Рет қаралды 132
সিলেটের ঝরেপড়া জনপ্রিয় তারকা পাগল হাছানের একটি কালজয়ী গান হচ্ছে আসমানে যাইয় না রে বন্ধু, তিনি মারা যাওয়ার আগে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আসমানে যাইয় না রে বন্ধু, জীবন খাতায় প্রেম কলংকের দাগ, হৃদয় মাঝে রাখছি তরে ইত্যাদি।