভ করিনি।
@krmukherjee10 ай бұрын
খুব ভালো আলোচনা l সমৃদ্ধ হলাম। কবীর সুমন, সুকান্ত চৌধুরী মতো বিশিষ্টদের আপনার এখানে শোনার ইচ্ছা থাকলো l
@irinsultana28125 ай бұрын
স্যারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুভকামনা ও কৃতজ্ঞতা। স্যারের বাচনভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। শুভকামনা রইল অনুষ্ঠানের সঞ্চালক এবং তার পুরো টিমকে। এভাবেই চলতে থাকুক যুগের পর যুগ ধরে যেন আমরা আমাদেরকে খুঁজে পেতে পারি আমাদের সংস্কৃতি ও সাহিত্যে।
@meghashrita1510 ай бұрын
এ আলোচনা অনেকবার,বা বলা ভালো প্রায় সারাজীবন ধরেই শুনতে হবে।কাফি দাকে শ্রদ্ধা এবং ভালোবাসা,আর অর্ক,তোমাকে কৃতজ্ঞতা।
@PradiptamaySaha10 ай бұрын
এরকম আলোচনা থেকেই আমাদের ভাবনাগুলো পুষ্টি পায়। ইঁদুর দৌড়ের মাঝে যে একটু থমকে দাঁড়ানো কতটা প্রয়োজন সেটা উপলব্ধি করতে পারি। স্যার এর কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম। অর্কদা কে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আলোচনাটাকে চালিত করার জন্যে। প্রেসিডেন্সিতে বাংলা নিয়ে ভর্তি হয়েও শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এ গা ভাসিয়েছিলাম টিকে থাকার জন্যে। কিন্তু এখন বেঁচে থাকার জন্যে বাংলা ভাষা আর মনন এর কাছে ফিরে আসতে হচ্ছে।
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আর না করে থাকলে টুক করে subscribe করুন 🙏
@music2am1179 ай бұрын
খুবই উৎকৃষ্ট একটি আলোচনা। দুর্লভ ও বলা যেতে পারে। তবে একটা কথা আমার মনে হয় যে মানুষের আচার আচরণ আর ভাবনার বহিঃপ্রকাশ একটা সহজাত ধর্ম। যেটা প্রকৃতি তৈরী করেছেন। সেখানে ধর্ম ও সংস্কৃতি একটা স্পষ্ট বিভাজন তৈরী করেছে।এ বিষয়ে ভাষার মাধ্যমে ভাব প্রকাশ কোনো জাতি রাষ্ট্র ধর্ম সীমান্ত ভেদে আলাদা হয় না। আজ আমরা যে জাতি সংস্কৃতিকে উৎকৃষ্ট হিসেবে তুলে ধরি সে জাতির সংস্কৃতির উৎস কোনো না কোনো ভাবে মানুষের আচরণ এ লুকিয়ে রয়েছে। ফারসি শব্দের প্রেমিক বাংলা শব্দের প্রেমিকের চেয়ে আলাদা কিছু করে না মনের ভাব প্রকাশের জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটা আলোচনা উপস্থাপন করার জন্য।
@Shonona9 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন।
@madangopalroy954810 ай бұрын
আমি আপনার প্রতিটি পডকআষ্ট শুনি ও সমৃদ্ধ হই। পডকআষ্ট করার আগে আপনার হোমওয়ার্ক আমাকে বিস্মিত করে।আর কাফি স্যার যতই শুনি ততই মনে হয় আরো কতকিছু বাকি রয়ে গেল।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করে না থাকলে করে নিন🙏
কাফি স্যারের ক্লাস পেয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয় তে।বৈষ্ণব পদাবলী পড়াতেন।শনিবার করে ওই একটাই ক্লাস করতে ১ ঘন্টা ট্রেন এ করে ইউনিভার্সিটি যেতাম।অনেক কিছু মনে পড়ে গেলো
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকুন। ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@atanchanda10 ай бұрын
