পাহাড়-ঝর্ণা-লেক সব একসাথে | Kolkata To Jharkhand | Deoghar Tour | কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে

  Рет қаралды 1,721

Subhadeep Official

Subhadeep Official

Күн бұрын

পাহাড়-ঝর্ণা-লেক সব একসাথে | Kolkata To Jharkhand | Deoghar Tour | কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে
Part 1 Link :- • 450 টাকায় মধুপুর-গিরি...
Madhupur Booking number - 9229756059 / 8404846537
তিন রাত্রি চার দিনের মধুপুর গিরিডি ও দেওঘর ভ্রমণের প্যাকেজের বিবরণ
পরিচালনায় -স্মাইল হলিডে
হোটেলের নাম- ওয়েস্ট ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট
বাহান্ন বিঘা, মধুপুর, ওঝা মোর,ঝাড়খন্ড।
প্রথম দিন
পাত্রল কালী মন্দির, দেবালয়, কপিল মঠ, চহুটিয়া পাহাড়, অগাস্টান গির্জা, পুরাতন বনেদী বাঙালি জমিদার বাড়ি।
দ্বিতীয় দিন
উশ্রী ফলস, খন্ডলি ড্যাম তৎসহ বিনোদন পার্ক ও পাহাড়।
তৃতীয় দিন
দেওঘর যাবার পথে মধুপুর লাভারস পয়েন্ট। দেওঘরে গিয়ে বাবাধাম মন্দির, ত্রিকুট পাহাড়, বালানন্দ ব্রহ্মচারী উপাসনা মন্দির সহ তপবন,
নোলক্ষা মন্দির, অনুকুল ঠাকুরের স্মৃতি বিজড়িত সৎসঙ্গ আশ্রম।
প্যাকেজ ড্রিংকিং ওয়াটার, যে কোন জায়গার এন্ট্রি ফি এই সমস্ত খরচাগুলি গেস্টরা নিজেরা বহন করিবে।
দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সাইট সিন করিবার জন্য দুপুরে লাঞ্চ যদি প্যাকেট করে নিয়ে যেতে চান তাহা হইলে তার আগের দিন সন্ধ্যে ছটার মধ্যে হোটেল কে ইনফরমেশন দিতে হবে নচেৎ সাইট সিন করে এসে লাঞ্চ গ্রহণ করিতে হইবে।
স্টেশনে ড্রপিং স্টেশন থেকে পিকআপ এবং প্রথম দিনের সাইট সিন টোটো অথবা অটো করে করানো হবে।
দ্বিতীয় এবং তৃতীয় দিনের সাইট সিন নন এসি গাড়ি করে করানো হবে।
রুম নন এসি হবে।
গিজার এবং এসি যদি দরকার লাগে তাহলে আলাদা করে চার্জ দিতে হবে।
পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কোন চার্জ লাগবে না। পাঁচ থেকে দশ বছরের বাচ্চার ক্ষেত্রে অর্ধেক চার্জ লাগিবে। দশ বছর এর ঊর্ধ্বে বাচ্চার ক্ষেত্রে পুরো চার্জ লাগিবে ।
এইসব স্পট গুলোর বাহিরে যদি গেস্ট অন্য কোন স্পট ঘুরতে চায় তাহা হইলে পরিবর্তিত রেট চার্টের ব্যাপারে হোটেলের সঙ্গে যোগাযোগ করিতে হইবে। এবং পরিবর্তিত মূল্য হোটেল কে প্রদান করিলেই তবেই সেই স্পট দেখিতে পারিবেন।
তিন রাত্রি চারদিনের প্যাকেজের রেট চার্ট -
গেস্টের সংখ্যা - 06, ঘরের সংখ্যা-02
মাথাপিছু খরচা 2999 টাকা ।
গেস্টের সংখ্যা -05, ঘরের সংখ্যা -02
মাথাপিছু খরচা -3499 টাকা।
গেস্টের সংখ্যা -04, ঘরের সংখ্যা -02,
মাথাপিছু খরচা -3999 টাকা।
গেস্ট এর সংখ্যা -03, ঘরের সংখ্যা-01,
মাথাপিছু খরচা -4499 টাকা।
গেস্ট এর সংখ্যা -02, ঘরের সংখ্যা -01,
মাথাপিছু খরচা -4999 টাকা।
খাওয়া এবং থাকা নিয়ে আমাদের বিশেষ অফার
খাওয়া এবং থাকা নিয়ে মাথাপিছু খরচা নন এসি রুমের ক্ষেত্রে প্রতিদিনের জন্য 450 টাকা।
খাওয়া এবং থাকা নিয়ে মাথাপিছু খরচা এসি রুমের ক্ষেত্রে প্রতিদিনের জন্য 650 টাকা।
আমাদের হোটেলের কয়েকটি সাধারণ নিয়মাবলী
যদি গেস্টরা দুপুরের লাঞ্চ সাইট সিন বেরোবার সময় সকালবেলায় প্যাকেট করে নিয়ে যেতে চান তাহা হইলে আগের দিন সন্ধে ছটার মধ্যে হোটেলকে ইনফরমেশন করিতে হইবে।