অসাধারণ মনোজ্ঞ কথোপকথন। কাফিবাবু যেমন অতুলনীয় আপনিও তেমন অননুকরণীয়। খুব ভালো থাকবেন 🙏
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। Subscribe না করে থাকলে টুক করে করে দিন। আর মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন 🙏
@Cupid_Lite9 ай бұрын
ছাত্র হিসেবে উনার ক্লাস করার সৌভাগ্য হয়নি কোনোদিন, তবে বিভিন্ন মাধ্যমে অনেক কথা শুনেছি। আবারো অসাধারণ একটি আলোচনা শুনলাম। গল্পকারে যুক্তি নির্ভর সংবেদনশীল ভাষার ও ভাবনায় এই আলোচনায় ঋদ্ধ হলাম। অধ্যাপক আব্দুল কাফির বাচনভঙ্গি বাগ্মিতা খুবই মনোগ্রাহী। ভালো থাকবেন কাফি স্যার।
@Shonona9 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দেবেন 🙏
@trisitamukherjee20009 ай бұрын
জয় গোস্বামী কোনও মান বাড়ানোর বিজ্ঞাপন নন। সুতরাং অনুষ্ঠানটির পরিচিতি অংশে এই বিশেষ ভাবে আলোকপাত করার ঘটনাটি খুব একটা অভিপ্রেত নয় বরং অপ্রয়োজনীয় বলে মনে হয় খানিক। তা বাদে ধন্যবাদ জানাই ধারাবাহিক ভাবে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
@Shonona9 ай бұрын
ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন ।
@amarsohojrannaghor108210 ай бұрын
বহুদিন আগে থেকে লিখতাম... স্যারকে ডাকবার জন্য। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা❤️
@Shonona10 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️
@himanshudas9489 ай бұрын
এক কথায় মনোমুগ্ধকর আলোচনা। আরও একবার কাছে পেতে চাই।
@Shonona9 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️
@AmitDas-ne6vn10 ай бұрын
আলোচনার একটি শব্দও এড়িয়ে যাওয়ার নয়। ধন্যবাদ জানাই দু'জনকেই। একজন বাংলা সাহিত্যের শিক্ষার্থী হিসেবে উচ্চতর পর্যায়ে শিক্ষাগ্রহণের পথে ও পরে কতগুলো বছর চারদিক থেকে যেভাবে অপমানিত হয়েছি, তা যদি কাউকে বলতে পারতাম! কাউকে কটু শব্দ বলতাম না, সেই আমি আজ কয়েকবছর ধরে অশিষ্ট ভাষা শিখছি, সেই রবি ঠাকুরই 'পান্থ জনের সখা'_ বিকার দিয়ে বিকার ভাঙতে হবে। প্রতিবাদের ভাষা হিসেবে শব্দের সন্ত্রাস ও প্রয়োগশৈলী শিখে নেওয়াও একান্ত জরুরি। উপযুক্ত স্থানে প্রয়োগে এর ইতিবাচক ফলও পেয়েছি। না হলে এই নরকে বাঁচা যাবে না। আমার বন্ধুরা যারা এটা শিখতে পারেনি তারা সেই টিকে থাকা শ্রমিকদের দলেই যোগ দিয়েছে, 'বেঁচে থাকা' আর হলো না।
@Shonona10 ай бұрын
আমরা আপনার সমব্যথী। লড়াই চালিয়ে যান। পাশে থাকুন। আমাদের শুনতে থাকুন। পারলে ছড়িয়ে দিন 🙏
@bodhisattvabhattacharyya199010 ай бұрын
আরেকটি গুরুত্বপূর্ণ আলাপন। বিশ্বজিৎ রায়, আব্দুল কাফি, ব্রাত্য বসু ... এমন ব্যক্তিত্বদের সঙ্গে আলাপন, আপনার "Shonona" চ্যানেলের সম্পদ। এমন আলাপন চলতেই থাকুক আপনার চ্যানেলে। নিরন্তর ঋদ্ধ হই ...❤🎉😊😊❤🎉🙏✅✅
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। Subscribe না করে থাকলে টুক করে করে দিন। আর মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন 🙏
@anirbanmaitra605110 ай бұрын
খুবই উপভোগ্য কথোপকথন। চন্দ্রিল ভট্টাচার্যকে চাই সামনে।
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন। আর subscribe না করে থাকলে, টুক করে করেনিন 🙏
@sharmibhattacharyya485410 ай бұрын
খুব ভালো লাগলো... মন্ত্রমুগ্ধের মতো শুনলাম পুরোটা... ❤
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আর না করে থাকলে টুক করে subscribe করুন 🙏
@Iamwasimk10 ай бұрын
আমার জীবনে এরকম আলোচনা কোনোদিন শুনিনি❤ অবশ্য যেখানে কাফি স্যার আছেন সেখানে আলোচনা তো এমনই হবে।।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। একটু ছড়িয়ে দিন ❤️
@ramendas267510 ай бұрын
সম্পদ! প্রণাম নেবেন স্যর। আরও বলুন, শুনতে চাই শুধু।
@parthabhattacharya50659 ай бұрын
এক অসাধারণ আলাপচারিতা। সমৃদ্ধ হলাম।
@Shonona9 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন। মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন।
@shilpibhattacharya81007 ай бұрын
অসাধারণ! আরও আরও হোক
@Great_Natok_Baaz10 ай бұрын
আপনাদের আলাপচারিতা দারুণ প্রাণবন্ত ছিল! বিশেষ করে অর্ক দা'র সঞ্চালনায় মুন্সিয়ানা অসামান্য!
@Shonona10 ай бұрын
ধন্যবাদ । পাশে থাকুন। ছড়িয়ে দিন। আর subscribe না করে থাকলে টুক করে করে ফেলুন 🙏
@anishghosh66609 ай бұрын
বাংলা ভাষা ও সাহিত্য পড়ে এই বিষয়ে কি কি দিক নিয়ে এগোনো যেতে পারে শুধু এইটা নিয়ে কাফি স্যার কে নিয়ে আরো একটা সেশন হোক। আমি অনীশ ঘোষ।কোচবিহার থেকে। স্যারের অনেক বক্তব্য আমি শুনি।আমার মনে হয় কাফি স্যারের এই বিষয়টি নিয়ে আলোকপাত হোক ❤ আরো বেশি।
@Shonona9 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️
@Shonona9 ай бұрын
আমরা চেষ্টা করবো আরো এরকম আলোচনা আনার 🙏
@tin84010 ай бұрын
Kafi da k anar jonnyo onek dhonnyobad. Kafi da k lekhaye beshi paoa jaye na, podcast e theke gelo kothagulo. Thank you.
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। আমাদের সাথে থাকুন। হয়তো আরো অনেকটা পথ চলতে পারবো 🙏
@kohinoormukherjee9 ай бұрын
Excellent discussion, samridhha holam. Dhanyobad!
@Shonona9 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দেবেন।
@arghaghosh18659 ай бұрын
সমৃদ্ধ হলাম। তর্ক চলতে থাকুক।
@Shonona9 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️🙏
@Waynebruce53510 ай бұрын
Naam hi Kafi hai.... Thank you অর্কর ঠেক। অসাধারণ আলোচনা
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। না করে থাকলে subscribe করে নিন।
@asimghosal67639 ай бұрын
Abdul Kafi aamar samay er onyotomo sera ,Bangla r Professor ,ke Thek e anar ,jonno Arka r thek ke dhonnobad.