প্রত্যেকদিন সকালে সারাদিনের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এর অর্ডার হোটেল কে দিয়ে দিতে হবে।
নন এসি থেকে এসি পরিবর্তন করিতে গেলে মাথাপিছু 200টাকা এক্সট্রা দিতে হবে প্রতিদিনের জন্য।
রুমে যদি গিজার ব্যবহার করতে চান তাহলে মাথাপিছু 50 টাকা চার্জ দিতে হবে প্রতিদিনের জন্য।
প্যাকেজের খাদ্যের বিবরণ -
ব্রেকফাস্ট
লুচি ও সবজি ( লুচি পাঁচ পিস করে )
অথব
বাটার টোস্ট ( চার পিস ব্রেড )
অথবা
ডিম টোস্ট ( 2 পিস ব্রেড এবং এক পিস ডিম )
অথবা
ম্যাগি
দুপুরের লাঞ্চ -
ভেজখালি ( একটা পনিরের সবজি থাকবে)
অথবা
ডিম থালি ( 2 পিস ডিম থাকবে )
অথবা
মাছের থালি( এক পিস মাছ থাকবে )
রাত্তিরে ডিনার -
ফ্রাইড রাইস ও চিলি চিকেন ( চিলি চিকেন পাঁচ পিস থাকবে )
অথবা
বাসন্তী পোলাও ও চিকেন কষা ( চিকেন তিন পিস থাকবে )
অথবা
রুটি ও চিকেন কষা ( চিকেন তিন পিস থাকবে )
অথবা
রুটি ও চিলি চিকেন ( চিলি চিকেন 5 পিস থাকবে )
অথবা
রুটিও ডিম কারি ( ডিম দু পিস থাকবে )
অথবা
রুটি ও পনিরের সবজি
অথবা
প্লেন ভাত আলুভাজা ডাল ও চিকেন কষা ( চিকেন তিন পিস থাকবে )
অথবা
প্লেন ভাত আলু ভাজা ডাল ও ডিম কারি ( ডিম দু পিস থাকবে )
রুটি,প্লেন রাইস, ফ্রাইড রাইসের রাইস, বাসন্তী পোলাওয়ের রাইস,ডাল এবং সবজি আনলিমিটেড থাকবে। বাকি অন্য সবকিছু লিমিটেড থাকবে।
গিফট দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়মগুলো এইরকম -
1) কফি মগ -
কমপক্ষে দুই দিন থাকিতে হইবে। দুটি আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করিতে হইবে।
2) বাটি এবং প্লেটের সেট -
কমপক্ষে তিন দিন থাকিতে হইবে। 14 আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করিতে হইবে এবং নিজের whatsapp এর স্ট্যাটাস লাগাইতে হইবে।
3) ওয়ারলেস হেডফোন -
কমপক্ষে তিন দিন থাকিতে হইবে। 20 আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করিতে হইবে। নিজের হোয়াটসঅ্যাপে তে স্ট্যাটাস লাগাইতে হইবে।
#travelvlog #travel #travelling #madhupur #jharkhand #deoghar #giridih #subhadeepofficial #touristdestination #tourguide #fulldetails
#weekendtourfromkolkata #450 #falls #weekendtournearkolkata #mountain #cheapesthotelinjharkhand #river
#banglatravelvlog #explore #viralvideo

Пікірлер: 8
@indrajitroy998
@indrajitroy998 2 ай бұрын
Darun hoyeche vlog ta😊❤
@SubhadeepOfficial02
@SubhadeepOfficial02 2 ай бұрын
Thank you so much 😊
@indrajitroy998
@indrajitroy998 2 ай бұрын
Khub Sundor❤
@SubhadeepOfficial02
@SubhadeepOfficial02 2 ай бұрын
Thnx😊
@grambanglavlog7523
@grambanglavlog7523 2 ай бұрын
Nice video 😊😊
@SubhadeepOfficial02
@SubhadeepOfficial02 2 ай бұрын
Thanks 😊
@AnikDevnath519
@AnikDevnath519 2 ай бұрын
দারুণ খুব ক্যামরা দিয়ে ভিডিও শুট করেন ❓❓
@SubhadeepOfficial02
@SubhadeepOfficial02 2 ай бұрын
Thank you so much 😊 iPhone a Shoot kora.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 75 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 44 МЛН