@Shonona8 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন 🙏
@tanmoybhattacharya680710 ай бұрын
কাফি স্যার ও তোমার এই পডকাস্ট এক কথায় অনবদ্য। আলাদা এক উচ্চতা পেয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। ভিডিও পডকাস্ট হলে আরও একটু ভালো লাগত, কথা গুলোর সাথে কাফিদা ও তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পেলে আরও ভালো লাগত।❤
@Shonona10 ай бұрын
আমরা আপাতত অডিও। তাতে দেখেছি অনেক আন্তরিক ও বেলাগাম হয়। তাও ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️ আর subscribe না করে থাকলে, জানেন তো কি করতে হবে 😀
@tridipphotography140510 ай бұрын
অসাধারণ লাগলো, আর জেনে আরও ভালো লাগলো যে তিনি আমাদের বহরমপুরের মানুষ। ভালো থাকবেন কাফি দা, ভাগ্যে যদি থাকে, যদি কোনোদিন যাদবপুরে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারি তবে আপনার সঙ্গে দেখা করবো, প্রচুর কথা বাকি রইল।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ । আপনার আশা পূরণ হবে আশা রাখি । ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@udayandutta312110 ай бұрын
Aei podcast ta khub besi important...thanks Arko.Ami onno department er ex student.Kintu ami onnor kacch theke akhono sikhcchi. Corporate aeo amader k rule break korte hoi improvise korar jonno ar extra knowledge er jonno.
@sucharitadutta998810 ай бұрын
কি যে ভালো লাগলো! অনবদ্য এক অভিজ্ঞতা। আর হ্যাঁ, শোনার অভিজ্ঞতা অনেক বেশি অন্তরঙ্গ দেখার চেয়ে।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@suvendubhandari479210 ай бұрын
আমি ওনাকে শুনে আপ্লুত, আপনাকে অনেক ধন্যবাদ।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। Subscribe না করে থাকলে টুক করে করে দিন। আর মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন 🙏
@g.a.kerobani219110 ай бұрын
সমৃদ্ধ হলাম। এমন গুনীজনদের নিয়ে আসতে থাকুন আড্ডায়। ❤
@sabbirrahman911510 ай бұрын
শুনতে খুব ভালো লাগলো। কি সুন্দর করে আলোচনা করলেন আপনারা। সমৃদ্ধ হলাম ❤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকুন। ভালো লাগলে ছড়িয়ে দিন। Subscribe না করে থাকলে একটু টুক করে দিন। আর মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন।
@sujatamukherjee39029 ай бұрын
খুব ভালো লাগলো।👌👌🙏🙏
@samyabratadas10 ай бұрын
অন্য বিষয় নিয়ে পড়াশোনা করলেও কাফিদার ক্লাসে প্রায়ই ঢুকে পড়তাম। উনি সত্যিই এক নক্ষত্র। সহজ, সাবলিল সঞ্চালনার জন্য হয়ত ভালোলাগাটা আরো গভীর হল।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য । পারলে ছড়িয়ে দিন ❤️
@PrabhaChatterjee-yf6gh10 ай бұрын
মুখোমুখি করুন
@Shonona10 ай бұрын
@@PrabhaChatterjee-yf6ghআমরা ভিডিও করতে চাইছি না। আমরা মনে করি অডিও অনেক আন্তরিক। অনেক কথা সহজে বলা যায়।
@nazirmollah40029 ай бұрын
সমৃদ্ধ হলাম।
@thisisverycommon329310 ай бұрын
আলোচনা দীর্ঘজীবি হোক
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকুন। ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@KsgKolkata.202110 ай бұрын
অসাধারণ আলোচনা। অনেক ধন্যবাদ Shonona teamকে। আপনারা এইধরনের কাজের যে উদ্যোগ নিয়েছেন তা খুব গুরুত্বপূর্ণ এইসময়- সময় থাকবে না জগতে কথা রবে। আলোচনার শুরুথেকে যেখানে গিয়ে শেষ হল, অনবদ্য। ধন্যবাদ অর্ক দেবকে। হিংসা এই বিষয় নিয়েও একটা আলোচনার অনুরোধ রইল।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য । পারলে ছড়িয়ে দিন ❤️
@MANIDEEPADUTTADUTTA7 ай бұрын
কত দিন পরে তোমার কথা শুনলাম কাফিদা। কোনোদিনই আশ মেটেনা। আজও মিটলো না। কত দিন দেখা হয়নি।
@binitarahaman93009 ай бұрын
আব্দুল কাফি আমাদের লোক __ ঠিক তাই __ দীর্ঘ আলোচনা তে জীবনের পরিক্রমা র বিভিন্ন গ লি ধরে তিনি আমাদের সেইখানে নিয়ে যেতে চান যে পথে তিনি তাঁর সত্যের খোঁজ পেতে চান... আমরা কৃতজ্ঞ আমরা সমৃদ্ধ নমস্কার জানাই আপনাদের দুজনের প্রতি
@Shonona9 ай бұрын
ধন্যবাদ। ছড়িয়ে দিন 🙏
@Satadru8 ай бұрын
Floor noise ta komate parle aro bhalo laage. Shesh obdhi ache.
@aeroskypial10 ай бұрын
ধন্য 🙏
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন । সাবস্ক্রাইব না করে থাকলে, টুক করে করে নিন ❤️
@priyankamitra402810 ай бұрын
সমৃদ্ধ হলাম। স্যারের ক্লাস করার সুযোগ হয়েছিল।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকুন। ভালো লাগলে ছড়িয়ে দিন। Subscribe না করে থাকলে একটু টুক করে দিন। আর মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন।
@sensohini_10 ай бұрын
অসামান্য আড্ডা | কাফিদার কথা যত শুনি, ঐ, নিজের রূপান্তর ঘটে | আর অর্ক, এত ভালো সাক্ষাৎকার (বা আড্ডায় উস্কানি দেওয়া) নিতে আজকাল কাউকে তেমন দেখি না আর | বড় আরাম পেলাম....
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️ আর subscribe না করে থাকলে, জানেন তো কি করতে হবে 😀
@ranjankumardas811510 ай бұрын
দারুণ লেগেছে, নমষ্কার।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। না করে থাকলে subscribe করে নিন।
@Supriya-singhamahapatra10 ай бұрын
খুবই ভালো লেগেছে... তবে এই আড্ডায় মৌসুমী ভৌমিককে নিয়ে আসার অনুরোধ জানাই আর পারলে ওপারের সায়ানকেও।
@Shonona10 ай бұрын
একদম চেষ্টা করবো। ভালো লাগলে ছড়িয়ে দিন। আর সাবস্ক্রাইব না করে থাকলে টুক করে করে নিন ❤️
@Supriya-singhamahapatra10 ай бұрын
সাবস্ক্রাইব করাই আছে। সমস্ত আড্ডাগুলোই শুনেছি... বন্ধুমহলে আমরা এ নিয়ে আলোচনাও করি। খুবই ভালো উদ্যোগ, চালিয়ে যান...
@SwadhinDol10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য ❤
@sarasisahasadhak86189 ай бұрын
খুব ভালো লাগলো
@priyotoshde76367 ай бұрын
@shonona পুরো পডকাস্টটি শুনতে শুনতে এখানে যে বইটির কথা বলা হয়েছে তা ভুলেই গেলাম। একটু উল্লেখ করে দেবেন।
@sujitroy69610 ай бұрын
অসাধারণ।
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আর না করে থাকলে টুক করে subscribe করুন 🙏
@shrabanimukhopadhyay1010 ай бұрын
অনবদ্য শ্রবণ অভিজ্ঞতা 🙏
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আরো বেশি শ্রোতার কাছে এই দীর্ঘ গভীর বিরল আলোচনা পৌঁছে যাক ❤️
@anuktamajumder10 ай бұрын
খুবই বোকার মতো, নাকি লোভীর মতো মনে হচ্ছে, শুধুমাত্র কাফি বাবুর সাথে এরকম আলোচনার একটা নিয়মিত সিরিজ করা যায়না? বড়ো ভালো লাগলো। 🙏
@sg04f10 ай бұрын
অনেক ধন্যবাদ । দারুণ লাগলো।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য 🙏 আমরা আরো অনেক কিছু পর পর আনছি ❤️
@sayantakrkuila260210 ай бұрын
এই episode টা অত্যন্ত জরুরি❤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন। আর সাবস্ক্রাইব না করে থাকলে টুক করে করে ফেলুন ❤️
@bandanapal819410 ай бұрын
খুব ভাল লাগলো । সমৃদ্ধ হলাম।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@chitrorathg10 ай бұрын
ধন্যবাদ 👍🏼❤️
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। Subscribe না করে থাকলে টুক করে করে দিন। আর মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন 🙏
@mitrachaudhury63599 ай бұрын
Khub valo laglo. Shroddha..
@Shonona9 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন। মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন।
@shuvamdg10 ай бұрын
Thanks!
@Shonona10 ай бұрын
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য । এইভাবে থাকুন। আমরা আরো নতুন কিছু নিয়ে আসতে পারবো ❤️
@AgAnTuK_010 ай бұрын
থ্যাংকস রে.. স্যার কে আমার প্রণাম দিস.. অনেক একলব্য'দের ভিড়ে এই একলব্য কে ক্ষমা করবেন স্যার 🙏🏻
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। আপনি আমাদের নিয়মিত শ্রোতা। ভালো লাগলে ছড়িয়ে দিন সমমনষ্ক বন্ধু ও পরিবারবর্গের মধ্যে 🙏
@AgAnTuK_010 ай бұрын
@@Shonona ছড়ানো টাই উচিত..
@Soubhik12345.9 ай бұрын
অধ্যাপক পবিত্র সরকারের এরকম একটি সাক্ষাৎকার চাই। ❤
@ananyamani473710 ай бұрын
৫ সেকেন্ডের অ্যাডগুলোও সহ্য হচ্ছিল না...আবারও মুগ্ধ হয়ে শুনলাম যেমন ক্লাসে শুনি ।।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ 🙏 পাশে থাকার জন্য ❤️ ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@amirothin10 ай бұрын
eta Aurkor thek er akhono obdhi sera Episode. jara Kafi Da ke teacher hishebe jara pechhen tara soubhagyabaan..
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️ আর subscribe না করে থাকলে, জানেন তো কি করতে হবে 😀
@rocking4joy10 ай бұрын
Osadharon
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। না করে থাকলে subscribe করে নিন।
@abhraghosal200010 ай бұрын
দুটো ঘন্টা অন্তত নষ্ট হবে না❤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ছড়িয়ে দিন ❤️
@amitmahaldar56910 ай бұрын
অসাধারণ লাগলো শুনে ❤️❤️
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। না করে থাকলে subscribe করে নিন।
@amitmahaldar56910 ай бұрын
❤❤
@utshobiswas575810 ай бұрын
এই মানুষটা 🖤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@bsuchi8 ай бұрын
Dipesh Chakrabortyr “Provincializing Europe” boitir kotha mone pore gelo. Translation and marketing are the only ways to introduce western audience to the vast ocean of non western literature
@sudiptasantra503910 ай бұрын
কী ভালো যে লাগছে বলে বোঝাতে পারবোনা। অনেক দিন ধরে এই এপিসোডটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আরো বেশি শ্রোতার কাছে এই দীর্ঘ গভীর বিরল আলোচনা পৌঁছে যাক ❤️
@avishekroy816410 ай бұрын
প্রণাম নেবেন স্যার। ❤
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আরো বেশি শ্রোতার কাছে এই দীর্ঘ গভীর বিরল আলোচনা পৌঁছে যাক ❤️
@ahelipaul740110 ай бұрын
অপেক্ষায় ছিলাম ❤
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আরো বেশি শ্রোতার কাছে এই দীর্ঘ গভীর বিরল আলোচনা পৌঁছে যাক ❤️
@mainak6810 ай бұрын
আপনি একই সঙ্গে ব্রাত্যকেও ডাকেন , আবার কাফিকেও ! Cultivate করতে হচ্ছে মশাই আপনাকে।
@Shonona10 ай бұрын
আমরা সবার মতামত সামনে আনতে চাই। এই আইডিয়ার মার্কেট প্লেসে আপনাকেও স্বাগত। পাশে থাকার জন্য ধন্যবাদ। পারলে ছড়িয়ে দিন ❤️
@Sooshhie10 ай бұрын
সেই ১৫ বছর আগের কাফি দা 🙏❤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকুন। ভালো লাগলে ছড়িয়ে দিন 🙏
@sainazakhtar16510 ай бұрын
osadhoron !!!!!!
@Shonona10 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন। আরো বেশি শ্রোতার কাছে এই দীর্ঘ গভীর বিরল আলোচনা পৌঁছে যাক ❤️
@adnanmahmud88549 ай бұрын
1:32:30
@paritoshdas596210 ай бұрын
এখন রাত গভীর ।মফস্বল সহরের. নিশ্চুপ শীত জানালার পাশে। ছিয়াত্তর পেরণো এই আমি আগামী সকালটা নতুন করে শুরু করব। ভালোবাসা ।,,পরিতোষ. ,হালিশহর।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। পারলে নিজের সমমনা বন্ধু মহলে ছড়িয়ে দিন 🙏
@uotgamming258410 ай бұрын
Boroda choron mojumder r nozrul onak history ache....onak deep deep relationship chelo.
@Shonona10 ай бұрын
ধন্যবাদ । ভালো লাগলে ছড়িয়ে দিন। আরো বেশি শ্রোতার কাছে এই দীর্ঘ গভীর বিরল আলোচনা পৌঁছে যাক ❤️
@binyeameenhossain77487 ай бұрын
কাফি স্যারের ফোন নম্বর টা কি পাওয়া যাবে , খুবই দরকার।
@parangama9 ай бұрын
কাফিদা 💜
@Shonona9 ай бұрын
ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️
@sriparnadutta92099 ай бұрын
Akta alada kotha bolchi Shark tank e atka publication gachilo invest er jonno keu invest koreni karon eta decline market
@KHPhysics10 ай бұрын
Arka da, এসব ভিডিও করে আপলোড করার অনুরোধ রইল।
@Shonona10 ай бұрын
আমরা ৩৬০ ডিগ্রি বাংলা অডিও ফার্স্ট প্ল্যাটফর্ম হতে চাই। আমরা মনে করি অডিও অনেক নিবিড়। আপনার একেবারে হৃদয়ে পৌঁছে যায়। আপনি কাজের ফাঁকেও শুনতে পারেন। তাই আমরা অডিও তেই থাকতে চাই। তাও যদি আমাদের ভালোবাসা দেন, আমাদের ছড়িয়ে দেন, এরকম আরো অনেক কাজ করে যেতে পারি আপনাদের জন্য 🙏
@amitroy-b3b10 ай бұрын
Ascharjy ulkar moto....koto Jon ke je bollam..
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। না করে থাকলে subscribe করে নিন।
@rohitdas742010 ай бұрын
jet somosto books gulo niye alochona hochilo sei gulor nam ar prokashonir naam or jodi kono link thake online seita jodi provide kore den khub valo hobe
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। একদম তাই করবো 🙏 মাঝে পারলে একটু বন্ধু ও পরিবার মহলে ছড়িয়ে দিন 🙏
@rohitdas742010 ай бұрын
@@Shononasei kaaj video ti premier hoya matroi suru kore deachilam 😅
@Shonona9 ай бұрын
মেম্বার হওয়ার কথা ভেবে দেখতে পারেন। সেখানে আমরা নানা নতুন জিনিস শেয়ার করবো।
@rajritasinhachowdhury403810 ай бұрын
Kafida ❤
@SafarofCSS10 ай бұрын
❤❤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ 🙏ভালো লাগলে ছড়িয়ে দিন ❤️
@SafarofCSS10 ай бұрын
@@Shonona অবশ্যই ওনার বর্তমান ছাত্রীদের মধ্যে একজন❤️
@manaswichaudhuri51989 ай бұрын
কবীর সুমনের সঙ্গে একদিন কথোপকথন চাই।
@tathagatadas224810 ай бұрын
Prohno korlo 1:15:14 theke 1:19:00 pray 4 min dhore! Uttor dite giye Kafida 3min o bolte pareni tar majhe interject kore kotha onno dike ghuriye dilo! Are baba 4min er proshner to ontoto ekta 10min uttor dite deben? moha mushkil....uttor shunben i jodi na tahole proshno korar dorkar ta ki ?
@amritabhattacharjee28616 ай бұрын
আপনাদের কি সত্যি মনে হয় যে মানুষ হঠাৎ করে নিষ্ঠুর হয়ে উঠেছে? কবে মানুষ নিষ্ঠুর ছিলনা বলতে পারেন?
@RudraDutta-z3m10 ай бұрын
একদিন রঞ্জন প্রসাদকে আনলে ভালো হয়।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকার জন্য। ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগলে ছড়িয়ে দিন। না করে থাকলে subscribe করে নিন।
@Nagorik_Chabial8 ай бұрын
💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💝💝💝💝💝💝💝💝
@mousumimishra664910 ай бұрын
ওনার কাছে কি পড়া যায়?
@abhraghosal200010 ай бұрын
Thanks to the Premium subscription 😊
@Shonona10 ай бұрын
মানে? বুঝলাম না 😐
@danuvab10 ай бұрын
তুমি কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, অর্ক দা? নিলাব্জদার সাথে পড়তে? 😊😊😊
@Shonona10 ай бұрын
নানা.. অর্ক রবীন্দ্রভরতী বিশ্ব বিদ্যালয়ের ছাত্র । তাছাড়া ধন্যবাদ পাশে থাকার জন্য । পারলে ছড়িয়ে দিন ❤️
@dchat196710 ай бұрын
@@Shononashikkhonio
@uotgamming258410 ай бұрын
Marketing korar lok chelo na
@suvankarchakraborty4249 ай бұрын
apnara ei kothopokohon gulo video keno koren na. just jemon bolchhe setai video te thaklo
@Shonona9 ай бұрын
শব্দ মাধ্যমে আমরা মনে করি আরো গভীরে যাওয়া যায়।
@PrabhaChatterjee-yf6gh10 ай бұрын
মুখোমুখি সাক্ষাৎকার করুণ, আশাকরি বুঝতে পেরেছেন।
@Shonona10 ай бұрын
ধন্যবাদ 🙏কিন্তু আমরা অডিও মাধ্যমেই থাকতে চাই। তাতে ব্যাপারটা অনেক ব্যক্তিগত ও গভীর হয়ে বলে আমাদের ধারণা। বাংলার নিজস্ব ও প্রথম ৩৬০ ডিগ্রি অডিও প্ল্যাটফর্ম হওয়ার ইচ্ছে আমাদের। পাশে থাকুন। হবে একদিন ❤️
@Travelgiri9510 ай бұрын
মনে হল বহুদিন পর আবার কাফিদার ক্লাস করছি ❤
@Shonona10 ай бұрын
ধন্যবাদ পাশে থাকার জন্য । পারলে ছড়িয়ে দিন ❤️
@FlintStone06 ай бұрын
Long live Israel 🇮🇱
@Aritra-no6of10 ай бұрын
বামপন্থা নাকি আবার logic..😂😂 এই ধরনের বিশ্বআঁতেলদের না এনে..সফল বিজ্ঞানী এবং সফল ব্যবসায়ীদের interview নিতে পারেনতো।
@akashbanerjee335310 ай бұрын
আপনি জানেন এখন যার বক্তব্য শুনছেন তিনি একজন জনপ্রিয় শিক্ষক না জেনে এসব ভুলভাল মন্তব্য করবেন না ,এই সমস্ত মন্তব্য করে নিজের পরিচয় দেবেন না...।
@সুপর্ণাচক্রবর্ত্তী10 ай бұрын
কাকে আঁতেল বলেছেন ? আঁতেল দা ?
@Dr_Sam00110 ай бұрын
গুগল সার্চ না করে জন পাঁচ সাতেক জীবিত ভারতীয় বিজ্ঞানীর নাম বলুন দেখি...😊
@asimghosal67639 ай бұрын
Kauke na chine ,Monntobo korte , Social Media r juri nei ....